আলয়অঘাসুর

অঘাসুর

অঘাসুর বিশেষ্য, অসুর বিশেষ। বকাসুর ও পুতনার কনিষ্ঠ ভ্রাতা এবং কংসের সেনাপতি। [শৈশবে কৃষ্ণ যখন নন্দালয়ে ছিলেন, কংস তাঁর বিনাশার্থ বকাসুর ও পুতনা রাক্ষসীকে পাঠান, কিন্তু কৃষ্ণ উভয়কেই বধ করেন। অঘাসুর প্রতিহিংসা বশে কৃষ্ণ বধার্থ চার যোজন লম্বা অজাগরের রূপ ধারণ করিয়া মুখব্যাদান পূর্ব্বক পথিমধ্যে পড়িয়া থাকে। গৃহ প্রত্যাগমনকালে কৃষ্ণসহচর গোপালগণ অজগর রূপীর মুখগহ্বরে পর্ব্বতগুহা ভ্রমে প্রবিষ্ট হয়। কৃষ্ণ অঘাসুরের দুষ্টাভিসন্ধি বুঝিয়া সর্ব্ব পশ্চাৎ নিজেও অজগরের মুখগহ্বরে প্রবেশ করিয়া বিরাটমূর্ত্তি ধরেন ও অঘাসুরের প্রাণ বধ করেন।

অঘাসূর aghāsūra বিশেষ্য, অঘ নামক অসুরবিশেষ, কৃষ্ণের দ্বারা নিহত বৃন্দাবনে উপদ্রবকারী কংসের অনুচর অসুর। [সংস্কৃত অঘ+অসুর]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র