১. এ১ বাংলা স্বরবর্ণমালার একাদশ বর্ণ। উচ্চারণ-স্থান কণ্ঠ ও তালু। মুগ্ধবোধমতে শুদ্ধ তালু। ‘এ’ দীর্ঘস্বর ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হলে 'ে' এইরূপ আকার হয়। যথা—ক...

এঃ (eḥ)

এঃ —অ, বিস্ময়; ঘৃনা; বিরক্তি; হঠাৎ স্মৃতিপথে উদয়, অনুতাপ ইত্যাদি অর্থবাচক।

এঁ (em̐)

এঁ — অব্যয়, প্রশ্নে। ২ কথা হৃদয়ঙ্গম বা শ্রুতিগোচর হলে জিজ্ঞাসাবাচক।

এ-ও-তা

এ-ও-তা— নানাবিধ বস্তু। তুলনামূলক— অনির্দিষ্ট নানা বিষয়; যা-তা।

এআ

এআ — সুরের মাত্রা; কথার মাত্রা।

এই

এই — সর্বনাম। বিশেষণ, সম্মুখবর্তী; পুরোবর্তী। প্রয়োগ— এই সমুদয় দেখিলে নয়নের তৃপ্তি হয়। ২ বিষয় বা বস্তু নির্দেশক। এই কথাই তোমায় বলিতেছিলাম।...

এইপাকে

এইপাকে— ক্রিয়া-বিশেষণ, এই হেতু; এই কারনে; এজন্য। "এই পাকে সেই কালে কয়ে দিলাম আমি।" —শিবায়ণ।

এইসন

এইসন, এইসা অব্যয়, এরূপ।

এইসা

এইসা, এইসন অব্যয়, এরূপ।

এইসে

এইসে— এই প্রকার; এমন। ২ এইত। "পিরীতে এইসে হলো, সংশয় জীবনে।" —নিধুবাবু ।

এইস্ত্রী

এইস্ত্রী— এয়ো দ্রষ্টব্য।

এউক্তি

এউক্তি— বিশেষ্য, প্রতিনিধি, কাহার পরিবর্তে অস্থায়ী কার্যকারী, একটিনি substitute (person) acting or officiating. এউজি দেওয়া, এউজিতে কাজ করা।

এউঢেউ

এউঢেউ, হেউঢেউ অব্যয়, অতিভোজনপান জন্য মুহুর্মুহু উদ্‌গারধ্বনি। ২ বিশেষ্য, ভূরিভোজনে পরিতৃপ্তি; ভরপূর আহারে সন্তোষ। এততেও তোমার তৃপ্তি হয় নাই? আচ্ছা কিসে তোমার এউ-ঢেউ...

এও

এও— ইহাও; এইও; যা বলা হল তাও। প্রয়োগ— এও কখন হয়? ২ এ ব্যক্তিও; বস্তু ও বা বিযয়ও। প্রয়োগ— এও তোমার সঙ্গে যাবে। এও...

এও-ওও

এও-ওও —দুই পক্ষই; ইহাও উহাও। "পূর্ব্বে যেমন বলিয়াছি, সদাচারে এ-ও হয়, ও-ও হয়, তখন আত্মতুষ্টিকেই বলবতী করিতে হইবে।" —সনাতনী।

এওজ

এওজ, এয়জ, এয়োজ বিশেষ্য, বিনিময়; পরিবর্ত।

এওজতরাজ

এওজদরাজ, এওজতরাজ বিশেষ্য, পরস্পর বিনিময়।

এওজদরাজ

এওজদরাজ, এওজতরাজ বিশেষ্য, পরস্পর বিনিময়।

এওজি

এওজি— বিশেষণ, পরিবর্তে প্রাপ্ত। "তাহার এওজি জমি কলিকাতার বাহির সিমলা পল্লীতে।" —আত্মচরিত (রাজনারায়ণ)।

এওজে

এওজে— ক্রিয়া-বিশেষণ, বিনিময়ে; পরিবর্তে; in lieu of.

