ইন্দ্রিয়গ্রাহ্য

ইন্দ্রিয়গ্রাহ্য/ বিণ ইন্দ্রিয়দ্বারা যা গ্রহণ করিতে পারা যায়; ইন্দ্রিয়গোচর। ইন্দ্রিয়গ্রাহ্য বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ।

ইন্দ্রিয়ঘাত

ইন্দ্রিয়ঘাত/ বিশেষ্য, ইন্দ্রিয়ের ধ্বংস; ইন্দ্রিয়ের শক্তি লোপ।

ইন্দ্রিয়জয়

ইন্দ্রিয়জয়/ বি. ইন্দ্রিয়কে স্ববশে রাখা বা উচ্ছৃঙ্খল হতে না দেওয়া, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা; লালসা-কামনা জয় করা। ইন্দ্রিয়জয় বিশেষ্য, ইন্দ্রিয় বশ; ইন্দ্রিয় নিগ্রহ; ইন্দ্রিয় সংযম।

ইন্দ্রিয়জয়ী

ইন্দ্রিয়জয়ী/ বিশেষণ, জিতেন্দ্রিয়।

ইন্দ্রিয়জ্ঞান

ইন্দ্রিয়জ্ঞান/ -প্রত্যক্ষ জ্ঞান।

ইন্দ্রিয়তৃপ্তি

ইন্দ্রিয়তৃপ্তি/ বিশেষ্য, ইন্দ্রিয় সেবায় পরিতুষ্টি; ইন্দ্রিয় সুখ। ২ সম্ভোগ।

ইন্দ্রিয়দমন

ইন্দ্রিয়দমন/ বি. ইন্দ্রিয়কে স্ববশে রাখা বা উচ্ছৃঙ্খল হতে না দেওয়া, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা; লালসা-কামনা জয় করা। ইন্দ্রিয়দমন বিশেষ্য, ইন্দ্রিয়কে বশীভূত করণ; ইন্দ্রিয়সংযম; ইন্দ্রিয় নিগ্রহ।

ইন্দ্রিয়দোষ

ইন্দ্রিয়দোষ/ বি. কামপ্রবৃত্তির প্রাবল্য; লাম্পট্য। ইন্দ্রিয়দোষ বিশেষ্য, ইন্দ্রিয়ের উচ্ছৃঙ্খলতা; স্ত্রী সম্ভোগ বিষয়ে যথেচ্ছাচার; লাম্পট্য।

ইন্দ্রিয়নিগ্রহ

ইন্দ্রিয়নিগ্রহ/ বি. ইন্দ্রিয়ের সংযম। ইন্দ্রিয়নিগ্রহ বিশেষ্য, ইন্দ্রিয়দমন; ইন্দ্রিয়ের বশীকরণ; ইন্দ্রিয় সংযম। ২ স্ব স্ব বিষয় হতে ইন্দ্রিয়গণকে প্রত্যাবর্তন করা।

ইন্দ্রিয়নিরোধ

ইন্দ্রিয়নিরোধ/ বিশেষ্য, ইন্দ্রিয়ের ক্রিয়ারোধ; ইন্দ্রিয়চেষ্টা-রাহিত্য।

ইন্দ্রিয়পর

ইন্দ্রিয়পর/ বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তৎপর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি ইন্দ্রিয়পরতা, ইন্দ্রিয়পরবশতা, ইন্দ্রিয়পরায়ণতা ইন্দ্রিয়বৃত্তি। ইন্দ্রিয়পর বিশেষণ, ইন্দ্রিয়ের বশীভূত; ইন্দ্রিয় সেবারত।

ইন্দ্রিয়পরতন্ত্র

ইন্দ্রিয়পরতন্ত্র/ বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তৎপর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি ইন্দ্রিয়পরতা, ইন্দ্রিয়পরবশতা, ইন্দ্রিয়পরায়ণতা ইন্দ্রিয়বৃত্তি। ইন্দ্রিয়পরতন্ত্র বিশেষণ, ইন্দ্রিয়ের বশীভূত; ইন্দ্রিয় সেবারত।

ইন্দ্রিয়পরতা

ইন্দ্রিয়পরতা/ বি. ইন্দ্রিয়ের শক্তি বা ক্রিয়া।

ইন্দ্রিয়পরবশ

ইন্দ্রিয়পরবশ/ বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তৎপর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি ইন্দ্রিয়পরতা, ইন্দ্রিয়পরবশতা, ইন্দ্রিয়পরায়ণতা ইন্দ্রিয়বৃত্তি। ইন্দ্রিয়পরবশ বিশেষণ, ইন্দ্রিয়ের বশীভূত; ইন্দ্রিয় সেবারত।

