১ বাংলা বর্ণমালার তৃতীয় বর্ণ; আলিকালির তৃতীয় স্বর; হ্রস্ব স্বর। উচ্চারণ স্থান তালু; উর্ধ্ব সম্মুখ তালব্য ‘ই’ ধ্বনির দ্যোতক। ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হলে ‘ি’ এইরূপ...

ইঃ (ih)

অব্যয় কোপ; দুঃখ বা সন্তাপ বা বিস্ময়সূচক শব্দ। বিশেষ্য কামদেব। ব্যুৎপত্তি ইস্ >।

ইঅ

অব্যয় এই; টি; এবং (দোহা ১১৪)। ব্যুৎপত্তি সৌরসেনী ভাষায় ক্ত্বা প্রত্যয়ের স্লেথ ইঅ আদেশ (বররুচি, ১২-৯)। মিলিঅ = মিলিয়া = মিলিত হইয়া।

ইআ

১ আধুনিক বাংলা গদ্য সাহিত্যে 'য়্যা' এর রূপান্তর; ২৪ পরগণা অঞ্চলে বিশুদ্ধ (ে) একারে পরিণত। (বিশেষ্যে) ছেল্যা = ছেলিয়া = ছেলে। (অসমাপিকা-ক্রিয়া) কর্য়া = করিয়া...

ইউক্যালিপটাস

বিশেষ্য দীর্ঘ বা ঋজু গাছবিশেষ যার পাতা থেকে নিষ্কাশিত তেল ওষুধে ও প্রসাধনে ব্যবহৃত হয় এবং যার কাঠ আসবাবপত্রে ব্যবহৃত হয়। ব্যুৎপত্তি ইংরেজি Cucalyptus.

ইউনাইটেড স্টেট্‌স

বিশেষ্য যুক্তরাষ্ট্র। অনেকগুলো রাষ্ট্রের মিলিত সংঘ। ব্যুৎপত্তি ইংরেজি united states.।

ইউনান

বিশেষ্য গ্রীসদেশের পশ্চিমে অবস্থিত আয়োনিয়া দ্বীপপুঞ্জ। আয়োনিয়ার অধিবাসী; গ্রিক; যবন। ‘চিরবীর্য্যবতী, বীরপ্রসবিতা, অনন্তযৌবনা যুনানীমণ্ডলী’ — হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিশেষণ গ্রীক (গ্রিক); গ্রিস সম্বন্ধীয়; যাবনিক। গ্রিক...

ইউনানি

বিশেষ্য আয়োনিয়ার অধিবাসী; গ্রিক; যবন। ‘চিরবীর্য্যবতী, বীরপ্রসবিতা, অনন্তযৌবনা যুনানীমণ্ডলী’ — হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিশেষণ গ্রীক (গ্রিক); গ্রিস সম্বন্ধীয়; যাবনিক। গ্রিক আয়ুর্বেদীয়; হাকিমি। ‘যুনানি ঔষধালয়’। ব্যুৎপত্তি আরবী...

ইউনানি চিকিৎসা

বিশেষ্য গ্রীক চিকিৎসাশাস্ত্র মতের চিকিৎসা; হাকিমী চিকিৎসা। ব্যুৎপত্তি আরবী ইউনান (য়ূনান) + সংস্কৃত চিকিৎসা; তুলনামূলক সংস্কৃত যবন।

ইউনানী

বিশেষ্য আয়োনিয়ার অধিবাসী; গ্রীক; যবন। ‘চিরবীর্য্যবতী, বীরপ্রসবিতা, অনন্তযৌবনা যুনানীমণ্ডলী’ — হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিশেষণ গ্রীক (গ্রিক); গ্রীস সম্বন্ধীয়; যাবনিক। গ্রীক আয়ুর্বেদীয়; হাকিমি। ‘যুনানী ঔষধালয়’। ব্যুৎপত্তি আরবী...

