একরাশ

একরাশ— বিশেষ্য, বিশেষণ, ঢের; বহু; স্তূপাকার। এককাঁড়ি, একগাদা, একরাশ।

একরূপ

একরূপ বিশেষণ, সদৃশ; সমরূপ; তুল্যরূপ। বিশেষ্য, এক প্রকার; এক ধরণ।

একরূপে

একরূপে ক্রিয়া-বিশেষণ, একপ্রকারে; এক ধরণে।

একরোকে

একরোকে ক্রিয়া-বিশেষণ, একদিক্; একমুখে। ২ এককালে। ৩ এক কিস্তিতে।

একরোখা

১. একরোখা১ বিশেষণ, ক্রুদ্ধস্বভাব; রূক্ষপ্রকৃতি। ২ বদ্রাগী; রগচটা। ২. একরোখা২ একদিকে বা পিঠে সোজা বুনানের যে বস্ত্রাদির সম্মুখ ভাগে চিক্কণ বুনন ও পশ্চাৎ...

একল

একল বিশেষণ, একলা; একাকী; নিঃসঙ্গ। ২ অসহায়। ৩ যিনি অন্যের সাহায্য ভিন্ন এমন কি যন্ত্রাদির সাহায্য না লইয়াও কেবল গান দ্বারা লোকের মনোরঞ্জন...

একলব্য

একলব্য বিশেষ্য, নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র। অদ্বিতীয় ধানুকী এবং আদর্শ গুরুভক্ত। ইনি দ্রোণাচার্য্যের নিকট অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য গমন করলে, নীচজাতি বলে আচার্য কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে...

একলসাড়িয়া

একলসাড়িয়া বিশেষণ, যে একলা থাকতে ভালবাসে। ২ স্বার্থপর। ৩ অনন্য সংস্রব; যে একলা থাকতে ভালবাসে। ৪ যে অপরকে ভাগ দিতে চায় না; আপ্তগরজী;...

একলসেঁড়ে

একলসেঁড়ে বিশেষণ, যে একলা থাকতে ভালবাসে। ২ স্বার্থপর। ৩ অনন্য সংস্রব; যে একলা থাকতে ভালবাসে। ৪ যে অপরকে ভাগ দিতে চায় না; আপ্তগরজী;...

একলা

একলা বিশেষণ, অসহায়; একক। ২ এক ।

একলা-দুকলা

একলা-দুকলা বিশেষ্য, কখন একাকী কখন দু’জনে; নিঃসঙ্গ।

একলা-দোকলা

একলা-দোকলা বিশেষ্য, কখন একাকী কখন দু’জনে; নিঃসঙ্গ।

একলাই

একলাই বিশেষ্য, কাজ করা শাদা চাদর; শাদা ফুলকাটা উড়ানী।

একলি

একলি বিশেষণ, একাকী; একাকিনী।

একলিঙ্গ

একলিঙ্গ বিশেষ্য, যে স্থানে পঞ্চ ক্রোশের মধ্যে একমাত্র শিবলিঙ্গ আছে। ২ শিবলিঙ্গবিশেষ। ৩ বিশেষ্য, একচক্ষু; কাণা। ৪ বিশেষ্য, কুবের।

একলে

একলে বিশেষণ, একেলা; একাকী। ‘বসিয়া বিরলে, থাকয়ে একলে।’ —চণ্ডীদাস।

একলেডা

একলেডা বিশেষণ, একখানি লেড্ দিয়া পংক্তি পৃথক্ করিয়া ছাপান। ‘তবে যদি প্রবন্ধগুলিকে একলেডা করিয়া বর্জ্জাইসে ছাপা হয়।’—আ৽ শক্তি, ১৩৩৪।

একলেপ্‌চো

একলেপ্‌চো বিশেষ্য, একলাগ বা লাগাও। ‘এ যেন একল্যাপ্চো দেখাচ্চে।’—কেদার বন্দ্যোপাধ্যায়।

একল্যাপ্‌চো

একল্যাপ্‌চো বিশেষ্য, একলাগ বা লাগাও। ‘এ যেন একল্যাপ্চো দেখাচ্চে।’—কেদার বন্দ্যোপাধ্যায়।

