আলয়এডিট করা

এডিট করা

এডিট করা

ক্রিয়া, এক বা একাধিক লেখকের রচনা একত্র করিয়া সাময়িক পত্র বা পুস্তক সম্পাদন করা; অন্যের রচিত গ্রন্থাদি টীকা, টিপ্পনী, ব্যাখ্যাদি দ্বারা বিশদ, সুবোধ্য এবং পাঠশুদ্ধ করা। [দ্রষ্টব্য—নিজের কল্পনা ও বুদ্ধি প্রসূত লেখাকে ‘রচনা করা’ বা ‘প্রণয়ন করা’ বলে। অন্যের রচনাবলী কমাইয়া কাটিয়া-ছাঁটিয়া, ঘষিয়া-মাজিয়া, বাড়াইয়া, সংশোধন করিয়া ও আবশ্যকমত স্বীয় টীকা-টিপ্পনী মন্তব্যাদি সহ প্রকাশ করাকে এডিট করা বলে]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র