ইউনানী চিকিৎসা

বিশেষ্য গ্রীক চিকিৎসাশাস্ত্র মতের চিকিৎসা; হাকিমী চিকিৎসা। ব্যুৎপত্তি আরবী ইউনান (য়ূনান) + সংস্কৃত চিকিৎসা; তুলনামূলক সংস্কৃত যবন।

ইউনিক

বিশেষণ অনন্য; অদ্বিতীয়; অনুপম; অপ্রতিম; নিরুপম; অনন্যসুলভ; unique. গাঢ়; নিবিষ্ট; ঘনীভূত; একাগ্র; অনন্য; পক্ব; concentrated. একক; অনন্যসাধারণ; অনন্য; অসাধারণ; অদ্বিতীয়; একমাত্র; singular. একক; অবিবাহিত; একমাত্র;...

ইউনিকর্ন

বিশেষ্য গ্রীক ও ল্যাটিন পুরাণে বর্ণিত সিংহের ল্যাজবিশিষ্ট কাল্পনিক একশৃঙ্গি অশ্ব। পৌরাণিক প্রাণী, যাকে কপালে একটি সোজা শিং আছে এমন ঘোড়া হিসেবে কল্পনা করা...

ইউনিট

বিশেষ্য একক; ওজন উচ্চতা গভীরতা দূরত্ব প্রভৃতি পরিমাপের একক। ব্যুৎপত্তি ইংরেজি unit.

ইউনিটি

বিশেষ্য ঐক্য; একতা; একত্ব; অখণ্ডতা; এক; সঙ্গতি; অবিচ্ছিন্নতা; একসংখ্যকতা; অবিসন্বাদ; অবিচ্ছেদ; অভেদ; গোটা বস্তু; একরূপতা; অভিন্নতা; বিপরীতের ঐক্য; সংগতি। ব্যুৎপত্তি ইংরেজি Unity.

ইউনিফর্ম

বিশেষ্য উর্দি; আনুষ্ঠানিক পোশাক। বিশেষণ অভিন্ন; একরূপ; অবিচল; অবিশেষ; সমান; একরকম; একনিয়মানুসারী; সমত্বকরণ। ব্যুৎপত্তি ইংরেজি uniform.

ইউনিফর্মধারিণী

বিশেষ্য (স্ত্রীলিঙ্গ) যে ইউনিফর্ম ধারণ করেছে; যে ইউনিফর্ম পরেছে। ব্যুৎপত্তি ইংরেজি uniform + সংস্কৃত ধারিণী।

ইউনিফর্মধারী

বিশেষ্য যে ইউনিফর্ম ধারণ করেছে; যে ইউনিফর্ম পরেছে। ব্যুৎপত্তি ইংরেজি uniform + সংস্কৃত ধারী।

ইউনিয়ন

বিশেষ্য কর্মীসংঘ; শ্রমিকসংঘ। (শ্রমিক ইউনিয়ন)। প্রদেশ অঙ্গরাজ্য প্রভৃতির সংঘ। ব্যুৎপত্তি ইংরেজি union.

ইউরেশিয়ান

বিশেষ্য ইউরোপীয় ও এশীয় মাতা-পিতার সন্তান, যাদের মাতা-পিতার একজন ইউরোপীয় এবং অপরজন এশীয়; সঙ্কর জাতি বিশেষ। ব্যুৎপত্তি ইংরেজি Eurasian-এর লিপ্যন্তর।

ইউরেশীয়

বিশেষ্য ইউরোপীয় ও এশীয় মাতা-পিতার সন্তান, যাদের মাতা-পিতার একজন ইউরোপীয় এবং অপরজন এশীয়; সঙ্কর জাতি বিশেষ। ব্যুৎপত্তি ইংরেজি Eurasian।

ইউরোপীয়

বিশেষণ ইউরোপের অধিবাসী সম্বন্ধীয়; ইউরোপে জাত (ইউরোপীয় সংস্কৃতি); য়ূরোপের অধিবাসী। বিশেষ্য ইউরোপের অধিবাসী (ইউরোপীয়দের ইতিহাস)। ইউরোপীয়তা। ব্যুৎপত্তি ইংরেজি European.

