১. অ১ / অ / ɔ / a বিশেষ্য অ-কার; বাংলা বর্ণমালার আদ্যবর্ণ; আলিকালির আদ্য অক্ষর; আদ্য স্বর। ব্যঞ্জনবর্ণে যুক্ত হলে অন্যান্য স্বর কারে রূপান্তরিত হয়,...

অঁ (Am̐)

অঁ অব্যয় বিস্ময়, সাড়া ইত্যাদি জ্ঞাপক ধ্বনি। ব্যুৎপত্তি বাংলা ধ্বন্যাত্মক।

অ-এছলামী

ɔeslami / aeslami বিশেষণ যা ইসলামী নয়; ইসলাম বহির্ভূত; ইসলাম বিরোধী; ইসলামী বিশ্বাসের পরিপন্থী। শির্ক; কুফর; তাওহীদ বা আল্লাহর একত্ববাদে অবিশ্বাসী। ইসলামী সুন্নাহ বা...

অই

১. ১ অই / ɔi / ai সর্বনাম পুরোভাগে; ইন্দ্রিয় গোচরে; সম্মুখে; সম্মুখস্থ; পুরোবর্তী। ‘অই যে জগৎ জাগে, স্বদেশ অনুরাগে।’—কালীপ্রসন্ন কাব্যবিশারদ। ওখানে; যে স্থানে বিরাজ...

অইক্ষর

 / অইক্‌খর / oĭkkhɔrɔ /aikkhara বিশেষ্য অক্ষর; বর্ণ; হরফ; alphabet; character; letters. ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষর। বিবর্তনমূলক বাংলা অভিধান অইক্ষর বি বর্ণ; হরফ। ‘রাধা নাম অইক্ষর লেখএ নিজ...

অইছন

 / ɔichɔn / aichhan ক্রিয়া-বিশেষণ (ব্রজবুলি) এইভাবে; সেইভাবে; সেইরূপে; ঈদৃশ; এতাদৃশ। বিশেষণ সেইরূপ; সেইরকম; ঈদৃশ; এতাদৃশ। ব্যুৎপত্তি সংস্কৃত ঈদৃশ >; অতি প্রাচীন বাংলা আইস, ‘আইস ভাবে; আইস সংবোহেঁ কো পতিআই’...

অইছে

১. ১ / ɔiche / aichhe ক্রিয়া-বিশেষণ ওইরূপে; ওইভাবে; ঐরূপে; ঐভাবে। ব্যুৎপত্তি ব্রজবুলি > হিন্দি ঐসন = ঐছন। ২. ২ / ɔiche / aichhe ক্রিয়া হয়েছে। উৎস বাংলা হয়েছে > অইছে (হ =...

অইন

১. ১ /ɔin / ain / a'in বিশেষ্য ছোট গাছ। উৎস প্রাদেশিক বা গ্রাম্য কথ্য বাংলা। ২. ২ /ɔin / ain / a'in বিশেষ্য মদ্য বিশেষ উৎস ইংরেজি: Wine; ফরাসি: Vin ভাঁ। বাঙ্গালা ভাষার...

অইপন

/ ɔipɔn /aipan বিশেষ্য আলপনা। ব্যুৎপত্তি সংস্কৃত, আলিম্পন। বিবর্তনমূলক বাংলা অভিধান অইপন বি আলপনা। ‘পঁউঅ নাল অইপন ভল ভেল।’ বিদ্যাপতি, ১৪৬০।

অইমনি

/ অইম্‌নি / ɔimni / aimni ক্রিয়া বিশেষণ তৎক্ষণাৎ, তখনি। ‘এত বলি বৈষ্ণবের পাদোদক আনি। বালকের মুখে দিতে বাঁচিল অইমনি॥’— ভক্তমালগ্রন্থ। ব্যুৎপত্তি এমনি > অমনি > অইমনি;...

অইল

১. ১ / অ-ইল্ / ɔil / ail / a'il বিশেষ্য অম্লকূচির গাছ; এর কষ লাগিয়ে চামড়া নরম, পরিস্কার ও রং করা (Tan) হয়। উৎস দেশি। ২. ২...