এক

এক — বিশেষ্য, এক সংখ্যা। ‘একের পিঠে এক এগার।’ ২ অব্যয়, এক এই অর্থবাচক প্রত্যয়। বচনকে (সংস্কৃত বচনৈক = এক বাক্য), প্রহরেকে (সংস্কৃত—প্রহরৈক...

এক আঁচড়ে বুঝে লওয়া

এক আঁচড়ে বুঝে লওয়া— একবার দর্শনে বা একটা কথা শুনিয়া বা একমাত্র আচরণ দেখিয়া অর্থ্যাৎ সামান্য পরীক্ষায় মানুয চেনা।

এক আড়া

এক আড়া— বিশেষণ, এক প্রকার গড়ন বা আকার বিশিষ্ট।

এক আদবার

এক আদবার— ক্বচিৎ; কখন ‘পাড়া—পড়সীর বাড়ী এক আধবার বেড়াতে গেলে দোষ কি?’—অমৃত বসু।

এক আধ

এক-আধ—অল্পস্বল্প; একাধিক নয়।

এক আধটা

এক আধটা—একটা বা জোর দুইটা।

এক আধবার

এক আধবার— ক্বচিৎ; কখন ‘পাড়া—পড়সীর বাড়ী এক আধবার বেড়াতে গেলে দোষ কি?’—অমৃত বসু।

এক আন্দাজ জরিপ

এক আন্দাজ জরিপ —বিশেষ্য, এক জাই জরিপ; কোন মৌজার সমস্ত জমির এককালীন জরিপ।

এক এক

এক এক —বিণ, কোন কোন। প্রয়োগ—  এমন এক একজন লোক আছে ইত্যাদি। ২ একজন একজন; একটি একটি। ৩ ক্রিয়া-বিশেষণ, একে একে; এক একটি করে;...

এক ক্ষুরে মাথা মুড়ান

এক ক্ষুরে মাথা মুড়ান— সমান প্রকৃতিবিশিষ্ট; সমস্বভাবচরিত্র।

এক লাঠিতে সাত সাপ মারা

এক লাঠিতে সাত সাপ মারা — এক উপায়ে অনেক কাজ হাসিল করা।

এক হাত লওয়া

এক হাত লওয়া— বিদ্রূপ করিয়া দোষ কীর্ত্তন করা।—প্রবাদ সংগ্রহ। ২ সুযোগ বুঝিয়া বা উপযুক্ত ক্ষেত্রে পুরাতন দাদতোলা।

এক-না

একনা অব্যয়, একাধিক। এক-না-এক, একটা-না-একটা, একজন-না-একজন— একাধিক বস্তু বা ব্যক্তি পর্যায়ক্রমে; কোন এক; খালি বা অভাব না থাকার ভাব; ভর্তি বা বিদ্যামানতা ভাব; অন্ততঃ...

একআটি

একআটি —বিশেষ্য, কতকগুলি বা বহু একত্র; একআটি, একগোছা, একতাড়া, একথোলো ।

একই

একই— বিশেষণ, অভিন্ন; সমতুল; সমান; পার্থক্যরহিত।

একইতি

একইতি বিশেষণ, একপুত্রের জননী; একপুত্রবতী; কাকবন্ধ্যা। ‘একইতি মা এর ছাওআল।’—শ্রীকৃষ্ণ কীর্তন।

একক

একক— বিশেষণ, সঙ্গহীন; একাকী; একলা। প্রয়োগ— ঐ দুর্গম পথে একক যাইও না। ২ সহায়বিহীন; অসহায়। প্রয়োগ— সমস্তই সে একক করিয়াছে। ৩ কেবল; একমাত্র;...

এককথা

এককথা— বিশেষ্য, যে কথা নড়িবার নয়; অপরিবর্তনীয় বাক্য।

এককর্মা

এককর্মা— বিশেষণ, অনন্যকর্মা; একবৃত্তিক।

এককলসী

এককলসী —বিশেষণ, কলসপূর্ণ। প্রয়োগ— এক কলসী জল। ২ প্রচুর পরিমাণ (জলীয় পদার্থ পক্ষে)।

এককলসী দুধে এক ফোঁটা চোনা

এককলসী দুধে এক ফোঁটা চোনা দেওয়া— এক বিন্দু চোনা স্পর্শে যেমন সমস্ত দুধ নষ্ট হয় তদ্রূপ এক দোষে সকল গুণ নষ্ট করা। ২...

