আলয়এনা

এনা

এনা

[ইদম্ শব্দের তৃতীয়া বিভক্তি রূপ ‘অনেন’ > বাংলা এন হেন (দ্রষ্টব্য); প্রাদেশিক— এনা] অব্যয়, এইরূপ; এমন; হেন। ‘বনমালা গলে দোলে ভাল, এনা বেশ কোন দেশে ছিল।’—চণ্ডীদাস।এই। ‘এনা একফুট পানী।’—শ্রীকৃষ্ণ কীর্তন।[প্রাদেশিক] সর্বনাম, ইনি। এনার = ইঁহার। বহুবচন এনাদের, এনাকে = ইঁহাকে। বহুববচন এনাদেরকে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র