ইরণ

ইরণ/ বিশেষ্য, মরু; উষর ভূমি; ক্ষার ভূমি। ২ জলশূন্য এবং বৃক্ষাদি-বিহীন ভূভাগ। ৩ শূন্য।

ইরম্মদ

ইরম্মদ/ বিশেষ্য, সমুদ্রাগ্নি; বাড়বাগ্নি। ২ বজ্রাগ্নি; মেঘজ্যোতিঃ। ‘দেখেছি দ্রুত ইরম্মদে দেব ছুটিতে পবন পথে।’—মেঘনাদবধ কাব্য। ‘ইরম্মদাকৃতি বাঘ ধরিল মৃগীরে।’—ঐ। ৩ হস্তী।

ইরশাদ

ইরশাদ/ ইরষাদ বিশেষ্য, আদেশ। ২ ইচ্ছা; অতিপ্রায়; উদ্দেশ্য। ‘বাদশাহ কোনরূপ ফরমান কিম্বা ইরষাদ প্রচার করেন নাই।’ —জয়ন্তী (নগেন্দ্রনাথ গুপ্ত)।

ইরশাল

ইরশাল/ বিশেষ্য, নায়েব গোমস্তা কর্তৃক সদর কাছারিতে প্রেরিত খাজনা। ‘মাঝে মাঝে বেষাক পাঠাবে ইরশাল।’ —ধর্ম্মমঙ্গল, ঘনরাম চক্রবর্ত্তী।

ইরষাদ

ইরষাদ/ বিশেষ্য, আদেশ। ২ ইচ্ছা; অতিপ্রায়; উদ্দেশ্য। ‘বাদশাহ কোনরূপ ফরমান কিম্বা ইরষাদ প্রচার করেন নাই।’ —জয়ন্তী (নগেন্দ্রনাথ গুপ্ত)।

ইরস্মদ

ইরস্মদ/ বি. (বর্ত. অপ্র.) ১ বজ্র বা বজ্রাগ্নি, বিদ্যুৎ; ২ সমুদ্রের আগুন; ৩ হাতি। ।

ইরা

ইরা/ বিশেষ্য, বীণা। ২ পৃথিবী (তুলনামূলক গ্রীক, স্পেনিশ era ও প্রাচীন উচ্চ জর্মন ero = earth. ‘ইন্দীবরনয়নী ইঙ্গিতে ইচ্ছ ইরা।’—অন্নদামঙ্গল, ভারতচন্দ্র রায়গুণাকর। ৩...

ইরাক

ইরাক/ বিশেষ্য, আরব সীমান্তে পারস্য দেশের দ্রাক্ষাকুঞ্জ ও দ্রাক্ষাজাত সুরার জন্য প্রসিদ্ধ প্রদেশ বিশেষ।

ইরাকি

ইরাকি/ বি. ইরাক দেশের অধিবাসী বা ভাষা। ☐ বিণ. ইরাক দেশ বা ওই দেশের অধিবাসীসম্বন্ধীয় (ইরাকি হামলা, ইরাকি গান)।

ইরাকী

ইরাকী/ [ইরাক + ঈ (সম্বন্ধে) বিশেষণ, ইরাণী; ইরাক-দেশীয় বা জাতীয়। ২ বিশেষ্য, ঐ দেশের ঘোড়া। ইরাক- ই-আরব-প্রাচীন আবিসিনিয়া the ancient Babylon. কাল্ডিয়া Chaldea. ইরাক-ই-আজ̣ম—মিডিয়া...

ইংরাজ

বিশেষ্য ইংরেজ-এর বর্জিত রূপ। ইংল্যাণ্ড দেশের অধিবাসী। ইংল্যাণ্ডের অধিবাসী। ব্যুৎপত্তি পর্তুগীজ Engrez, হিন্দি অঙ্গ্‌রেজ, ফ্রেঞ্চ Anglaise. পরে (ভারতের রাজপদ পাওয়ার পর) সংস্কার জড়িত উচ্চারণ বিকারে...