অইলতলা

/ অ-ইল্-তলা / ɔil-tɔla / ail-tala বিশেষ্য ছাঁচ-তলা; ওল-তলা (দ্রষ্টব্য)। উৎস অইল২ (সংস্কৃত ৱলীক) + তলা। বাঙ্গালা ভাষার অভিধান অইলত̆লা —বি, ছাঁচ-তলা; ওল-তলা (দ্রঃ)।

অইস

/ অইসো / ɔisɔ / aicha ক্রিয়া-বিশেষণ (ব্রজবুলি) এইভাবে; সেইভাবে; সেইরূপে; ঈদৃশ; এতাদৃশ। বিশেষণ সেইরূপ; সেইরকম; ঈদৃশ; এতাদৃশ। ব্যুৎপত্তি সংস্কৃত ঈদৃশ >; অতি প্রাচীন বাংলা আইস,...

অইসন

/ অই-সন / ɔi-sɔn / ai-chan ক্রিয়া-বিশেষণ এইভাবে; সেইভাবে; সেইরূপে; ঈদৃশ; এতাদৃশ। বিশেষণ ঐসম; ঐপ্রকার; এমন; এরূপ। ‘অইসন কএ বোল দহু, নিঅ সীম তেজি কহু,...

অইসা

  / অইছা / ɔisa / aisa ক্রিয়া আসা। ব্যুৎপত্তি অই১ + সন (সম), বৈষ্ণব সাহিত্য; সংস্কৃত ঈদৃশ >; অতি প্রাচীন বাংলা আইস, ‘আইস ভাবে; আইস সংবোহেঁ...

অইসেঁ

  / অই-সেঁ / ɔi-sæ̃ / a'isēm̐ ক্রিয়া-বিশেষণ এইভাবে; সেইভাবে; সেইরূপে; ঈদৃশ; এতাদৃশ। বিশেষণ ঐসম; ঐপ্রকার; এমন; এরূপ। ‘অইসন কএ বোল দহু, নিঅ সীম তেজি কহু,...

অইসে

  / অই-ছে / ɔi-se / ai-chhe ক্রিয়া-বিশেষণ এইভাবে; সেইভাবে; সেইরূপে; ঈদৃশ; এতাদৃশ। বিশেষণ ঐসম; ঐপ্রকার; এমন; এরূপ। ‘অইসন কএ বোল দহু, নিঅ সীম তেজি কহু,...

অইসো

  ɔi-so / ai-so ক্রিয়া-বিশেষণ এইভাবে; সেইভাবে; সেইরূপে; ঈদৃশ; এতাদৃশ। বিশেষণ ঐসম; ঐপ্রকার; এমন; এরূপ। ‘অইসন কএ বোল দহু, নিঅ সীম তেজি কহু, উছলু পয়োনিধি নীরে’—বিদ্যাপতি। ...

অঈদ

 / অইদ / ɔid বিশেষ্য ঈদের অভাব; নিরানন্দ। ব্যুৎপত্তি বাংলা, অ (নাই) + আরবী, ঈদ (ঈদ, আনন্দ) যার— বহুব্রীহি। বিবর্তনমূলক বাংলা অভিধান অঈদ  বি ঈদের অভাব।...

অউনিঞা

অউনিঞা বিশেষ্য বানানভেদ : আউনিঞা অগ্রগামী সৈন্য। ‘অউনিঞা পাইক’; ‘আউনিঞা পাইক’—কৃতিবাসী রামায়ণ। ব্যুৎপত্তি আগু-অনীক (অগ্রানীক) —মুল; অপ্রচলিত।

অউপকারী

বিশেষণ উপকার করে না এমন; অনুপকারী। ব্যুৎপত্তি বাংলা অ + সংস্কৃত উপকারী। প্রয়োগ বিশেষণ, অনুপকারী। — ‘তোমা প্রতি উপকারী কিবা অউপকারী।’ সৈয়দ সুলতান, ১৬৫০।

