একাভিসন্ধিক

একাভিসন্ধিক বিশেষণ, এক অভিসন্ধিযুক্ত।

একাম্র

একাম্র বিশেষ্য, উৎকল দেশের প্রসিদ্ধতীর্থবিশেষ ।

একাম্রকানন

একাম্রকানন বিশেষ্য, উৎকল দেশের প্রসিদ্ধতীর্থবিশেষ ।

একায়ন

একায়ন বিশেষণ, একমাত্র গমনযোগ্য; একমাত্র প্রাপ্তব্য। ২ একমাত্র অবলম্বনীয়। ৩ বিশেষণ, এক বিষয়ানুরক্ত; অনন্য বিষয়; একাগ্র। ৪ বিশেষ্য, বেদবিহিত পথবিশেষ।...

একায়নতা

একায়নতা বিশেষ্য, একাগ্রতা; এক ভাবাপন্ন হওয়া।

একাযুত

একাযুত বিশেষণ, ১ অযুত; দশহাজার বা দশ সহস্র (ঘনরাম চক্রবর্ত্তী)।

একার

একার বিশেষ্য, ‘এ’ স্বরূপ; এ এই অক্ষর। ২ একাকার। ক্রিয়া-বিশেষণ, একারেঁ (সংস্কৃত একাকারেণ) একাকার করিয়া (চর্যাপদ ১১/২)।

একারাদি

একারাদি বিশেষণ, যার আদিতে এ আছে; এ প্রভৃতি বর্ণ।

একারান্ত

একারান্ত বিশেষণ, যার অন্তে এ আছে।

একার্থ

একার্থ বিশেষণ, অভিন্নার্থ; তুল্যার্থ। ২ যাদের অভিপ্রায়ের ভেদ নাই। ৩ যাদের ধনের বিভাগ করা হয় নাই।

একার্থক

একার্থক বিশেষণ, একার্থ (সমান অর্থে)।

একার্থচর্য্যা

একার্থচর্য্যা বিশেষ্য, এক কার্য করা; এক উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত মিলিত হয়ে কর্ম করা। ‘রাজার প্রত্যাখ্যাত লোকের সহিত একার্থচর্য্যা ও তাহাদের সংসর্গ পরিত্যাগ করিবে।’—কামন্দকীয় নীতি।

একার্থতা

একার্থতা বিশেষ্য, তুল্যার্থ—প্রতিপাদকতা; একার্থবোধকতা। ২ প্রয়োজন বা অভিপ্রায়ের ভেদাভাব।

একার্থপ্রতিপাদক

একার্থপ্রতিপাদক বিশেষণ, একার্থবোধক (যেমন—মনুষ্য, অশ্ব, জল ইত্যাদি শব্দ)। বিশেষ্য, একার্থপ্রতিপাদকতা

একার্থপ্রতিপাদকতা

একার্থপ্রতিপাদকতা বিশেষ্য, একার্থবোধকতা; এক অর্থ প্রতিপন্নকারিতা। বিশেষণ, একার্থপ্রতিপাদক।

একার্থবোধক

একার্থবোধক বিশেষণ, যে সকল শব্দ দ্বারা অভিন্ন অর্থের বোধ হয়; এক অর্থের প্রতিপাদক।

একার্থবোধকতা

একার্থবোধকতা বিশেষ্য, অভিন্ন অর্থ প্রতিপন্নকারিতা।

একালীনতা

একালীনতা— (ন)—বিশেষ্য, যৌগ্যপদ; এক সময়ে হওয়া। ২ সম-সাময়িকতা।

একাশি

একাশি বিশেষণ, একপার্শ্ব বা একধার বা একদিক্ কাত হওয়া; একপেশে।

একাশী

১. একাশী১ বিশেষ্য, বিশেষণ, ৮১ সংখ্যা বা সংখ্যক। ২. একাশী২ বিশেষণ, একপার্শ্ব বা একধার বা একদিক্ কাত হওয়া; একপেশে।

