আলয়এণ্ডা

এণ্ডা

১. এণ্ডা

[অণ্ড > প্রাচীন বাংলা, হিন্দি—আণ্ডা] বিশেষ্য, অণ্ড; ডিম্ব; ডিম। ‘গণ্ডা গণ্ডা এণ্ডা খেয়ে ঠাণ্ডা করি প্রাণ।’—ঈশ্বরচন্দ্র গুপ্ত। এণ্ডাওলা তপ্সে (মাছ)।[অশ্বাণ্ডের ভাব হতে অশিষ্ট ব্যবহারে] ‘এড়ঁ, ঘোড়ার ডিম; কিছুই না।কচিছেলে; ছোট বা অল্পবয়স্ক সন্তান। প্রয়োগ— বেচারী অনেক গুলি এণ্ডা বাচ্চা রেখে গেছে।বিশেষণ, কচি (ছেলে); শিশু; অপ্রাপ্তবয়স্ক।

২. এণ্ডা

[সংস্কৃত এরণ্ড > ভেরণ্ড > ভ্যারেণ্ডা > এণ্ডা। প্রাচীন বাংলা] বিশেষ্য, এরণ্ড বৃক্ষ। ‘এণ্ডার ঠান (= ডাল) লইয়া আসা (= দণ্ড) করিয়া।’—ধর্ম্মমঙ্গল, মাণিক গাঙ্গুলী গান।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র