ইশাদী

ইশাদী/ বিশেষ্য, সাক্ষী witness.

ইশারা

ইশারা/ বিশেষ্য, ইঙ্গিত। ‘করিয়া বিজলীভঙ্গি ইশারা আমাকে, উড়ায়ে জলদচুল ধরে’ খেতে আসে।’—ফুলরেণু। ইশারা বি. ইঙ্গিত, সংকেত। ।

ইশীকা

ইশীকা/ বিশেষ্য, হস্তীর চক্ষু- গোলক। ২ তুলি। ৩ কাশ; কুশ।

ইশ্

ইশ্/ ইস্ দ্রষ্টব্য।

ইষণা

ইষণা/ বিশেষ্য, ইচ্ছাশক্তির প্রয়োগ; মনন; ইচ্ছা; এষণা; অম্বেষণ; অনুসন্ধান। ‘যে সত্যের ইষণায় আজ আমরা উদ্ধুদ্ধ হ’য়ে উঠেছি * * সেই সে প্রেরণা *...

ইষমূল

ইষমূল/ বিশেষ্য, বৃক্ষবিশেষ; ইষের মূল aristolochia Indica.

ইষরমূল

ইষরমূল/ বিশেষ্য, সর্পবীর্যহর মুলবিশেষ; বিষঘ্ন।

ইষিকা

ইষিকা/ বিশেষ্য, হস্তীর চক্ষু- গোলক। ২ তুলি। ৩ কাশ; কুশ।

ইষীকা

ইষীকা/ বিশেষ্য, হস্তীর চক্ষু- গোলক। ২ তুলি। ৩ কাশ; কুশ।

ইষু

ইষু/ বিশেষ্য, শর; তীর; বাণ। ‘অসি ইষুগদা যে প্রহারে গদাধর।’—শিবায়ণ। ২ পঞ্চবাণ হতে পাঁচ (৫) সংখ্যার চিহ্ন। ‘সমাপ্ত করি গজ ইষু রস সোমে।’(=...

ইষুধর

ইষুধর/ বিশেষ্য ধনুর্ধর; তীরন্দাজ।

ইষুধি

ইষুধি/ বিশেষ্য, বাণাধার; তূণ।

ইষেরমূল

ইষেরমূল/ বিশেষ্য, সর্পবীর্যহর মুলবিশেষ; বিষঘ্ন।

ইষ্ট

ইষ্ট/ ইষ্ট১ বিশেষণ, বাঞ্ছিত; অভিলষিত। ২ প্রিয়। ৩ প্রশংসিত। ৪ প্রার্থিত। ৫ অভিপ্রেত। ইষ্ট১ বি. যজ্ঞ, যজ্ঞাদি কর্ম। । ইষ্ট২ বিশেষ্য, শ্রৌতকর্ম;...