ইউরোপীয়তা

বিশেষ্য ইউরোপের বিশেষত্ব। ‘ভারতবর্ষের যাহা শ্রেষ্ঠধন তাহাও সার্বভৌমিক, য়ুরোপের যাহা শ্রেষ্ঠধন তাহাও সার্বভৌমিক, তথাপি ভারতবর্ষীয়তা এবং য়ুরোপীয়তা উভয়ের স্বতন্ত্র সার্থকতা আছে বলিয়া উভয়কে একাকার...

ইকট

বিশেষ্য বংশাঙ্কুর; কচিবাঁশ; ইকড়। বিশেষণ ইকড়; শক্ত; নিরেট। ব্যুৎপত্তি দেশি।

ইকড়

বিশেষ্য বংশাঙ্কুর; কচিবাঁশ; ইকট। বিশেষণ ইকট; শক্ত; নিরেট। ব্যুৎপত্তি দেশি।

ইকড়া

বিশেষ্য ইঁদুর; ইন্দুর; উন্দুর। ব্যুৎপত্তি দেশি।

ইকড়ি-মিকড়ি

বিশেষ্য ছেলেদের খেলা, এতে দু’হাতের তল উপুড় করে প্রত্যেক আঙুলের উপর এই বলে চিমটি কাটতে হয়— ‘ইকড়ি-মিকড়ি চাম চিকড়ি, চামে কাটা মজুমদার, ধেয়ে এল...

ইকমিক

বিশেষ্য রান্নার চুল্লি; বাষ্পবলে সিদ্ধ করার ধাতবচুলা (Stove); Icmic cooker. ‘ইক্মিক্টা আনলেই বেশ হ’ত, ঐ খিচুড়ী খেয়ে;’ —বার্ষিক বসুমতী, ১৩৩৪। ইন্দুমাধব মল্লিকের উদ্ভাবিত এবং...

ইকরার

বিশেষ্য একরার; স্বীকার; কবুল; গ্রহণ; মানা। ‘ভবানীঠাকুর ইংরেজকে ধরা দিলেন, সকল ডাকাইতি একরার (ইকরার) করিলেন।’ — দেবীচৌধুরানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্রিয়া একরার করা; স্বীকার কার; কবুল...

ইংকার

বিশেষ্য ইঙ্কার; অস্বীকার; অমান্য। ক্রিয়া ইঙ্কার করা; অস্বীকার করা; কবুল না করা; গ্রহণ না করা; মেনে না নেওয়া। ব্যুৎপত্তি আরবী ইন্‌কার।

ইকার

বিশেষ্য ই বর্ণ; ই বর্ণের কারচিহ্ন— ি। ব্যঞ্জনবর্ণের সঙ্গে ই অক্ষর বা ধ্বনির যোগ। ব্যুৎপত্তি বাংলা ই + কার (স্বার্থে)

ইকারাদি

বিশেষ্য ইকারাদি-ই এই বর্ণ যার আদিতে আছে। ব্যুৎপত্তি ইকার + আদি।

ইকারান্ত

বিশেষ্য ইকারান্ত-ই এই বর্ণ যার অন্তে আছে। ব্যুৎপত্তি ইকার + অন্ত।

ইকি

অব্যয় এ কি; বিস্ময়সূচক অব্যয়। ‘মনে ভাবে অনুসাল ইকি বিপরীত।’—মহাভারত (শ্রীকরণ)। এ কেমন; এ কীরূপ। ‘এ কী কথা, এ কী শুনি’। ব্যুৎপত্তি বাংলা এ (ইহা)...

ইকুন

বিশেষ্য কেশকীট; উকুন (উকুণ)। ব্যুৎপত্তি সংস্কৃত উৎ-কুণ্ (হিংসা করা) + অ (কর্তৃবাচ্য); যে মাথার উপর থেকে হিংসা করে। উৎকুণ > উকুন > ইকুন।

ইকেবানা

বিশেষ্য (প্রধানত ঘরে) ফুল সাজাবার জাপানি প্রথা। ব্যুৎপত্তি জাপানি।

ইক্মিক

বিশেষ্য রান্নার চুল্লি; বাষ্পবলে সিদ্ধ করার ধাতবচুলা (Stove); Icmic cooker. ‘ইক্মিক্টা আনলেই বেশ হ’ত, ঐ খিচুড়ী খেয়ে;’ —বার্ষিক বসুমতী, ১৩৩৪। ইন্দুমাধব মল্লিকের উদ্ভাবিত এবং...

