আলয়ইলাবৃত

ইলাবৃত

ইলাবৃত/ [ইলা (পৃথিবী) আবৃত (মনোনীত) ইহা ভূগোলের শ্রেষ্ঠাংশ] বিশেষ্য, জম্বুদ্বীপের নব বর্ষের চতুর্থ বর্ষ। ইহার উত্তরে নীল, শ্বেত ও শৃঙ্গবান্ পর্বত, দক্ষিণে নিষধ, হেমকুট ও হিমালয় পর্বত, পশ্চিমে মাল্যবান্ পর্বত, পূর্ব্বে গন্ধমাদন পর্বত। ইহা মেরু পর্বত (সুমেরু) বেষ্টন করিয়া আছে। ২ যেখানে অভিশপ্ত স্ত্রীরূপী ইল (ইলা) বুধের সহিত বাস করিতেন, সেই স্থানের নাম ইলাবৃত। ইহা কৈলাসের নিকটবর্তী। ‘ইলাবৃতে ঘর মোর জাতিতে ব্রাহ্মণী।’ (চণ্ডীর উক্তি)—ধর্ম্মমঙ্গল, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত্তী। ইলাবৃত বি. ১ পুরাণোক্ত দেশবিশেষ; ২ জন্তুদ্বীপের বিভিন্ন ‘বর্ষ’ বা ভূভাগের এক ‘বর্ষ’, কৈলাসের নিকটবর্তী স্থানের পৌরাণিক নাম।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র