ইষ্টক

ইষ্টক/ বি. ইট। । ইষ্টক বিশেষ্য, দগ্ধমৃৎখণ্ড; ইট।

ইষ্টকখণ্ড

ইষ্টকখণ্ড/ -ইটের টুকরা; পাটিকেল।

ইষ্টকবচ

ইষ্টকবচ/ বিশেষ্য, ইষ্টমন্ত্রপূত বা ঔষধিগর্ভ গুটিকা বা মাদুলি।

ইষ্টকর্ম

ইষ্টকর্ম/ বি. উদ্দিষ্ট বা বাঞ্ছিত কাজ।

ইষ্টকর্ম্ম

ইষ্টকর্ম্ম/ বিশেষ্য, প্রিয় বা অভিলষিত কর্ম্ম।

ইষ্টকা

ইষ্টকা/ বিশেষ্য, দগ্ধমৃৎখণ্ড; ইট।

ইষ্টকান্যাস

ইষ্টকান্যাস/ -ইট গাঁথা।

ইষ্টকাপথ

ইষ্টকাপথ/ বিশেষ্য, ইষ্টনির্ম্মিত পথ; পাকা রাস্তা।

ইষ্টকালয়

ইষ্টকালয়/ বিশেষ্য, ইটের ঘর; কোঠা বাড়ী; অট্টালিকা।

ইষ্টকুটুম্ব

ইষ্টকুটুম্ব/ বি. আত্মীয়স্বজন। ইষ্টকুটুম্ব বিশেষ্য, আত্মীয় বন্ধু।

ইষ্টগন্ধ

ইষ্টগন্ধ/ বিশেষ্য, সুগন্ধ। ২ বালুকা। ৩ বিশেষণ, সুগন্ধযুক্ত।

ইষ্টগোষ্ঠী

ইষ্টগোষ্ঠী/ বিশেষ্য, গুরু সম্প্রদায়ানুসারে সম্যক্ আলাপ। ‘ইষ্ট গোষ্ঠী বিচার করি না করিহ রোষে।’ ‘এই মত দুইজনে ইষ্টগোষ্ঠী করি,’—চৈতন্য চরিত।

ইষ্টজন

ইষ্টজন/ বিশেষ্য, প্রিয়জন।

ইষ্টতম

ইষ্টতম/ বিশেষণ, সর্ব্বাপেক্ষা অধিক অভিলষিত। ২ অত্যন্ত প্রিয়। স্ত্রীং ইষ্টতমা।

ইষ্টতর

ইষ্টতর/ বিশেষণ, প্রিয়তর। স্ত্রীং ইষ্টতরা

ইষ্টদেব

ইষ্টদেব/ বি. উপাস্য দেবতা।

ইষ্টদেবতা

ইষ্টদেবতা/ বিশেষ্য, মন্ত্রদাতা গুরু; গুরুদেব; দীক্ষাগুরু; উপাস্য দেবতা।

ইষ্টনাম

ইষ্টনাম/ বি. উপাস্য দেবতার নাম।

ইষ্টপ্রয়োগ

ইষ্টপ্রয়োগ/-বিশেষ্য, শিষ্ট প্রয়োগ; মহাজন-বাক্য।

ইষ্টবান্ধব

ইষ্টবান্ধব/ -জ্ঞাতি ও বন্ধুবর্গ।

ইষ্টবিয়োগ

ইষ্টবিয়োগ/ -প্রিয়জনের মৃত্যু।

ইষ্টমন্ত্র

ইষ্টমন্ত্র/ বি. উপাস্য দেবতার পূজার্থ মন্ত্র; গুরুমন্ত্র।

ইষ্টলাভ

ইষ্টলাভ/ - মনোবাঞ্ছার পূর্তি। ইষ্টাপত্তি দ্রষ্টব্য।

ইষ্টসাধন

ইষ্টসাধন/ - মনোবাঞ্ছার পূর্তি। ইষ্টাপত্তি দ্রষ্টব্য। ইষ্টসাধন বি. অভীষ্ট বস্তু পাওয়া।

ইষ্টসিদ্ধি

ইষ্টসিদ্ধি/ - মনোবাঞ্ছার পূর্তি। ইষ্টাপত্তি দ্রষ্টব্য। ইষ্টসিদ্ধি বি. অভীষ্ট বস্তু পাওয়া।

ইষ্টাকিন্

ইষ্টাকিন্/ বিশেষ্য, মোজা।

ইষ্টাট

ইষ্টাট/ বিশেষ্য, ভূসম্পত্তি; বিষয়াশয়।

ইষ্টাপত্তি

ইষ্টাপত্তি/ বিশেষ্য, ইষ্টসিদ্ধি। ২ লাভ। ৩ উপকার। ইষ্টাপত্তি বি. ১ অভীষ্ট বস্তু লাভ; ২ লাভ; ৩ উপকার। ।

ইষ্টাপূর্ত

ইষ্টাপূর্ত/ বিশেষ্য, সাধারণের হিতার্থ যজ্ঞ, কূপাদি খনন, দেবালয় নির্ম্মাণ ইষ্টাপূর্ত কর্ম। ২ বৈদিক ও স্মৃতিসম্মত কর্ম বা কর্মফল। প্রয়োগ— এতে তোমার কিছু...