একাশীতম

একাশীতম বিশেষণ, ৮১ সংখ্যার পূরক।

একাশীতি

একাশীতি বিশেষ্য, বিশেষণ, ৮১ সংখ্যা বা সংখ্যক।

একাশ্রয়

একাশ্রয় বিশেষণ, যার গত্যন্তর নাই; অনন্যগতিক; একাশ্রিত। ২ এক কার্যাবলম্বী।

একাশ্রিত

একাশ্রিত বিশেষণ, যে এক- জনকে আশ্রয় করে আছে; অনন্যগতিক; অনন্যশরণাগত; আশ্রয়ান্তর রহিত।

একাশ্রিতগুণ

একাশ্রিতগুণ বিশেষ্য, একে নিহিতা বা নিবিষ্ট ধর্ম। এই গুন ২১ প্রকার। যথা—রূপ, রস, গন্ধ, স্পর্শ, একত্ব, একপৃথক্ত্ব, পরিমাণ, পরত্ব (নিকটত্ব), অপরত্ব (দূরত্ব), বুদ্ধি,...

একাষ্টকা

একাষ্টকা বিশেষ্য, প্রজাপতির কন্যা; ইন্দ্র ও সোমের জননী।

একাষ্ঠীল

একাষ্ঠীল বিশেষ্য, বকবৃক্ষ। স্ত্রীলিঙ্গ, একাষ্ঠীলা, একাষ্ঠীলী—নিমুই গাছ।

একাসন

একাসন বিশেষ্য, একমাত্র বা অভিন্ন আসন। ২ বিশেষণ, এক আসনে উপবিষ্ট। ৩ যার অন্য আসন নাই।

একাহ

একাহ বিশেষ্য, এক দিবস। ২ বিশেষণ, একদিনসাধ্য। ‘একাহ পর্ব।’

একাহগম

একাহগম বিশেষ্য, একদিনগম্য স্থান। ২ বিশেষণ, একাহ মধ্য গমনীয়। স্ত্রীলিঙ্গ, একাহগম্যা।

একাহগম্য

একাহগম্য বিশেষ্য, একদিনগম্য স্থান। ২ বিশেষণ, একাহ মধ্য গমনীয়। স্ত্রীলিঙ্গ, একাহগম্যা।

একাহার

একাহার বিশেষ্য, একবার মাত্র ভোজন। ২ বিশেষণ, যে একবার মাত্র ভোজন করে।

একাহিক

একাহিক বিশেষণ, একদিন সম্বন্ধীয়; একদিনসাধ্য; একদিনে উৎপাদ্য; এক দিবসীয়।

একি

১. একি১ বিশেষণ, একমাত্র। ২ তুল্য; সমান। একই বিশেষণ, একমাত্র। ২ তুল্য; সমান। ২. একি২ অব্যয়, ইহা কি প্রকার; কিরূপ; এ কেমন।...

একিদা

একিদা বিশেষ্য, একনিষ্ঠা; নির্ভর; (>) একাগ্রচিত্ততা; ঝোঁক। ‘কি প্রকারে জয়ী হইব তাহাতেই কেবল একিদা থাকে।’—আলালের ঘরের দুলাল।

একীকরণ

একীকরণ বিশেষ্য, স্তূপীকরণ; একত্র স্থাপন। ২ সংমিশ্রন; বহু দ্রব্য একসঙ্গে মিলান।

একীকৃত

একীকৃত বিশেষণ, একত্র করা; রাশীকৃত। ২ মিশ্রিত। ৩ এক আকারে বা ভাবে পরিণত। স্ত্রীলিঙ্গ, একীকৃতা।

একীনতা

একীনতা বিশেষ্য, সমগ্রতা; ঐক্যসম্বন্ধ। ‘বক্তাদের ইহাও মনে থাকে না যে ধর্ম্মের সর্ব্বাঙ্গের সমষ্টিতে একপ্রকার একীনতা আছে।’ —ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