ইন্দ্রিয়পরবশতা

ইন্দ্রিয়পরবশতা/ বি. ইন্দ্রিয়ের শক্তি বা ক্রিয়া। ইন্দ্রিয়পরবশতা বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তৎপর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি ইন্দ্রিয়পরতা, ইন্দ্রিয়পরবশতা, ইন্দ্রিয়পরায়ণতা ইন্দ্রিয়বৃত্তি।

ইন্দ্রিয়পরায়ণ

ইন্দ্রিয়পরায়ণ/ বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তৎপর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি ইন্দ্রিয়পরতা, ইন্দ্রিয়পরবশতা, ইন্দ্রিয়পরায়ণতা ইন্দ্রিয়বৃত্তি। ইন্দ্রিয়পরায়ণ বিশেষণ, ইন্দ্রিয় সেবায় তৎপর; ইন্দ্রিয়সেবী; ভোগ সুখে আসক্ত; অতিরিক্ত...

ইন্দ্রিয়পরায়ণতা

ইন্দ্রিয়পরায়ণতা/ বি. ইন্দ্রিয়ের শক্তি বা ক্রিয়া।

ইন্দ্রিয়পরিতৃপ্তি

ইন্দ্রিয়পরিতৃপ্তি/ বিশেষ্য, ইন্দ্রিয় সেবায় পরিতুষ্টি; ইন্দ্রিয় সুখ। ২ সম্ভোগ।

ইন্দ্রিয়বশ

ইন্দ্রিয়বশ/ বিশেষণ, ইন্দ্রিয়ের অধীন; অজিতেন্দ্রিয়।

ইন্দ্রিয়বিষয়

ইন্দ্রিয়বিষয়/ বিশেষণ, ইন্দ্রিয়গোচর; ইন্দ্রিয়- গ্রাহ্য।

ইন্দ্রিয়বৃত্তি

ইন্দ্রিয়বৃত্তি/ বি. ইন্দ্রিয়ের শক্তি বা ক্রিয়া। ইন্দ্রিয়বৃত্তি বিশেষ্য, ইন্দ্রিয়ের ব্যাপার; দর্শন-শ্রবণাদি ক্রিয়া। ২ ইন্দ্রিয়ের শক্তি।

ইন্দ্রিয়মুগ্ধকর

ইন্দ্রিয়মুগ্ধকর/ বিশেষণ, ইন্দ্রিয়ের মোহজনক।

ইন্দ্রিয়লালসা

ইন্দ্রিয়লালসা/ বিশেষ্য, ইন্দ্রিয় সুখের জন্য লোলুপতা, ইন্দ্রিয়লিপ্সা; কামুকতা।

ইন্দ্রিয়সংযম

ইন্দ্রিয়সংযম/ বি. ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণে রাখা। ইন্দ্রিয়সংযম বিশেষ্য, জিতেন্দ্রিয়তা; ইন্দ্রিয়দমন; ইন্দ্রিয় জয়; ইন্দ্রিয় নিগ্রহ।

ইন্দ্রিয়সুখ

ইন্দ্রিয়সুখ/ বি. ১ ইন্দ্রিয়সমূহের পক্ষে সুখকর বস্তু অর্থাৎ শব্দ ঘ্রাণ শোভা ইত্যাদি; ২ (শিথিল অর্থে) কামবাসনার চরিতার্থতা।

ইন্দ্রিয়সেবক

ইন্দ্রিয়সেবক/ বিশেষণ, ইন্দ্রিয় পরায়ণ।

ইন্দ্রিয়সেবা

ইন্দ্রিয়সেবা/ বি. ইন্দ্রিয়সমূহের সুখবিধান; ভোগবিলাস; কামবাসনার তৃপ্তিসাধন; লাপ্পট্য। ইন্দ্রিয়সেবা বিশেষ্য, ইন্দ্রিয়ের সেবা; ইন্দ্রিয়ের তৃপ্তি সম্পাদন; বিষয় সম্ভোগ।

ইন্দ্রিয়সেবী

ইন্দ্রিয়সেবী/ -(বিন্) বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তৎপর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি ইন্দ্রিয়পরতা, ইন্দ্রিয়পরবশতা, ইন্দ্রিয়পরায়ণতা ইন্দ্রিয়বৃত্তি।  ইন্দ্রিয়সেবী বিশেষণ, যে ইন্দ্রিয়ের সেবা করে; ভোগসুখে আসক্ত; ইন্দ্রিয়পরায়ণ।

