এতদবস্থায়

এতদবস্থায় ক্রিয়া-বিশেষণ, এরূপ স্থলে; এক্ষেত্রে; এ প্রকার অবস্থায় পতিত হইয়া বা হইলে। ‘বিপদে পড়িয়া চিত্তের কিঞ্চিৎ অস্থিরতা হওয়া পরিণামে ভাল, এতদবস্থায় উত্তর জ্ঞানের...

এতদাদি

এতদাদি বিশেষণ, এই সঙ্গে আরও; ইত্যাদি।

এতদাদ্য

এতদাদ্য বিশেষণ, এই সঙ্গে আরও; ইত্যাদি।

এতদীয়

এতদীয় বিশেষণ, এই সম্বন্ধীয়; ইহার সংক্রান্ত; এই বিষয়ক।

এতদুদ্দেশ্য

এতদুদ্দেশ্য বিশেষ্য, এই অভিপ্রায় motive.

এতদ্

এতদ্ সর্বনাম, সম্মুখস্থ বস্তু, ব্যক্তি বা বিষয়; ইহা; এই; ইনি।

এতদ্দেশ

এতদ্দেশ [এতৎ + দেশ বিশেষ্য, এই দেশ। বিশেষণ, এতদ্দেশীয়।

এতদ্ধেতু

এতদ্ধেতু অব্যয়, এই হেতু; এই কারণে।

এতদ্বৎ

এতদ্বৎ অব্যয়, এইরূপ; ইহার সদৃশ।

এতদ্ব্যতিরিক্ত

এতদ্ব্যতিরিক্ত অব্যয়, ইহা ছাড়া।

এতদ্ব্যতীত

এতদ্ব্যতীত অব্যয়, ইহা ছাড়া।

এতদ্ভিন্ন

এতদ্ভিন্ন অব্যয়, এছাড়া; ইহা ব্যতীত।

এতদ্রূপ

এতদ্রূপ অব্যয়, এইরূপ; ইহার সদৃশ।

এতবার

এতবার বিশেষ্য, প্রত্যয়; বিশ্বাস; ভরসা। ২ (এত্‌ৱার্) রবিবার। এতবার অব্যয়, এত অধিকদফা বা ক্ষেপ।

