বাংলা বর্ণমালার আদ্যবর্ণ; আলিকালির আদ্য অক্ষর; আদ্য স্বর। ব্যঞ্জনবর্ণে যুক্ত হলে অন্যান্য স্বর রূপান্তরিত হয়, কিন্তু অকারের চিহ্ন থাকে না (ক্ + অ = ক)। উচ্চারণ স্থান কণ্ঠ, তাই কণ্ঠ্যবর্ণ।
অগ্রহায়ণ বিশেষ্য, হেমন্ত ঋতুর প্রথম মাস; মার্গশীর্ষ।
অগ্রহায়ণ agra-hāẏaṇa বিশেষ্য, বাংলা বৎসরের বা সনের অষ্টম মাস; মার্গশীর্ষ মাস (এই মাসই পূর্বে বৎসরের প্রথম মাসরূপে...
অগ্রে ক্রিয়া-বিশেষণ, ১ আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); ২ পূর্বে, নিকটে (‘তব অগ্রে করি নিবেদন’)।
অগ্রে ক্রিয়া-বিশেষণ, আগে; প্রথমে। ২ সম্মুখে। ৩...
অঘটনঘটনপটীয়সী aghaṭana-ghaṭana-paṭīẏasī বিশেষণ, (স্ত্রী) অসাধ্যসাধনে পটু, অসম্ভব ঘটনা ঘটাতে সক্ষম (যে নারী) (সাধারণত ‘মায়া’ বা শক্তির বিশেষণ, রূপে ব্যবহৃত)। অঘটনীয় বিশেষণ, যা ঘটবার নয়;...
অঘাট বিশেষ্য, জলাশয়ের যে পার্শ্বে ঘাট নাই; আঘাটা।
অঘাট aghāṭa বিশেষ্য, নদী খাল প্রভৃতির তীরের যে অংশ নৌকা ইত্যাদি থেকে নামার পক্ষে অনুপযুক্ত; আঘাটা;...