একীভবন

একীভবন বিশেষ্য, এক হওয়ার অবস্থা প্রাপ্তি। বিশেষণ, একীভূত।

একীভাব

একীভাব বিশেষ্য, একত্র মিলিত হওয়া; একত্ব ভাবাপন্ন।

একীভূত

একীভূত বিশেষণ, একত্রীকৃত; সম্মিলিত। ২ স্তূপীকৃত; একত্র সংস্থাপিত।

একীয়

একীয় বিশেষণ, একবিষয়ক; একসম্বন্ধীয়। ২ একপক্ষাবলম্বী।

একু

একু —এক (দ্রষ্টব্য)।

একুইতি

একুইতি বিশেষণ, একপুত্রের জননী; একপুত্রবতী; কাকবন্ধ্যা। ‘একইতি মা এর ছাওআল।’—শ্রীকৃষ্ণ কীর্তন।

একুড়ি

একুড়ি বিশেষণ, একটি (চর্যাপদ ২/৫)।

একুন

একুন বিশেষ্য, মোট; সমষ্টি।

একুনে

একুনে ক্রিয়া-বিশেষণ, সর্ব্বশুদ্ধ; সমুদায়ে; সাকল্যে। ‘তিনজনে একুনে বদন হ্ইল বার।’—শিবায়ণ, রামেশ্বর ভট্টাচার্য্য।

একুবার

একুবার বিশেষ্য, সমস্বর; ঐকতান।

একুমণা

একুমণা—একাগ্রচিত্ত (চর্যাপদ ২৩।১)।

একুশ

একুশ বিশেষ্য, বিশেষণ, ২১ এই সংখ্যা বা সংখ্যক।

একুশে

একুশে অব্যয়, কুড়িদিনের পরদিন; ২১ দিনের দিন। ‘সে একুশে যাবে।’ একুশে কোনদিন পড়ে?’ ২ বিশেষণ, একুশ; ২১। ‘একুশ তারিখ।’

একে

১. একে১ সর্বনাম, ইহাকে; এই ব্যক্তিকে। ‘একে চেনা ভার।’ ২ (এ কে) (এই ব্যক্তি কে; এ কোন্ জন?) ২. একে১ একমাত্রতে; একটিতে। প্রয়োগ—...

একে চায় আরে পায়

একে চায় আরে পায় প্রার্থনীয় ব্যতীত অন্য মনোমত বস্তু পেলে অধিকতর আনন্দে নেচে উঠে। ‘একে চায় আরে পায়। তাহারা দেখিল মতিলালও তাহা— দরেই...

একেএকে

একেএকে ক্রিয়া-বিশেষণ, একের পর এক করে; পরে পরে। ‘দিনগুলি একে একে কাটিতে থাকে।’—উত্তরা, ১৩৩৩।

একেক্ষণ

একেক্ষণ বিশেষণ, একাক্ষ; একচক্ষু; কাণ; কাণা। ২ বিশেষ্য, শুক্রাচার্য। ৩ কাক।

একেলা

একেলা বিশেষণ, একলা; একাকী; নিঃসঙ্গ। ২ অসহায়। ৩ যিনি অন্যের সাহায্য ভিন্ন এমন কি যন্ত্রাদির সাহায্য না লইয়াও কেবল গান দ্বারা লোকের মনোরঞ্জন...

একেশ্বর

একেশ্বর বিশেষণ, একাধিপতি। ২ একাকী। ‘একেশ্বর যাবে তুমি।’ ‘চলিল একেশ্বর।’ ৩ একমাত্র। স্ত্রীলিঙ্গ, একেশ্বরী।

একেশ্বরবাদ

একেশ্বরবাদ বিশেষ্য, অদ্বৈতবাদ monotheism. বিশেষণ, একেশ্বরবাদী।

একেশ্বরী

একেশ্বরী বিশেষণ, স্ত্রীলিঙ্গ, একাকিনী। ‘সদা পরাধিনী ঘরে রহে একেশ্বরী।’—পদকল্পতরু।

একৈক

একৈক বিশেষণ, একাকী; একাএক; একক। ২ ক্রিয়া-বিশেষণ, একের পর এক one by one. ৩ এক একজন করে। ৪ এক একটি।

