আলয়ইরাণি

ইরাণি

ইরাণি/ [ফারসি-ঈরানী। ঈরাণ দ্রষ্টব্য। ‘সগর রাজা যে সমস্ত ক্ষত্রিয়-বংশকে যুদ্ধে পরাভব করিয়া নানারূপ চিহ্নিত, দেব ও অগ্নি উপাসনায় অধিকারী করেন, তাদের মধ্যে একটি বংশের নাম পহ্নব বা পহ্লব। তারা শ্মশ্রুমুণ্ডনে নিষেধিত হয় (বিষ্ণু পুরাণ ৪।৩—হরিবংশ)। পারসীক দেশে যে সমস্ত পুরাতন প্রস্তরময় নর-প্রতিমা দেখিতে পাওয়া যায়, সে সমুদায়ই শ্মশ্রু-বিশিষ্ট। অতএব ঐ পহ্লবেরা ইরাণি জাতিবিশেষ বোধ হয়।’—অক্ষয়কুমার দত্ত (ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়)। ‘জরথুস্ত্র স্পিতমের প্রবর্ত্তিত মতানুগামী লোকেরাই প্রকৃত ইরাণি বলিয়া উল্লিখিত হতে পারে। পারসীকেরা এবং প্রাচীন বাহ্লীক বা বাল্‌খ (Bactria) ও নাদ (Media) দেশীয়েরা ইরাণি।’—অক্ষয়কুমার দত্ত (ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়)] বিশেষ্য, ঈরাণের অধিবাসী; ইরাণি ভাষা; পারস্য দেশের লোক Persian. ২ এক সম্প্রদায়ের বেদিয়া। ৩ পারস্য ভাষা। ৪ বিশেষণ, ঈরাণ সম্বন্ধীয় বা জাত।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র