আলয়ইস্তিরি

ইস্তিরি

ইস্তিরি/ [হি◦-ইস্তিরী, সং-স্তরী = যে স্তরে স্তরে রাখে, ভাঁজ করে] বিশেষ্য, ধৌত বস্ত্র মসৃণ কঠিন করিবার জন্য লৌহময় যন্ত্রবিশেষ। ইস্তিরি বি. বস্ত্রাদি মসৃণ ও চকচকে করা, বস্ত্রাদি মসৃণ ও চকচকে করার জন্য ধাতুনির্মিত যন্ত্রবিশেষ। [পো. estirar]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র