ইন্দ্রিয়ায়তন

ইন্দ্রিয়ায়তন/ বিশেষ্য, ইন্দ্রিয়ের আধার; শরীর; দেহ।

ইন্দ্রিয়ার্থ

ইন্দ্রিয়ার্থ/ বিশেষ্য, রূপ, রসাদি ইন্দ্রিয়ভোগ্যবস্তু।

ইন্ধন

ইন্ধন/ বিশেষ্য, জ্বালানিকাষ্ঠ। ২ উদ্দীপন। ৩ তক্তা; কাষ্ঠ। ‘ইন্ধন অভেদ ঘোড় ঘুড়িল যতনে।’ —ধর্ম্মমঙ্গল, ঘনরাম চক্রবর্ত্তী। ইন্ধন বি. ১ আগুন জ্বালবান উপকরণ;...

ইন্নি

ইন্নি/ অব্যয়,  এদিকে। ইন্নি-বিন্নি = এদিকে ওদিকে। (তুলনামূলক এত্তি-উত্তি)। ‘ইন্নি কাটে বিন্নি কাটে রক্ত পড়ে ধারে।’—মাণিকচন্দ্র রাজার গান।

ইন্‌পেক্টর

ইন্‌পেক্টর/ বিশেষ্য, পরিদর্শক; তত্ত্বাবধায়ক।

ইন্‌ভাইস

ইন্‌ভাইস/ বিশেষ্য, চালান; রপ্তানি মালের বিবরণ-পত্র। যে সকল মাল জাহাজে আমদানি হয়, বিদেশীয় মহাজনেরা সেই মালের সঙ্গে যে বিবরণ সম্বলিত কাগজ পাঠান।

ইন্সলভেন্ট

ইন্সলভেন্ট/ বিশেষণ, ঋণ পরিশোধ করতে অসমর্থ বলে আদালত কর্তৃক গ্রাহ্য; দেউলিয়া।

ইন্সাফ

ইন্সাফ/ বিশেষ্য, সুবিচার; ন্যায় বিচার।

ইফতার

ইফতার/ বি. (মুস.) সারাদিন রোজা করার পর প্রথম যে খাদ্য গ্রহণ করা হয়। ।

ইব

ইব/ অব্যয়, তুল্য; সদৃশ। ২ ঈষৎ। ৩ উৎপ্রেক্ষা। ৪ নিয়োগ। ৫ অবধারণ। ৬ বাক্যালঙ্কার। ৭ ক্রিয়া-বিভক্তি। যথা—করিব, যাইব ইত্যাদি ।

ইবনে

ইবনে/ বিশেষ্য, পুত্র। ‘ইবনে দুর্গাপ্রসাদ চক্রবর্ত্তী সুচরিতেষু।’

ইবা

ইবা/ সর্বনাম, এই; ইহা। ‘ইবা শিশু ইহার করিবে কোন কর্ম্ম।’—দুর্গামঙ্গল। ২ অব্যয়,  যদি, অপি, সত্যই, তাহাই ইত্যাদি ভাববোধক। প্রয়োগ— নাইবা গেল, হলইবা, যদিইবা...

ইবাদত

ইবাদত/ বি. (মুস.) প্রার্থনা, উপাসনা (ইবাদতখানা)। ।

ইবে

ইবে/ ক্রিয়া-বিশেষণ, এখন। ‘ইবে অভাগিনী হইলাম হেন প্রায় বাসি।’—চৈতন্যভাগবত। ‘ইবে সে জানিল তুমি যত বড় গুণি।’—রামায়ণ (কৃত্তিবাস)। ২ ক্রিয়া বিভক্তি। যথা—করিবে, খাইবে, যাইবে।

ইবেশ

ইবেশ/ বিশেষ্য, এই বেশ; এরূপ বেশ; এই পোষাক বা পরিচ্ছদ। ‘দিগম্বরী বেশ ধর ইবেশ ছাড়িয়া।’—দুর্গামঙ্গল। ২ ইত্যাকার।

