আলয়একশেষ

একশেষ

একশেষ

[এক—শেষ (অবশিষ্ট) যাতে— বহুব্রীহি] বিশেষ্য, দ্বন্দ্ব সমাসবিশেষ; এক বিভক্তিযুক্ত হলে সদৃশ দুই বা বহু পদের একমাত্র অবশিষ্ট থাকে, তখন সেই পদে দ্বিবচন বা বহুবচন যুক্ত হয়ে যে সমাস হয়।বিশেষণ, অতিশয়।চরম; চূড়ান্ত। ‘আর্ত্তের সেবা করিলে, তাহার মুখমণ্ডলে, একটু স্বচ্ছন্দতার সহিত কৃতজ্ঞতার যে অপূর্ব্ব জ্যোতি খেলিতে থাকে, তাহা সৌন্দর্য্যের একশেষ।’—সনাতনী।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র