আলয়ইস্তফা

ইস্তফা

ইস্তফা/ [আরবী -ইস্ত ্ আফা̣ = মাফ। গ্রা◦-এস্তবা] বিশেষ্য, ক্ষমা; মাফ। ২ চাকরি ছাড়িবার উদ্দেশ্যে জবাবপত্র। ৩ শেষ। ‘এখানে ইস্তফা তবে, যা হবার তা হয়ে গেল।’—দ্বিজেন্দ্রলাল রায়। ‘সংগ্রামে ইস্তফা দেওয়াই সাব্যস্ত কলিলেন।’ —নরওয়ে ভ্রমণ (গুপ্তা)। ইস্তফা বি. ১ (চাকরি, কাজকর্ম ইত্যাদি) ত্যাগ বা ত্যাগপত্র; ২ শেষ; ৩ ক্ষান্তি, নিবৃত্তি। [আ. ইসৎ আফা]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র