ইষ্টামালা

ইষ্টামালা/ বিশেষ্য, জপমালা (চ◦-৪০।১)।

ইষ্টাম্প

ইষ্টাম্প/ বিশেষ্য, শুল্ক আদায়ের চিহ্নপত্র; ডাকটিকিট। ষ্টাম্প দ্রষ্টব্য।

ইষ্টাম্প কাগজ

ইষ্টাম্প কাগজ/ -আদালতে গ্রাহ্য উচিত শুল্ক আদায়ের চিহ্নযুক্ত কাগজ; মোহর; মুদ্রণ; ছাপ।

ইষ্টার্থ

ইষ্টার্থ/ বিশেষ্য, অভীষ্ট; অভিপ্রায়।

ইষ্টালাপ

ইষ্টালাপ/ বিশেষ্য, সদালাপ; পরস্পর শিষ্ট আলাপ।

ইষ্টি

ইষ্টি/ ইষ্টি১ বিশেষ্য, ইচ্ছা; বাঞ্ছা। ইষ্টি১ বি. অভিলাষ, ইচ্ছা। । ইষ্টি২ বিশেষ্য, ঋত্বিক্ চতুষ্টয়ের সম্পাদ্য সাগ্নিক যজমান কর্তৃক অনুষ্ঠেয় কর্ম; শ্রৌত অগ্নিতে...

ইষ্টিকা

ইষ্টিকা/ বিশেষ্য, ইষ্টকের গুঁড়া; সুরকি brickdust. ইষ্টিকা বিশেষ্য, দগ্ধমৃৎখণ্ড; ইট।

ইষ্টিকাচূর্ণ

ইষ্টিকাচূর্ণ/ বিশেষ্য, ইষ্টকের গুঁড়া; সুরকি brickdust.

ইষ্টিকুটুম

ইষ্টিকুটুম/ -ইষ্টকুটুম্ব-র কথ্যরূপ।

ইষ্টিপত্র

ইষ্টিপত্র/ ইচ্ছাপত্র-র রূপভেদ। দ্র ইচ্ছা।

ইষ্টিমার

ইষ্টিমার/ বিশেষ্য, বাষ্পীয় পোত; কলের জাহাজ। ইষ্টিমার বিশেষ্য, বাষ্পীয় পোতবিশেষ।

ইষ্টিলপেন

ইষ্টিলপেন/ বিশেষ্য, লৌহনির্মিত লেখনীমুখ; কলমের অগ্রভাগ যা লেখনীদণ্ডে যুড়িয়া লিখিতে হয়।

ইষ্টিসন

ইষ্টিসন/ বিশেষ্য, রেলগাড়ী থামিবার ও ছাড়িবার নির্দিষ্ট স্থান।

ইষ্টিসেন

ইষ্টিসেন/ বিশেষ্য, রেলগাড়ী থামিবার ও ছাড়িবার নির্দিষ্ট স্থান।

ইষ্টীল

ইষ্টীল/ বিশেষ্য, ইস্পাত।

ইষ্টীলপেন

ইষ্টীলপেন/ বিশেষ্য, ষ্টীল বা ইস্পাতের মুখ কলম।

ইষ্টেসন

ইষ্টেসন/ বিশেষ্য, রেলগাড়ী থামিবার ও ছাড়িবার নির্দিষ্ট স্থান।

ইষ্ট্রীট

ইষ্ট্রীট/ বিশেষ্য, গলিপথ অপেক্ষা বড়, দুইদিকে ঘরবাড়ীবিশিষ্ট রাজপথ।

ইষ্বাস

ইষ্বাস/ বিশেষ্য, ধনুঃ। ২ বিশেষণ, ধনুর্ধর; তীরন্দাজ; শরক্ষেপক।

ইস

ইস/ অব্য. বিস্ময় বিরক্তি আক্ষেপ প্রভৃতি সূচক ধ্বনি (ইস্, এখন কী হবে?)। ।

ইসকাপন

ইসকাপন/ ইশকাপন -এর রূপভেদ।

ইসকুল

ইসকুল/ -ইশকুল-এর বানানভেদ।

ইসটিমার

ইসটিমার/ বিশেষ্য, বাষ্পীয় পোত; কলের জাহাজ।

ইসদন্ত

ইসদন্ত/ বিশেষ্য, কসের দাঁত। ‘আর বাঙ্গাল বলে রে কহিতে বাসি লাজ। ইসদন্ত গেল মোর জীবনে কি কাজ।’ —ধর্ম্মমঙ্গল, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত্তী। ইসদন্ত বি....