অউষধ

অউষধ বিশেষ্য ঔষধ। ‘সকল রোগের অউষধ আছে, হয়্যো না উতলা’—স্বপ্নপ্রয়াণ, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। ব্যুৎপত্তি সংস্কৃত ঔষধ, ঔ > অউ, দ্রষ্টব্য ঔ; পদ্যে; অপ্রচলিত।

অঋণ

অঋণ অ ɔrinɔ arin ar̥ṇa বিশেষ্য ঋণাভাব। বিশেষণ অঋণী। ব্যুৎপত্তি ন + ঋণ।

অঋণী

অঋণী অঋণী ɔrini arini ar̥ṇī বিশেষণ যে ঋণী নয়; ঋণশূন্য; যে কারও কিছু ধার করে নি; যার উপস্থিত ঋণ নেই; ঋণমুক্ত; যে ঋণ পরিশোধ করেছে। তুলনামূলক, অনৃণী। ‘অঋণী চাপ্রবাসী...

অএ

অএ অএ ɔa ae অব্যয় সম্বোধন। ‘অএ কর্ণধার’—মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা। সগৌরব সম্বোধন। ‘শুন গুরু মিননাথ, অএ বাপু কর অবধান’—মীনচেতন। ‘কহ কহ অএ সূত পূর্ব্ব বিবরণ’— গঙ্গামঙ্গল। নিন্দাসূচক সম্বোধন। ‘শুন শুন...

অএলা

ক্রিয়া আসা। ব্যুৎপত্তি ব্রজবুলি। প্রয়োগ ক্রিয়া, আসা। — ‘চোরাবএ অএলাহু অনুচিত মোর।’ বিদ্যাপতি, ১৪৬০।

অএলাহু

ক্রিয়া অএলাহুঁ; এসেছিলাম। ব্যুৎপত্তি ব্রজবুলি। প্রয়োগ ক্রিয়া এসেছিলাম। ‘এহনা তেজি অএলাহুঁ নিঅ গেহ।’ বিদ্যাপতি, ১৪৬০।

অএলাহুঁ

ক্রিয়া অএলাহু; এসেছিলাম। ব্যুৎপত্তি ব্রজবুলি। প্রয়োগ ক্রিয়া এসেছিলাম। ‘এহনা তেজি অএলাহুঁ নিঅ গেহ।’ বিদ্যাপতি, ১৪৬০।

অএলিহুঁ

ক্রিয়া অএলিহু; এলাম। ব্যুৎপত্তি ব্রজবুলি। প্রয়োগ ক্রিয়া এলাম। ‘বারিস নিসা মঞে চলি অএলিহুঁ।’ বিদ্যাপতি, ১৪৬০। ক্রিয়া এলাম। ‘কতনে জতনে ঘর অএলিহুঁ।’ বিদ্যাপতি, ১৪৬০।

অএলিহু

ক্রিয়া অএলিহুঁ; এলাম। ব্যুৎপত্তি ব্রজবুলি। প্রয়োগ ক্রিয়া এলাম। ‘বারিস নিসা মঞে চলি অএলিহুঁ।’ বিদ্যাপতি, ১৪৬০। ক্রিয়া এলাম। ‘কতনে জতনে ঘর অএলিহুঁ।’ বিদ্যাপতি, ১৪৬০।

অও

অও অও ɔo ao অব্যয় এবং; আর। ব্যুৎপত্তি হিন্দি অউর; প্রাচীন বাংলায় অও। প্রয়োগ অব্যয়, আর। ‘অও অতি সুললিত বানী।’ বিদ্যাপতি, ১৪৬০।

অওকা

বিশেষণ অন্য; অপর। ব্যুৎপত্তি ব্রজবুলি। প্রয়োগ বিশেষণ অন্য। ‘অওকা দিস নবরস সুপুরুষ পেম।’ বিদ্যাপতি, ১৪৬০।

অওকে

সর্বনাম অন্যকে; অপরকে। ব্যুৎপত্তি ব্রজবুলি। প্রয়োগ সর্বনাম, অন্যকে। ‘একক হৃদয় অওকে না পাওল তেঁ নহি ফাউলি কেলী।’ বিদ্যাপতি, ১৪৬০।