একৈকশঃ

একৈকশঃ অব্যয়, এক এক করিয়া পর্যায়ক্রমে; একৈক; একে একে।

একৈশিকা

একৈশিকা বিশেষ্য, আকনাদি stephania hermandifolia. ২ বকফুলের গাছ। ৩ অজশৃঙ্গী। ৪ তেউড়ী।

একৈষিকা

একৈষিকা বিশেষ্য, আকনাদি stephania hermandifolia. ২ বকফুলের গাছ। ৩ অজশৃঙ্গী। ৪ তেউড়ী।

একো

একো বিশেষণ, একও; একটিও; একটি; এক। এখো দ্রষ্টব্য।

একোদক

একোদক বিশেষণ, যাদের একরূপভাবে জল তর্পণ করতে হয়; উর্ধ্বতন সপ্তম পুরুষ পর্যন্ত গোত্রজ পুরুষ; সমানোদক।

একোদর

একোদর বিশেষ্য, সহোদর ভ্রাতা। ২ তুল্য উদর; সমান উদর। স্ত্রীলিঙ্গ, একোদরা।

একোদ্দিষ্ট

একোদ্দিষ্ট বিশেষ্য, ব্যক্তিবিশেষের উদ্দেশে বাৎসরিক কৃত্য শ্রাদ্ধ; সাংবৎসরিক শ্রাদ্ধ।

একোদ্দেশ

একোদ্দেশ বিশেষ্য, একজনের প্রতি লক্ষ্য; একজনের অনুসন্ধান। ২ বিশেষণ, যে বহুজনের উদ্দেশ্য এক বা অভিন্ন; একাভিপ্রায়।

একোন

একোন বিশেষণ, এককম। স্ত্রীলিঙ্গ, একোনা।

একোশিকা

একোশিকা বিশেষ্য, একৈশিকা দ্রষ্টব্য।

এক্কা

এক্কা বিশেষ্য, এক অশ্ববাহিত ক্ষুদ্র দ্বিচক্র যানবিশেষ।

এক্কার

এক্কার —একার। (২) দ্রষ্টব্য।

এক্কু

এক্কু —এক দ্রষ্টব্য।

এক্কেবারে

এক্কেবারে ক্রিয়া-বিশেষণ, একদম; সম্পূর্ণরূপে; সর্বোতোভাবে; সকল রকমে। ২ পূর্বসূচনা না দিয়ে; হঠাৎ।

এক্ষণ

এক্ষণ বিশেষ্য, এই মূহূর্ত; এই সময়।

এক্ষণকার

এক্ষণকার বিশেষণ, এই সময় সম্বন্ধীয়; এ সময়ের।

এক্ষণে

এক্ষণে অব্যয়, এই কালে; এখনই; এই মূহূর্তে। ২ উপস্থিত; সম্প্রতি।

এক্সচেঞ্জ

এক্‌স্‌চেঞ্জ বিশেষ্য, বিনিময় বিপনি; শ্রেষ্ঠিচত্বর; মহাজন ও দালালগণের কার্যনির্বাহস্থান।

এখতিয়ার

এখতিয়ার বিশেষ্য, পরাক্রম; ক্ষমতা; শক্তি; সাধ্য। ২ অধিকার; দখল। ৩ ইচ্ছা; খুসী।

এখন

এখন অব্যয়, এসময়। প্রয়োগ— এখন এখান থেকে উঠে যাওয়া ভাল নয়। এখন যাও পরে এস। ২ এ অবস্থায়; এক্ষেত্রে। ‘এখন শ্যাম রাখি কি...

এখন-তখন

এখন-তখন —প্রতি মূহূর্তেই (মৃত্যু) ঘটিবার আশঙ্কা বা সম্ভাবনাব্যঞ্জক; মর মর। ‘জমীদার বাবুর বাড়ীতে একটী বালকের ঘোরতর জ্বর বিকার হইয়াছে—বোধ হয় রোগীর এখন-তখন হইয়াছে।’—আলালের ঘরের...