একশফ

একশফ বিশেষ্য, অখণ্ডিত-খুরযুক্ত পশু; অশ্বাদি একখুরে জন্তু।

একশরণ

একশরণ বিশেষ্য, একমাত্র আশ্রয়। ২ বিশেষণ, একশরণ বিশিষ্ট।

একশা

একশা বিশেষণ, একত্র; মিলিত; মিশ্রিত। ২ একাকার।

একশিরা

একশিরা বিশেষ্য, মুষ্কবৃদ্ধি রোগ; যে রোগে মুষ্কের একদিকের শিরা স্থূল ও অণ্ডবৃদ্ধি হয়।

একশিলা

একশিলা বিশেষণ, সমুদয় একখানি মাত্র প্রস্তরে উৎপন্ন; অখণ্ড পাষাণময়। ‘আর একটী পাহাড় দেখিলাম, সেটী একশিরা।’—সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।

একশৃঙ্গ

একশৃঙ্গ বিশেষ্য, একশিংবিশিষ্ট পশু; গণ্ডার। ২ বিষ্ণু ।

একশেষ

একশেষ বিশেষ্য, দ্বন্দ্ব সমাসবিশেষ; এক বিভক্তিযুক্ত হলে সদৃশ দুই বা বহু পদের একমাত্র অবশিষ্ট থাকে, তখন সেই পদে দ্বিবচন বা বহুবচন যুক্ত হয়ে...

একষষ্ট

একষষ্ট বিশেষণ, ৬১ সংখ্যক। স্ত্রীলিঙ্গ, একষষ্টী।

একষষ্টি

একষষ্টি বিশেষ্য, একষট্টি; ৬১। ২ বিশেষণ, ৬১ সংখ্যক।

একষষ্টিতম

একষষ্টিতম বিশেষণ, ৬১ সংখ্যক।

একসপ্ততি

একসপ্ততি বিশেষ্য, বিশেষণ, একাত্তর; ৭১ সংখ্যা বা সংখ্যক।

একসপ্ততিতম

একসপ্ততিতম বিশেষণ, ৭১ সংখ্যক।

একসরি

একসরি বিশেষণ, একাকিনী; একলা। ‘কী হমে সাঁঝক একসরি তারা।’—বিদ্যাপতি। ‘একসরি যাইতে যমুনা তীর। অলখিতে আওল শ্যাম শরীর’—চণ্ডীদাস।

একসরী

একসরী বিশেষণ, একাকিনী; একলা। ‘কী হমে সাঁঝক একসরি তারা।’—বিদ্যাপতি। ‘একসরি যাইতে যমুনা তীর। অলখিতে আওল শ্যাম শরীর’—চণ্ডীদাস।

একসা

একসা বিশেষণ, একত্র; মিলিত; মিশ্রিত। ২ একাকার।

একসূত্র

একসূত্র বিশেষণ, এক নিদানজাত। ২ একসূতার। ৩ বিশেষ্য, একতার। ৪ ডমরু।

একহায়ন

একহায়ন বিশেষণ, যার বর্ষমাত্র বয়স। স্ত্রীলিঙ্গ, একহায়নী।

একহায়নী

একহায়নী বিশেষ্য, স্ত্রীলিঙ্গ, একবছর বয়স যার; এক বৎসরের বাছুর।

একহারা

একহারা বিশেষণ, কৃশ; কাহিল; ছিপ্‌ছিপে। ‘যেমন ডেপুটী বাবু একহারা চেহারা।’—হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ‘একহারা তার দেহ।’ —দ্বিজেন্দ্রলাল রায়।

একহৃদয়

একহৃদয় বিশেষণ, অভিন্নহৃদয়; একাত্মা। স্ত্রীলিঙ্গ, একহৃদয়া।

একা

একা বিশেষণ, নিঃসঙ্গ; অদ্বিতীয়; একক; একলা। ‘একা যাব বর্দ্ধমান করিয়া যতন।’—অন্নদা মঙ্গল। ২ ক্রিয়া-বিশেষণ, নির্জনে। ‘একা একা থাকে, একা একা চিন্তা করে নিজ...