ইংরাজী

বিশেষণ ইংরেজসম্বন্ধীয়। ইংরেজি ভাষা। ‘পড়তে পারি বলতে পারি ইংরাজী ভাষায়। পিয়ানো বাজাতে পারি ইংরাজী প্রথায়’— হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ব্যুৎপত্তি বাংলা ইংরাজ + ঈ।

ইরাণ

ইরাণ/ বিশেষ্য, পারস্য। ‘আমরা ইরাণ দেশের কাজী।’—দ্বিজেন্দ্রলাল রায় ।

ইরাণি

ইরাণি/ বিশেষ্য, ঈরাণের অধিবাসী; ইরাণি ভাষা; পারস্য দেশের লোক Persian. ২ এক সম্প্রদায়ের বেদিয়া। ৩ পারস্য ভাষা। ৪ বিশেষণ, ঈরাণ সম্বন্ধীয় বা জাত।

ইরাদা

ইরাদা/ বিশেষ্য, সঙ্কল্প; অভিপ্রায়; মনন; অভিলাষ। ইরাদা বি. ১ ইচ্ছা, অভিলাষ, অভিপ্রায়; ২ সংকল্প। ।

ইরানি

ইরানি/ বিশেষ্য, ঈরাণের অধিবাসী; ইরাণি ভাষা; পারস্য দেশের লোক Persian. ২ এক সম্প্রদায়ের বেদিয়া। ৩ পারস্য ভাষা। ৪ বিশেষণ, ঈরাণ সম্বন্ধীয় বা জাত।...

ইরানীয়

ইরানীয়/ বি. বিণ. পারস্য বা ইরানের অধিবাসী বা ইরানদেশ সম্বন্ধীয়।

ইরাবতী

ইরাবতী/ বি. ১ পাঞ্জাবের অন্তর্গত রাবি নদী; ২ ব্রহ্মদেশের নদীবিশেষ। । ইরাবতী বিশেষ্য, স্ত্রীলিঙ্গ, নদীবিশেষ; পঞ্জাবের অন্তর্গত নদীবিশেষ; রাবী। ২ ব্রহ্মদেশীয় নদী বিশেষ; ঐরাবতী।...

ইরাবান

ইরাবান/ বি. সমুদ্র। । ইরাবান্ বিশেষ্য, সমুদ্র। ২ অর্জুনের পুত্র; নাগকন্যা উলুপী-গর্ভজাত। ৩ হিমালয়স্থিত হ্রদ বিশেষ। ইহা হতে ইরাবতী নদী উৎপন্ন হয়েছে। স্ত্রীং...

ইরিণ

ইরিণ/ বিশেষ্য, মরু; উষর ভূমি; ক্ষার ভূমি। ২ জলশূন্য এবং বৃক্ষাদি-বিহীন ভূভাগ। ৩ শূন্য।

ইরিবেল্লিকা

ইরিবেল্লিকা/ বিশেষ্য, মস্তকব্রণ carbuncle of head.

ইংরেজ

বিশেষ্য ইংরেজ-এর বর্জিত রূপ। ইংল্যাণ্ড দেশের অধিবাসী। ইংল্যাণ্ডের অধিবাসী। ব্যুৎপত্তি পর্তুগীজ Engrez, হিন্দি অঙ্গ্‌রেজ, ফ্রেঞ্চ Anglaise.

ইংরেজি

বিশেষণ ইংরেজসম্বন্ধীয়। ইংরেজি ভাষা। ‘পড়তে পারি বলতে পারি ইংরাজী ভাষায়। পিয়ানো বাজাতে পারি ইংরাজী প্রথায়’— হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ব্যুৎপত্তি বাংলা ইংরাজ + ঈ।

ইংরেজিয়ান

বিশেষ্য ইংরেজদের চালচলনের উৎকট বা অন্ধ অনুকরণ, সাহেবিয়ানা। ব্যুৎপত্তি european এর নকলে(?)।

ইংরেজী

বিশেষণ (প্রমিত) ইংরেজি। ইংরেজসম্বন্ধীয়। ইংরেজি ভাষা। ‘পড়তে পারি বলতে পারি ইংরাজী ভাষায়। পিয়ানো বাজাতে পারি ইংরাজী প্রথায়’— হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ব্যুৎপত্তি বাংলা ইংরাজ + ঈ।

ইর্সাল

ইর্সাল/ বিশেষ্য, খাজনা; রাজস্ব। ২ জমীদারী হতে বাৎসরিক আদায় জমীদারের নিকট প্রেরণ

ইল

ইল/ ইল১ বিশেষ্য, মনুর বরপুত্র, সুদ্যুম্ন নামে খ্যাত। একদা মৃগয়াব্যাজে ইল শঙ্করশপ্ত কুমার-বনে প্রবেশ করায় নারী হন। অতঃপর আরাধনায় তুষ্ট হইয়া শঙ্করই তাঁহাকে ‘একমাস...

