আলয়একি

একি

১. একি

[এক + ই (অবধারণে), অ্যাক-ই] বিশেষণ, একমাত্র।তুল্য; সমান। একই [এক + ই (অবধারণে)] বিশেষণ, একমাত্র।তুল্য; সমান।

২. একি

[এ (ইহা) + কি] অব্যয়, ইহা কি প্রকার; কিরূপ; এ কেমন।এত; এ যে অনেক। ‘একি করুণা তোমার ওহে করুণানিধান। অধম পতিত জনে এত তোমার করুণা কেন?’—ব্রহ্মসঙ্গীত।আশ্চর্যবোধক শব্দ; অপ্রত্যাশিত; অস্বাভাবিক; অসম্ভাবিত বিষয় সম্ভব হইতে দেখে বিস্ময়। ‘একি কথা শুনি আজ মন্থরার মুখে?’ —মেঘনাদবধ কাব্য। ‘একিলো একিলো একি কি দেখিলো এ চাহে উহার পানে।’—অন্নদা মঙ্গল।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র