ইনফসলী

ইনফসলী/ বিশেষ্য, মুক্তিপত্র; ছাড়পত্র a release.

ইনভিজিলেটর

ইনভিজিলেটর/ বি. পরীক্ষাগৃহের পরিদর্শক বা নজরদার। ।

ইনসলভেণ্ট

ইনসলভেণ্ট/ বিণ. দেউলিয়া। ।

ইনসান

ইনসান/ বি. মানুষ; প্রকৃত মানুষ। । ইন-সানিয়াত বি. মনুষ্যত্ব।

ইনসাফ

ইনসাফ/ বি. সুবিচার, ন্যায়বিচার। ।

ইনাম

ইনাম/ ।

ইনামভূমি

ইনামভূমি/ বিশেষ্য, উপকার করিলে গবর্ণমেন্ট পুরস্কার স্বরূপ যে নিষ্কর ভূমি দান করেন; নিষ্কর ভূমি। ‘বৈদ্যনকুল তুমি খাইবে ইনামভূমি, চিকিৎসা করিবে রাজপুরে।’ —ধর্ম্মমঙ্গল, কবিকঙ্কন মুকুন্দরাম...

ইনামেল

ইনামেল/ বিশেষ্য, কাওলিন নামক মৃত্তিকা, প্রস্তরচূর্ণ, সীসক, লবণাদি চূর্ণদ্বারা প্রস্তুত প্রলেপ। প্রয়োগ— ইনামেলের বাটী।

ইনি

ইনি/ এই ব্যক্তি; এই জন। ইনি সর্ব. (সম্ভ্রমার্থে) এই ব্যক্তি, এই জন। ।

ইনিয়ে-বিনিয়ে

ইনিয়ে-বিনিয়ে/ ক্রিয়া-বিশেষণ, নানা বাক্যে; নানা প্রকারে বা বিস্তারিত ভাবে বর্ণনা করে; ঘুরিয়ে ফিরিয়ে। প্রয়োগ— সে যে ইনিয়ে-বিনিয়ে কত কি বল্লে। আর ইনিয়ে বিনিয়ে...

ইনিংস

ইনিংস/ বি. ক্রিকেট খেলায় এক পক্ষের ব্যাট করার পালা বা পর্ব। ।

ইন্টারভিউ

ইন্টারভিউ/ বি. ১ সাক্ষাৎকার; ২ (সচ.) চাকরি ইত্যাদির জন্য প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য সাক্ষাৎকার বা কথাবার্তা। ।

ইন্তাকাল

ইন্তাকাল/ বিশেষ্য, মৃত্যু। ২ মকদ্দমা নিস্পত্তি হবার পূর্বে ক্রোক; হস্তান্তর। ইন্তাকাল বি. মৃত্যু, দেহাবসান। ।

ইন্তাজার

ইন্তাজার/ বিশেষ্য, আগ্রহের সহিত অপেক্ষা। ইন্তাজার বি. প্রতীক্ষা, অপেক্ষা। ।

ইন্তাজার করা

ইন্তাজার করা/ ক্রিয়া অপেক্ষায় থাকা।

ইন্তিজাম

ইন্তিজাম/ বি. ব্যবস্থা; সুব্যবস্থা। । ইন্তিজাম্ বিশেষ্য, বন্দোবস্ত; ব্যবস্থা; শৃঙ্খলা।

ইন্তিজার

ইন্তিজার/ বিশেষ্য, আগ্রহের সহিত অপেক্ষা।

ইন্তিজারি

ইন্তিজারি/ বিশেষ্য, আগ্রহের সহিত অপেক্ষা।

ইন্তিহা

ইন্তিহা/ বিশেষ্য, শেষ; সীমা; একশেষ।

ইন্তিহান

ইন্তিহান/ বিশেষ্য, পরীক্ষা।

ইন্তিহাম

ইন্তিহাম/ বিশেষ্য, পরীক্ষা।

ইন্তেকাল

ইন্তেকাল/ বি. মৃত্যু, দেহাবসান। ।

ইন্তেজার

ইন্তেজার/ বি. প্রতীক্ষা, অপেক্ষা। ।

ইন্তেজারি

ইন্তেজারি/ বিশেষ্য, আগ্রহের সহিত অপেক্ষা।

ইন্তেহাম

ইন্তেহাম/ বিশেষ্য, পরীক্ষা।

ইন্দারা

ইন্দারা/ বিশেষ্য, কৃত্রিম ক্ষুদ্র জলাশয়; কূপ; পাতকূয়া।২ গভীর গর্ত।

ইন্দি

ইন্দি/ বিশেষ্য, লক্ষ্মী; সামর্থ্য; সম্বল; শক্তি; যোগ্যতা। গ্রাম্য-অশিষ্ট উক্তিতে। ‘পোঁদে নেই ইন্দি ভজরে গোবিন্দী।’ (নিজের নেই কোমরের জোর, সুতরাং শক্তির জন্য গোবিন্দ ভজ)...