এঁকা

এঁকা— বিশেষ্য, জলসেচনের জন্য ডোঙ্গা কলের মাথার উপর আড় ভাবে ন্যস্ত বাঁশ।

একা রামে রক্ষা নাই সুগ্রীব তার মিতা

একা রামে রক্ষা নাই সুগ্রীব তার মিতা যখন মন্দলোকের সহিত মন্দলোকের, অত্যাচারীর সহিত অত্যাচারীর, দুর্দান্তের সহিত দুর্দান্তের সহযোগিতা হয়, তখন লোকে এই বিদ্রূপোক্তি...

একাই

একাই বিশেষ্য, স্বর্ণকারের নেহাইবিশেষ। এই নেহাইএর মাথার দুই পার্শ্ব ক্রমশঃ সরু; anvil.

একাএক

একাএক অব্যয়, একদম; সোজা; বরাবর।

একাএকী

একাএকী বিশেষণ, যার সঙ্গে কেহ নাই; নিঃসঙ্গ; অনন্যসহায়; একক; একলা। ২ ক্রিয়া-বিশেষণ, নির্জনে। ৩ আপনা আপনি; একলা বা নিঃসঙ্গ হইয়া স্ত্রীলিঙ্গ, একাকিনী—...

একাকার

একাকার বিশেষণ, তুল্যাকৃতি; সমাবয়ব; এক সমান। ‘ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে।’

একাকী

একাকী বিশেষণ, যার সঙ্গে কেহ নাই; নিঃসঙ্গ; অনন্যসহায়; একক; একলা। ২ ক্রিয়া-বিশেষণ, নির্জনে। ৩ আপনা আপনি; একলা বা নিঃসঙ্গ হইয়া স্ত্রীলিঙ্গ, একাকিনী—...

একাক্রমে

একাক্রমে —একাদিক্রম দ্রষ্টব্য।

একাক্ষ

একাক্ষ বিশেষ্য, কাক ২ বিশেষণ, একচক্ষু বিহীন; কাণ; কাণা। ৩ বিশেষ্য, মহিষাসুরের অন্যতম মন্ত্রী। ৪ দানববিশেষ।

একাক্ষরকোষ

একাক্ষরকোষ বিশেষ্য, পুরুষোত্তম দেব কর্তৃক ৩২টি শ্লোকে রচিত অ হইতে অঃ পর্যন্ত যাবতীয় স্বরবর্ণের অর্থপুস্তক বা অভিধান ।

একাগ্র

একাগ্র বিশেষণ, এক বিষয়ে আসক্ত; অনন্য মনাঃ; একনিষ্ঠ। ২ অব্যাকুল; অনাকুল।

একাগ্রচিত্ত

একাগ্রচিত্ত বিশেষণ, এক বিষয়ে নিবিষ্ট মন, অনন্যমনাঃ; একনিষ্ঠ।

একাগ্রতা

একাগ্রতা বিশেষ্য, একবিষয়ে ঐকান্তিক অনুরাগ; অনন্যবিষয়াসক্তি; অনন্যচিত্ততা। ২ অত্যনুরাগ; অত্যাসক্তি; নিবিষ্টচিত্ততা।

একাঘ্নী

একাঘ্নী বিশেষ্য, লক্ষিত এক পুরুষঘাতিনী; অব্যর্থ মহা অস্ত্রবিশেষ ‘যবে কর্ণ কালপৃষ্ঠধারী এড়িলা একাঘ্নী বাণ রক্ষিতে কৌরবে।’—মেঘনাদ বধ, মাইকেল মধুসূদন দত্ত।

একাঙ্গ

একাঙ্গ বিশেষ্য, শ্রেষ্ঠাঙ্গ; উত্তমাঙ্গ; মস্তক। ২ দেহের একটি অবয়ব। ৩ একাংশ; একদেশ। ৪ বুধগ্রহ। ৫ চন্দন।

একাট্টা

একাট্টা বিশেষণ, একত্র; সংহত; সংঘবদ্ধ; সমবেত। একস্থানে জড়। ২ এককাট্টা (দ্রষ্টব্য)।

একাণ্ড

একাণ্ড বিশেষ্য, অশ্ব।

একাত্তর

একাত্তর বিশেষ্য, বিশেষণ, ৭১ এই সংখ্যা বা সংখ্যক।

একাত্ম

একাত্ম বিশেষণ, অখণ্ডাত্মা; অদ্বয়; একপ্রাণ; অভিন্ন হৃদয়। বিশেষ্য, একাত্মতা।

একাত্মবাদী

একাত্মবাদী বিশেষণ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বা ব্রহ্ম ছাড়া আর কিছুই নেই। বেদান্তর এই মত অবলম্বন কারী; এক আত্মরূপী; ব্রহ্ম স্বীকারকারী; বৈদান্তিক। ২...