অওঘর্ষণ

অওঘর্ষণ অওঘর্ষণ ɔoɡɦɔrʃon aogharshana aogharṣaṇa বিশেষ্য সঙ্গীতের স্বরের ঐক্য; harmony. উৎস প্রাদেশিক।

অওঁধা

অওঁধা বিশেষণ নতমুখ; উপুড় করা; উল্‌টা। ‘অওঁধা কমল কান্তি নহি পূরএ’—বিদ্যাপতি। ব্যুৎপত্তি সংস্কৃত অবমূর্দ্ধা।

অওরা

অওরা বিশেষণ সুলভ; স্বল্পমূল্য; সস্তা। ‘অওরা হওয়া—সুলভ হওয়া।’ ব্যুৎপত্তি হিন্দি ৱরা — সুলভতা; সংস্কৃত অৱর; অউরা (আঞ্চলিক)।

অওরো

অওরো অওরো ɔoro aoro বিশেষ্য অবতরণ; অষ্টমস্বর হতে ক্রমশঃ নিম্ন নিম্ন স্বরে অবতরণ অর্থাৎ উচ্চ সুর হতে নিম্ন সুরে নামা। যেমন, সা নি ধা পা মা গা রি সা...

অক

অক১ বিশেষ্য এই স্থান। ‘অক ছাড়িয়া রাজা নিজায় গমন।’ — মাণিকরাম গাঙ্গুলীর ধর্ম্মমঙ্গল। ব্যুৎপত্তি প্রাচীন বাংলা। তুলনামূলক ‘অকু’। অক২ বিশেষ্য (অপ্রচল) রোগ; পাপ; অশান্তি; ক্লেশ। ব্যুৎপত্তি সংস্কৃত— অগ, অঘ...

অকচ

অকচ বিশেষণ কচ অর্থাৎ চুল নেই এমন; কেশরহিত; কেশহীন; নেড়া; টাকলু; টেকো। কেতুগ্রহ (মাথা নেই বলে চুলও নেই)। (স্ত্রীলিঙ্গ) অকচা। ব্যুৎপত্তি সংস্কৃত ন = অ...

অকঞ্চুক

অকঞ্চুক বিশেষণ কঞ্চুক অর্থাৎ খোলস বা খোসা নেই এমন, খোসাবিহীন (ফলাদি সম্পর্কে)। খোলসহীন (সরীসৃপাদি সম্পর্কে), achlamydeous (পরিভাষা)। ব্যুৎপত্তি সংস্কৃত ন = অ (নেই) কুঞ্চক (খোলস) যার,...

অকট

বিশেষণ আশ্চর্য। ‘অকট করুণা ডমরুলি বাজঅ’, দোহাকোষ ১১০; ‘অক্কট পণ্ডিঅ’ —চর্যাপদ ৩১। ২ । ব্যুৎপত্তি বৌদ্ধ বাংলা। ‘অকটেতি আশ্চর্য্যং।’— (চর্য্যাচর্য্যবিনিশ্চয় পদ টীকা), ‘অক্কট পণ্ডিঅ =...

অকটকিনা

বিশেষ্য কঠোর বা কড়াকড়ি নিয়মের অভাব। বাঁধাবাঁধি নিয়ম বা ধরাকাট না থাকার ভাব; অকঠোরতা; অপ্রতিবন্ধ। বিশেষণ অকঠোর; অকঠিন; অকর্কশ। ব্যুৎপত্তি উপভাষা; তুলনামূলক হিন্দি কট্‌কনা; ওড়িয়া কটুকনা;...

অকটকেনা

বিশেষ্য কঠোর বা কড়াকড়ি নিয়মের অভাব। বাঁধাবাঁধি নিয়ম বা ধরাকাট না থাকার ভাব; অকঠোরতা; অপ্রতিবন্ধ। বিশেষণ অকঠোর; অকঠিন; অকর্কশ। ব্যুৎপত্তি উপভাষা; তুলনামূলক হিন্দি কট্‌কনা; ওড়িয়া কটুকনা;...

