ইল

ইল/ ইলবিশেষ্য, মনুর বরপুত্র, সুদ্যুম্ন নামে খ্যাত। একদা মৃগয়াব্যাজে ইল শঙ্করশপ্ত কুমার-বনে প্রবেশ করায় নারী হন। অতঃপর আরাধনায় তুষ্ট হইয়া শঙ্করই তাঁহাকে ‘একমাস পুরুষ একমাস নারী হইবেন’ এই বর প্রদান করেন। স্ত্রী অবস্থায় বুধের সহিত তাঁহার মিলন হইলে পুরূরবার জন্ম হয়। পুরুষ অবস্থায় ইঁহার উৎকল, গয় ও বিমল নামে তিন পুত্র হয়।—পদ্ম পুরাণ। (ইলা দ্রষ্টব্য)। ইল বিশেষ্য, অচির অতীতের প্রথম পুরুষের ক্রিয়া বিভক্তি-করিল, ফুটিল ইল। ইল [বিহারী হিন্দি, ব্রজবুলি] বিশেষণাত্মক কৃদন্ত প্রত্যয়। ‘জুড়াইল দুধ;’ ‘সুতিল মানুষ।’ ফুটিল বান্ধলী ফুল (= ফুটন্ত বান্ধলী ফুল); গঢ়িল = গঠিত; গড়া (O.D.B.L.)

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র