এককাট্টা

এককাট্টা বিশেষণ, একজোট; এক মতাবলম্বী; একযুক্তিতে দলবদ্ধ। ২ একত্র; জড়।

এককাঁড়ি

এককাঁড়ি— বিশেষ্য, বিশেষণ, ঢের; বহু; স্তূপাকার। এককাঁড়ি, একগাদা, একরাশ।

এককালীন

এককালীন— বিশেষণ, এককালে বা একবারে যা হয় বা করা যায়। প্রয়োগ— এককালীন খরচ। ২ এক সময়ে অনুষ্ঠিত; সমসাময়িক।

এককুড়ি

এককুড়ি— বিশেষ্য, ২০; কুড়ির এক থেকে। (এইরূপ—দুকুড়ি = ৪০, তিনকুড়ি = ৬০ ইত্যাদি)।

এককুণ্ডল

এককুণ্ডল— বিশেষ্য, বলরাম। ২ কুবের।

এককেন

এককেনে— বিশেষ্য, এক কোণযুক্ত বাটালি।

এককোষ্ঠী

এককোষ্ঠী —বিশেষ্য, এক কোষ্ঠময় দেহ শিরঃপদী সামুদিক জীব (কটল্ মৎস্য cuttle fish অক্টোপস্ octopos ইত্যাদি ।

একক্রিয়

একক্রিয়—বিশেষণ, এককর্মা।

একখান

একখান, একখানা —একটা; একখণ্ড।

একখানা

একখানা, একখান —একটা; একখণ্ড।

একগঙ্গা

একগঙ্গা — বিশেষণ, প্রচুর; বহু পরিমাণ; একরাশি; একরাশ; অনেকটা।

একগম্য

একগম্য — বিশেষণ, একলভ্য; একমাত্র প্রাপ্তব্য।

একগা

একগা— বিশেষণ, সর্ব্বাঙ্গ; গাত্রপূর্ণ; গাত্রের সকল স্থানে। প্রয়োগ— একগা গহনা।

একগাছ

একগাছ—গাছ ভরা। প্রয়োগ— একগাছ নারিকেল। ২ দীর্ঘ কোন একখণ্ড।

একগাছা

একগাছা —একটা।

একগাদা

একগাদা— বিশেষ্য, বিশেষণ, ঢের; বহু; স্তূপাকার। এককাঁড়ি, একগাদা, একরাশ।

একগাল

একগাল— বিশেষণ, গালভরা; মুখপূর্ণ। প্রয়োগ— একগাল পান; একগাল হাসি। ২ একগ্রাস। প্রয়োগ— একগাল ভাত।

একগুঁয়ে

একগুঁয়ে, একগুয়ে বিশেষণ, যে মানা মানে না; অবাধ্য; একরোকা; যে নিষেধ বা বারণ শুনে না। ‘একগুয়ে তেজীয়ান্ অথচ তরল’ —কস্তুরী।

একগুয়ে

একগুয়ে—, একগুঁয়ে বিশেষণ, যে মানা মানে না; অবাধ্য; একরোকা; যে নিষেধ বা বারণ শুনে না। ‘একগুয়ে তেজীয়ান্ অথচ তরল’ —কস্তুরী।

একগুরু

একগুরু— বিশেষ্য, সহধ্যায়ী; একগুরুর শিষ্য; গুরুভাই; সতীর্থ; সহপাঠী।

একগেঁয়ে

একগেঁয়ে— বিশেষণ, একগ্রামের; একস্থানবাসী। 'তারা দুই জনই একগেঁয়ে লোক।' ২ একরোখা। একগেঁয়ে লোককে বোঝানো সহজ নয়।

