আলয়এক-না

এক-না

একনা

অব্যয়, একাধিক। এক-না-এক, একটা-না-একটা, একজন-না-একজন— একাধিক বস্তু বা ব্যক্তি পর্যায়ক্রমে; কোন এক; খালি বা অভাব না থাকার ভাব; ভর্তি বা বিদ্যামানতা ভাব; অন্ততঃ একজনও। ‘এক না এক পণ্ড বাধিয়ে বসবেই।’ ‘একটা-না-একটা দেখাই যায়।’ ‘একজন-না-একজন লেগেই আছে।’

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র