ইলচি

ইলচি, এলচি বিশেষ্য, দূত।

ইলচী

ইলচী/ বিশেষ্য, চিংড়ী মাছ। ‘থোড় উডুম্বর ইলচী মাছে, খাইলে মুখের অরুচি ঘুচে।’—ধর্ম্মমঙ্গল, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত্তী। ২ বিশেষণ, নিকৃষ্ট; অধম; নীচ।

ইলবিল

ইলবিল/ বিশেষ্য, আঁকা-বাঁকা গমন। ‘ডাঙ্গর উকুন নীকী করে, ইলিবিলি।’ —অন্নদামঙ্গল, ভারতচন্দ্র রায়গুণাকর।

ইলবিলা

ইলবিলা/ বিশেষ্য, তৃণবিন্দের কন্যা; বিশ্রবামুনির পত্নী ও কুবেরের জননী কৃত্তিবাস ওঝা মতে পুলস্তপত্নী ও বিশ্রবার জননী।

ইলবিষ

ইলবিষ/ বিশেষ্য, সজারু জাতীয় জন্তু। ‘বাঁশ মুড়ীর ইলবিষ যেন ফড়কিয়া উঠিল।’ —পূর্ব্ব বঙ্গ গীতিকা।

ইলম

ইলম /ইলিম দ্রষ্টব্য।

ইলশা

ইলশা/ বিশেষ্য, মৎস্যবিশেষ; ইলিশ।

ইলশাজাল

ইলশাজাল/ -ইলিশ মৎস্য ধরিবার উপযোগী জাল (দ্রষ্টব্য)।

ইলশে

ইলশে / বিশেষ্য, মৎস্যবিশেষ; ইলিশ।

ইলশেগুঁড়ি

ইলশেগুঁড়ি/ বি. গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ।

ইলা

ইলা/ বিশেষ্য, বৈবস্বত মনুকন্যা, বুধপত্নী, পুরূরবার জননী। মনু, মিত্রাবরুণের উপাসনা করিয়া একটী সন্তান প্রার্থনা করেন, কিন্তু আরাধনায় ক্রটি বশতঃ পুত্রের পরিবর্ত্তে কন্যা হয়।...

ইলাকা

ইলাকা/ গ্রামের অধিবাসীর সরহদ্দ বা অধিকার সীমা। ২ অধীনতা। ৩ সম্পর্ক (এই অর্থে গ্রাম্য-এলেক্কা)। ইলাকা এলাকা-র অপ্র. রূপভেদ।

ইলাজ

ইলাজ/ বি. রোগের চিকিৎসা বা উপশম। ।

ইলাতল

ইলাতল/ ধরাতল।

ইলাবৃত

ইলাবৃত/ বিশেষ্য, জম্বুদ্বীপের নব বর্ষের চতুর্থ বর্ষ। ইহার উত্তরে নীল, শ্বেত ও শৃঙ্গবান্ পর্বত, দক্ষিণে নিষধ, হেমকুট ও হিমালয় পর্বত, পশ্চিমে মাল্যবান্ পর্বত,...

ইলাবৃতবর্ষ

ইলাবৃতবর্ষ/ বি. ১ পুরাণোক্ত দেশবিশেষ; ২ জন্তুদ্বীপের বিভিন্ন ‘বর্ষ’ বা ভূভাগের এক ‘বর্ষ’, কৈলাসের নিকটবর্তী স্থানের পৌরাণিক নাম।

ইলাহি

ইলাহি/ বি. ঈশ্বর, ভগবান। ☐ বিণ. ১ মহান (ইলাহি পুরুষ; ২ বিরাট, বিশাল (ইলাহি ব্যাপার)। । দ্র এলাহি।

ইলাহী

ইলাহী/ উচ্চ; মহান্। ২ ঈশ্বর। ৩ বিশেষণ, বিরাট্; অতিরিক্ত; অধিক। প্রয়োগ— ইলাহী খরচ, ইলাহী কাণ্ড বা কারখানা। এলাহী দ্রষ্টব্য।

ইলাহী গজ

ইলাহী গজ/ - আকবর বাদশাহ কর্তৃক প্রবর্তিত ৪১ অঙ্গুলী বা ৩৩ ইঞ্চি প্রমাণ গজ। ইমারতাদি মাপ কার্যে ইলাহীগজ ব্যবহৃত হয়।