এতলা

এতলা বিশেষ্য, বিজ্ঞাপন; সংবাদ; খবর; নটিস।

এতসি

এতসি অব্যয়, এতই।

এতহি

এতহি ক্রিয়া-বিশেষণ, এখানে। ২ এইদিকে। ‘অনতহি গমনে এতহি নিহার।’—বিদ্যাপতি।

এতহুঁ

এতহুঁ বিশেষণ, এতাবৎ। ‘এতহুঁ নিদেশ কহলুঁ তহে।’—বিদ্যাপতি।

এতাদৃক্

এতাদৃক্ বিশেষণ, এই প্রকার; ঈদৃশ; এবংবিধ; এরূপ। স্ত্রীলিঙ্গ, এতাদৃশী।

এতাদৃশ

এতাদৃশ বিশেষণ, এই প্রকার; ঈদৃশ; এবংবিধ; এরূপ। স্ত্রীলিঙ্গ, এতাদৃশী।

এতাবতা

এতাবতা অব্যয়, এতদ্দ্বারা; ইহার দ্বারা।

এতাবতী

এতাবতী বিশেষণ, স্ত্রীলিঙ্গ, এতখানি।

এতাবৎ

এতাবৎ অ, এ পর্য্যন্ত; এ যাবৎ। ২ এইমাত্র। ৩ এত পরিমাণ; এত। স্ত্রীলিঙ্গ, এতাবতী

এতাবৎকাল

এতাবৎকাল বিশেষ্য, এপরিমাণ সময়েই; এতদিন। ২ ক্রিয়া-বিশেষণ, এতদিন ধরিয়া।

এতাবান্

এতাবান্ অ, এ পর্য্যন্ত; এ যাবৎ। ২ এইমাত্র। ৩ এত পরিমাণ; এত। স্ত্রীলিঙ্গ, এতাবতী

এতালা

এতালা বিশেষ্য, সংবাদ; খবর; বিজ্ঞাপন; নটিস্। ‘প্রজারা প্রথমতঃ এই সর্দ্দারের নিকট এতালা দেয়।’—প্রবাসী, ৪র্থ ভাগ। ‘হাসিয়া তাহার এজাহার নিয়ে প্রথম এতালা কাটি।’—রজনী সেন।

এতিম

এতিম বিশেষ্য, অনাথ orphan.

এতিমখানা

এতিমখানা বিশেষ্য, অনাথালয় orphanage.

এতেক

এতেক বিশেষণ, এত; এই পরিমাণ। ২ এতদূর; এ পর্যন্ত; এই অবধি। ৩ এই সমস্ত; এইটুকু। ‘এতেক কহিয়া রাজা, দূত পানে চাহি, আদেশিলা।’—মেঘনাদ বধ,...

এত্তেলা

এত্তেলা বিশেষ্য, বিজ্ঞাপন; সংবাদ; খবর; নটিস। এত্তেলা বিশেষ্য, এৎলা; নটিস্ notice; সংবাদ; খবর। ‘গোবিন্দ লাল স্বদেশে যাত্রা করিলে, নায়েব কৃষ্ণকান্তের নিকট এক এত্তেলা...

এত্তেলানামা

এত্তেলানামা বিশেষ্য, বিজ্ঞাপনপত্র; সংবাদপত্র; নটিস্ notice.

এত্থ

এত্থ অ, অত্র; এথায় (দোহাকোষ ৯৯)।

এত্থু

এত্থু অ, অত্র; এথায় (দোহাকোষ ১১৫)।

এত্থো

এত্থো অ, অত্র; এথায় (দোহাকোষ ১৩২)।

এথা

এথা অব্যয়, অত্র; এইস্থানে; এখানে।

এথাসি

এথাসি অব্যয়, এখানেই। ‘এথাঁসি সুন্দরি রাধা কর কাঠ দাপ।’—শ্রীকৃষ্ণ কীর্তন।

এথাঁসি

এথাঁসি অব্যয়, এখানেই। ‘এথাঁসি সুন্দরি রাধা কর কাঠ দাপ।’—শ্রীকৃষ্ণ কীর্তন।

এথু

এথু অব্যয়, অত্র, এথা; এখানে (দোহাকোষ ১১৭, চর্যাপদ ১৬/৫)।

এদিক

এদিক্ এদিক সেদিক অব্যয়, চতুর্দিক্।

এদিকে

এদিকে ক্রিয়া-বিশেষণ, এইদিকে; বক্তার দিকে। ২ এতদঞ্চলে; এতদ্দেশে। ৩ উপস্থিত ক্ষেত্রে; পক্ষান্তরে; এই সঙ্গে।

এদে

এদে বিশেষ্য, বেতের ধামা (বঙ্গীয় শব্দকোষ)।

এঁদের

এঁদের— সর্বনাম, ইঁহাদের। ‘এঁদের মধ্যে অনেকেই।’—উত্তরা, ১৩৩৩।

এদের

এদের সর্বনাম, ইহাদের।

এঁদো

এঁদো, এঁধো বিশেষণ, অন্ধকারময়। ২ আলোকহীন স্যাঁতান এই অর্থে এঁদোপড়া। ‘দোতলা বাড়ীর গা ঘেঁসে এঁদো-পড়া জরাজীর্ণ বাড়ীখানা।’—সেজবৌ (আ৽ শক্তি)।

এদ্দিন

এদ্দিন ক্রিয়া-বিশেষণ, এতদিন; এত অধিক কাল। ২ এই দীর্ঘকালের মধ্যে। ‘অসুখ না হলে এদ্দিন পড়ে থাকি?’

