আলয়ইলা

ইলা

ইলা/ [ইল্ (প্রেরণ করা) + অ (কর্ম্মবাচ্য) স্ত্রীং -আ] বিশেষ্য, বৈবস্বত মনুকন্যা, বুধপত্নী, পুরূরবার জননী। মনু, মিত্রাবরুণের উপাসনা করিয়া একটী সন্তান প্রার্থনা করেন, কিন্তু আরাধনায় ক্রটি বশতঃ পুত্রের পরিবর্ত্তে কন্যা হয়। সেই কন্যাই ইলা। ইনি পরে বিষ্ণুর বরে পুরুষত্ব লাভ করিয়া ‘সুদ্যুম্ন’ নামে খ্যাত হন। ইল দ্রষ্টব্য। ২ ইক্ষ্বাকু রাজার কন্যা। ৩ পৃথিবী। ৪ ধেনু। ৫ বাণী। ৬ মদ্য। ৭ জল। ৮ কশ্যপ-পত্নীবিশেষ।  ইলা বি. ১ পৃথিবী; ২ বাক্য বা বাণী; ৩ ধেনু, গাভী; ৪ সুরা; ৫ জল; ৬ বুধপত্নী। [সং. ইল + আ]। ইলা বিশেষ্য, অচির অতীতের প্রথম পুরুষের ক্রিয়া বিভক্তি-করিল, ফুটিল ইলা।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র