আলয়এড়ি

এড়ি

১. এড়ি

[এড় দ্রষ্টব্য। কেবল পদ্যে ব্যবহৃত, গদ্যে ‘এড়াইয়া’ ‘এড়িয়া’, ‘এড়ে’] অসমাপিকা-ক্রিয়া, ত্যাগ করিয়া। ‘শুনি কর্ণ সেইক্ষণে এড়ি ধনুঃশর। বাহুযুদ্ধ করে দোঁহে ভূমির উপর’ —মহাভারত (কাশী)।অতিক্রম করিয়া; লঙ্ঘন করিয়া। ‘যায় সবে এড়ি নানা বন।’ —চণ্ডীকাব্য, কবিকঙ্কন মুকুন্দরাম।উপেক্ষা করিয়া।নিক্ষেপ করিয়া; ছুঁড়িয়া।

২. এড়ি

[এণ্ডি >] বিশেষ্য, আসামজাত রেশমী বস্ত্রবিশেষ।জুতার গোড়ালি। প্রয়োগ— এঁড়ি তোলা জুতা।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র