অগ্রস্থ

অগ্রস্থ বিশেষণ, অগ্রস্থিত; সম্মুখে বিদ্যমান; পুরোবর্ত্তী। অগ্রস্থ বিশেষণ, ১ পুরোবর্তী; ২ শীর্ষদেশে অবস্থিত, apical (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।

অগ্রস্থিত

অগ্রস্থিত বিশেষণ, অগ্রস্থ; সম্মুখে বিদ্যমান; পুরোবর্ত্তী। অগ্রস্থিত বিশেষণ, ১ পুরোবর্তী; ২ শীর্ষদেশে অবস্থিত, apical (বিশ্ববিদ্যালয় পরিভাষা)।

অগ্রহ

অগ্রহ বিশেষ্য, সন্ন্যাসী।

অগ্রহণ

অগ্রহণ agrahaṇa বিশেষ্য, না নেওয়া, গ্রহণের অভাব। ।

অগ্রহনীয়

অগ্রহণীয় বিশেষণ, গ্রহণের অযোগ্য। অগ্রহণীয় agrahaṇīẏa বিশেষণ, গ্রহণের অযোগ্য, যা নেওয়ার মতো নয় (অগ্রহণীয় দান)।

অগ্রহায়ণ

অগ্রহায়ণ বিশেষ্য, হেমন্ত ঋতুর প্রথম মাস; মার্গশীর্ষ। অগ্রহায়ণ agra-hāẏaṇa বিশেষ্য, বাংলা বৎসরের বা সনের অষ্টম মাস; মার্গশীর্ষ মাস (এই মাসই পূর্বে বৎসরের প্রথম মাসরূপে...

অগ্রাধিকার

অগ্রাধিকার agrādhi-kāra বিশেষ্য, সর্বপ্রথমে পাবার বা বিবেচিত হবার অধিকার, priority. ।

অগ্রাহ্য

অগ্রাহ্য বিশেষণ, গ্রাহ্য নয়; গ্রাহ্য করিবার উপযুক্ত নয়; হেয়; অবজ্ঞেয়; অশ্রদ্ধেয়। প্রয়োগ— গুরুজনের কথা অগ্রাহ্য করা উচিত নহে। ২ গ্রহণের অনুপযুক্ত। ৩ যা...

অগ্রাহ্য করা

অগ্রাহ্য করা ক্রিয়া, বিশেষ্য, অবজ্ঞা করা; বাতিল করা; নামঞ্জুর করা।

অগ্রিম

অগ্রিম বিশেষণ, প্রথম; জ্যেষ্ঠ; শ্রেষ্ঠ; প্রধান। ২ আগাম; অগ্রে দেয়। প্রয়োগ— অগ্রিম মূল্য। স্ত্রীলিঙ্গ, অগ্রিমা। অগ্রিম agrima বিশেষণ, ১ প্রথম, জ্যেষ্ঠ; ২ প্রধান, শ্রেষ্ঠ;...

অগ্রিম চুক্তি

অগ্রিম চুক্তি আগাম চুক্তি, forward contract.

অগ্রিমক

অগ্রিমক বিশেষ্য, কার্যারম্ভের পূর্বেই মূল্যের বা পারিশ্রমিকের যে অংশ দেওয়া হয়, আগাম, বায়না, advance (সরকারি পরিভাষা)।

অগ্রিয়

অগ্রিয় বিশেষণ, অগ্রীয়; অগ্রেস্থিত; অগ্রসম্বন্ধীয় । অগ্রিয় agriẏa, বিশেষণ, অগ্রিম; অগ্রসম্বন্ধীয়। ।

অগ্রিয়প্রদান

অগ্রিয়প্রদান যা (যে টাকা) আগাম দেওয়া হয়েছে, দাদন, payment on account (সরকারি পরিভাষা)।

অগ্রীয়

অগ্রীয় বিশেষণ, অগ্রিয়; অগ্রেস্থিত; অগ্রসম্বন্ধীয় । অগ্রীয় agrīẏa বিশেষণ, অগ্রিম; অগ্রসম্বন্ধীয়। ।

অগ্রীয়গর্ভতন্তু

অগ্রীয়গর্ভতন্তু বিশেষ্য, পুষ্পের ডিম্বকোষের অগ্রভাগ হইতে উত্থিত গর্ভকোষের উপরিস্থিত দীর্ঘ সূত্রবৎ অংশ বা গর্ভতন্তু; apical style. ।

অগ্রে

অগ্রে ক্রিয়া-বিশেষণ, ১ আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); ২ পূর্বে, নিকটে (‘তব অগ্রে করি নিবেদন’)। অগ্রে ক্রিয়া-বিশেষণ, আগে; প্রথমে। ২ সম্মুখে। ৩...