এধার

এধার বিশেষ্য, এদিক্। এধার ওধার বিশেষ্য, উভয় দিক্ (বিষয় বা বস্তুর) দুই দিক্: উভয় পক্ষ। ২ ক্রিয়া-বিশেষণ, উভয় সীমানা পর্যন্ত। ৩ চতুর্দিক্।

এধারে

এধারে —আমার কাছে। ‘এধারে এস।’ ওধারে দ্রষ্টব্য।

এঁধো

এঁধো, এঁদো বিশেষণ, অন্ধকারময়। ২ আলোকহীন স্যাঁতান এই অর্থে এঁদোপড়া। ‘দোতলা বাড়ীর গা ঘেঁসে এঁদো-পড়া জরাজীর্ণ বাড়ীখানা।’—সেজবৌ (আ৽ শক্তি)।

এনকোর

এনকোর বিশেষ্য, পুনরায় গাহিবার অনুরোধ; গীতবাদ্য আবার শুনাইবার বা নৃত্য বা অভিনয় পুনরায় দেখাইবার আহ্বান।

এনভেলাপ

এনভেলাপ বিশেষ্য, চিঠির আবরক খাম।

এনা

এনা অব্যয়, এইরূপ; এমন; হেন। ‘বনমালা গলে দোলে ভাল, এনা বেশ কোন দেশে ছিল।’—চণ্ডীদাস। ২ এই। ‘এনা একফুট পানী।’—শ্রীকৃষ্ণ কীর্তন। ৩ সর্বনাম,...

এনামেল

এনামেল ধাতুপাত্রের উপর কাচবৎ মসৃণ পদার্থের কলাই; মিনা।

এনামেল বাসন

এনামেল বাসন —এনামেলের প্রলেপ দ্বারা আবৃত লৌহময় পাত্র (হাঁড়ী, থালা, গেলাসাদি)।

এনে

এনে ক্রিয়া-বিশেষণ, এক্ষণে ।

এন্‌টাল

এন্‌টাল বিশেষ্য, আণ্টা গুড় গুড় খেলা; বিলিয়ার্ড খেলা।

এন্‌ট্রান্স

এন্‌ট্রান্স বিশেষ্য, বিশ্ববিদ্যালয়ের প্রথম পরীক্ষা; প্রবেশিকা। ‘এন্‌ট্রান্স পরীক্ষা যেরূপ সম্মানের সহিত দিয়াছ এই পরীক্ষাটা সেইরূপ দাও।’ —সংসার।

এন্তাকাল

এন্তাকাল—ইন্তাকাল দ্রষ্টব্য।

এন্তাজারি

এন্তাজারি বিশেষ্য, প্রতীক্ষা; অপেক্ষা। ২ আশা; ভরসা। ৩ অধীনতা; আয়ত্তবশ্যতা।

এন্তার

এন্তার বিশেষণ, অবিভক্ত; যা ক্রমাগত চলিয়া আসিয়াছে; লম্বা; অজস্র।

এন্তেজারি

এন্তেজারি বিশেষ্য, প্রতীক্ষা; অপেক্ষা। ২ আশা; ভরসা। ৩ অধীনতা; আয়ত্তবশ্যতা।

এন্দে

এন্দে অব্যয়, মধ্যে।

এপয়েণ্ট

এপয়েণ্ট বিশেষ্য, কর্মে নিয়োগ; ভর্তি। ‘যদি অন্য লোককেই এপয়েণ্ট করি।’—মানসী ও মর্মবাণী, ১৩৩৩।

এপার

এপারবিশেষ্য, এইপার; এদিকের কূল; নদী ইত্যাদির যে কূলে বক্তা উপস্থিত ।

এপার ওপার

এপার ওপার—কোন কিছুর এক পৃষ্ঠ হতে অন্য পৃষ্ঠ পর্যন্ত; সম্মুখ হতে পশ্চাতে। ২ নদী ইত্যাদি জলাশয়ের এক কূল হতে বিপরীত কূল; পারাপার। ‘এপার ওপার...

