এগার

এগার বিশেষ্য, বিশেষণ, ১১ সংখ্যা বা সংখ্যক।

এগারঞ্চি

এগারঞ্চি বিশেষ্য, একাধিক দশ ইঞ্চি পরিমাণ। ২ এগার ইঞ্চি পরিমাণ ইষ্টক। ‘এমন এক এগারঞ্চি ঝাড়িব।’—টেকচাঁদ।

এগিয়ে দেওয়া

এগিয়ে দেওয়া উন্নতির পথে অগ্রসর হতে সাহায্য করা। ২ কিছু দূর সঙ্গে গিয়া অগ্রসর করান।

এগু

এগু বিশেষ্য, অগ্র। ২ বিশেষণ, অগ্রবর্তী। ৩ ক্রিয়া-বিশেষণ, অগ্রে।

এগুতে

এগুতে ক্রিয়া-বিশেষণ, অগ্রে; পূর্বে। ২ অগ্রবর্তী হতে।

এগুনে

এগুনে ক্রিয়া-বিশেষণ, এগুতে; অগ্রে; পূর্বে। ২ অগ্রবর্তী হতে।

এগুনো

এগুনো ক্রিয়া, অগ্রে গমন করা; অগ্রসর হওয়া। ‘কাজের ভিড় এবং শরীরের অপটুতার জন্য এগতে পারছিনে।’—রবীন্দ্রনাথ ঠাকুর। ‘কেবল এক পা এগোনো দুই পা পিছোনো।’—ঐ।

এগুলা

১. এগুলা১ বিশেষ্য, এই সমুদয়। ২. এগুলা২ ক্রিয়া, অগ্রসর হইল। ‘শ্বশুর করিয়া পিছু এগুলা নয়ানী।’—শিবায়ণ, রামেশ্বর ভট্টাচার্য্য।

এগোনে

এগোনে ক্রিয়া-বিশেষণ, এগুতে; অগ্রে; পূর্বে। ২ অগ্রবর্তী হতে।

এগোনো

এগোনো ক্রিয়া, অগ্রে গমন করা; অগ্রসর হওয়া। ‘কাজের ভিড় এবং শরীরের অপটুতার জন্য এগতে পারছিনে।’—রবীন্দ্রনাথ ঠাকুর। ‘কেবল এক পা এগোনো দুই পা পিছোনো।’—ঐ।

এঘে

এঘে বিশেষ্য, ইক্ষু; আক।

এঙ্গাপেঙ্গা

এঙ্গাপেঙ্গা বিশেষ্য, অঙ্গপ্রত্যঙ্গের নানা ভঙ্গী; তেংড়ান ভেংড়ান।

এঙ্গোলা

এঙ্গোলা বিশেষ্য, নব্য তুর্কীর রাজধানী এঙ্গোরায় নির্মিত প্রসিদ্ধ বস্ত্র; কাপড়।

এচড়

এচড় —ইচড় দ্রষ্টব্য।

এঁচড় (em̐)

এঁচড় — বিশেষ্য, অপক্ব কাঁঠাল; ইচড়; ইঁচড়।

এজন

এজন সর্বনাম, এ ব্যক্তি; এ লোক।

এজনা

এজনা সর্বনাম, এ ব্যক্তি; এ লোক।

এজন্য

এজন্য ক্রিয়া-বিশেষণ, এই হেতু; একারণ; অতএব; সুতরাং।

এজন্যে

এজন্যে ক্রিয়া-বিশেষণ, এই হেতু; একারণ; অতএব; সুতরাং।

এজমাল

এজমাল বিশেষ্য, যা পাঁচ জনে মিলে ভোগ করে; যৌথ অধিকার।

এজমালি

এজমালি বিশেষণ, পাঁচজনের অধিকারভুক্ত; সাধারণ। ‘এজামালি সম্পত্তি।’

এজরা

এজরা বিশেষ্য, জারি; প্রচার।

এজরাই

এজরাই বিশেষ্য, ডিগ্রি degree.

এজলাস

এজলাস বিশেষ্য, আদালত; বিচারালয়। ‘এজলাস খুব বড় মেলা লোকও জড়।’—দ্বিজেন্দ্রলাল রায়।

এজহার

এজহার বিশেষ্য, প্রকাশ করণ; বক্তব্য; উক্তি declaration; deposition.

এজাহার

এজাহার বিশেষ্য, প্রকাশ করণ; বক্তব্য; উক্তি declaration; deposition.