ইব্রানী

ইব্রানী/ বিশেষণ, ইহুদী জাতীয় বা সম্বন্ধীয়; হিব্রু।

ইব্রিয়

ইব্রিয়/ বিশেষণ, ইহুদী জাতীয় বা সম্বন্ধীয়; হিব্রু।

ইব্রীয়

ইব্রীয়/ বিশেষণ, ইহুদী জাতীয় বা সম্বন্ধীয়; হিব্রু।

ইমন

ইমন/ বিশেষ্য, স্বরমিলন। ২ রাগিণী বিশেষ।  ইমন বি. সংগীতের রাত্রিকালীন রাগবিশেষ। ।

ইমনকল্যাণ

ইমনকল্যাণ/ বি. রাত্রিকালীন মিশ্ররাগবিশেষ। ইমনকল্যাণ বিশেষ্য, ইমন্ ও কল্যাণ যোগে উৎপন্ন মিশ্র রাগিণী।

ইমনকেদার

ইমনকেদার/ বি. ইমন ও কেদার বা কেদারা রাগের মিশ্র রূপ।

ইমনকেদারা

ইমনকেদারা/ বিশেষ্য, ইমন ও কেদারা যোগে উৎপন্ন মিশ্র রাগিণী।

ইমনভূপালি

ইমনভূপালি/ বি. ইমন ও ভূপালি এই দুই রাগের মিশ্র রূপ।

ইমলি

ইমলি/ বি. তেঁতুল। ।

ইমসন

ইমসন/ বিশেষ্য, এই বৎসর।

ইমসাল

ইমসাল/ বিশেষ্য, এই বৎসর।

ইমান

ইমান/ ঈমান বিশেষ্য, ধর্ম; বিশ্বাস। ‘আল্লাহ্ তা’লা ব্যতীত কেহ একদণ্ডের (আরাধনার) যোগ্য নয় ও মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহর শেষ নবী ও রাসূল...

ইমানদার

ইমানদার/ বিশেষণ, বিশ্বাসী; সাধু; ধার্ম্মিক। বিশেষ্য, ইমানদারী—বিশ্বাসের কার্য; বিশ্বস্ততা; সাধুতা; কৃতজ্ঞতা। ইমানদার বিণ. ১ ধার্মিক; ২ সাধুস্বভাবসম্পন্ন; ৩ বিশ্বস্ত; ৪ বিবেকসম্পন্ন।

ইমানদারি

ইমানদারি/ বি. ধার্মিকতা; সাধুতা; বিশ্বস্ততা।

ইমানদারী

ইমানদারী/ বিশেষ্য, বিশ্বাসের কার্য; বিশ্বস্ততা; সাধুতা; কৃতজ্ঞতা। বিশেষণ, ইমানদার।

ইমাম

ইমাম/ বিশেষ্য, অগ্রদুত pioneer. । ইমাম বি. মুসলমানদের ধর্মনেতা বা ধর্মগুরু। ।

ইমামবাড়া

ইমামবাড়া/ বিশেষ্য, যে বাড়ীতে মুসলমানদিগের মহরমোৎসবের অর্থাৎ আলী এবং তাঁর পুত্রদ্বয় হাসন হোসেনের দেহান্তোৎসব হয় বা যথায় তাজিয়া বা গোমারা রক্ষিত হয় এবং...

ইমারত

ইমারত/ বিশেষ্য, পাকাবাড়ী; অট্টালিকা। ইমারত বি. পাকাবাড়ি, অট্টালিকা; বড় পাকাবাড়ি। ।

ইমারতি দোকান

ইমারতি দোকান/ - পাকা বাড়ি তৈরির জন্য লোহালক্কড় বা অন্য উপকরণ যে দোকানে বিক্রয় হয়।

ইয়ৎ

ইয়ৎ/ বিশেষণ, এতাবৎ; এত; এই পরিমাণ। স্ত্রীং ইয়তী

ইয়ত্তা

ইয়ত্তা/ বিশেষ্য, এতপরিমাণ; সংখ্যা; গণনা; অবধারণ। ‘অদৃষ্টপূর্ব ঐ সভা সম্যক্ নিরীক্ষণ করিয়াও দৃষ্টান্তদ্বারা নির্দ্দেশ বা ইয়ত্তা করা কোন ক্রমেই সম্ভাবিত নহে।’—মহাভারত (প্রতাপচন্দ্র রায়)।...

ইয়ত্তারহিত

ইয়ত্তারহিত/ বিশেষণ, অসংখ্য; অনন্ত। ২ পরিমাণ; সীমা।

ইয়া

ইয়া/ ইয়া১ আধুনিক বাংলা গদ্য সাহিত্যে ‘য়্যা’ এর রূপান্তর; ২৪ পরগণা অঞ্চলে বিশুদ্ধ (ে) একারে পরিণত। প্রয়োগ— (বিশেষ্যে) ছেল্যা = ছেলিয়া = ছেলে;...

