আ /আ/ɑ/ā/ বাংলা বর্ণমালার দ্বিতীয় বর্ণ; দ্বিতীয় স্বরবর্ণ এবং মৌলিক স্বরধ্বনি আ (ɑ)-এর প্রতীক। বাংলায় ঈষৎ (আনত), পূর্ণতা (আকণ্ঠ), সম্যক (আসমুদ্র), বৈপরীত্য (আঢাকা), অভাব (আকাঁড়া) প্রভৃতিসূচক উপসর্গ। এছাড়া বাংলায় প্রত্যয় ও বিভক্তি হিসেবে আ-কারের ব্যবহার রয়েছে।

আঃ (ah)

আঃ/ আহ্ / ɑɦ / āh / অব্যয় বিস্ময়, আনন্দ, আরাম, প্রশংসা, সহানুভূতি, ক্ষোভ, বিরক্তি বা মতদ্বৈত প্রভৃতি সূচক ধ্বনিবিশেষ। আঃ, আপনি এখানে! আঃ, দক্ষিণ সমীরণ কী ভাল...

আ মরি

আবেগ, বিস্ময়, উপহাস ইত্যাদি প্রকাশক শব্দ— আ মরি।

আঅতন

আঅতন / আ-অ-তন / āatana /ɑĕɔtɔn / āatan / বিশেষ্য আয়তন; আধার; স্থান (দোহাকোষ, ১১৬)। ব্যুৎপত্তি সংস্কৃত আয়তন; বৌদ্ধ বাংলা প্রাকৃত, অ = য়; অপ্রচলিত।

আঅন

/ আ-অন / ɑɔnɔ / āana / বিশেষণ আপন; আপনার। উৎস চট্টগ্রাম্য কথ্য ভাষায় আপন > আঅন।

আঅর

আঅর, আওর / আ-অর, আ-ওর / ɑɔr, ɑor / āar, āor অব্যয় আর; এবং; ও; তুলনামূলক হিন্দি অৌর (और)। আর— কর্পুর কস্তূরী যোগে আঅর তাম্বুল রাগে।...

আআতন

আআতন / আ-আ-তন / ɑɑtɔn / āātan/ বিশেষ্য গৃহ; ঘর; আলয়। — ‘সুবর্ণের আআতন’— কৃত্তিবাসী রামায়ণ, উত্তরকাণ্ড, ১১। উৎস সংস্কৃত আয়তন; বৌদ্ধ বাংলা প্রাকৃত, অ = য়; পূর্ব...

আআশ

আআশ, আআস / আ-য়া-শ / ɑɑʃ / āāś/ বিশেষ্য আকাশ; আসমান। আয়াস।— দোহাকোষ ৯৪, ৯৫। । উৎস প্রাচীন বাংলা; প্রাকৃত ক = অ। চট্টগ্রাম্য কথ্য ভাষা।

আআস

আআস, আআশ / আ-য়া-শ / ɑɑʃ / āāś/ বিশেষ্য আকাশ; আসমান। আয়াস।— দোহাকোষ ৯৪, ৯৫। । উৎস প্রাচীন বাংলা; প্রাকৃত ক = অ। চট্টগ্রাম্য কথ্য ভাষা।

আই

আই / আই / ɑi / āi বিশেষ্য, ক. মা, মাতা, মাতৃ; মাতার মাতা, দিদিমা, নানী; স্ত্রীমাত্র, মেয়ে, মহিলা, নারী। খ. আয়ু। ক্রিয়া, আসা। প্রত্যয়, জগাই, মাধাই; বড়াই;...

আই-আই

আই-আই, আই-আই / ɑiɑi / āiāi অব্যয় ঘৃণাসহিত লজ্জায়— ‘আই আই এয়োর উঠিল কলরোল। জামাই মাইলো ঠেলা বলি হৈল গণ্ডগোল॥’— ভারতচন্দ্র রায়গুণাকর। ধিক্কার, ছি-ছি—...