ইক্ষমাণ

বিশেষণ দৃষ্ট হচ্ছে এমন, পরিদৃশ্যমান। ব্যুৎপত্তি সংস্কৃত √ঈক্ষ্ + শানচ্।

ইক্ষু

বিশেষ্য মিষ্টি রসযুক্ত শরজাতীয় গাছ; আখ; আক। অসিপত্র বৃক্ষ। সমুদ্র; সাগর। ব্যুৎপত্তি সংস্কৃত √ ইষ্ (ইচ্ছা করা) + সু (কর্মবাচ্য, সংজ্ঞার্থ)।

ইক্ষুকাণ্ড

বিশেষ্য শরমুঞ্জ। কাশতৃণ; কেশে। ইক্ষুদণ্ড। ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষু (বৎ) কাণ্ড (গুঁড়ি) যার — বহুব্রীহি।

ইক্ষুগন্ধা

বিশেষ্য গোখুরী। কাশতৃণ; কেশে। ব্যুৎপত্তি সংস্কৃত ‘ইক্ষুগন্ধ’, ‘গন্ধিকা’ ইত্যাদি। ইক্ষু (সদৃশ) গন্ধ (ঘ্রাণ) যার; বহুব্রীহি।

ইক্ষুগন্ধিকা

বিশেষ্য গোখুরী। কাশতৃণ; কেশে। ব্যুৎপত্তি সংস্কৃত ‘ইক্ষুগন্ধ’, ‘গন্ধিকা’ ইত্যাদি। ইক্ষু (সদৃশ) গন্ধ (ঘ্রাণ) যার; বহুব্রীহি।

ইক্ষুচ্ছায়

বিশেষ্য আখগাছের ছায়া। ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষু + ছায়।

ইক্ষুতুল্য

বিশেষণ আখতুল্য; আখের মত; ইক্ষুর মত। দেখতে ইক্ষু বা আখের মত দণ্ডবৎ। ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষু + তুল্য।

ইক্ষুদণ্ড

বিশেষ্য আখ; আখের দণ্ড; আখের কাণ্ড; ইক্ষুকাণ্ড। ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষু + দণ্ড।

ইক্ষুনেত্র

বিশেষ্য আখের চোখ বা গাঁট; ইক্ষুচক্ষু। ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষুর নেত্র (চোখের) মত। ইক্ষু + নেত্র।

ইক্ষুপত্র

বিশেষ্য ইক্ষুর পাতা; আখের পাতা। জওয়ার ধান্য; Panicum spicatum. ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষু + পত্র।

ইক্ষুবিকার

বিশেষ্য আখের রস। আখের রস জ্বাল দেওয়া গুড়; খাড়। ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষু + বিকার।

ইক্ষুমতী

বিশেষ্য নদী বিশেষ; ইক্ষুল নদী; ঈশানী নদী; ঈশান নদী। ‘ইক্ষুমতী তীরে সাঙ্কস্যা নগরী বিরাজিত।’ কনিংহাম বলেন, ইহার অপর নাম ‘ঈশানী’। মৈনপুরী ইত্যাদি অঞ্চলে ‘ঈশান’...

