ইচ্ছাত্মক

বিশেষণ ইচ্ছাময়। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছাত্মিকা —ইচ্ছাময়ী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছাত্মক।

ইচ্ছাদত্ত

বিশেষণ স্বেচ্ছায় প্রদত্ত; ইচ্ছা করিয়া দেওয়া। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + দত্ত।

ইচ্ছাদমন

বিশেষ্য বাসনা সংযত করণ; বাক্যে বা কার্যে ইচ্ছার প্রকাশ হতে না দেওয়া। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + দমন।

ইচ্ছাধীন

বিশেষণ বাসনার অধীন; ইচ্ছায়ত্ত। (নিজের) ইচ্ছার অধীন বা বশ। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছাধীনা। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + অধীন।

ইচ্ছানিবৃত্তি

বিশেষ্য বাসনাক্ষয়; ইচ্ছাদমন; ইচ্ছাত্যাগ । ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + নিবৃত্তি।

ইচ্ছানিমিত্তক

বিশেষণ বাঞ্ছাহেতু; অভিলাষজনিত; ইচ্ছাহেতু; আকাঙ্ক্ষাজনিত। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + নিমিত্তক।

ইচ্ছানুগ

বিশেষণ বাসনার বশবর্তী; অভিলাষানুযায়ী। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছানুগা, ইচ্ছানুগামিনী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + অনুগ।

ইচ্ছানুগত

বিশেষণ স্বাধীন। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছানুগতা। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + অনুগত + আ (স্ত্রী)।

ইচ্ছানুগামী

বিশেষণ বাসনার বশবর্তী; অভিলাষানুযায়ী। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছানুগা, ইচ্ছানুগামিনী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + অনুগামী।

ইচ্ছানুযায়ী

(-য়িন্) বিশেষণ, ক্রিয়া-বিশেষণ নিজের ইচ্ছামতো (সে তো ইচ্ছানুযায়ী সর্বত্র ঘুরে বেড়াচ্ছে)। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছানুযায়িনী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + অনুযায়ী।

ইচ্ছানুরূপ

বিশেষণ অভিলাষানুযায়ী; প্রার্থনা বা কামনামত। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছানুরূপা। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + অনুরূপ।

ইচ্ছানুসার

ক্রিয়া-বিশেষণ যথেচ্ছ; ইচ্ছামত; ইচ্ছানুসারে। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + অনুসার।

ইচ্ছানুসারী

বিশেষণ যথেচ্ছ; ইচ্ছামত; ইচ্ছানুসার; ইচ্ছানুযায়ী। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছানুসারিণী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + অনুসারী।

ইচ্ছানুসারে

ক্রিয়া-বিশেষণ যথেচ্ছ; ইচ্ছামত; ইচ্ছানুসার। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + অনুসারে।

ইচ্ছাপত্র

বিশেষ্য মৃত্যুর আগে কোনো ব্যক্তির রচিত সম্পত্তি ইত্যাদি বণ্টনের দলিল; স্বেচ্ছাকৃত দান বা নিয়োগ পত্র; উইল; deed of gift; will. ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + পত্র।

ইচ্ছাপূর্বক

ক্রিয়া-বিশেষণ ইচ্ছায়; ইচ্ছা করে; স্বেচ্ছায়। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + পূর্বক।

ইচ্ছাপ্রযুক্ত

বিশেষণ বাসনাপ্রেরিত; ইচ্ছাহেতু। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + প্রযুক্ত।

ইচ্ছাপ্রেরিত

বিশেষণ বাসনা দ্বারা নিয়োজিত। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + প্রেরিত।

ইচ্ছাফল

বিশেষ্য বাসনার পরিণাম। (গণিত) সমানুপাতে চতুর্থ রাশি; the fourth term in a proportion. ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + প্রেরিত।

ইচ্ছাবতী

বিশেষ্য, বিশেষণ যে স্ত্রী ইচ্ছামত কাজ করে। যে স্ত্রী আকাঙ্ক্ষা বা অভিলাষ বা লোভ করে; ধনাদিতে স্পৃহাবতী; বাসনাবতী। কামুকী (নারী)। (পুংলিঙ্গ) ইচ্ছাবান্ (মূল ইচ্ছাবৎ)। বিশেষণ অভিলাষী। ব্যুৎপত্তি সংস্কৃত...