এজু

এজু বিশেষ্য, ইংরেজি শিক্ষিত, নব্য শিক্ষিত, পাশ্চাত্য সংস্কার ও চালচলনের অনুরাগী। ‘ইহার ভাব ভঙ্গী আদর্শ সমস্ত বিলাতী * * * এ সাহিত্যের পঠন...

এজেণ্ট

এজেণ্ট বিশেষ্য, প্রতিনিধি। ২ উকীল; ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী। ৩ গোমস্তা। ৪ কার্যনির্বাহক। ৫ মেট; কাপ্তেন।

এজেন্সি

এজেন্সি বিশেষ্য, প্রতিনিধিরূপে অধ্যক্ষতা বা কর্তৃত্ব; গোমস্তাগিরি। ২ এজেন্টের অপিস বা কর্মস্থান।

এজেহার

এজেহার বিশেষ্য, প্রকাশ করণ; বক্তব্য; উক্তি declaration; deposition.

এঞ্জিন

এঞ্জিন বিশেষ্য, বাষ্পীয় শকটাদির কল; বাষ্পীয় যন্ত্র। ২ যুদ্ধে ব্যবহৃত যন্ত্রবিশেষ। ৩ জ্বলন্ত গৃহে জল উত্তোলন বা প্রক্ষেপের যন্ত্রবিশেষ; জল প্রক্ষেপক। ৪ যন্ত্র।

এটর্ণি

এটর্ণি বিশেষ্য, আমমোক্তার; আইনব্যবসায়ী।

এটর্নী

এটর্নী বিশেষ্য, আমমোক্তার; আইনব্যবসায়ী।

এটা

এটা সর্বনাম, এই বস্তু; এই ব্যক্তি; এই জন্তু। ২ ইহা; এই বিষয়।

এটা-ওটা-সেটা

এটা-ওটা-সেটা —যা তা; বাজে বা অবান্তর কতক গুলা।

এটা-সেটা

এটা-সেটা —নানাবিধ বা বিবিধ বস্তু; বাজে জিনিস, বাজে কাজ; অকেজো বিষয় বা বস্তু। ‘কয়েকটা ভাঁড়ে ও টিনে নুন, মশলা, এটা-সেটা, কোণে একটা নোঙরা ষ্টোভ...

এটান

এটান ক্রিয়া, আটি করা বা বাঁধা।

এটিয়া

এটিয়া, এঁটে১, এঠে বিশেষ্য, গেঁড়; কদলী কচু ইত্যাদি গাছের মূল। "কত কষ্টে মিলে এঁটে নাহি মিলে থোড়।" —অন্নদা মঙ্গল।

এটে

এটে বিশেষ্য, কদলীর মূল; কলাগাছের গোড়া; গেঁড়। ‘কত কষ্টে মিলে এঁটে নাহি থোড়।’—অন্নদা মঙ্গল। ২ ‘আঁটিয়া’র কুঞ্চিত আকার] ক্রিয়া-বিশেষণ, শক্ত করিয়া; কষিয়া। প্রয়োগ—...

এঁটে (em̐ṭe)

১. এঁটে১, এটিয়া, এঠে বিশেষ্য, কদলীর মূল; কলাগাছের গোড়া; গেঁড়; কদলী কচু ইত্যাদি গাছের মূল। ‘কত কষ্টে মিলে এঁটে নাহি থোড়।’—অন্নদা মঙ্গল। ২....

এটেল

এটেল বিশেষণ, আঁটযুক্ত; কঠিন; এঁটেল মাটি। ২ আটাযুক্ত; চটচটে।

এঁটেল (Ēm̐ṭēla)

এঁটেল— বিশেষ্য, কৃষ্ণবর্ণ পিচ্ছিল মৃত্তিকা; আটাযুক্ত মাটী। "এঁটেল মৃত্তিকায় তায় তুলে দিল তালি।" —ঘণরাম চক্রবর্ত্তী। ২ বিশেষণ, আঁটাল; আঠাযুক্ত; শক্ত; দৃঢ়। এঁটেল বিশেষণ,...

এঁটো

এঁটো, এঁঠো বিশেষ্য, উচ্ছিষ্ট অন্নাদি; ভুক্তাবশিষ্ট দ্রব্য। "বনের সুফল পাড়ি করে সবে কাড়াকাড়ি। এঁটো বোলে ঘৃণা কিছু নাই।" —ঈশ্বর গুপ্ত। বিশেষণ, ভুক্তাবশিষ্ট; উচ্ছিষ্ট;...