অকটবিকট

অকটবিকট বিশেষ্য ভয়ে কাচুমাচু হওয়া; ত্রাসে বিকৃত আকার বা অঙ্গভঙ্গি। ছট্‌ফট্। ‘অকটবিকট করে পড়িয়া তরাসে।’— কৃত্তিবাস ওঝা। ব্যুৎপত্তি সংস্কৃত আকৃতি-বিকৃতি থেকে মধ্য বাংলা।

অকটু

অকটু বিশেষণ কটুতারহিত; অতিক্ত; স্বাদু; মধুর। বিশেষ্য অকটুতা। ব্যুৎপত্তি সংস্কৃত ন = কটু (নঞ্ তৎপুরুষ সমাস)।

অকঠিন

অকঠিন বিশেষণ কঠিন নয় এমন; কোমল; সুকুমার; মৃদু। বিশেষ্য অকঠিনতা, অকঠিনত্ব। ব্যুৎপত্তি সংস্কৃত ন = অ + কঠিন (নঞ্ তৎপুরুষ সমাস)।

অকঠোর

অকঠোর বিশেষণ অকঠিন; যা শক্ত বা কঠিন নয়; কঠোরতা নেই এমন; কোমল। (বিষয়) দুরূহ নহে; সহজ; সরল; সুখবোধ্য। (বাক্য বা কথায়) উগ্র বা রুক্ষ নয়;...

অকড়িয়া

অকড়িয়া বিশেষণ যার কড়ি নাই; ধনহীন; দরিদ্র। কড়ি দিয়ে কেনা নয়; মূল্যহীন। ব্যুৎপত্তি গ্রাম্য। ন = অ + কড়িয়া (কড়িযুক্ত বা কড়িওয়ালা) = ধনী।

অকণ্টক

অকণ্টক বিশেষণ কণ্টকহীন; কাঁটামুক্ত; কাঁটাশূন্য। ‘পথ অকণ্টক করা।’ (অলঙ্কার, শত্রু কণ্টক স্বরূপ ক্লেশকর বলে) শত্রুহীন; নিষ্কণ্টক; নিরাপদ; নিরুপদ্রব; নির্বিঘ্ন। প্রয়োগ— দেশ অকণ্টক করা। ক্রিয়া-বিশেষণ অকণ্টকে। নির্বিঘ্নে;...

অকণ্টকে

অকণ্টকে ক্রিয়া-বিশেষণ নির্বিঘ্নে; নিরাপদে; অবাধে। ‘অকণ্টকে রাজ্য ভোগ।’— ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যুৎপত্তি সংস্কৃত অকণ্টক + এ।

অকণ্ঠস্থ

অকণ্ঠস্থ বিশেষণ প্রকৃতপক্ষে যা কণ্ঠে ধারণ করা বা যা কণ্ঠাগত হয়নি। মুখস্থ করা নয়; অনভ্যস্ত। ব্যুৎপত্তি সংস্কৃত ন = অ — কণ্ঠ + স্থা + অ...

অকথন

অকথন বিশেষ্য কুকথা; অন্যায়োক্তি। বিশেষণ অকথ্য; কথনের অযোগ্য; অবক্তব্য; প্রকাশ করা যায় না এমন। ব্যুৎপত্তি অংশ২ + গত (প্রাপ্ত)। প্রয়োগ ‘অকথন বেয়াধি এ, কহা নাহি যায়।’— চণ্ডীমঙ্গল কাব্য।

অকথনীয়

অকথনীয় বিশেষণ বলার অনুপযুক্ত; অনির্বচনীয়; যা বলা উচিত নয়; যা কথা দ্বারা প্রকাশ করা যায় না। গোপন। অশ্লীল। বিশেষ্য স্ত্রীলিঙ্গ, কথনীয়া। ব্যুৎপত্তি সংস্কৃত ন = অ...

অকথনীয়া

অকথনীয়া বিশেষ্য কুকথা; কুৎসিত কথা; অশ্লীল কথা; যে কথা মুখে আনা যায় না বা বলতে লজ্জা হয়; অশিষ্ট বাক্য; অনুচিত কথা। বিশেষণ অকথিত। ব্যুৎপত্তি সংস্কৃত অকথনীয় +...