ইচ্ছাবর্দ্ধক

বিশেষণ (প্রমিত) ইচ্ছাবর্ধক। বাসনার উত্তেজক বা উৎসাহদাতা; ইচ্ছাবৃদ্ধিকারী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বৃধ্ + অক (কর্তৃবাচ্য), যাতে ইচ্ছা বৃদ্ধিপ্রাপ্ত হয়।

ইচ্ছাবর্ধক

বিশেষণ বাসনার উত্তেজক বা উৎসাহদাতা; ইচ্ছাবৃদ্ধিকারী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বৃধ্ + অক (কর্তৃবাচ্য), যাতে ইচ্ছা বৃদ্ধিপ্রাপ্ত হয়।

ইচ্ছাবশ

বিশেষণ ইচ্ছাধীন; ইচ্ছায়ত্ত; যে ইচ্ছার বাইরে কিছু করে না বা করতে পারে না। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছাবশা, ইচ্ছাবশগা। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বশ।

ইচ্ছাবশগ

বিশেষণ ইচ্ছাবশ; ইচ্ছাধীন; ইচ্ছায়ত্ত; যে ইচ্ছার বাইরে কিছু করে না বা করতে পারে না। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছাবশা, ইচ্ছাবশগা। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বশ।

ইচ্ছাবসন্ত

বিশেষ্য মসূরিকা; বসন্তরোগ; বসন্তক্ষত; smallpox. বিশেষ বিষ শরীর মধ্যে শোষিত হইয়া এই সংক্রামক ও স্পর্শক্রামক অবিরাম জ্বর উৎপন্ন হয়। এই জ্বরে তৃতীয় দিবসে গাত্রে...

ইচ্ছাবসু

বিশেষ্য কুবের; Plutarch. ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা (ধীন) + বসু (ধন) যাঁর; বহুব্রীহি।

ইচ্ছাবহির্ভূত

বিশেষণ ইচ্ছার বাহিরে; বাসনার বিরুদ্ধ; ইচ্ছার বিপরীত। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বহির্ভূত।

ইচ্ছাবিমুখ

বিশেষণ ইচ্ছানিবৃত্ত; বিরক্ত। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছাবিমুখা, ইচ্ছাবিমুখী, ইচ্ছাবৈমুখী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বিমুখ।

ইচ্ছাবিরুদ্ধ

বিশেষণ ইচ্ছার বিপরীত; ইচ্ছা ব্যতীত। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বিরুদ্ধ।

ইচ্ছাবিহার

বিশেষ্য ইচ্ছামত বিচরণ; ভ্রমণ; ক্রীড়া বা রমণ। ইচ্ছামত কাজ। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বিহার

ইচ্ছাবিহারিণী

বিশেষণ, স্ত্রীলিঙ্গ যথেচ্ছ ভ্রমণকারিণী; স্বৈরবিহারিণী। ‘কামরূপধারিণী ইচ্ছাবিহারিণী জরা নাম্নী রাক্ষসী।’ — মহাভারত (প্রতাপচন্দ্র রায়)। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বিহারিণী

ইচ্ছাবিহারী

বিশেষণ স্বৈরবিহারী; ইচ্ছামত বিচরণকারী; ইচ্ছামত ভ্রমণ; ইচ্ছামত ক্রীড়া বা রমণ। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছাবিহারিণী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বিহারী

ইচ্ছাবিহীন

বিশেষণ যার কোনরূপ বাসনা নাই; বিরক্ত; অনাসক্ত। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছাবিহীনা। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বিহীন

ইচ্ছাবৃদ্ধি

বিশেষ্য বাসনার বিস্তার; বাঞ্ছাধিক্য। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বৃদ্ধি