ইসপিস

ইসপিস/ -নিশপিশ দ্রষ্টব্য।

ইসবগুল

ইসবগুল/ বি. উদ্ভিদবিশেষের বীজ যা কোষ্ঠপরিষ্কারক হিসাবে পরিচিত। ।

ইসরমূল

ইসরমূল/ বিশেষ্য, সর্পবিষনাশক ও সর্পনিস্তেজকারী মূল বিশেষ। ‘আছিল ইসরমূল তাতে একফালি।’ ‘ইসর মূলের গন্ধে পলায় ভুজঙ্গ।’-ধর্ম্মমঙ্গল, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত্তী।

ইসরাফিল

ইসরাফিল/ বি. চারজন শ্রেষ্ঠ ফিরিশতার অন্যতম, যাঁর শিঙার ফুৎকারে মহাপুনরুত্থান সূচিত হয়। ।

ইসলাম

ইসলাম/ বিশেষ্য, মুসলমান। ‘আর হজরত মোহাম্মদ (দঃ) ছিলেন অগ্নি উপাসনার বিরোধী ইস্লামের প্রচারক।’ —সম্মিলনী, ১৩৩৪। ইসলাম বি. ১ হজরত মোহাম্মদ প্রবর্তিত ধর্ম মুসলমানদের...

ইসলামি

ইসলামি/ বিণ. ইসলামসম্বন্ধীয় ইসলাম ধর্মের অনুযায়ী (ইসলামি রীতি)। ।

ইসাদ

ইসাদ/ বিশেষ্য, সাক্ষী। ‘ব্রাহ্মণীরে ইসাদ রাখিয়া গেলা ঘরে।’ —রা◦ ভট্ট (সত্যনারায়ণ) ।

ইসারা

ইসারা/ বিশেষ্য, ইঙ্গিত। ‘করিয়া বিজলীভঙ্গি ইশারা আমাকে, উড়ায়ে জলদচুল ধরে’ খেতে আসে।’—ফুলরেণু।

ইসেবগুল

ইসেবগুল/ বিশেষ্য, স্বনামখ্যাত বীজ plantago ovater. ঈশবগুল দ্রষ্টব্য।

ইস্

ইস্/ অব্যয়,  আশ্চর্যবোধক; বিস্ময়সূচক। ২ বৈপরীত্যবোধক। ‘ইস্ বাঙ্গাল পেয়েছেন কি আমায়?’ —দ্বিজেন্দ্রলাল রায়। ৩ ক্লেশব্যঞ্জক। ইস্ অব্য. বিস্ময় বিরক্তি আক্ষেপ প্রভৃতি সূচক ধ্বনি...

ইস্ক

ইস্ক/ বিশেষ্য, প্রেম; ভালবাসা। ইস্কের-প্রেমের। (কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক ব্যবহৃত)।

ইস্কাতর

ইস্কাতর/ বিশেষ্য, লিখিবার ডেস্ক।

ইস্কাপন্

ইস্কাপন্/ বিশেষ্য, তাসখেলার তাসবিশেষ। (ছোট বোঁটাযুক্ত কাল রঙের পান আঁকা কাগজ খণ্ড)।

ইস্কুল

ইস্কুল/ -ইশকুল-এর বানানভেদ। ইস্কুল -ইশকুল-এর রূপভেদ।

ইস্ক্রুপ

ইস্ক্রুপ/ বিশেষ্য, পেঁচ; পাক দেওয়া প্রেক। ইস্ক্রুপ স্ক্রু (screw) - র বিকৃত রূপ।

ইস্টিলপেন

ইস্টিলপেন/ বিশেষ্য, লৌহনির্মিত লেখনীমুখ; কলমের অগ্রভাগ যা লেখনীদণ্ডে যুড়িয়া লিখিতে হয়।

ইস্টেশন

ইস্টেশন/ আড্ডা; রেল, ষ্টীমার, ট্রাম ইস্টেশনের যাত্রীদিগের নাবা উঠার স্থান।

ইস্তক

ইস্তক/ ইস্তক১ অব্য. হতে, থেকে (সেই ইস্তক সে আর ওখানে যায় না)। । ইস্তক২ বি. তাসখেলায় রঙের সাহেব-বিবি।