আইঅত

আইঅত, আইঅৎ / ɑiɔt / āiat বিশেষ্য অবিধবাত্ব; অবৈধব্য; এয়োত্ব। ‘যুগে যুগে আইঅত গোঙাইবে সর্ব্বদায়।’ — শ্রীকৃষ্ণমঙ্গল। উৎস আইহু + ত (সংস্কৃত ত্ব); অপ্রচলিত।

আইএ

আইএ āie অ, আদিতে; অগ্রে।

আইও

আইও-এয়ো āio-eẏo -র আঞ্চ. রূপ। আইও āio বি, সধবা স্ত্রীলোক।

আইচ

আইচ āica বি. ১ পুষ্পবৃক্ষবিশেষ; আচ গাছ ও তার ফুল; ২ বাঙালির পদবিবিশেষ। । আইচ āica -বি, বৃক্ষ ও পুস্পবিঃ। 2 পদবী বা উপাধিবিঃ।

আইচাই

আইচাই āicāi [আন্চান (দ্রঃ) > আই- ঢাই দ্রঃ।

আইজ

আইজ āija ক্রি-বিণ, অদ্য; আজ।

আইট

আইট āiṭa বি, গোচারণ ভূমি pasture land. 2 বন জঙ্গলের মধ্যে পুরাতন বসতির চিহ্নযুক্ত উচ্চভূমি।

আইড়

আইড় —আড়১-এর অপ্র. রূপ। আইড় বিশেষ্য, বাঁধ; সীমা। ২ ক্ষেত্রের আইল। "প্রভাতে নিড়াতে ক্ষেতে নারে বৃকোদর। আইড়ের উপরে ঘাসে মহেশ্বর"—শিবায়ণ। ৩ পার্শ্ব; কাত। ৪...

আইড়া

আইড়া বিশেষ্য, উচ্ছিষ্ট; সঁক্‌ড়ি। প্র— এঁটো বাসী অন্ন, আইড়া বা এড়া ভাত।

আইডিয়া

আইডিয়া বিশেষ্য. মনে উদিত ভাব কল্পনা বা চিন্তা (আমার মাথায় একটা আইডিয়া এসেছে)। ।

আইঢাই

আই-ঢাই āi-ḍhāi ক্রি-বিণ. হাঁসফাঁস, ছটফট (খাওয়া বেশি হওয়ায় শরীর আইঢাই করছে); শ্বাসরোধের মতো (গরমে শরীর আইঢাই করছে)। । আইঢাই āiḍhāi ক্রি-বিণ, গলদ্ঘর্ম্ম ও শ্বাসরোধ হবার মত;...

আইধর

আইধর āidhara বি, লাঙ্গল দিয়া যে জমি চষে; চাষী ploughman.

আইন

আইন āina বি. সরকারি বিধি; বিধান, কানুন; যে নিয়মাবলি দেশের সমস্ত মানুষ মেনে চলে বা মানতে বাধ্য। । আইন āina বি, রাজবিধি; কানুন।...

আইন অমান্য

আইন অমান্য বি. সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাবার উপায় হিসাবে আইন ভাঙার আন্দোলন, civil disobedience.

আইন পাশ করা

আইন পাশ করা ক্রি. বি. 1 ওকালতি পরীক্ষায় পাশ করা (আইন পাশ করার পর সে ওকালতি শুরু করল); 2 আইন বা বিধি প্রবর্তন বা...

আইন মোতাবেক

আইন মাফিক, আইন মোতাবেক বিণ. ক্রি-বিণ. আইন অনুযায়ী, আইন অনুসারে।

আইনকানুন

আইকানুন বি. বিধিব্যবস্থা, নিয়মাবলি।

আইনজীবী

আইনজীবী (-বিন্) বি. উকিল, ব্যারিষ্টার প্রভৃতি যাঁরা ওকালতি করে জীবিকা নির্বাহ করেন।