ইচ্ছাবৈমুখ

বিশেষণ ইচ্ছানিবৃত্ত; বিরক্ত। (স্ত্রীলিঙ্গ) ইচ্ছাবিমুখা, ইচ্ছাবিমুখী, ইচ্ছাবৈমুখী। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + বৈমুখ।

ইচ্ছাব্যতিরেকে

ইচ্ছাব্যতিরেকে/ ক্রিয়া-বিশেষণ, বিনাভিলাষে; ইচ্ছা না থাকিলেও।

ইচ্ছাব্যতীত

ইচ্ছাব্যতীত/ ক্রিয়া-বিশেষণ, বিনাভিলাষে; ইচ্ছা না থাকিলেও।

ইচ্ছাব্যাহত

ইচ্ছাব্যাহত/ বিশেষণ, ব্যর্থবাসনা; হতাশ। > স্ত্রীং ইচ্ছাব্যাহতা।

ইচ্ছাভাব

ইচ্ছাভাব/ বিশেষ্য, বাসনাবিহীনতা।

ইচ্ছামত

ইচ্ছামত/ ক্রিয়া-বিশেষণ, বাসনানুরূপ; স্বেচ্ছায়।

ইচ্ছামতে

ইচ্ছামতে/ ক্রিয়া-বিশেষণ, বাসনানুরূপ; স্বেচ্ছায়।

ইচ্ছাময়

ইচ্ছাময়/ বিশেষণ, বাসনাত্মক; যাঁর ইচ্ছা মাত্র কার্য্য হয়; যাঁর ইচ্ছাই সৃষ্টির মুল। ২ ঈশ্বর। স্ত্রীং ইচ্ছাময়ী।

ইচ্ছাময়ী

ইচ্ছাময়ী/ বি. স্ত্রী. পরমেশ্বরী; কালিকাদেবী। ইচ্ছাময়ী বিশেষ্য, ইচ্ছাত্মিকা আদ্যাশক্তি। ‘তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছময়ীর ইচ্ছা যেমন।’— রামপ্রসাদ সেন। ২ বিশেষণ, বাসনাত্মিক।

ইচ্ছামরণ

ইচ্ছামরণ বিশেষ্য, মরিতে ইচ্ছা হইলে দেহত্যাগ (যেমন ভীষ্মের)। ২ বিশেষণ, মৃত্যু যার স্বেচ্ছাধীন।

ইচ্ছামূল

ইচ্ছামূল /বিশেষণ, ইচ্ছাহেতুক দ্রষ্টব্য।

ইচ্ছামূলক

ইচ্ছামূলক/ বিশেষণ, ইচ্ছাহেতুক দ্রষ্টব্য।

ইচ্ছামৃত্যু

ইচ্ছামৃত্যু /বি. নিজের ইচ্ছানুযায়ী মৃত্যু, কেবল নিজে চাইলেই মৃত্যু হবে এই ক্ষমতা।  ইচ্ছামৃত্যু বিশেষ্য, মরিতে ইচ্ছা হইলে দেহত্যাগ (যেমন ভীষ্মের)। ২ বিশেষণ, মৃত্যু যার...

ইচ্ছায়ত্ত

ইচ্ছায়ত্ত / বিশেষণ, ইচ্ছাধীন; আত্মবশ।

ইচ্ছারহিত

ইচ্ছারহিত /বিশেষণ, অমর; চিরজীবী। > স্ত্রীং ইচ্ছারহিতা।

ইচ্ছাশক্তি

বিশেষ্য প্রবল ইচ্ছার দ্বারা কাজ সম্পন্ন করার শক্তি। ব্যুৎপত্তি সংস্কৃত ইচ্ছা + শক্তি।

ইচ্ছাশূন্য

ইচ্ছাশূন্য/ বিশেষণ, অমর; চিরজীবী। > স্ত্রীং ইচ্ছাশূন্যা।

ইচ্ছাহীন

ইচ্ছাহীন/ বিশেষণ, অমর; চিরজীবী। > স্ত্রীং ইচ্ছাহীনা।

ইচ্ছাহেতুক

ইচ্ছাহেতুক/ বিশেষণ, বাসনা হতে উৎপন্ন; ইচ্ছাই যার কারণ; ইচ্ছামুলক।

ইচ্ছিত

ইচ্ছিত/ বিশেষণ, বাঞ্ছিত।

ইচ্ছু

ইচ্ছু/ বিশেষণ, ইচ্ছাবিশিষ্ট; বাসনাযুক্ত। ২ সম্মত; রাজী। ইচ্ছু বিণ. ইচ্ছাযুক্ত (মরণেচ্ছু)।

