আলয়এঁটো-পাড়া

এঁটো-পাড়া

এঁটো-পাড়া

— ক্রিয়া, উচ্ছিষ্ট ধুইয়া মুছিয়া পরিস্কার করা; আহার-স্থান গোময়াদি লেপন ও ধৌত করণ দ্বারা শুচি করা। “আপনার নিদ্রা এলে আমি রান্নাঘরে যাব, হাঁড়ি তুলে এসেছি, এঁটো পেড়ে এসেচি।” — দীনবন্ধু মিত্র।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র