একাত্মা

একাত্মা বিশেষণ, অভিন্নহৃদয়; একপ্রাণ। ২ অভিন্নদেহ।

একাদশ

একাদশ বিশেষ্য, ১১ এই সংখ্যা। ২ বিশেষণ, একাধিক দশসংখ্যক; একাদশ সংখ্যার পূরক ।

একাদশ ইন্দ্রিয়

একাদশ ইন্দ্রিয় (বাক্, পানি, পাদ, পায়ূ, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসা, জিহ্বা, ত্বক্ ও মন) সংযমন।

একাদশ-বৃহস্পতি

একাদশ-বৃহস্পতি —জন্ম লগ্ন হতে একাদশ স্থানে বৃহস্পতি থাকলে তাকে একাদশ বৃহস্পতি বলে।

একাদশতনু

একাদশতনু বিশেষ্য, শিব।

একাদশতম

একাদশতম বিশেষ্য, ১১ সংখ্যক।

একাদশরুদ্র

একাদশরুদ্র বিশেষ্য, একাদশতনু (দ্রষ্টব্য)।

একাদশী

একাদশী বিশেষ্য, তিথিবিশেষ। ইহা দ্বিবিধ—শুক্লা ও কৃষ্ণা। যে সময়ে সূর্যের দৃষ্টি হতে চন্দ্রের একাদশকলা বহির্গত হয়ে যায়, সেই সময় শুক্লা একাদশী এবং যখন...

একাদিক্রম

একাদিক্রম বিশেষ্য, অনুক্রম; এক লাগাড়। ২ বিশেষণ, আনুপূর্বিক। ক্রিয়া-বিশেষণ, একাদিক্রমে আনুক্রমিক; আনুপূর্বিক; ক্রমাগত; একাক্রমে।

একাদোকা

একাদোকা বিশেষণ, একাকী; নিঃসঙ্গ।

একাধার

একাধার বিশেষ্য, এক পাত্র; একাশ্রয়; সমক্ষেত্র। প্রয়োগ— একাধারে এমন বিবিধ গুণের সমাবেশ অল্পই দেখা যায়।

একাধিক

একাধিক বিশেষণ, একের অধিক; দুই হতে ঊর্ধসংখ্যক।

একাধিপতি

একাধিপতি বিশেষ্য, একমাত্র প্রভু; সর্বোচ্চশাসনকর্তা; রাজা। ২ বিশেষণ, সর্বেসর্বা।

একাধিপত্য

একাধিপত্য বিশেষ্য, অধিরাজ্য; অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার পরিচালন; শ্রেষ্ঠাধিকার। ২ সর্বেসর্বা হয়ে কার্যকরণ; একাশ্রয় ব্যক্তির প্রভুত্ব।

একানড়িয়া

একানড়িয়া বিশেষণ, একপদবিশিষ্ট; এক ঠেঙ্গ্যে; খোঁড়া। ২ বিশেষ্য, এক পেয়ে ভূত; খোঁড়া মানুষ।

একানড়ে

একানড়ে বিশেষণ, একপদবিশিষ্ট; এক ঠেঙ্গ্যে; খোঁড়া। ২ বিশেষ্য, এক পেয়ে ভূত; খোঁড়া মানুষ।

একানব্বই

একানব্বই —একনব্বই দ্রষ্টব্য।

একানব্বুই

একানব্বুই বিশেষ্য, বিশেষণ, ৯১ সংখ্যা বা সংখ্যক।

একানাড়্য

একানাড়্য বিশেষণ, একপদবিশিষ্ট; এক ঠেঙ্গ্যে; খোঁড়া। ২ বিশেষ্য, এক পেয়ে ভূত; খোঁড়া মানুষ।

একানিয়া

একানিয়া বিশেষণ, একাকী; অনন্যসঙ্গ।

একানে

একানে বিশেষণ, একাকী; অনন্যসঙ্গ।

একান্ত

একান্ত বিশেষণ, নিতান্ত। ২ অবধারিত। ৩ একের অবধারণ। ৪ নির্জন; বিরল। ‘চাহি শচী পানে—কহিলেন শচীকান্ত মধুর বচনে— একান্তে।’—মেঘনাদ বধ, মাইকেল মধুসূদন দত্ত। ৫...