ইলাহী তোবা

ইলাহী তোবা/ -হা ঈশ্বর যো ঈশ্বর।

ইলাহী রাত

ইলাহী রাত/ -মহরমের জাগরণের রাত্রি; দীর্ঘ রাত্রি যা ফুরাইতেই চাহে না।

ইলাহী সন

ইলাহী সন/ -আকবর বাদশাহ প্রবর্তিত সাল। হিজরী হইতে ১০ বৎসরের ব্যবধান ও হজরৎ মুহম্মদের মৃত্যু তারিখ হইতে গণনীয়। — (মোহাম্মদী পঞ্জিকা) প্রবাসী, ১৩২৭।

ইলি

ইলি/ বিশেষ্য, কাটারী।

ইলিকা

ইলিকা/ বিশেষ্য, পৃথিবী।

ইলিবিলি

ইলিবিলি/ বিশেষ্য, আঁকা-বাঁকা গমন। ‘ডাঙ্গর উকুন নীকী করে, ইলিবিলি।’ —অন্নদামঙ্গল, ভারতচন্দ্র রায়গুণাকর।

ইলিম

ইলিম/ বিশেষ্য, বিদ্যা।

ইলিমদার

ইলিমদার/ বিশেষণ, বিদ্বান্; আলিম।

ইলিমিলি

ইলিমিলি/ বিশেষ্য, অস্পষ্ট বাক্য; অর্থহীন শব্দ। ‘ইলিমিলি জপে সদা ছিলিমিলি মালে।’—ধর্ম্মমঙ্গল, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত্তী।

ইংলিশ

বিশেষ্য ইংরেজি ভাষা। ইংরেজ জাতি। font বা হরফ বিশেষের নাম। গ্রেট প্রিমার (Great primer) অপেক্ষা ছোট পাইকা (Pica) অপেক্ষা বড় এবং ঐ দুয়ের মধ্যবর্তী...

ইলিশ

ইলিশ/ বিশেষ্য, ইলিশ মাছ clupea alosa; clupea ilisha. ইলিশ বি. (সচ. নদীর) সুস্বাদু মাছবিশেষ। ।

ইংলিস

বিশেষ্য বরতরফ করা বা কর্মে অক্ষম সিপাহীদিগকে পেন্সনের পরিবর্তে প্রদত্ত নিষ্কর ভূমি ‘rent-fee tenures given to disbanded sepoys in lieu of pension.’ ‘Invalid soldiers...

ইংলিসদার

বিশেষ্য যে টাকার স্থলে জমি পেন্সন স্বরূপ প্রাপ্ত হয়। ব্যুৎপত্তি ইংরেজি ইংলিস্ + ফারসি দার।

ইংলিস্তান

ইংলিস্তান , বিশেষ্য ইংরেজ জাতির নিবাসস্থান; ইংরেজের জন্মভূমি; England, রাজধানী London > সংস্কৃত লণ্ড্র, দেশ। ব্যুৎপত্তি ইংরেজি ইংলিশ + ফারসি স্তান = উর্দু ইংলিস্তান।

ইলী

ইলী/ বিশেষ্য, কাটারী।

ইলীশ

ইলীশ/ বিশেষ্য, ইলিশ মাছ clupea alosa; clupea ilisha.

ইলেক

ইলেক/ বিশেষ্য, ‘৻’ এইরূপ বাঁকা রেখা; চিহ্ন; আঁক; কাহন বা টাকার পর পণ বা আনা না থাকিলে ‘৲’ এইরূপ চিহ্ন দিতে হয়; এবং...

ইলেকট্রন

ইলেকট্রন/ বি. বিদ্যুতের অবিভাজ্য পরমাণু; (পরি.) বিদ্যুতিন। ।

ইলেকট্রনিক্স

ইলেকট্রনিক্স/ বি. ইলেকট্রনবিষয়ক বৈজ্ঞানিক তত্ত্ব; ওই তত্ত্ব অবলম্বনে শিল্প ইত্যাদিতে বহুধাবিচিত্র প্রয়োগকৌশল।

ইলেকট্রিক

ইলেকট্রিক/ বিণ. বিদ্যুৎসম্বন্ধীয়, বৈদ্যুতিক, বিদ্যুতের দ্বারা চালিত (ইলেকট্রিক পাখা)। ☐ বি. বিদ্যুৎ (ইলেকট্রিকের কাজ)। ।