ইচ্ছুক

ইচ্ছুক/ বিশেষণ, ইচ্ছাবিশিষ্ট; বাসনাযুক্ত। ২ সম্মত; রাজী। ইচ্ছুক বিণ. রাজি, সম্মত (অনিচ্ছুক)।

ইচ্ছে

ইচ্ছে/ ক্রিয়া ইচ্ছা করে। ‘দেবতা দেখিতে ইচ্ছে যাহার সমর।’—গৌরীমঙ্গল।

ইছা

ইছা/ ক্রিয়া, ইচ্ছা করা। ণিজন্ত-ইছান-ইচ্ছা করাইয়া দেওয়া।

ইছিয়া

ইছিয়া/ ক্রিয়া, ইচ্ছা করিয়া। ২ কামনা করিয়া। ‘ইছিয়া তোমার যশ, দিনু তারে পণ দশ।’— ধর্ম্মমঙ্গল, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত্তী।

ইজন্নামা

ইজন্নামা/ বিশেষ্য, চরমপত্র; ইচ্ছাপত্র; উইল will.

ইজমাল

ইজমাল/ এজমাল দ্রষ্টব্য। বিশেষ্য, যা পাঁচ জনে মিলিয়া ভোগ করে; যৌথ অধিকার।

ইজমালী

ইজমালী/ এজমাল দ্রষ্টব্য। বিশেষণ, পাঁচজনের অধিকারভুক্ত; সাধারণ। ‘এজামালি সম্পত্তি।’

ইঁজল-পিঁজল

বিশেষ্য ক্রীড়া বিশেষ। দীপালীর বা কালীপূজার রাত্রে ছেলেরা পাটকাঠি জ্বালিয়ে ঘুরাতে ঘুরাতে রাজপথে দৌড়াদৌড়ি করে যে খেলা করে তার নাম আঁজিপুঁজি বা আঁজুপাঁজু...

ইঁজলপিঁজল

ইঁজলপিঁজল /আঁজি দ্রষ্টব্য। বিশেষ্য, ক্রীড়া বিশেষ। দীপালীর বা কালীপূজার রাত্রে ছেলেরা পাটকাঠি জ্বালিয়ে ঘুরাতে ঘুরাতে রাজপথে দৌড়াদৌড়ি করে যে খেলা করে তার নাম...

ইজলাস

ইজলাস/ বিশেষ্য, বিচারালয়। এজলাস দ্রষ্টব্য।

ইজা

ইজা/ বিশেষ্য, মিলাইবার জন্য এক ফর্দের ঠিক অন্য ফর্দে লিখিত হয়, তা এই ফর্দের উপর টানলে জের ও নীচে টানলে ইজা বলে। ২...

ইজাদ

ইজাদ/ বিশেষ্য, অতিরিক্ত ভূমি। ২ আবিষ্কার।

ইজাফা

ইজাফা/ বিশেষণ, অধিক; বেশী। ‘তিন সন ইজাফা দিয়াছি রাজকর।’ —ধর্ম্মমঙ্গল, ঘনরাম চক্রবর্ত্তী।

ইজার

ইজার/ -ইজের এর বর্ত. অপ্র. রূপভেদ। ইজার১ বিশেষ্য, পাজামা; অধোবস্ত্র। ‘অধোবস্ত্র ইজার উজার অধোদেশে।’ —ধর্ম্মমঙ্গল, ঘনরাম চক্রবর্ত্তী। ‘দশরেখা টুপিমাথে। ইজার পরয়ে দৃঢ় করি।’...