একান্তচারী

একান্তচারী বিশেষণ, যে নির্জনে ভ্রমন করে। ২ অতি ভ্রমনকারী।

একান্তপক্ষে

একান্তপক্ষে অব্যয়, নিতান্তই যদি।

একান্তর

একান্তর বিশেষ্য, একজনের ব্যবধান। ২ বিশেষণ, যে একজনের পর থাকে; একজনের পরস্থিত alternate. বিশেষণ, একান্তরিত।

একান্তর জরিপ

একান্তর জরিপ বিশেষ্য, মৌজার সমস্ত জমির জরিপ।

একান্তরাঘব

একান্তরাঘব বিশেষ্য, সেতুবন্ধের শিবলিঙ্গবিশেষ।

একান্তে

একান্তে ক্রিয়া-বিশেষণ, নির্জনে। ২ একধারে। ৩ নিতান্ত পক্ষে।

একান্ন

১. একান্ন১ পান্না = এক পান্ন = (প লোপ একান্ন। —ভাষাতত্ত্ব। তুলনামূলক হিন্দি একায়ন] বিশেষ্য, বিশেষণ, ৫১ সংখ্যা বা সংখ্যক। ২. একান্ন২ বিশেষণ,...

একান্নত্ব

একান্নত্ব বিশেষ্য, এক পরিবারকনিবিষ্ট; একান্নবর্তী।

একান্নপদ

একান্নপদ বিশেষ্য, বৈষ্ণব কবি গোবিন্দ দাস কর্তৃক ব্রজভাষায় লিখিত একান্নটি পদযুক্ত রাধাকৃষ্ণ-লীলাত্মক পুস্তিকা।

একান্নবর্ত্তিতা

একান্নবর্ত্তিতা বিশেষ্য, এক পরিবারকনিবিষ্ট; একান্নবর্তী।

একান্নবর্ত্তী

একান্নবর্ত্তী বিশেষণ, এক যৌথ পরিবারভুক্ত; একসংসারভুক্ত; একান্নভুক্ত।

একান্নবর্ত্তী-পরিবার

একান্নবর্ত্তী-পরিবার —যে সংসারে সকলে এক ব্যক্তির বা উপার্জনশীল সকলের মিলিত অন্নে পালিত হয়; যৌথ পরিবার joint-family.

একান্নভুক্ত

একান্নভুক্ত বিশেষ্য, এক পরিবারকনিবিষ্ট; একান্নবর্তী।

একান্নভোজী

একান্নভোজী বিশেষণ, এক বা সমান বা একত্র অন্নগ্রহণকারী। ২ যে দিনে একবার আহার করে; একাহারী। > স্ত্রীলিঙ্গ, একান্নভোজিনী।

একাবয়ব

একাবয়ব বিশেষণ, অভিন্নাঙ্গ। ২ একাকৃতি। ৩ একপ্রকার।

একাবলী

একাবলী বিশেষ্য, একনরী; একনর হার বা মাল্য। ২ একাদশাক্ষরাবৃত্তি পয়ার অপেক্ষা ন্যূন অক্ষরে রচিত ছন্দোবিশেষ; এর যতি সাধারণঃ ষষ্ঠ এবং ক্বচিৎ সপ্তম অক্ষরের...

একাবলী-কোষ

একাবলী-কোষ—বিশেষ্য, পুরুষোত্তম দেব কর্তৃক ৫৪ শ্লোকে রচিত অভিধান, যাতে ক হতে ক্ষ পর্যন্ত চৌত্রিশটি বর্ণের প্রত্যেক বর্ণে শুদ্ধ এক এক স্বরবর্ণ যোগে তার অর্থ...

একাভিসন্ধি

একাভিসন্ধি বিশেষণ, যার অভিপ্রায় অপরিবর্তনীয়। ২ বিশেষ্য, অভিন্ন উদ্দেশ্য।