অকথা

অকথা বিশেষ্য অনুচিত কথা; অশ্লীল কথা। ব্যুৎপত্তি সংস্কৃত ন (অপ্রশস্ত অর্থে) + কথা।

অকথিত

অকথিত বিশেষণ অনুক্ত; না-বলা; অনুচ্চারিত (অকথিত কাহিনী)। ব্যুৎপত্তি সংস্কৃত ন = অ + কথিত।

অকথ্য

অকথ্য বিশেষণ অকথনীয়; কহিবার অযোগ্য; অবাচ্য; যা কহা উচিত নহে; অশ্লীল; অকথ্য ভাষা। যা বলা যায় না; যা বাক্যে প্রকাশ করিতে পারা যায় না; যা...

অকথ্যকথন

অকথ্যকথন বিশেষণ যা বলা উচিত নয়; অশ্লীল ভাষার প্রয়োগ; গালি। অনুচিত কথার ব্যবহার; কটু কথা; অকথনীয় কথা। ব্যুৎপত্তি সংস্কৃত অকথ্য + কথন।

অকনিষ্ঠ

অকনিষ্ঠ১ বিশেষণ যার কনিষ্ট নেই। ব্যুৎপত্তি সংস্কৃত ন = অ + কনিষ্ট। অকনিষ্ঠ২ বিশেষ্য বুদ্ধদেব। ব্যুৎপত্তি সংস্কৃত অক (পাপবেদনিন্দাজনিত অধর্ম) নিষ্ঠ (রত) — আক্রোশোক্তি।

অকপট

অকপট বিশেষণ কপটতাহীন; ছলশূন্য; ছলনাহীন; প্রবঞ্চনাহীন; সরল; sincere. বিশেষ্য অকপটতা; সরলতা। ঔদার্য। ক্রিয়া-বিশেষণ অকপটে। ব্যুৎপত্তি সংস্কৃত ন = অ + কপট (ছল)। প্রয়োগ অকপট বন্ধু; অকপট হৃদয়; অকপট ভক্তি; অকপট...

অকপটচিত্ত

অকপটচিত্ত বিশেষণ সরলমনা। যার মন বা চিত্ত কপট নয়। ব্যুৎপত্তি সংস্কৃত ন = অ + কপট + চিত্ত।

অকপটচিত্তে

অকপটচিত্তে ক্রিয়া-বিশেষণ অকপটে; অকপটভাবে। ছলনা না করে; সরলভাবে; সরল অন্তরে; স্পষ্ট কথায়। গোপন না করে; খুলে বা স্পষ্ট করে। ব্যুৎপত্তি সংস্কৃত অকপট + চিত্ত + এ।

অকপটতা

অকপটতা বিশেষ্য সরলতা; কপটতাহীনতা। ব্যুৎপত্তি সংস্কৃত ন = অ + কপট + ত্ব।

অকপটভাবে

অকপটে ক্রিয়া-বিশেষণ অকপটচিত্তে; অকপটে। ছলনা না করে; সরলভাবে; সরল অন্তরে; স্পষ্ট কথায়। গোপন না করে; খুলে বা স্পষ্ট করে (অকপটে মনের কথা বলা)। ব্যুৎপত্তি সংস্কৃত অকপট...

অকপটে

অকপটে ক্রিয়া-বিশেষণ অকপটচিত্তে; অকপটভাবে। ছলনা না করে; সরলভাবে; সরল অন্তরে; স্পষ্ট কথায়। গোপন না করে; খুলে বা স্পষ্ট করে (অকপটে মনের কথা বলা)। ব্যুৎপত্তি সংস্কৃত অকপট...

অকবজ

অকবজ বিশেষণ অনায়ত্ত; অনধিকৃত। ব্যুৎপত্তি ন = অ (না থাকা) + আরবি কব্‌জ্̣ (অধিকার)।

অকবি

অকবি বিশেষণ কবিত্ববিহীন; অপ্রসিদ্ধ; অকৃতী; কবিনামের অযোগ্য; রসজ্ঞান হীন। ব্যুৎপত্তি সংস্কৃত ন = অ + কবি। প্রয়োগ আশে পাশে ঘোরে ঝি টা— নিতান্ত অকবি! — দ্বিজেন্দ্রলাল রায়। বর্তমানের কবি...

