এডুলিচার শব্দকোষ একটি বিশুদ্ধজ্ঞান প্রকল্প। এই শব্দকোষে প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বাংলা সাহিত্যে ব্যবহৃত শব্দসমূহ ও বাংলার বিভিন্ন আঞ্চলিক বা উপভাষায় ব্যবহৃত শব্দসমূহকে একত্রিত করার পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে এই অভিধানে ১২,৫৮৫ টি শব্দকে ভুক্তি করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে— বিশেষ করে শব্দ সংগ্রহ, শব্দের অর্থনির্দেশ এবং শব্দের ব্যুৎপত্তি ও বিবর্তন বিষয়ে প্রচলিত বিভিন্ন অভিধান ও কোষগ্রন্থের সহায়তা নেওয়া হয়েছে। নিম্নে সেই সকল অভিধান ও কোষগ্রন্থের একটি তালিকা প্রদান করা হল। উল্লেখ্য, গ্রন্থের নামের পাশে সেই গ্রন্থ থেকে গৃহিত ভুক্তির পরিমাণ প্রদর্শন করা হয়েছে; এই সংখ্যাটি মূলগ্রন্থের মোট ভুক্তি ও উপভুক্তির পরিমাণ হিসেবে বিবেচনা করা যেতে পারে। যদিও আমাদের অনুসৃত সংস্করণ ব্যতীত ভিন্ন সংস্করণে মূলগ্রন্থের ভুক্তি সংখ্যা কমবেশি হতে পারে। এই শব্দকোষের শব্দ পাতাতেও সংশ্লিষ্ট ভুক্তিটি কোন কোন অভিধান বা শব্দকোষে সন্নিবেশ রয়েছে তার নির্দেশ করেছি।