ঌ বাংলা স্বরবর্ণমালার নবম বর্ণ। হ্রস্ব, দীর্ঘ ও প্লুতস্বর। উচ্চারণ-স্থান দন্ত। ‘ঋ’র মত এটিও বিশুদ্ধ স্বর নয় কারণ— উচ্চারণ-কালে জিহ্বাগ্র উপর পাটির দন্ত প্রায়...

ঌ-ঌ করা

ঌ-ঌ করা— ক্রিয়া, দূরে অস্পষ্ট ভাবে নেত্রপথে পতিত হওয়া। ২ একস্থানে অনেক একত্র হয়ে চঞ্চল হওয়া; কিলি কিলি করা।

ঌকার

ঌ-কার — বি, ঌ এই বর্ণ। ২ বেদ। ৩ কুণ্ডলিনীশক্তি; পরমাশক্তি।