ইজারদার

ইজারদার/ বিশেষ্য, ইজারার অধিকারী; মুস্তাজির; ঠিকাদার।

ইজারবন্ধ

ইজারবন্ধ/ বিশেষণ, যার দ্বারা ইজার বন্ধ করা যায়; ইজার কোমরে বাঁধার ফিতা।

ইজারা

ইজারা/ বিশেষ্য, ভূমি ভোগাধিকার স্বত্ব বিশেষ; একাধিক বৎসরের জন্য হস্তবুদ খাজনার নিয়মে জমিদারের নিকট হতে গৃহীত গ্রাম। ২ নির্দিষ্ট জমায় মেয়াদী বন্দোবস্ত; ঠিকা...

ইজারাদার

ইজারাদার /— ইজারাগ্রহণকারী; যে ইজারা লয়। ইজারাদার বি. বিণ. ইজারা গ্রহণকারী।

ইজারাদারী

ইজারাদারী /—কাস্তকারি চাষ-আবাদ farming.

ইজাহার

ইজাহার / বিশেষ্য, জবানবন্দী; সাক্ষ্য an affidavit; any statement made by the parties or witnesses in a suit. A deposition or declaration in court.

ইজাহারনবীশ

ইজাহারনবীশ /বিশেষ্য, বাদী প্রতিবাদীর সাক্ষ্যগ্রহণকারী বা জবানবন্দীলেখক।

ইজিচেয়ার

ইজিচেয়ার/ বি. হেলান দিয়ে আরামে বসার বা আধশোয়া ভঙ্গিতে বসার উপযুক্ত চেয়ার। ।

ইজের

ইজের/ বিশেষ্য, অধিকার; স্বত্ব; দখল। প্রয়োগ— তোমার কোন ইজের আছে। আমার ইজের আছে বলেই ত বলছি। ইজের বি. ১ দড়ির ফিতেওয়ালা হাফপ্যাণ্ট; ২...

ইজেরদার

ইজেরদার/ বিশেষ্য, ইজারার অধিকারী; মুস্তাজির; ঠিকাদার।

ইজ্জত

ইজ্জত/ বি. ১ সম্মান, সম্ভ্রম, কদর (গুণী লোকের ইজ্জতই আলাদা); ২ সতীত্ব, শ্লীলতা, আবরু (ইজ্জত নাশ, ইজ্জত রক্ষা করতে প্রাণ দেওয়া)। ।

ইজ্জৎ

ইজ্জৎ/ বিশেষ্য, সম্মান; সম্ভ্রম। ‘জগতে ইঁহাদের একটা মান ইজ্জত আছে।’ —বঙ্গবাণী, ১৩৩৩। ২ স্ত্রীলোকের পবিত্রতা; আবরু।

ইজ্জৎদার

ইজ্জৎদার/ বিশেষণ, যার মান সম্ভ্রম আছে; আবরুদার।

ইজ্জল

ইজ্জল/ বিশেষ্য, হিজ্জল বৃক্ষ; হিজল গাছ। ২ জিউলি গাছ। ৩ নিচুল গাছ।

ইজ্য

ইজ্য/ বিশেষণ, পুজ্য। বাংলায় অন্যান্য অর্থ অপ্রশস্ত। স্ত্রীং ইজ্যা।

ইজ্যা

ইজ্যা/ বি. যজ্ঞ, যাগযজ্ঞ। । ইজ্যা বিশেষণ, স্ত্রীলিঙ্গ,  পূজ্যা। ২ বিশেষ্য, যজ্ঞ।

ইজ্যাশীল

ইজ্যাশীল/ বিশেষণ, যে বারংবার যজ্ঞে প্রবৃত্ত হয়; পুনঃ পুনঃ যজ্ঞকারী; যাজক; যাজ্ঞিক।

ইঞ্চ

ইঞ্চ/ বিশেষ্য, ১২ যবোদর পরিমাণ; বুরুল।

ইঞ্চলা

ইঞ্চলা/ বিশেষ্য, উচ্ছিষ্ট; এঁটো। ‘ইঞ্চলা খাআঁ কাহ্ন বার পড়িবে।’—শ্রীকৃষ্ণকীর্তন।