এঁটো কাঁটা

এঁটো কাঁটা— বিশেষ্য, ভুক্তাবশিষ্ট; যা ফেলিয়া দেওয়া হয়। "কুকুর বিড়াল হায় সেও ত আশ্রয় পায়। সেও ত তোমার ঘরে এঁটোকাঁটা খায়।" — চন্দন।...

এঁটো-খেকো

এঁটো-খেকো — বিশেষণ, যে অন্যের ভুক্তাবিশিষ্ট খায়; উচ্ছিষ্টভোজী। ২ অন্যের কৃপাপাত্র। ৩ নিতান্ত হীন বা নীচ। "বাগদিনী বলে দূর এঁটো খেকোর বেটা।" —শিবায়ণ।

এঁটো-পাড়া

এঁটো-পাড়া— ক্রিয়া, উচ্ছিষ্ট ধুইয়া মুছিয়া পরিস্কার করা; আহার-স্থান গোময়াদি লেপন ও ধৌত করণ দ্বারা শুচি করা। "আপনার নিদ্রা এলে আমি রান্নাঘরে যাব, হাঁড়ি তুলে...

এটোনো

এটোনো ক্রিয়া, আটি বাঁধা।

এঠিন

এঠিন —এথা দ্রষ্টব্য।

এঠে

এঠে, এটিয়া, এঁটে১ বিশেষ্য, গেঁড়; কদলী কচু ইত্যাদি গাছের মূল। "কত কষ্টে মিলে এঁটে নাহি মিলে থোড়।" —অন্নদা মঙ্গল।

এঁঠো

এঁঠো, এঁটো বিশেষ্য, উচ্ছিষ্ট অন্নাদি; ভুক্তাবশিষ্ট দ্রব্য। "বনের সুফল পাড়ি করে সবে কাড়াকাড়ি। এঁটো বোলে ঘৃণা কিছু নাই।" —ঈশ্বর গুপ্ত। বিশেষণ, ভুক্তাবশিষ্ট; উচ্ছিষ্ট;...

এঁড়

এঁড়— বিশেষ্য, অণ্ডকোষ; মুষ্ক।

এড়

১. এড়১ বিশেষণ, যার শ্রবণে কোন শব্দ গৃহীত হয় না; শ্রবণশক্তিবিহীন; বধির; কালা ২ বিশেষ্য, মেষ। ২. এড়২ ক্রিয়া, পরিহার কর;...

এঁড় দেখান

এঁড় দেখান— ক্রিয়া, ফাঁকি দেওয়া; বঞ্চনা করা।

এড়ক

এড়ক বিশেষ্য, পৃথুশৃঙ্গ মেষ; ভেড়া; মেড়া; দুম্বাভেড়া। ২ বন্যছাগ। ৩ তৃণবিশেষ; হোগলা। স্ত্রীলিঙ্গ, এড়কা।

এড়কা

এড়কা বিশেষ্য, স্ত্রীলিঙ্গ, মেষী; ভেড়ী। ২ বন্যছাগী।

এঁড়কাটা

এঁড়কাটা— বিশেষণ, ছিন্নমুষ্ক; আক্তা। ২ পুরুষত্বহীন; গালি বিশেষ।

এঁড়বিচি

এঁড়বিচি— অণ্ডকোষ; মুগ্ধ।

এডভানস্

এডভানস্ বিশেষ্য, আগাম; দাদন।

এড়মূক

এড়মূক বিশেষণ, বাগিন্দ্রিয় ও শ্রবণেন্দিয়ের শক্তিরহিত; বধির এবং বোবা; হাবা-কালা।

এড়া

১. এড়া১ বিশেষণ, এলাইয়া যাওয়া; বাসি। ‘এড়া ভাত।’ ২ পচা decomposed. ৩ উচ্ছিষ্ট; এঁটো। ‘এড়া রুটি খাওয়াইয়া করিব জাতি মারা।’—মনসা মঙ্গল (বিজয়)। ২. এড়া২...