এপারকার

এপারকার বিশেষণ, এই পার সম্বন্ধীয়; এ পারের।

এপ্রিল

এপ্রিল বিশেষ্য, চৈত্রের শেষার্ধ হতে বৈশাখের প্রথমার্ধ মাস।

এপ্রেল

এপ্রেল বিশেষ্য, চৈত্রের শেষার্ধ হতে বৈশাখের প্রথমার্ধ মাস।

এফ. এ

এফ. এ ইংরেজি বিশ্ববিদ্যালয়ের F.A. পরীক্ষা।

এফে

এফে ইংরেজি বিশ্ববিদ্যালয়ের F.A. পরীক্ষা।

এব

১. এব১ অব্যয়, সংস্কৃতে—অবধারণ, নিশ্চয়, সংখ্যা, পরিমাণ, সাদৃশ্য ইত্যাদি অর্থে বহুল রূপে, কিন্তু বাংলায় সমাসযুক্ত হয়ে ক্বচিৎ ব্যবহৃত। প্রয়োগ— তথৈব চ, অতএব। ২. এব২...

এবং

এবং অব্যয়, নিশ্চয়াত্মক; সম্মতিসূচক; এইরূপ; এই প্রকার; এতাদৃশ; এই; এমন; এবম্প্রকার; এবংবিধ ২ অপর; অন্য; আর; ও and. ৩ অধিকন্তু also.

এবই

এবই অব্যয়, এবং (দ্রষ্টব্য)—দোহাকোষ ৮২, ৮৭।

এবংকার

এবংকার —এবং এই শব্দ (দোহাকোষ ১২৯)। ২ একার ও বকার। ৩ বিশেষ্য, চন্দ্র ও সূর্য্য (চর্যাপদ ৯/১)।

এবঞ্চ

এবঞ্চ অধিকন্তু; আরও; এই যে।

এবড়োখেবড়ো

এবড়োখেবড়ো —আবুড়াখাবুড়া দ্রষ্টব্য।

এবংবিধ

এবংবিধ বিশেষণ, এবম্প্রকার; ঈদৃশ; এইরূপ। এবংবিধ বিশেষণ, ঈদৃশ; এইরূপ। ‘যোগেশ যখন এবংবিধ অবস্থায় অবস্থাপিত।’—বিমলা (দামোদর)।

এবমস্তু

এবমস্তু অব্যয়, এইরূপেই হউক। ‘এবমস্তু বলি অগ্নি এই বর দিল।’—মহাভারত (কাশী) ।

এবম্প্রকার

এবম্প্রকার বিশেষণ, এইরূপ; এরকম; এমনতর; ঈদৃশ।

এবম্বিধ

এবম্বিধ বিশেষণ, এবম্প্রকার; ঈদৃশ; এইরূপ।

এবম্ভূত

এবম্ভূত বিশেষণ, এবম্প্রকার; এতাদৃশ; এইরূপ।

এবরা

এবরা বিশেষ্য, অব্যাহতি। ২ বাতিল। ৩ ছাড়; পরিত্যাগ; ইস্তীফা (দ্রষ্টব্য)।

এবরাত

এবরাত —এবারৎ দ্রষ্টব্য।

এবার

এবার অব্যয়, এদিনে। প্রয়োগ— এবারে ও-জিনিস খেতে নাই। ২ এ সময়; এখন। প্রয়োগ— এবার যাও দেখি বোধ হয় কৃতকার্য্য হবে। ৩ এদফায়; এপালায়...