ইয়াংকি

ইয়াংকি/ বি. (বিদ্রূপে বা ঈষৎ নিন্দায়) আমেরিকার লোক। ☐ বিণ. আমেরিকার অধিবাসীসংক্রান্ত (ইয়াঙ্কি কালচার)। ।

ইয়াকুত

ইয়াকুত/ বিশেষ্য, লাল মণি ruby. ইয়াকুত বি. চুনি বা রুবি। ।

ইয়াঙ্কি

ইয়াঙ্কি/ বি. (বিদ্রূপে বা ঈষৎ নিন্দায়) আমেরিকার লোক। ☐ বিণ. আমেরিকার অধিবাসীসংক্রান্ত (ইয়াঙ্কি কালচার)। ।

ইয়াদ

ইয়াদ/ বিশেষ্য, স্মরণ; ধারণা। ইয়াদ বি. স্মরণ, স্মৃতি; খেয়াল (ইয়াদ রেখো)। ।

ইয়াদদাস্ত

ইয়াদদাস্ত/ বিশেষ্য, স্মরণচিহ্ণ; স্মারকবস্তু; স্মারকলিপি memorandum.

ইয়াদীকির্দ্দ

ইয়াদীকির্দ্দ/ স্মরণ রাখিও; মনে থাকে যেন যে, ‘ইয়াদীকির্দ্দ সকল মঙ্গলালয় শ্রী গাছপার কোরর্ণের (Casper Gornet) ফিরিঙ্গী শুচরিতেষু লিখীতং * *,’ —দলিল, ২৮এ মে,...

ইয়ার

ইয়ার/ বি. ১ বন্ধু, বয়স্য, সঙ্গী; ২ ফাজিল লোক। । ~ কি, ইয়ার্কি বি. রসিকতা; ফাজলামি। ইয়ার১ সর্বনাম, ইহার (মৈয়মনসিংহ গীতিকা)। ইয়ার২ ...

ইয়ারকি

ইয়ারকি/ বিশেষ্য, হাস্য পরিহাস বা রসিকতা; যৌবনসুলভ রহস্যালাপ; অসার আমোদ আহ্লাদ; হাস্য কৌতুকাদি। ‘গল্পে এয়ার্কিতে মঠে ও মস্‌জিদে, তোমার সত্তা ভিন্ন সকল বাতিল...

ইয়ারবকশি

ইয়ারবকশি/ বি. রসিক বা রঙ্গপ্রিয় বন্ধু বা সঙ্গী; আড্ডার সঙ্গী।

ইয়ারবক্সী

ইয়ারবক্সী/ বিশেষ্য, বন্ধুবান্ধব; ইয়ার বন্ধু।

ইয়ারিং

ইয়ারিং/ বি. কানের বালাজাতীয় গয়নাবিশেষ। ।

ইয়ুনানী

ইয়ুনানী/ বিশেষণ, গ্রীস সম্বন্ধীয়; যাবনিক। ২ গ্রীক আয়ুর্বেদীয়। ‘যুনানী ঔষধালয়’। ৩ বিশেষ্য, আয়োনিয়ার অধিবাসী; গ্রীক; যবন। ‘চিরবীর্য্যবতী, বীরপ্রসবিতা, অনন্তযৌবনা যুনানীমণ্ডলী’ — হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

ইয়ে

ইয়ে/ বি. স্মরণ হয় না এই অবস্থায় অথবা বাঞ্ছিতভাব প্রকাশের উপযোগী শব্দ খুঁজে না পেলে ফাঁক পূরণের শব্দ। । ইয়ে, -এ অব্যয়,  কথার...

ইয়োরামেরিকা

ইয়োরামেরিকা/ বিশেষ্য, য়ুরোপ এবং আমেরিকা Euro-America. ‘এসিয়ার ইজ্জৎ ইয়োরামেরিকায় আর ইয়োরামেরিকার ইজ্জৎ এসিয়ায় ছড়াইতে * *,’— বিনয়কুমার সরকার।

ইয়োরোপীয়

ইয়োরোপীয়/ বিণ. ইয়োরোপের অধিবাসী সম্বন্ধীয়; ইয়োরোপে জাত (ইয়োরোপীয় সংস্কৃতি)। ☐ বি. ইয়োরোপের অধিবাসী (ইয়োরোপীয়দের ইতিহাস)। ।