আলয়এখনও

এখনও

এখনও

[এই—ক্ষণও। বাংলা প্রাকৃত এখোঁয়ো] অব্যয়, একাল পর্যন্ত; এপর্যন্ত; এসময়তক্; এতক্। ‘এখনো তারে চোখে দেখিনি।’—রবীন্দ্রনাথ ঠাকুর। ‘এখনও এ প্রাণ আছে সই; এলে সখি দেখা হ’তো কালা এল কই।’ —গিরিশচন্দ্র ঘোষ।এক্ষণে; সম্প্রতি।আজিও; অদ্যাপি। ‘কলকণ্ঠময়ী গঙ্গে, এখনো সাগর পানে কোন মুখে ঢলি, চলেছ মৃদুল তানে।’ —রাজকৃষ্ণ রায়।এ অবস্থাতেও; তথাপি; তবুও। ‘এখনো জাগিয়া উঠরে সবে, এখনো সৌভাগ্য উদয় হবে।’—হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।এ যুক্তির পরও; অতঃপর; ইহা সত্ত্বেও। প্রয়োগ— যা যা বলা হ’ল সব শুনলে ত, এখনও কি বলতে চাও তোমার দোষ নাই।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র