আইনজ্ঞ

আইনজ্ঞ বিণ. আইন সম্পর্কে অভিজ্ঞ।

আইনত

আইনত, (বর্জি.) ~ তঃ (-তস) ক্রি-বিণ. আইনের বিচারে, আইনের চোখে; আইন অনুসারে।

আইনতঃ

আইনত, (বর্জি.) ~ তঃ (-তস) ক্রি-বিণ. আইনের বিচারে, আইনের চোখে; আইন অনুসারে।

আইনব্যবসায়ী

আইনব্যবসায়ী (-য়িন্) বি. আইনজীবী।

আইনমতে

আইনমতে-রাজবিধির অনুযায়ী; আইনসঙ্গত; সম্মত-আইনের অভি- প্রায়ানুরূপ; যথাবিধি।

আইনমাফিক

আইন মাফিক, আইন মোতাবেক বিণ. ক্রি-বিণ. আইন অনুযায়ী, আইন অনুসারে।

আইনসংগত

আইনসম্মত, আইনসংগত বিণ. আইনের দিক দিয়ে সমর্থনযোগ্য।

আইনসম্মত

আইনসম্মত, আইনসংগত বিণ. আইনের দিক দিয়ে সমর্থনযোগ্য।

আইনা

আইনা āinā বি, দর্পণ mirror. 2 কাচ glass.

আইনানুগ

আইনানুগ বিণ. আইনসম্মত; আইন অনুসারী।

আইন্দা

আইন্দা āindā বি, ভবিষ্যত্। 2 ক্রি-বিণ, ভবিষ্যতে। 3 বিণ, আগামী।

আইবড়

আইবড়, আইবুড় āibaṛa, āibuṛa বিণ, অবিবাহিত বা অবিবাহিতা। "আইবড় এতবড় বেটা হৈল ঘরে।"-শি◦। "ঘরে আ◦ মেয়ে কখন" না দেখ চেয়ে, বিবাহের না ভাব...

আইবড়ভাত

আইবড় ভাত, আইবুড়োভাত- গাত্রহরিদ্রার পর এবং বিবাহের পূর্ব্বে পাত্রের কুমার অবস্হায় এবং কন্যার পিতৃগৃহে কুমারী- অবস্হায় শেষ ভাত খাওয়ারূপ সংস্কার।

আইবাম

আইবাম, আইয়াম āibāma, āiẏāma 1 ক্রি, হইব। "বন্ধুরে লইয়া আমি আ◦ দেশ দেশান্তরি।"-মৈ◦ গী◦।

আইবুড়

আইবড়, আইবুড় āibaṛa, āibuṛa বিণ, অবিবাহিত বা অবিবাহিতা। "আইবড় এতবড় বেটা হৈল ঘরে।"-শি◦। "ঘরে আ◦ মেয়ে কখন" না দেখ চেয়ে, বিবাহের না ভাব...

আইবুড়ো

আইবুড়ো — আইবড় বিশেষণ, অবিবাহিত বা অবিবাহিতা।

আইবুড়ো পথ বদলান

আইবুড়ো পথ বদলান— যে পথ দিয়া বিবাহ করিবার জন্য যাত্রা করে, বিবাহের পর পথ বদল করিয়া ভিন্ন পথ দিয়া প্রত্যাগমন করা। ২ অভিনব...

আইবুড়োভাত

আইবড় ভাত, আইবুড়োভাত- গাত্রহরিদ্রার পর এবং বিবাহের পূর্ব্বে পাত্রের কুমার অবস্হায় এবং কন্যার পিতৃগৃহে কুমারী- অবস্হায় শেষ ভাত খাওয়ারূপ সংস্কার।

আইমঙ্গল

আইমঙ্গল āimaṅgala -আইহাঁড়ি দ্রঃ।

আইমা

আইমা — বিশেষ্য, দিদিমা, মায়ের মা। ।

আইয়াম

আইবাম, আইয়াম āibāma, āiẏāma 1 ক্রি, হইব। "বন্ধুরে লইয়া আমি আ◦ দেশ দেশান্তরি।"-মৈ◦ গী◦।

আইয়ো

আইয়ো — আইও বা এয়ো-র রূপভেদ।

আইয়োডিন

আইয়োডিন — বিশেষ্য, ১ অধাতব মৌলিক রাসায়নিক পদার্থবিশেষ; ২ ক্ষতাদি যাতে পেকে উঠতে না পারে সেইজন্য ব্যবহৃত প্রতিষেধক ওষুধবিশেষ। ।