অগ্রেদিধিষু

অগ্রেদিধিষু বিশেষ্য, বিশেষণ, পূনর্ভূ বিবাহকারী। ২ স্ত্রীলিঙ্গ, অবিবাহিত জ্যেষ্ঠা বিদ্যমানে বিবাহিয়া কনিষ্ঠা।

অগ্রেবন

অগ্রেবন— বিশেষ্য, বনাগ্র। ২ অগ্রবন (দ্রষ্টব্য)।

অগ্র্য

অগ্র্য বিশেষণ, আদ্য। ২ শ্রেষ্ঠ। অগ্র্য agrya বিশেষণ, ১ আদ্য, প্রথম; ২ শ্রেষ্ঠ; প্রধান। ।

অগ্লানি

অগ্লানি বিশেষ্য, গ্লানিহীনতা। ২ বিশেষণ, অশ্রান্ত; অক্লান্ত। ৩ অবিরক্ত।

অঘ

অঘ বিশেষ্য, পাপ। ২ কলঙ্ক। ৩ দুঃখে। ৪ ব্যসন অসুরবিশেষ, পুতনা ও বকাসুরের ভাই অঘ agha বিশেষ্য, পাপ। ।

অঘট

অঘট বিশেষণ, যা ঘটে না; অঘটন (দ্রষ্টব্য)।

অঘটন

অঘটন বিশেষণ, অসম্ভব; যা ঘটেনা; যা ঘটা সম্ভব নহে। ২ বিশেষ্য, অন্যায়; অপ্রত্যাশিত ঘটনা। স্ত্রীলিঙ্গ, অঘটনা —  যা সহজে ঘটে না। ২...

অঘটন-ঘটনা

অঘটন— ঘটনা বিশেষ্য, অসম্ভব সম্ভব হওয়া; যা বা যা যা ঘটিবার নহে তা ঘটা।

অঘটনঘটনপটীয়স

অঘটনঘটন(া)পটীয়স্, যা ঘটিবার নহে; এমন অসম্ভবকে সম্ভব করিবার পটুতা বিশিষ্ট; অসাধ্য সাধনে পটু। স্ত্রীলিঙ্গ, অঘটন-ঘটন(া)-পটীয়সী। প্রয়োগ— অঘটনঘটনাপটীয়সী মায়া।

অঘটনঘটনপটীয়সী

অঘটনঘটনপটীয়সী aghaṭana-ghaṭana-paṭīẏasī বিশেষণ, (স্ত্রী) অসাধ্যসাধনে পটু, অসম্ভব ঘটনা ঘটাতে সক্ষম (যে নারী) (সাধারণত ‘মায়া’ বা শক্তির বিশেষণ, রূপে ব্যবহৃত)। অঘটনীয় বিশেষণ, যা ঘটবার নয়;...

অঘটনপটু

অঘটনপটু —  যা ঘটিবার নহে; এমন অসম্ভবকে সম্ভব করিবার পটুতা বিশিষ্ট; অসাধ্য সাধনে পটু। স্ত্রীলিঙ্গ, অঘটন-ঘটন(া)-পটীয়সী। প্রয়োগ— অঘটনঘটনাপটীয়সী মায়া।

অঘটনীয়

অঘটনীয় বিশেষণ, যা ঘটিতে পারে না; অসম্ভাব্য; অসাধ্য। ২ যা ঘটা উচিত নহে।

অঘটমান

অঘটমান বিশেষণ, অসংবদ্ধ; অসংঙ্গত; বেখাপ্পা incoherent; incongruous.— রবীনাথ ঠাকুর।