এড়াই-বেড়াই

এড়াই-বেড়াই ক্রিয়া-বিশেষণ, এড়িবেড়ি করিয়া; জড়াইয়া। ‘এড়াই-বেড়াই মিরদ্দিরে ঠ্যাসাইয়া ধরিল।’ —পূর্ব বঙ্গ গীতিকা।

এড়াওন

এড়াওন বিশেষ্য, পলায়ন; নিষ্কৃতি লাভ; রক্ষাপ্রাপ্তি।

এড়াকানি

এড়াকানি বিশেষ্য, উপেক্ষা; তুচ্ছ-তাচ্ছিল্য; আড়ো-আড়ো ছাড়ো-ছাড়ো ভাব।

এড়াচে

এড়াচে বিশেষণ, আড়াইয়া আছে বা থাকে; যা এড়াইয়া যায়।

এড়াটিয়া

এড়াটিয়া বিশেষণ, আল্‌সে। ২ সংস্রবরহিত। ৩ অপরিষ্কৃত। ৪ অধম। ৫ এড়াচে দ্রষ্টব্য।

এড়াটে

এড়াটে বিশেষণ, আল্‌সে। ২ সংস্রবরহিত। ৩ অপরিষ্কৃত। ৪ অধম। ৫ এড়াচে দ্রষ্টব্য।

এড়ান

১. এড়ান১ ত্যাগ করা; পরিহার করা। ‘কাননে পত্রের কুঁড়ে এড়ে এল তাল।’—ঘণরাম চক্রবর্ত্তী। ২ অব্যাহতি লাভ করা; নিষ্কৃতি লাভ করা; মুক্তি পাওয়া; ছাড়ান।...

এড়ায়ব

এড়ায়ব ক্রিয়া, এড়াইব; এড়াব।

এড়ি

১. এড়ি১ অসমাপিকা-ক্রিয়া, ত্যাগ করিয়া। ‘শুনি কর্ণ সেইক্ষণে এড়ি ধনুঃশর। বাহুযুদ্ধ করে দোঁহে ভূমির উপর’ —মহাভারত (কাশী)। ২ অতিক্রম করিয়া; লঙ্ঘন করিয়া। ‘যায়...

এঁড়ি

এঁড়ি বিশেষ্য, আসামজাত রেশমী বস্ত্রবিশেষ। ২ জুতার গোড়ালি। প্রয়োগ— এঁড়ি তোলা জুতা।

এডিট করা

এডিট করা ক্রিয়া, এক বা একাধিক লেখকের রচনা একত্র করিয়া সাময়িক পত্র বা পুস্তক সম্পাদন করা; অন্যের রচিত গ্রন্থাদি টীকা, টিপ্পনী, ব্যাখ্যাদি দ্বারা বিশদ,...

এডিটর

এডিটর বিশেষ্য, সম্পাদক।

এডিটরি

এডিটরি বিশেষ্য, সম্পাদকতা; সম্পাদকের বৃত্তি।

এডিটরী

এডিটরী বিশেষ্য, সম্পাদকতা; সম্পাদকের বৃত্তি।

এড়িতে

এড়িতে ক্রিয়া, ত্যাগ করিতে। ‘কেহ দুঃখে চায় নিজ শরীর এড়িতে।’ ২ নিক্ষেপ করিতে। প্রয়োগ— শর এড়িতে।

এড়িবেড়ি

এড়িবেড়ি বিশেষ্য, সম্পূর্ণ বেষ্টন। প্রয়োগ— এড়িবেড়ি করিয়া ধরা। ২ ক্রিয়া-বিশেষণ, চারিদিকে।

এঁড়িয়া

এঁড়িয়া, এঁড়ে বিশেষ্য, ষাঁড়; বলদ। "ঘরে আছে বুড়া এঁড়ে ধরে মহাবল।” —শিবায়ণ। ২ বিশেষণ, ষাঁড়ের ডাকের মত তীব্র-গম্ভীর; কর্ণবধিরকারী। "মাধী বলে আলো সাধী...

এডিশন

এডিশন বিশেষ্য, সম্পাদন; সংস্করণ; একদা মুদ্রিত গ্রন্থাবলী।

এড়ুক

এড়ুক ক্রিয়া, পরিত্যাগ করুক; নিক্ষেপ করুক। ২ বিশেষ্য, শ্মশানচৈত্য; গোর ।

এড়ুয়া

এড়ুয়া বিশেষণ, একপেশে; কাতকরা; আড় ভাবে স্থিত। ২ বক্র; কুটিল; শঠতাপূর্ণ। ‘বিলাতের ‘টাইমস’ লর্ড চেমস্ফোর্ডের আফগান—নীতির বিরুদ্ধে আচ্ছা এড়ো চাল চালিতেছে।’ —নায়ক, ১৩২৬।

এঁড়ে

এঁড়ে, এঁড়িয়া বিশেষ্য, ষাঁড়; বলদ। "ঘরে আছে বুড়া এঁড়ে ধরে মহাবল।” —শিবায়ণ। ২ বিশেষণ, ষাঁড়ের ডাকের মত তীব্র-গম্ভীর; কর্ণবধিরকারী। "মাধী বলে আলো সাধী...