আইল

আইল১ — ক্রিয়া, আসিল -র আঞ্চ. ও কোমল রূপ। আইল২ বিশেষ্য, খেতের আল, আলবাল বা বাঁধ। ।

আইল্যান্ড

আইল্যান্ড — বিশেষ্য, ১ দ্বীপ; ২ (আলংকরিক) যেকোনো বিচ্ছিন্ন উঁচু জায়গা। ।

আঁইশ

আঁইশ — আঁশ ām̐iśa-ām̐śa -এর রূপভেদ।

আঁইষ

আঁইষ — আঁষ ām̐iṣa-ām̐ṣa -এর রূপভেদ।

আইস

আইস — এস-র রূপভেদ।

আইসক্রিম

আইসক্রিম — বিশেষ্য, বরফ-দেওয়া মিঠাইবিশেষ; দুধ, সর, চিনি, বরফ প্রভৃতি সহযোগে প্রস্তুত মিঠাই। ।

আইসে

আইসে — আসে-র অপ্র. রূপভেদ।

আঈ

আঈ, আই১ আয়ি, আয়ী / ɑī, ɑi, ɑĕi, ɑĕī / āī, āi, āẏi, āẏī বিশেষ্য মাতা। ‘শ্যামশুক্লরূপে দেখিলেন শচী আই।’ —চৈতন্য ভাগবত। ‘কাদিয়া বলে প্রভু শুন...

আউ

আই-আই, আউ āi-āi, āu অব্য. ঘৃণাসূচক শব্দ।

আউওল

আউওল — বিশেষণ, অতি উৎকৃষ্ট; প্রথম শ্রেণীর। ।

আউওল জমি

আউওল জমি — বিশেষ্য, সবরকমের শস্যই পুরো ও ভালো উৎপন্ন হয় এমন জমি; ভালো জমি।

আউট

আউট — বিশেষণ, ১ সংশোধনের অতীত; গোল্লায় গেছে এমন (‘ও ছেলে একেবারে আউট হয়ে গেছে’: শরৎ); ২ ক্রিকেট খেলায় কোনো ব্যাটস্ ম্যান ব্যাট করার...

আউটানো

আউটানো — ক্রিয়া, দুধ ইত্যাদি জ্বাল দেবার সময় হাতা বা চামচ দিয়ে নাড়তে থাকা। ☐ বিশেষ্য, জ্বাল দেবার সময় নাড়া দেওয়া বা আলোড়ন। ☐...

আউনিঞা

আউনিঞা বিশেষ্য বানানভেদ : অউনিঞা অগ্রগামী সৈন্য। ‘অউনিঞা পাইক’; ‘আউনিঞা পাইক’—কৃতিবাসী রামায়ণ। ব্যুৎপত্তি আগু-অনীক (অগ্রানীক) —মুল; অপ্রচলিত।

আউন্স

আউন্স — বিশেষ্য, এক পাউন্ডের ১/১৬ অংশ পরিমাণ ওজন; প্রায় আধ ছটাক পরিমাণ ওজন; প্রায় ৪৮০ গ্রেনের সমান পরিমাণ ওজন। ।

আঁউমাউ

আঁউমাউ — হাউমাউ ām̐umāu-hāumāu -এর রূপভেদ।

আউরত

আউরত — আওরত āurata-āorata -এর রূপভেদ।

আউরানো

আউরানো — আওরানো āurāno-āorāno -র রূপভেদ।

আউল

আউল১ — বিশেষ্য, সহজিয়া সাধক (তু.বাউল); দৈবশক্তিসম্পন্ন ব্যক্তি। । আউল২ আউলা বিশেষণ, এলোমেলো, আলুলায়িত, আলুথালু। ।

আউলা

আউলা — বিশেষণ, আউল২, এলোমেলো, আলুলায়িত, আলুথালু। ।

আউলা-ঝাউলা

আউলা-ঝাউলা — বিশেষণ, এলোমেলো ও অপরিচ্ছন্ন, ঢিলেঢালা ও নোংরা।