এখনই

এখনই অব্যয়, এই মুহূর্তে; অবিলম্বে; ত্বরায়। ‘যা করিতে হয় করহ এখনি।—রবীন্দ্রনাথ ঠাকুর।

এখনও

এখনও অব্যয়, একাল পর্যন্ত; এপর্যন্ত; এসময়তক্; এতক্। ‘এখনো তারে চোখে দেখিনি।’—রবীন্দ্রনাথ ঠাকুর। ‘এখনও এ প্রাণ আছে সই; এলে সখি দেখা হ’তো কালা এল...

এখনকার

এখনকার অব্যয়, ইদানীন্তন; বর্তমানের; এ যুগের।

এখনকারমত

এখনকারমত ক্রিয়া-বিশেষণ, বিশেষণ, উপস্থিতের জন্য; বর্তমানের উপযোগী।

এখনি

এখনি অব্যয়, এই মুহূর্তে; অবিলম্বে; ত্বরায়। ‘যা করিতে হয় করহ এখনি।—রবীন্দ্রনাথ ঠাকুর।

এখনো

এখনো অব্যয়, একাল পর্যন্ত; এপর্যন্ত; এসময়তক্; এতক্। ‘এখনো তারে চোখে দেখিনি।’—রবীন্দ্রনাথ ঠাকুর। ‘এখনও এ প্রাণ আছে সই; এলে সখি দেখা হ’তো কালা এল...

এখান

এখান বিশেষ্য, এস্থান; এইস্থল; এইক্ষেত্র। ২ এই পৃথিবী; এ ধরা। প্রয়োগ— মানুষ এখান থেকে যখন চলে যায় তখন কিছুই সঙ্গে যায় না।

এখানকার

এখানকার বিশেষণ, এই স্থান সম্বন্ধীয়; এখানের। ২ এ জগতের; এ ধরার।

এখানে

এখানে এইস্থানে; অত্র।

এখানের

এখানের বিশেষণ, এই স্থান সম্বন্ধীয়; এখানের। ২ এ জগতের; এ ধরার।

এখো

এখো বিশেষণ, একজনও; একটিও। ‘কাহাকো না বোলে কাহ্নায়িঁ এখো খর বাণী।’—শ্রীকৃষ্ণ কীর্তন।

এখোই

এখোই একটিও (শ্রীকৃষ্ণ কীর্তন)।

এখোক্ষণে

এখোক্ষণে —ক্ষণমাত্রও (শ্রীকৃষ্ণ কীর্তন)।

এগজামিন

এগজামিন বিশেষ্য, পরীক্ষা। ক্রিয়া, এগজামিন দেওয়া।

এগজামিন করা

এগজামিন করা— পরীক্ষাগ্রহণ করা।

এগজামিন দেওয়া

এগজামিন দেওয়া ক্রিয়া, পরীক্ষা দেওয়া; পরীক্ষিত হওয়া।

এগজিকিউটার

এগজিকিউটার বিশেষ্য, বিষয়ের তত্ত্বাবধায়ক; কার্যাধ্যক্ষ; নাবালকের বিষয়ে কার্যনির্বাহক বা নির্বাহিকা। (বাংলায় স্ত্রী পুং উভয় লিঙ্গে চলিত)।

এগন

এগন ক্রিয়া, অগ্রে গমন করা; অগ্রসর হওয়া। ‘কাজের ভিড় এবং শরীরের অপটুতার জন্য এগতে পারছিনে।’—রবীন্দ্রনাথ ঠাকুর। ‘কেবল এক পা এগোনো দুই পা পিছোনো।’—ঐ।

এগান

এগান ক্রিয়া, অগ্রে গমন করা; অগ্রসর হওয়া। ‘কাজের ভিড় এবং শরীরের অপটুতার জন্য এগতে পারছিনে।’—রবীন্দ্রনাথ ঠাকুর। ‘কেবল এক পা এগোনো দুই পা পিছোনো।’—ঐ।