ইক্ষুযন্ত্র

বিশেষ্য যে যন্ত্রদ্বারা ইক্ষুরস নির্গত করে; আখমাড়া কল। ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষু + যন্ত্র (কল)।

ইক্ষুরস

বিশেষ্য আখের রস। ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষু + রস; ষষ্ঠী তৎপুরুষ।

ইক্ষুশাকট

ইক্ষুশাকট , আকের ক্ষেত। বিশেষ্য ইক্ষুক্ষেত্র; আখক্ষেত। ব্যুৎপত্তি সংস্কৃ ইক্ষু + শাকট।

ইক্ষুসমুদ্র

বিশেষ্য লবণ, ইক্ষু, সুরা, সর্পী, দধি, ক্ষীর (দুগ্ধ), জল এই সাত সমুদ্রের অন্যতম। ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষু + সমুদ্র।

ইক্ষুসার

বিশেষ্য আখের রস; আখের রসের গুড়; একোগুড়; এখোগুড়; খাঁড়। ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষু-সার (স্থিরাংশ) যার; বহুব্রীহি।

ইক্ষ্বাকু

বিশেষ্য তিত লাউ। (পুরাণে) বৈবস্বত মনুর পুত্র, সূর্যবংশীয় প্রথম রাজা। ‘হাঁচির সময় বৈবস্বত মনুর নাক হতে জন্মগ্রহণ করেছিলেন।’ —বিষ্ণু পুরাণ। ব্যুৎপত্তি সংস্কৃত ইক্ষু + আ...

ইগল

বিশেষ্য মজবুত ও তীক্ষ্ণ ঠোঁট ও নখযুক্ত বড় শিকারি পাখিবিশেষ; ঈগল। ব্যুৎপত্তি ইংরেজি eagle।

ইঙ্কার

বিশেষ্য ইঙ্কার; অস্বীকার; অমান্য। ক্রিয়া ইঙ্কার করা; অস্বীকার করা; কবুল না করা; গ্রহণ না করা; মেনে না নেওয়া। ব্যুৎপত্তি আরবী ইন্‌কার।

ইঙ্গন

বিশেষ্য গমন। চেষ্টা। চলন। কম্পন (বাংলা অন্য শব্দের সহযোগ ব্যতীত ব্যবহার নেই। যথা— জ্যোতিরিঙ্গন)। ব্যুৎপত্তি সংস্কৃত ইন্‌গ্‌ (গমনে) + অন (ভাববাচ্য); ইঙ্গিত দ্রষ্টব্য।

ইঙ্গবঙ্গ

বিশেষণ ইংরেজি ও বাংলা মিশ্রিত; বিসদৃশভাবে ইংরেজি ও বাংলা মিশ্রিত; Anglo-Bengali. (ইঙ্গবঙ্গ ভাষা)। সাজ সজ্জা রুচি ইত্যাদিতে ইংরেজের অনুকরণকারী ইংল্যাণ্ড প্রত্যাগত বাঙালি; ইংরেজি বা...

ইঙ্গিত

বিশেষ্য হৃদ্গত ভাব; যে অঙ্গ চালনাদি দ্বারা মনের ভাব বুঝতে পারা যায়; সঙ্কেত; ঠার; ইশারা; সংকেত; ইসারা; মনোভাব বোঝাবার জন্য হাত-পায়ের চোখের বা অন্য...

ইঙ্গিতকার

বিশেষ্য আকার ইঙ্গিত; হাব-ভাব। ‘ইঙ্গিতকারেঁ হারিল রাধা কাহ্নের বচনে।’— শ্রীকৃষ্ণকীর্তন। ব্যুৎপত্তি প্রাচীন বাংলা। ইঙ্গিতকার (ক্রিয়া-কার্য)।

ইঙ্গিতজ্ঞ

বিশেষণ যে ইঙ্গিত দেখে মনের ভাব বুঝতে পারে। ব্যুৎপত্তি সংস্কৃত ইঙ্গিত + জ্ঞ (জ্ঞা = জানা + অ—কর্তৃবাচ্য) যে জানে।

ইঙ্গুদ

বিশেষ্য কাঁটাযুক্ত তাপস তরু; কণ্টকী বৃক্ষবিশেষ; Terminalia Catappa.। (স্ত্রীলিঙ্গ) ইঙ্গুদী। জ্যোতিষ্মতী। লতাফটকী; putranjiva; balanites roxburghii. বিশেষত্ব ইঙ্গুদীবৃক্ষ ১৫/১৬ হাত উচ্চ হয়। এর ফল আমফলের মত...