ইন্দিবর

ইন্দিবর/ বিশেষ্য, নীলপদ্ম; নীলোৎপল। স্ত্রীং ইন্দিবরী। ইন্দিবর indi-bara বি. নীলপদ্ম। ।

ইন্দিবরণী

ইন্দিবরণী/ বিশেষ্য, উৎপলিনী; কুমুদ।

ইন্দিবরী

ইন্দিবরী/ বিশেষ্য শতমূলী (ইহার নীলোৎপলাকার পুষ্প)।

ইন্দিবার

ইন্দিবার/ বিশেষ্য, নীলপদ্ম; নীলোৎপল। স্ত্রীং ইন্দিবরী।

ইন্দিরা

ইন্দিরা/ বিশেষ্য, বিষ্ণুপত্মী; লক্ষ্মী; কমলা। ইন্দিরা বি. লক্ষ্মীদেবী, কমলা। ।

ইন্দিরালয়

ইন্দিরালয়/ বিশেষ্য, পদ্ম; শতদল; কমল।

ইন্দী

ইন্দী/ বিশেষ্য, লক্ষ্মী; সামর্থ্য; সম্বল; শক্তি; যোগ্যতা। গ্রাম্য-অশিষ্ট উক্তিতে। ‘পোঁদে নেই ইন্দি ভজরে গোবিন্দী।’ (নিজের নেই কোমরের জোর, সুতরাং শক্তির জন্য গোবিন্দ ভজ)...

ইন্দীবর

ইন্দীবর/ বিশেষ্য, নীলপদ্ম; নীলোৎপল। স্ত্রীং ইন্দিবরী।

ইন্দু

ইন্দু/ বিশেষ্য, চন্দ্র; সুধাকর। ২ কর্পূর ৩ অমৃতবিন্দু; বিন্দু drop. ৪ ইন্দ্র। ইন্দু বি. চাঁদ, সুধাকর। ।

ইন্দুকমল

ইন্দুকমল/ বিশেষ্য, শ্বেতপদ্ম; কুমুদ।

ইন্দুকলা

ইন্দুকলা/ বিশেষ্য, চন্দ্রকলা; চন্দ্রের ১৬ ভাগের একভাগ digit of the moon. ইন্দুকলা বি. চাঁদের কলা বা অংশ।

ইন্দুকলিকা

ইন্দুকলিকা/ বিশেষ্য, কেতকী। ২ চন্দ্রকলা।

ইন্দুকান্ত

ইন্দুকান্ত/ বিশেষ্য, চন্দ্রকান্তমণি; যা চন্দ্রকিরণে অতি শোভা পায়। > স্ত্রীং ইন্দুকান্তা- রাত্রি। ২ নক্ষত্র। ইন্দুকান্ত বি. চন্দ্রকান্তমণি, মুনস্টোন।

ইন্দুকান্তা

ইন্দুকান্তা/ বিশেষ্য, স্ত্রীলিঙ্গ, রাত্রি ২ নক্ষত্র।

ইন্দুকী

ইন্দুকী/ বিশেষ্য, গাবগাছ। ২ কেঁউ গাছ।

ইন্দুজ

ইন্দুজ/ বিশেষ্য, বুধ। > স্ত্রীং ইন্দুজা- রেবানদী; নর্মদানদী।

ইন্দুদল

ইন্দুদল/ বিশেষ্য, চন্দ্রকলা।

ইন্দুনিভানন

ইন্দুনিভানন/ বিশেষণ, চন্দ্রবদন। সম্বোধনে ইন্দুনিভাননে। ‘তবে কেন তুমি কাঁদ, ইন্দুনিভাননে, তিত অশ্রু নীরে।’-মেঘনাদবধ কাব্য। > স্ত্রীং ইন্দুনিভা- ইন্দুননা, ইন্দুনিভাননী। ইন্দুনিভানন বিণ. চাঁদমুখ, চাঁদের...