অকম্প

অকম্প বিশেষণ কম্পনশূন্য; কম্পনহীন; স্থির; অনড়; নিশ্চল। অবিচলিত। ব্যুৎপত্তি সংস্কৃত ন = অ + কম্প (স্পন্দন)। প্রয়োগ কম্পনশূন্য — অগ্নিময়তেজঃ বাজী ধাইল অম্বরে, অকম্প চামর শিরে। — মেঘনাদবধ...

অকম্পন

অকম্পন বিশেষণ কম্পনশূন্য; কম্পনহীন; স্থির; অনড়; নিশ্চল। অবিচলিত। ব্যুৎপত্তি সংস্কৃত ন = অ + কম্পন (স্পন্দন)। প্রয়োগ কম্পনশূন্য — অগ্নিময়তেজঃ বাজী ধাইল অম্বরে, অকম্প চামর শিরে। — মেঘনাদবধ...

অকম্পনীয়

অকম্পনীয় বিশেষণ কম্পনের অয্যোগ্য; অকম্প্য। কম্পন-অসাধ্য। ব্যুৎপত্তি সংস্কৃত অকম্পন + ঈয়।

অকম্পিত

অকম্পিত বিশেষণ, কম্পন— রহিত; অচঞ্চল; স্থির; ধীর। প্রয়োগ— অকম্পিত কলেবর, অকম্পিত কণ্ঠ, অকম্পিত চরণ। ২ বিশেষ্য, বৌদ্ধসম্প্রদায়ের গণাধিপতি বিশেষ। ৩ বিশেষ্য,...

অকম্প্য

অকম্প্য বিশেষণ, কম্পনের অয্যোগ্য; অকম্পনীয়। ২ কম্পন-অসাধ্য।

অকম্প্র

অকম্প্র বিশেষণ, অকম্পিত; স্থির। "অকম্প্র নেত্র", "সমরে অকম্প্র" (কম্প্র দ্রষ্টব্য)।

অকম্ম

অকম্ম,— ম্মো— অকর্ম্ম দ্রষ্টব্য।

অকম্মা

অকম্মা—  অকর্ম্মা দ্রষ্টব্য।

অকম্মিষ্টি

অকম্মিষ্টি— অকর্ম্মিষ্ঠ দ্রষ্টব্য।

অকর

অকর১ বিশেষণ, যার কর নাই; হস্তশূন্য। ২ ক্রিয়া-বিশেষণ, করহীন হইয়া; কর ব্যতিরেকে। অকর২ বিশেষণ, শুল্কের অযোগ্য; রাজভাগরহিত; নিষ্কর tax or rent free.

অকরণ

অকরণ বিশেষ্য, না করা; অননুষ্ঠান; অক্রিয়া; নিবৃত্তি। ২ অনুচিত কর্ম। ৩ বিশেষ্য, নির্গুণ ব্রহ্ম; সর্বকর্ম রহিত পরমাত্মা। ৪ বিশেষণ, ইন্দ্রিয়াদিহীন; অবয়বহীন; নিরাকার।

অকরণি

অকরণি বিশেষ্য, ক্রোধে অধীর হইয়া কারও প্রতি অনিষ্ট— সূচক বাক্যপ্রয়োগ; অভিশাপ; আক্রোশ।

অকরণী

অকরণী (— র— ) । বিশেষ্য, যে রাশির মূল আকর্ষণ অর্থাৎ বাহির করিলে বা ভাগ করিলে ভাগশেষ থাকে না। সাঙ্কেতিক চিহ্ন √ যথা— √৪...

অকরণীয়

অকরণীয় বিশেষণ, অকর্তব্য; অনুষ্ঠানের অযোগ্য।

অকরুণ

অকরুণ করুণা— রহিত; নিষ্ঠুর; নির্দয়; নির্মম। "কিবা তুমি কর ভয় বন্ধু তোর নহে অকরুণ।"— চণ্ডীকাব্য। বিশেষ্য, স্ত্রীলিঙ্গ, অকরুণা।