আলয়ইষ্টি

ইষ্টি

ইষ্টি/ ইষ্টি [ইষ্ (ইচ্ছা করা) + তি (ভাববাচ্য)] বিশেষ্য, ইচ্ছা; বাঞ্ছা। ইষ্টি বি. অভিলাষ, ইচ্ছা। [সং. √ ইষ্ + তি]। ইষ্টি [বৈদিক। যজ্ (পূজা করা) + তি। যদ্দ্বারা যজন করা হয়। য = ই। জ = ষ। তি = টি] বিশেষ্য, ঋত্বিক্ চতুষ্টয়ের সম্পাদ্য সাগ্নিক যজমান কর্তৃক অনুষ্ঠেয় কর্ম; শ্রৌত অগ্নিতে সম্পাদ্য হবির্যজ্ঞ। ২ যজ্ঞ; দেবপূজা। ৩ ইন্দ্রাদি কতিপয় দেবতাকে যথাবিধি পুরোডাশদান। দীক্ষণীয়া ইষ্টি-সোমযাগের পূর্বে অনুষ্ঠেয় যজ্ঞবিশেষ (রঘুনন্দন)। ইষ্টি বি. যজ্ঞ (অন্ত্যেষ্টি)। [সং. √ যজ্ + তি]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র