আলয়ইনিয়ে-বিনিয়ে

ইনিয়ে-বিনিয়ে

ইনিয়ে-বিনিয়ে/ [ইনাইয়া-বিনা- ইয়া সংক্ষেপণ—ব্যাপক অর্থে বিনাইয়ার সহচর শব্দ (বিনান দ্রষ্টব্য)] ক্রিয়া-বিশেষণ, নানা বাক্যে; নানা প্রকারে বা বিস্তারিত ভাবে বর্ণনা করে; ঘুরিয়ে ফিরিয়ে। প্রয়োগ— সে যে ইনিয়ে-বিনিয়ে কত কি বল্লে। আর ইনিয়ে বিনিয়ে বলতে হবে না সোজা বলে ফেল না।২ কাঁদুনি গাইতে গাইতে। ৩ [অনুনয়-বিনয় >] অনুনয়-বিনয় করে। প্রয়োগ— ইনিয়ে-বিনিয়ে বল্লে যদি তার কথা শোনে। ইনিয়ে-বিনিয়ে ক্রি-বিণ. নানারকমে পল্লবিত করে বা বাড়িয়ে; অনুনয়বিনয় সহকারে। [দেশি]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র