অগভীর বিশেষণ, গভীর নহে; চটান। ২ অল্পগভীর; বেশী নীচা বা নাবাল নহে। ৩ অল্প ভাসা ভাসা; অপ্রগাঢ় (জ্ঞান বুদ্ধি পক্ষে)। ৪ অগভীর (স্বভাব প্রকৃতি পক্ষে)। স্ত্রীলিঙ্গ, অগভীরা।
অগভীর agabhīra বিশেষণ, ১ গভীর নয় এমন; ২ অল্প গভীর; ৩ (জ্ঞানবিদ্যাদি সম্পর্কে) ভাসাভাসা, সামান্য (শাস্ত্রাদিতে তাঁর জ্ঞান বড়ই অগভীর)। [সংস্কৃত ন+গভীর]।