আলয়ইয়ারকি

ইয়ারকি

ইয়ারকি/ [ফারসি-ইয়ারী + কি (হিন্দির অনুকরণে। তৎসুলভ কর্ম বা ক্রিয়া অর্থে। তুলনামূলক = ডুবকী = ডুবনে কী ক্রিয়া)] বিশেষ্য, হাস্য পরিহাস বা রসিকতা; যৌবনসুলভ রহস্যালাপ; অসার আমোদ আহ্লাদ; হাস্য কৌতুকাদি। ‘গল্পে এয়ার্কিতে মঠে ও মস্‌জিদে, তোমার সত্তা ভিন্ন সকল বাতিল হয়।’—রজনীকান্ত সেন।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র