অঘটিত

অঘটিত— বিণ ঘটনারহিত।

অঘন

অঘন বিশেষণ, মেঘশূন্য। ২ অনিবিড়; পাতলা।

অঘনাশক

অঘনাশক বিশেষ্য, পাপনাশক; দুরিতহারী।

অঘনাশন

অঘনাশন বিশেষণ, পাপনাশন। ২ বিশেষ্য, বিষ্ণু। অঘনাশন বিশেষণ, পাপনাশক, পাপক্ষানকারী।

অঘবান

অঘবান বিশেষণ, পাপী; পাপকর্ম্মকারী; দুষ্কৃতী।

অঘময়

অঘময় বিশেষণ, পাপময়; পাপবিশিষ্ট।

অঘমর্ষণ

অঘমর্ষণ বিশেষ্য, পাপনাশন বেদমন্ত্র বিশেষ। ২ ঐ মন্ত্রকার ঋষি। অঘমর্ষণ বিশেষ্য, পাপনাশক মন্ত্রবিশেষ।

অঘর

অঘর বিশেষ্য, খারাপ ঘর; কুলীনের মেল বহির্ভূত বংশ; হীনকুল; মন্দ পরিবার। ২ অচল বা আদান প্রদান রহিত ঘর বা কুল। অঘর aghara বিশেষ্য, অকুলীন...

অঘর্ম্ম

অঘর্ম্ম বিশেষ্য, ঘর্ম্মাভাব; স্বেদহীনতা।

অঘা

অঘা বিশেষণ, অগা; অঘা; বোকা; নির্ব্বোধ; মূর্খ; অপদার্থ। "বাবুরাম অঘা অতি হইয়াছে ভীমরথী।"— আলালের ঘরের দুলাল। অঘা-অগা-র aghā-agā-ra রূপভেদ।

অঘাট

অঘাট বিশেষ্য, জলাশয়ের যে পার্শ্বে ঘাট নাই; আঘাটা। অঘাট aghāṭa বিশেষ্য, নদী খাল প্রভৃতির তীরের যে অংশ নৌকা ইত্যাদি থেকে নামার পক্ষে অনুপযুক্ত; আঘাটা;...

অঘাটি

অঘাটি বিশেষণ, অহীন; ত্রুটীশূন্য; নির্দোষ। "কুলে শীলে রূপে গুণে সকলি অব্যয়,। সারাদিন করি সারা সংসারের পাটি"— শিবায়ণ, রামেশ্বর ভট্টাচার্য্য।

অঘাটী

অঘাটী বিশেষণ, অহীন; ত্রুটীশূন্য; নির্দোষ। "কুলে শীলে রূপে গুণে সকলি অব্যয়,। সারাদিন করি সারা সংসারের পাটি"— শিবায়ণ, রামেশ্বর ভট্টাচার্য্য।

অঘাতক

অঘাতক বিশেষ্য, বিশেষণ, যে বধকারী নহে। ২ অহিংসক।

অঘাতকতী

অঘাতকতী বিশেষ্য, বিশেষণ, যে প্রাণান্তক নহে। ২ অনপকারক।

অঘাতুক

অঘাতুক বিশেষ্য, বিশেষণ, অবিনাশক। ২ অপ্রাণহন্তা।

অঘাসি

অঘাসি বিশেষ্য, নিকৃষ্ট ঘাস; কাঁচড়া ঘাস। "অনাদরে অঘাসি ঈশান মুখে খায়।" – ঘণারাম চক্রবর্ত্তী।

অঘাসুর

অঘাসুর বিশেষ্য, অসুর বিশেষ। বকাসুর ও পুতনার কনিষ্ঠ ভ্রাতা এবং কংসের সেনাপতি। ।

অঘাহ

অঘাহ বিশেষ্য, অদিন; অশুভ দিন।

অঘৃণ

অঘৃণ বিশেষণ, নির্ঘৃণ; ঘৃণাশূন্য।

অঘৃণ্য

অঘৃণ্য বিশেষণ, যা ঘৃণার বস্তু নয়; ঘৃণার অযোগ্য।

অঘৃষ্য

অঘৃষ্য বিশেষণ, যা ঘর্ষণের অযোগ্য; অঘর্ষণীয়।

অঘোর

অঘোর বিশেষণ, অচেতন; সংজ্ঞাহীন; প্রয়োগ— অঘোরে নিদ্রা যাইতেছে। "প'ড়ে আছে হইয়ে অঘোর।"—  অশোকগুচ্ছ, দেবেন্দ্রনাথ সেন। ২ বিশেষ্য, অতি ভয়ানক; প্রচণ্ড; দুর্দ্ধর্ষ। "নিতি...