ইঙ্গুদী

বিশেষ্য কাঁটাযুক্ত তাপস তরু; কণ্টকী বৃক্ষবিশেষ; Terminalia Catappa.। (পুংলিঙ্গ) ইঙ্গুদ। জ্যোতিষ্মতী। লতাফটকী; putranjiva; balanites roxburghii. বিশেষত্ব ইঙ্গুদীবৃক্ষ ১৫/১৬ হাত উচ্চ হয়। এর ফল আমফলের মত...

ইঙ্গুদী তেল

বিশেষ্য ইঙ্গুদ তেল; ইঙ্গুদ বা ইঙ্গুদী বীজের রস থেকে তৈরি তেল। ব্যুৎপত্তি সংস্কৃত ইঙ্গুদী + বাংলা তেল।

ইঙ্গুল

বিশেষ্য পারদবহুল ঘোর লোহিতবর্ণ খনিজ পদার্থবিশেষ; cinnabar. সংস্কৃত নাম হিঙ্গুল; দরদ; চিত্রাঙ্গ; ম্লেচ্ছ; চূর্ণ পারদ। ইহার রূপভেদে নামভেদ যথা— শ্বেতবর্ণের নাম চর্মাব, পীতবর্ণ হিঙ্গুলের...

ইচকি-মিচকি

বিশেষ্য ইকড়ি-মিকড়ি খেলার ভিন্ননাম। ছেলেদের খেলা, এতে দু’হাতের তল উপুড় করে প্রত্যেক আঙুলের উপর এই বলে চিমটি কাটতে হয়— ‘ইকড়ি-মিকড়ি চাম চিকড়ি, চামে কাটা মজুমদার,...

ইঁচড়

বিশেষ্য অপক্ব বা কাঁচা কাঁঠাল যা তরকারি হিসেবে খাওয়া হয়। ব্যুৎপত্তি দেশি। ইচল মাছের দাড়ার মত বা ইড়াচিকা (বোলতার) হুলের মত কণ্টকিত বলে। ল =...

ইচড়

বিশেষ্য অপক্ব বা কাঁচা কাঁঠাল যা তরকারি হিসেবে খাওয়া হয়। ব্যুৎপত্তি দেশি। ইচল মাছের দাড়ার মত বা ইড়াচিকা (বোলতার) হুলের মত কণ্টকিত বলে। ল =...

ইঁচড়ে পাকা

বিশেষণ ইঁচড় অবস্থায় পাকা, যা কাঁঠাল হিসেবে বা তরকারি হিসেবে কোনভাবেই খাওয়া যায় না। অকালপক্ব; ফাজিল; ডেঁপো; precocious. ব্যুৎপত্তি ইচড় (ইঁচড়) + পাকা।

ইচড়ে পাকা

বিশেষণ ইঁচড় অবস্থায় পাকা, যা কাঁঠাল হিসেবে বা তরকারি হিসেবে কোনভাবেই খাওয়া যায় না। অকালপক্ব; ফাজিল; ডেঁপো; precocious. ব্যুৎপত্তি ইচড় (ইঁচড়) + পাকা।

ইচলা

বিশেষ্য চিংড়ী মাছ। পূর্ববঙ্গে ইচা মোচাচিংড়ীকে বলে। কোন কোন স্থলে ছোট বড় নির্বিশেষে চিংড়ী মাছ। ‘খোড়, উডুম্বর ইচলি মাছে। খাইলে মুখের অরুচি ঘুচে।’—কবিকঙ্কন মুকুন্দরাম...

ইঁচলা

বিশেষ্য চিংড়ী মাছ। পূর্ববঙ্গে ইচা মোচাচিংড়ীকে বলে। কোন কোন স্থলে ছোট বড় নির্বিশেষে চিংড়ী মাছ। ‘খোড়, উডুম্বর ইচলি মাছে। খাইলে মুখের অরুচি ঘুচে।’—কবিকঙ্কন মুকুন্দরাম...

ইচলি

বিশেষ্য চিংড়ী মাছ। পূর্ববঙ্গে ইচা মোচাচিংড়ীকে বলে। কোন কোন স্থলে ছোট বড় নির্বিশেষে চিংড়ী মাছ। ‘খোড়, উডুম্বর ইচলি মাছে। খাইলে মুখের অরুচি ঘুচে।’—কবিকঙ্কন মুকুন্দরাম...