এবারকার

এবারকার বিশেষণ, এইবার সম্বন্ধীয়। ২ এ জীবনের।

এবারৎ

এবারৎ বিশেষ্য, রচনাপদ্ধতি; ভাষার ইঙ্গিত; পদ; পাঠ; পাঠান্তর।

এবারের

এবারের বিশেষণ, এইবার সম্বন্ধীয়। ২ এ জীবনের।

এবে

এবে অব্যয়, এক্ষণে; এখন; উপস্থিত; এ সময়। ‘ছিল ভিক্ষা তব পদে সফল তা এবে।’—মেঘনাদ বধ, মাইকেল মধুসূদন দত্ত। ‘তেঁই সে রাবণ এবে দুর্ব্বার...

এবেলা

এবেলা ক্রিয়া-বিশেষণ, এ সময়। ২ দিবসের এই ভাগে। প্রয়োগ— এ বেলা আর যাব না। ৩ সকাল বেলা (ও-বেলার বিপরীত)। ৪ এবার।

এবেলাকার

এবেলাকার বিশেষণ, এ বেলা সম্বন্ধীয়; এবেলার। প্রয়োগ— এ বেলাকার মত চলিয়া যাইবে।

এব্‌রা

এব্‌রা বিশেষ্য, অগ্রাহ্য; নামঞ্জুর; বাতিল; ছাড়িয়া দেওয়া। ‘আদালত তার সমস্ত সাক্ষীকে এব্‌রা করিয়াছেন।’ ‘জামিন এব্‌রা দিয়াছে।’

এম-এ

এম-এ বিশেষ্য, বিশ্ববিদ্যালয়ের উপাধিবিশেষ। ‘বৃথা পাশ্চাত্য দীক্ষা প্রসবে যে বি-এ, এম-এ, বিশ্ববিদ্যালয়।’—চন্দন।

এম-ডি

এম-ডি বিশেষ্য, ভৈষজ্যবিদ্যা চিকিৎসাশাস্ত্রে বিশ্ববিদ্যালয়ের উচ্চ উপাধিবিশেষ।

এমত

এমত বিশেষণ, এমন; এরূপ; এপ্রকার। ২ (এমত) বিশেষ্য, উপস্থিত মন্তব্য।

এমতানাই

এমতানাই বিশেষ্য, নিষেধাজ্ঞা injunction.

এমতি

এমতি ক্রিয়া-বিশেষণ, এমন; ঈদৃশ; এইরূপ। ‘বিস্তারি পাষাণে কেবা রতন বসাইল রে, এমতি লাগয়ে বুকের শোভা।’—চণ্ডীদাস। ‘এমতি করিল কে?’—ঐ।

এমন

এমন বিশেষ্য, ঈদৃশ; এরূপ; এই প্রকার; এবংবিধ; এহেন। ‘আজিকে এমন দিনে শুধু পড়ে মনে, সেই দিবা অভিসার পাগলিনী রাধিকার।’—রবীন্দ্রনাথ ঠাকুর। ২ এতেক। ‘শেষে...

এমনই

এমনই বিশেষণ, এইরূপই; ঠিক এই প্রকার। ‘মোরেও এমনি পরাইতে হ’বে রতন ভূষণ রাজি!’—রবীন্দ্রনাথ ঠাকুর। ‘সেদিন এমনি বায়ু রহিয়া রহিয়া।’—রবীন্দ্রনাথ ঠাকুর। ২ এতই; এতাধিক।...

এমনকরে

এমনকরে ক্রিয়া-বিশেষণ, এইরূপে; এভাবে; এই ধরণে।

এমনতর

এমনতর বিশেষণ, এ প্রকার; ঈদৃশ।

এমনি

এমনি বিশেষণ, এইরূপই; ঠিক এই প্রকার। ‘মোরেও এমনি পরাইতে হ’বে রতন ভূষণ রাজি!’—রবীন্দ্রনাথ ঠাকুর। ‘সেদিন এমনি বায়ু রহিয়া রহিয়া।’—রবীন্দ্রনাথ ঠাকুর। ২ এতই; এতাধিক।...