এড়ে

এড়ে ক্রিয়া, ছাড়ে; ত্যাগ করে; ফেলে; নিক্ষেপ করে ।

এঁড়ে তেল দেওয়া

এঁড়ে তেল দেওয়া — অন্যের এঁড়ে বা অণ্ডকোষে তেল দেওয়া বা মাখানোর মত নিন্দনীয় কাজ; (আলঙ্করিক) তোষামোদ করা।

এঁড়ে লাগা

এঁড়ে লাগা— বিশেষ্য, শিশুদিগের রোগ; জননীর গর্ভাবস্তার স্তন্য পান করিয়া শিশুদিগের এই রোগ হয়, তাতে তাদের অর্জীণ হয় এবং তারা ক্রমেই কৃশ হতে...

এঁড়ে-গলা

এঁড়ে-গলা— বিশেষ্য, বিকট কণ্ঠস্বর; ষাঁড়ের মত ডাক; হেঁড়েগলা। "এঁড়ে গলা এঁড়ে ডাক উচ্চ চীৎকার।" —অন্নদা মঙ্গল।

এড়ো

এড়ো বিশেষণ, একপেশে; কাতকরা; আড় ভাবে স্থিত। ২ বক্র; কুটিল; শঠতাপূর্ণ। ‘বিলাতের ‘টাইমস’ লর্ড চেমস্ফোর্ডের আফগান—নীতির বিরুদ্ধে আচ্ছা এড়ো চাল চালিতেছে।’ —নায়ক, ১৩২৬।...

এণ

১. এণ১ বিশেষণ, ইহাদ্বারা (দোহাকোষ ১৩২)। ২. এণ২ বিশেষ্য, কুরঙ্গ; মৃগ; হরিণ। ‘এণরিপুবাহিনী এ একান্তেরে চাও।’—অন্নদা মঙ্গল। স্ত্রীলিঙ্গ, এণী—হরিণী।

এণক

এণক বিশেষ্য, ক্ষুদ্র— মৃগ। স্ত্রীলিঙ্গ, এণিকা।

এণকতিলক

এণকতিলক বিশেষণ, মৃগাঙ্ক; শশধর; চন্দ্র।

এণভৃৎ

এণভৃৎ বিশেষ্য, চন্দ্র।

এণরিপু

এণরিপু বিশেষ্য, মৃগাদন; সিংহ। ‘এণরিপুবাহিনী এ একান্তেরে চাও। একা আজি এখানে এখন কি এড়াও।’ —অন্নদা মঙ্গল।

এণাজিন

এণাজিন বিশেষ্য, মৃগচর্ম; মৃগচর্মের আসন।

এণ্ডা

১. এণ্ডা১ বিশেষ্য, অণ্ড; ডিম্ব; ডিম। ‘গণ্ডা গণ্ডা এণ্ডা খেয়ে ঠাণ্ডা করি প্রাণ।’—ঈশ্বরচন্দ্র গুপ্ত। এণ্ডাওলা তপ্সে (মাছ)। ২ ‘এড়ঁ, ঘোড়ার ডিম; কিছুই...

এণ্ডাবাচ্চা

এণ্ডাবাচ্চা বিশেষ্য, গর্ভস্থ শিশু ও কচি ছেলেপুলে; কোলের ছেলে ও ছোট ছোট ছেলেপুলে।

এণ্ডী

এণ্ডী বিশেষ্য, এণ্ডীর তসর; এড়ীঁ। ‘এণ্ডী ও মুগার চাদর।’

এত

১. এত১ বিশেষণ, সংখ্যাধিক্য সূচক (বস্তুপক্ষে); ইয়ৎসংখ্যক; এতগুলো। প্রয়োগ— এত পুস্তক সংগ্রহ করিলে রাখিবে কোথায়? ২ পরিমাণাধিক্যসূচক (বস্তুপক্ষে)। প্রয়োগ— এত দুধ খাইতে পারিবে...

এতক

এতক বিশেষণ, এতেক; এত। ২ এই পর্যন্ত। ৩ একাল পর্যন্ত; অদ্যাবধি।

এতৎ

এতৎ সর্বনাম, সম্মুখস্থ বস্তু, ব্যক্তি বা বিষয়; ইহা; এই; ইনি।

এতত্তুল্য

এতত্তুল্য বিশেষণ, ইহার সমান; এতাদৃশ।

এতদতিরিক্ত

এতদতিরিক্ত বিশেষণ, অব্যয়, ইহা ছাড়া; ইহার বেশী; আরও।