ইলেকশন

ইলেকশন/ বি. ভোট; ভোট দেবার অধিকারী জনগণ কর্তৃক প্রতিনিধি বা সদস্য নির্বাচন। ।

ইলেক্ট্রিক

ইলেক্ট্রিক/ বিশেষণ, বৈদ্যুতিক।

ইলেক্ট্রিকলাইট

ইলেক্ট্রিকলাইট/ বিদ্যুতের আলোক; তাড়িতালোক।

ইলেক্ট্রোটাইপ

ইলেক্ট্রোটাইপ/ বিশেষ্য, বৈদ্যুতিক প্রক্রিয়াদ্বারা নির্মিত তাম্রময় আধার ফলক।

ইলেক্ট্রোপ্যাথি

ইলেক্ট্রোপ্যাথি/ বিশেষ্য, তাড়িতঘটিত চিকিৎসা-বিজ্ঞান বা প্রণালী।

ইলো

ইলো/ বিশেষ্য, অচির অতীতের প্রথম পুরুষের ক্রিয়া বিভক্তি-করিল, ফুটিল ইলো।

ইলোরা

ইলোরা/ বিশেষ্য, দৌলতাবাদ এবং আওরাঙ্গাবাদ নগরের নিকটস্থ গুহামন্দির (cave-temple) হতে এক ক্রোশ দুরে অবস্থিত নগরবিশেষ। কথিত আছে, বহু শতাব্দী হইল এই সমস্ত ইলিচপুরের রাজা...

ইল্বৎ

ইল্বৎ/ অব্যয়,  দরুণ। ‘জামিনীর ইল্বতে (on account of the bail standing surety for)।

ইল্ববাহ

ইল্ববাহ/ বিশেষ্য, অগস্ত্য পুত্র; ইনি বাল্যকালে পিতার আলয়ে ইধ্ম (অগ্নি-সন্দীপন কাষ্ঠ) ভার বহন করিতেন বলিয়া এই নাম।

ইল্বল

ইল্বল/ বিশেষ্য, বাতাপি দৈত্যের ভ্রাতা। ইহারা ব্রাহ্মণের পরম শক্রদ্বয়। বাতাপি মায়ায় মেষ হইত এবং ইল্বল তাকে রাঁধিয়া গৃহাগত মুনিদিগকে ভোজন করাইত। তৎপরে মৃতসঞ্জীবনী মন্ত্র...

ইল্লত

ইল্লত/ বি. নোংরামি, কলঙ্ক, কলুষ (ইল্লত যায় না মরলে)। ।

ইল্লতিয়া

ইল্লতিয়া/ বিশেষণ, নোংরা; অপরিষ্কার।

ইল্লৎ

ইল্লৎ/ বিশেষ্য, নোংরামি; অপরিচ্ছন্নতা; মলিনতা। ‘স্বভাব যায় না ম’লে ইল্লৎ যায় না ধুলে।’ —প্রবচন।

ইল্ললা

ইল্ললা/ বিশেষ্য, মৃগশিরা নক্ষত্রের শিরস্থ ৫টি ক্ষুদ্র তারকা (মৃগশিরা দ্রষ্টব্য)।

ইল্লি

ইল্লি/ বি. (সচ. ছোটদের মধ্যে প্রচলিত) অবিশ্বাসসূচক শব্দ (তুমি এ কাজ করেছ ? ইল্লি আর কী?)। ।

ইল্লিশ

ইল্লিশ/ বিশেষ্য, ইলিশমাছ।

ইল্লী

ইল্লী/ অব্যয়,  অনির্দ্দেশ্য; অজানা সুদূর দেশ। ‘কত ইল্লী দিল্লী হয়ে এখন ঘরে এসে বসেছে।’

ইল্লীশ

ইল্লীশ/ বিশেষ্য, ইলিশমাছ।

ইল্লুতে

ইল্লুতে/ বিশেষণ, নোংরা; অপরিষ্কার।

ইশকাপন

ইশকাপন /বি. তাসের রংবিশেষ। ।

ইশকাবন

ইশকাবন/ বি. তাসের রংবিশেষ। ।

ইশকুল

ইশকুল/ স্কুল -এর কথ্য রূপ।

ইশতিহার

ইশতিহার/ -ইস্তাহার-এর রূপভেদ।

ইশপিশ

ইশপিশ/ বিশেষ্য, অস্থির; অশান্ত; চঞ্চল। ২ কোন কিছু করিবার জন্য হস্তকণ্ডূয়ন। প্রয়োগ— মন ইশপিশ করা; গা ইশপিশ করা।

ইশরমূল

ইশরমূল/ বি. বিষহর লতাবিশেষের মূল, অর্কমূলা, Aristolochia Indiaca. ।

ইশাদি

ইশাদি/ বি. সাক্ষী। ।