ইচলী

বিশেষ্য চিংড়ী মাছ। পূর্ববঙ্গে ইচা মোচাচিংড়ীকে বলে। কোন কোন স্থলে ছোট বড় নির্বিশেষে চিংড়ী মাছ। ‘খোড়, উডুম্বর ইচলি মাছে। খাইলে মুখের অরুচি ঘুচে।’—কবিকঙ্কন মুকুন্দরাম...

ইচ্ছক

বিশেষণ ইচ্ছুক; অভিলাষী। টাবালেবু। ব্যুৎপত্তি সংস্কৃত ইষ্ (ইচ্ছা করা) + অক (কর্তৃবাচ্য)।

ইচ্ছা

১ বিশেষ্য বাঞ্ছা; স্পৃহা; অভিলাষ; বাসনা। ‘ইচ্ছা করে ধাক্কা দিয়েছে’; ‘বিষয় অনুরাগ হতে কামনা, কামনা হতে ইচ্ছা জন্মে, ইচ্ছা হতে তৃষ্ণা প্রবলা হয়।’ উৎসাহ। প্রবৃত্তি; রুচি...

ইচ্ছাকল্পতরু

বিশেষ্য অভীষ্টদাতা বৃক্ষ; বাসনা পূর্ণকারী কল্পবৃক্ষ; বাঞ্ছাকল্পতরু। বিষ্ণু; কৃষ্ণ। ‘বাঞ্ছাকল্পতরু তুমি, এই বাঞ্ছা করি আমি, চিতগামী হয়ে কর ধন্য এ জীবন।’ —বাংলা গান। অভীষ্টদাতা;...

ইচ্ছাকৃত

বিশেষণ ইচ্ছা করে করা বা সম্পাদিত; নিজের ইচ্ছায় করা হয়েছে এমন (ইচ্ছাকৃত গাফিলতি)। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + কৃত।

ইচ্ছাক্রমে

ক্রিয়া-বিশেষণ ইচ্ছায়; বাসনানুসারে; বাঞ্ছাপূর্বক; নিজের ইচ্ছায়; স্বেচ্ছায়। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + ক্রমে।

ইচ্ছাজনিত

বিশেষ্য বাসনা হতে উদ্ভুত; অভিলাষজাত। খাম-খেয়ালি থেকে উদ্ভুত। ব্যুৎপত্তি ইচ্ছা + জনিত।

ইচ্ছাতন্ত্র

বিশেষণ স্বৈর; বাসনানুগ; ইচ্ছাপ্রধান; বাসনাসর্বস্ব। বিশেষ্য স্বৈররাজ্য। ব্যুৎপত্তি সংস্কৃত, ইচ্ছা + তন্ত্র।

ইচ্ছাতন্ত্রশাসন

ইচ্ছাতন্ত্রশাসন —স্বৈর শাসন। রাজার স্বেচ্ছামত রাজ্য শাসন despotic Government.

ইচ্ছাতন্ত্রশাসন পদ্ধতি

বিশেষ্য রাজা বা শাসক সম্প্রদায় কর্তৃক প্রজানিরপেক্ষ শাসনের ধারা, প্রণালী বা নিয়ম; স্বেচ্ছারন্ত্রী রাজশাসন; absolute monarchy. স্বৈরতান্ত্রিক পদ্ধতি; স্বৈরশাসন পদ্ধতি; despotism. ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছাতন্ত্র...

ইচ্ছাতন্ত্রশাসন প্রণালী

বিশেষ্য রাজা বা শাসক সম্প্রদায় কর্তৃক প্রজানিরপেক্ষ শাসনের ধারা, প্রণালী বা নিয়ম; স্বেচ্ছারন্ত্রী রাজশাসন; absolute monarchy. স্বৈরতান্ত্রিক পদ্ধতি; স্বৈরশাসন পদ্ধতি; despotism. ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছাতন্ত্র...