ইন্দুপুত্র

ইন্দুপুত্র/ বিশেষ্য, বুধগ্রহ the planet mercury.

ইন্দুপুষ্পিকা

ইন্দুপুষ্পিকা/ বিশেষ্য, কলিকারি বা নাটাকরঞ্জের গাছ। ২ বিষলাঙ্গল বৃক্ষ।

ইন্দুবল্লী

ইন্দুবল্লী/ বিশেষ্য, সোমলতা।

ইন্দুব্রত

ইন্দুব্রত/ বিশেষ্য, চান্দ্রায়ণ ব্রত।

ইন্দুভূষণ

ইন্দুভূষণ/ বি. চাঁদ যাঁর অলংকার অর্থাৎ শিব। ইন্দুভূষণ বিশেষণ, চন্দ্র যার ভূষণ বা অলঙ্কার। বিশেষ্য, শিব।

ইন্দুভৃৎ

ইন্দুভৃৎ/ বিশেষ্য, চন্দ্রচূড়; শিব।

ইন্দুমণ্ডল

ইন্দুমণ্ডল/ বিশেষ্য, চন্দ্রমণ্ডল; উপচন্দ্রক disc of the moom.

ইন্দুমতী

ইন্দুমতী/ বিশেষ্য, পূর্ণিমা। ২ বিদর্ভরাজকুমারী এবং অজরাজমহিষী; দশরথের জননী। ৩ তীর্থবিশেষ। ইন্দুমতী বি. ১ পূর্ণিমা; ২ রঘুবংশীয় অঙ্গরাজের পত্নী।

ইন্দুমুখী

ইন্দুমুখী/ বিণ. বি. (স্ত্রী.) চন্দ্রমুখী, (যে স্ত্রীলোক) চাঁদের মতো মুখবিশিষ্টা। ইন্দুমুখী বিশেষণ, ইন্দুবৎ মুখ যে স্ত্রীর; চন্দ্রাননা; সুন্দরী।

ইন্দুমৌলি

ইন্দুমৌলি/ বি. চাঁদ যাঁর ললাটভূষণ; চন্দ্রচূড়; শিব। ইন্দুমৌলী বিশেষ্য, চন্দ্রচূড়; শিব।

ইন্দুর

বিশেষ্য মুষিক; ইঁদুর। উন্দুর দ্রষ্টব্য। লম্বা লেজ ও তীক্ষ্ণ দাঁতওয়ালা এবং বিড়ালের খাদ্য হিসাবে পরিচিত ছোট প্রাণীবিশেষ, মূষিক। ব্যুৎপত্তি সংস্কৃত ইন্দুর। হিন্দি, ওড়িয়া ইন্দুর; মরাঠী...

ইন্দুরকাণি

ইন্দুরকাণি/ বিশেষ্য, একপ্রকার গাছ; জলের পানা বিশেষ; (ইহার আকার ইঁদুরের কাণের মত)।

ইন্দুরতন

ইন্দুরতন/ বিশেষ্য, মুক্তা ।

ইন্দুরত্ন

ইন্দুরত্ন/ বিশেষ্য, মুক্তা ।

ইন্দুরনি

ইন্দুরনি/ বিশেষ্য, একপ্রকার গাছ; জলের পানা বিশেষ; (ইহার আকার ইঁদুরের কাণের মত)।

ইন্দুরেখা

ইন্দুরেখা/ বিশেষ্য, চন্দ্রকলা; চন্দ্রের ১৬ ভাগের একভাগ digit of the moon. । ইন্দুরেখা বিশেষ্য, চন্দ্রকলা; চন্দ্রখণ্ড। ২ সোমলতা। ৩ গুলঞ্চ। ৪ যামিনী।

ইন্দুলেখা

ইন্দুলেখা/ বিশেষ্য, চন্দ্রকলা; চন্দ্রের ১৬ ভাগের একভাগ digit of the moon. । ইন্দুলেখা বিশেষ্য, চন্দ্রকলা; চন্দ্রখণ্ড। ২ সোমলতা। ৩ গুলঞ্চ। ৪ যামিনী।...

ইন্দুলোহক

ইন্দুলোহক/ বিশেষ্য, রৌপ্য silver.

ইন্দুশেখর

ইন্দুশেখর/ বি. চাঁদ যাঁর ললাটভূষণ; চন্দ্রচূড়; শিব।

ইন্দুসূত

ইন্দুসূত/ বিশেষ্য চন্দ্রপুত্র; বুধ।