ইস্তক জুতা সেলাই লাগাৎ চণ্ডীপাঠ

ইস্তক জুতা সেলাই লাগাৎ চণ্ডীপাঠ/— সংসারের সকল কাজ; অধম বা নীচতম কার্য্য হতে উৎকৃষ্ট বা উচ্চতম কার্য্য পর্য্যন্ত।

ইস্তকনাগাএদ

ইস্তকনাগাএদ/ আদ্যন্ত। ‘ইস্তক নাগাএদ জমাওয়াসিল হিসাব।’

ইস্তকনাগাদ

ইস্তকনাগাদ/ আদ্যন্ত। ‘ইস্তক নাগাএদ জমাওয়াসিল হিসাব।’

ইস্তফসার

ইস্তফসার/ বিশেষ্য, বর্ণনা statement.

ইস্তফা

ইস্তফা/ বিশেষ্য, ক্ষমা; মাফ। ২ চাকরি ছাড়িবার উদ্দেশ্যে জবাবপত্র। ৩ শেষ। ‘এখানে ইস্তফা তবে, যা হবার তা হয়ে গেল।’—দ্বিজেন্দ্রলাল রায়। ‘সংগ্রামে ইস্তফা দেওয়াই...

ইস্তমোরারী

ইস্তমোরারী/ বিশেষণ, চিরস্থায়ী; পৌনঃপুনিক। ২ যে সকল তালুক চিরস্থায়ী বন্দোবস্তের পূর্ব্বাবধি বিদ্যমান্ আছে; চিরনির্দ্ধারিত খাজনার তালুক।

ইস্তম্রারী জমা

ইস্তম্রারী জমা/- fixed or perpetual assessment of land.

ইস্তম্রারী তালুক

ইস্তম্রারী তালুক /-১৭৯৩ খৃঃ অব্দের চিরস্থায়ী বন্দোবস্তের (permanent settlement) পূর্ব হতে যে সমস্ত চিরস্থায়ী তালুক যার খাজনা চিরনির্দিষ্ট ও যার নিরিখ বৃদ্ধি হয় না;...

ইস্তম্রারী পাট্টা

ইস্তম্রারী পাট্টা/ - permanent lease.

ইস্তাফা

ইস্তাফা/ বিশেষ্য, ক্ষমা; মাফ। ২ চাকরি ছাড়িবার উদ্দেশ্যে জবাবপত্র। ৩ শেষ। ‘এখানে ইস্তফা তবে, যা হবার তা হয়ে গেল।’—দ্বিজেন্দ্রলাল রায়। ‘সংগ্রামে ইস্তফা দেওয়াই...

ইস্তামাল

ইস্তামাল/ বি. ১ ব্যবহার; ২ অভ্যাস; ৩ অনুশীলন। ।

ইস্তাহার

ইস্তাহার/ বিশেষ্য, বিজ্ঞাপন; নোটিস। ইস্তাহার বি. বিজ্ঞপ্তি; প্রচারপত্র; বিজ্ঞাপন। ।

ইস্তিমুরারী

ইস্তিমুরারী/ বিশেষণ, চিরস্থায়ী; পৌনঃপুনিক। ২ যে সকল তালুক চিরস্থায়ী বন্দোবস্তের পূর্ব্বাবধি বিদ্যমান্ আছে; চিরনির্দ্ধারিত খাজনার তালুক।

ইস্তিম্রারী

ইস্তিম্রারী/ বিশেষণ, চিরস্থায়ী; পৌনঃপুনিক। ২ যে সকল তালুক চিরস্থায়ী বন্দোবস্তের পূর্ব্বাবধি বিদ্যমান্ আছে; চিরনির্দ্ধারিত খাজনার তালুক।

ইস্তিরি

ইস্তিরি/ বিশেষ্য, ধৌত বস্ত্র মসৃণ কঠিন করিবার জন্য লৌহময় যন্ত্রবিশেষ। ইস্তিরি বি. বস্ত্রাদি মসৃণ ও চকচকে করা, বস্ত্রাদি মসৃণ ও চকচকে করার জন্য...