আলয়ইজার

ইজার

ইজার/ -ইজের এর বর্ত. অপ্র. রূপভেদ। ইজার [ফ়ারসি ইজ়ার্ (অধোবস্ত্র) গ্রাম্য ইজের] বিশেষ্য, পাজামা; অধোবস্ত্র। ‘অধোবস্ত্র ইজার উজার অধোদেশে।’ —ধর্ম্মমঙ্গল, ঘনরাম চক্রবর্ত্তী। ‘দশরেখা টুপিমাথে। ইজার পরয়ে দৃঢ় করি।’ —ধর্ম্মমঙ্গল, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত্তী। ইজার [আরবী ইজারা > গ্রাম্য ইজের] বিশেষ্য, অধিকার; স্বত্ব; দখল। প্রয়োগ— তোমার কোন ইজের আছে। আমার ইজের আছে বলেই ত বলছি।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র