একগোছা

একগোছা —বিশেষ্য, কতকগুলি বা বহু একত্র; একআটি, একগোছা, একতাড়া, একথোলো।

একগ্রামীণ

একগ্রামীণ— বিশেষণ, যারা একগ্রামে বাস করে; একগ্রামাধিবাসী।

একঘন

একঘন— বিশেষণ, আগাগোড়া নিরেট, সারাবান্ (জাতক ১।১২১)।

একঘরিয়া

একঘরিয়া— বিশেষণ, জাতিভ্রষ্ট; সমাজচ্যুত।

একঘরে

একঘরে— বিশেষণ, জাতিভ্রষ্ট; সমাজচ্যুত।

একঘেয়ে

একঘেয়ে— বিশেষণ, বৈচিত্র্যহীন; এক সুর; একরূপ; নূতনত্বহীন; পুরাতন। ‘আর ভাল লাগেনাক প্রত্যহই একঘেয়ে।’ —দ্বিজেন্দ্রলাল রায়।

একঘেয়েমি

একঘেয়েমি —বিশেষ্য, এক ঘেয়ে ভাব বা অনুষ্ঠান।

একচক্র

একচক্র— বিশেষ্য, একচক্রযুক্ত রথ; সূর্যের রথ। ২ গণ্ডার। ৩ বিশেষণ, একমাত্র চাকাযুক্ত।

একচক্রা

একচক্রা — বিশেষ্য, এটওয়ার ৮ ক্রোশ দক্ষিণ-পশ্চিমে অবস্থিত নগরী বিশেষ। পাণ্ডবগণ জতুগৃহ-দাহের পর জননীর সাথে এই নগরে বাস করেছিলেন, তথায় ভীম বকরাক্ষসকে বধ করেন।—মহাভারত...

একচক্ষু

একচক্ষু — বিশেষ্য, কাক ২ বিশেষণ, এক নেত্রবিশিষ্ট; কাণা।

একচত্বারিংশ

একচত্বারিংশ— বিশেষ্য, বিশেষণ, একচল্লিশ; ৪১ সংখ্যা বা সংখ্যক।

একচত্বারিংশৎ

একচত্বারিংশৎ— বিশেষ্য, বিশেষণ, একচল্লিশ; ৪১ সংখ্যা বা সংখ্যক।

একচত্বারিংশত্তম

একচত্বারিংশত্তম— বিশেষণ, ৪১ সংখ্যা।

একচর

একচর — বিশেষ্য, গণ্ডার। ২ বিশেষণ, যে একাকী বিচরণ করে বা অবস্থান করে। ৩ অন্য সংসর্গবিহীন; যে অন্যের সঙ্গে যায় না যা থাকে...

একচর্যা

একচর্যা— বিশেষ্য, একাকী গমন; অসহায় চলন।

একচর্য্যা

একচর্য্যা— বিশেষ্য, একাকী গমন; অসহায় চলন।

একচল্লিশ

একচল্লিশ— বিশেষ্য, বিশেষণ, ৪১ সংখ্যা বা সংখ্যক।

একচাপ

একচাপ— বিশেষণ, একত্র; সমবেত। ‘সকল পাষণ্ডী তারা একচাপ হৈয়া।’—চৈতন্য ভাগবৎ। ক্রিয়া-বিশেষণ, একচাপে।

একচাপে

একচাপে— ক্রিয়া-বিশেষণ, একত্র হইয়া; একসঙ্গে জড় হইয়া (অপ্রচলিত)।

একচারী

একচারী— বিশেষণ, যে একাকী বিচরণ করে; একা বাস করে। ‘না শুনিলে এই কথা যে ঘরে লহ্না সতা একচারী ভুখিল বাঘিনী।’—কবিকঙ্কন। ২ বুদ্ধ-সহচারী। স্ত্রীংলিঙ্গ,...