অঘোরপন্থা

অঘোরপন্থা বিশেষ্য, অঘোরীদিগের সাধন পথ বা মতবাদ।

অঘোরপন্থী

অঘোরপন্থী বিশেষ্য, শৈবসম্প্রদায়-ভেদ ২ বিশেষণ, দুরাচার; উন্মার্গগামী; বিভৎসাচারী। অঘোরপন্থী বিশেষ্য, বীভৎস আচারে অভ্যস্ত শৈব সম্প্রদায়বিশেষ।

অঘোষ

অঘোষ বিশেষণ, গোপ বা ধ্বনিশূন্য প্রদেশ। ২ সংজ্ঞাবিশেষ; ঘোষ (দ্রষ্টব্য)। অঘোষ aghoṣa বিশেষণ, ১ ঘোষহীন, শব্দহীন; ২ (ব্যাক.) লঘুধ্বনিযুক্ত, অনুদাত্ত, unvoiced.

অঘোষবর্ণ

অঘোষবর্ণ বিশেষ্য, মৃদু ধ্বনিযুক্ত বর্ণ (বাংলা বর্ণমালায় প্রতি বর্গের প্রথম দুই বর্ণ, অর্থাৎ ক খ চ ছ ট ঠ ইত্যাদি)। ।

অঘ্ন

অঘ্ন বিশেষ্য, অঘ্ন্য; ব্রহ্মা। ২ বিশেষণ, বধের অযোগ্য।

অঘ্ন্যা

অঘ্ন্যা বিশেষ্য, অঘ্না; গাই। ২ বিশেষণ, অবধ্যা।

অঘ্রাণ

অঘ্রাণ বিশেষ্য, অগ্রহায়ণ মাস। "অঘ্রাণে তোর ভরা ক্ষেতে কি দেখেছি মধুর হাসি।"— রবীন্দ্রনাথ ঠাকুর। "অঘ্রাণে শীতের রাতে নিষ্ঠুর শিশিরাঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া।"— ঐ।...

অঘ্রাত

অঘ্রাত বিশেষণ, অনাঘ্রাত। প্রয়োগ— অঘ্রাত পুষ্প। অঘ্রাত aghrāta বিশেষণ, ঘ্রাণ নেওয়া হয়নি এমন, অনাঘ্রাত। ।

অঙ্ক

অঙ্ক aṅka বি, চিহ্ন। “জয় শিবেশ শঙ্কর বৃষধ্বজেশ্বর মৃগাঙ্কশেখর দিগম্বর।”—অ৽ ম৽। ২ কলঙ্ক। “তুমি যে ধর্ম্ম— শীল অকপট ললিতমোহনের চরিত্রে অঙ্কদান করে, এতে...

অঙ্ককরা

অঙ্ককরা—ক্রি, আঁককষা; গণনা করা; হিসাব লেখা working out mathematical sums. অঙ্ক করা ক্রিয়া, বিশেষ্য, আঁক কষা, হিসাব করা, গণনা করা।

অঙ্ককষা

অঙ্ককষা—ক্রি, আঁককষা; গণনা করা; হিসাব লেখা working out mathematical sums. অঙ্ক কষা ক্রিয়া, বিশেষ্য, আঁক কষা, হিসাব করা, গণনা করা।

অঙ্কক্রম

অঙ্কক্রম বি, অঙ্কপর্য্যায়। ২ ক্রি-বিণ, ক্রমে ক্রমে।

অঙ্কগ

অঙ্কগ বিণ, কোলের শিশু; অপোগণ্ড বালক; দুধের ছেলে।

অঙ্কগত

অঙ্কগত বিণ, ক্রোড়ে আসীন; ক্রোড়স্থিত। ২ হস্তগত; অধিকৃত। স্ত্রীং অঙ্কগতা। অঙ্কগত বিশেষণ, ক্রোড়াস্থিত।