একচালা

একচালা— বিশেষণ, একচালবিশিষ্ট; একছত্র; একচালের অন্তর্গত; বংশ, তৃণ, পত্রাদি আচ্ছাদিত একখানি চালবিশিষ্ট ক্ষুদ্র গৃহ; একত্র বাস। প্রয়োগ— তাহার সহিত ত আমার একচালা নয়।...

একচিত্ত

একচিত্ত— বিশেষণ, যার এক বিষয়ে চিত্ত নিবিষ্ট আছে; একমতি; অনন্যচিত্ত; একমনা। ২ অন্যের সহিত যার চিত্তের সম্পূর্ণ ঐক্য বা সামঞ্জস্য আছে; অভিন্নহৃদয়।

একচুল

একচুল— বিশেষণ, একগাছি চুল পরিমাণ; অতি সূক্ষ্ম। ২ অতি সামান্য; অত্যল্প মাত্র। ৩ সিকি সূত বা—১/৮ জ বা—১/৩২ ইঞ্চি পরিমাণ। (চুল দ্রষ্টব্য)।

একচূর্ণী

একচূর্ণী —বিশেষ্য, তৈত্তিরীয় যজুঃসংহিতা ভাষ্যকার মুনি বিশেষ।

একচেটিয়া

একচেটিয়া বিশেষণ, একায়ত্ত; একের অধীন।

একচেটে

একচেটে বিশেষণ, একায়ত্ত; একের অধীন।

একচোখাপনা

একচোখাপনা —বিশেষ্য, এক চোখো ভাব বা অনুষ্ঠান।

একচোখামি

একচোখামি —বিশেষ্য, এক চোখো ভাব বা অনুষ্ঠান।

একচোখো

একচোখো বিশেষণ, একচক্ষুবিশিষ্ট। ২ অযথা একপক্ষানুরাগী; পক্ষপাতদুষ্ট; অনুদার। ‘এক-চোখো এমন কার্য্য অনিবার্য্য।’ —মনোমোহন বসু।

একচ্ছত্র

একচ্ছত্র বিশেষণ, এক রাজছত্রের অধীন; একজন অধিপতির শাসনাধীন। ‘পুত্র হবে রাজচক্রবর্ত্তী একছত্র করিবে ভুষণ।’—অমিতাভ।

একচ্ছায়

একচ্ছায় বিশেষণ, অখণ্ড ছায়াসমাবৃত; সমাচ্ছাদিত। ‘ধনঞ্জয় বিশিখ জালে আকাশ মণ্ডলকে যেন একচ্ছায় করিয়া তুলিলেন।’—মহাভারত (বর্ধমান রাজসংস্করণ)।

একছত্তর

একছত্তর বিশেষণ, একাকার। ২ বিপর্যস্ত; বিশৃঙ্খল।

একছত্র

একছত্র বিশেষণ, এক রাজছত্রের অধীন; একজন অধিপতির শাসনাধীন। ‘পুত্র হবে রাজচক্রবর্ত্তী একছত্র করিবে ভুষণ।’—অমিতাভ। একছত্র বিশেষণ, একাকার। ২ বিপর্যস্ত; বিশৃঙ্খল।

একছত্রী

একছত্রী বিশেষণ, একাকার। ২ বিপর্যস্ত; বিশৃঙ্খল।

একছুট

একছুট, একছোট বিশেষ্য, লম্বা দৌড়, বাধারহিত দৌড়ান। ২ বিশেষ্য, এক প্রস্থ বস্ত্র; এক সাট পোষাক বা পরিচ্ছদ। ৩ একবস্ত্র; ধুতি সাড়ী...

একছুটে

একছুটে —একদৌড়ে। ২ একবস্ত্রে, ধূতিমাত্র পরিধান করে।

একছোট

একছোট একছুট বিশেষ্য, লম্বা দৌড়, বাধারহিত দৌড়ান। ২ বিশেষ্য, এক প্রস্থ বস্ত্র; এক সাট পোষাক বা পরিচ্ছদ। ৩ একবস্ত্র; ধুতি সাড়ী...

একছোটে

একছোটে —একদৌড়ে। ২ একবস্ত্রে, ধূতিমাত্র পরিধান করে।