আউলানো

আউলানো — ক্রিয়া, এলোমেলো করা, আলুলায়িত করা (চুল আউলে রোদে শুয়ে আছে)। ☐ বিশেষ্য, এলোমেলো করা (যখন-তখন চুল আউলানো ভালো নয়)। ☐ বিশেষণ, এলোমেলো।

আউলিয়া

আউলিয়া — বিশেষ্য, আউল সম্প্রদায়ের লোক; দরবেশ, ফকির। ।

আউশ

আউশ — বিশেষ্য, বর্ষাকালে উৎপন্ন মোটা ধানবিশেষ। (এই আশু শব্দটি বিশেষপ্রকার ধানের নাম, এর শীঘ্র অর্থের কোনো সম্পর্ক নেই। তথাপি সাধারণভাবে মনে করা হয়...

আউস

আউস — বিশেষ্য, বর্ষাকালে উৎপন্ন মোটা ধানবিশেষ। (এই আশু শব্দটি বিশেষপ্রকার ধানের নাম, এর শীঘ্র অর্থের কোনো সম্পর্ক নেই। তথাপি সাধারণভাবে মনে করা হয়...

আওজানো

আওজানো — ক্রিয়া, বিশেষ্য, ভেজানো, আলতো করে বন্ধ করা (দরজা আওজানো)। ☐ বিশেষণ, ভেজিয়ে দেওয়া হয়েছে এমন (আওজানো দরজা খুলে ঢুকল)। ।

আওড়

আওড় — বিশেষ্য, নদীর ঘূর্ণি; নদীর জলের আবর্ত বা ঘূর্ণি, whirlpool. ।

আওড়ানো

আওড়ানো — ক্রিয়া, আবৃত্তি করা, মুখস্থ বলা (শ্লোক আওড়ায়, মন্ত্র আওড়ায়)। ☐ বিশেষণ, আবৃত্তি করা হয়েছে এমন (বহুবার আওড়ানো কথা)। ☐ বিশেষ্য, আবৃত্তি করা...

আওতা

আওতা — বিশেষ্য, ১ রোদের আড়াল, রৌদ্রনিবারক আচ্ছাদন; ২ ছায়া; ৩ আশ্রয়; ৪ প্রভাব। ।

আওতায় আসা

আওতায় আসা — ক্রিয়া, বিশেষ্য, এলাকাভুক্ত হওয়া; প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে আসা; কবলে পড়া।

আওতায় পড়া

আওতায় পড়া — ক্রিয়া, বিশেষ্য, এলাকাভুক্ত হওয়া; প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে আসা; কবলে পড়া।

আওয়াজ

আওয়াজ — বিশেষ্য, শব্দ, ধ্বনি; (রাজ.) আন্দোলনের সময় দাবিজ্ঞাপক ধ্বনি, জিগির, slogan. ।

আওয়াজ তোলা

আওয়াজ তোলা — ক্রিয়া, বিশেষ্য, কোনো ধ্বনি বা স্লোগান দেওয়া। আওয়াজ দেওয়া ক্রিয়া, বিশেষ্য, ১ ধ্বনি বা স্লোগান উচ্চারণ করা; ২ বিদ্রুপাত্মক ধ্বনি উচ্চারণ...

আওয়াজি

আওয়াজি — বিশেষ্য, দেওয়ালের উপরের দিকের ছোট জানালা; ঘুলঘুলির মতো ছোট জানালা। ।

আওয়ারি

আওয়ারি — বিশেষ্য, বাড়ি, ঘর; বাড়িঘর। ।

আওয়াস

আওয়াস — বিশেষ্য, আবাস, বাসস্থান, থাকবার জায়গা। ।

আওর

আওর, আঅর / আ-ওর, আ-অর / ɑor, ɑɔr / āor, āar অব্যয় আর; এবং; ও; তুলনামূলক হিন্দি অৌর (और)। আর— কর্পুর কস্তূরী যোগে আঅর তাম্বুল রাগে।...

আওরত

আওরত — (বর্জি.) আওরৎ বিশেষ্য, ১ নারী, স্ত্রীলোক; ২ স্ত্রী, পত্নী (সাধারণত মুসলিম সমাজে ও হিন্দিপ্রভাবিত লোকের মধ্যে ব্যবহৃত)। ।

আওরানো

আওরানো — ক্রিয়া, ১ ফুলে ওঠা; ২ টাটানো, টনটনে ব্যথা করা (ফোঁড়াটা খুব আওরাচ্ছে); ৩ রোদে শুকিয়ে যাওয়া। ☐ বিশেষণ, ফুলে উঠেছে এমন; টনটন...

আওল

আওল১ — আউওল -এর রূপভেদ। আওল২ — ক্রিয়া, (প্রা. কাব্যে) আসিল, এল (‘আওল ঋতুপতি’: বিদ্যা)।

আওলাত

আওলাত — বিশেষ্য, ১ সন্তান, সন্তানসন্ততি; ২ গাছপালা প্রভৃতি স্থাবর সম্পত্তি। ।

আওলাদ

আওলাদ — বিশেষ্য, ১ সন্তান, সন্তানসন্ততি; ২ গাছপালা প্রভৃতি স্থাবর সম্পত্তি। ।

আওলাদ বুনিয়াদ

আওলাদ বুনিয়াদ — বিশেষ্য, গোষ্ঠীভুক্ত লোকজন।

আওসত

আওসত — বিশেষ্য, বড় জমিদারির অধীন খাজনা-করা ছোট তালুক বা ভূসম্পত্তি; ছোট তালুক বা জোতজমি। ।

আওসতহাওয়ালা

আওসতহাওয়ালা — বিশেষ্য, হাওয়ালা বা হাওলা-করা অর্থাৎ নির্দিষ্ট শর্তে দেওয়া প্রজাস্বত্ব বা চাষের অধিকার।

আওসা

আওসা — বিশেষ্য, (আঞ্চ.) গোরুর এবং অন্যান্য গবাদি পশুর রোগবিশেষ; গোরুর খুরের রোগবিশেষ। ।

আওহাল

আওহাল — বিশেষ্য, ১ অবস্থা, হাল; ২ দুরবস্থা, দুর্দশা (কী আওহালেই যা আছি)। ।

আঁক

আঁক — বিশেষ্য, ১ চিহ্ন, দাগ (আঁক কাটা); রেখা; ২ গণিতের অঙ্ক (আঁক কষা)। ।

আঁকড়া

আঁকড়া — বিশেষ্য, কোনোকিছু ঝুলিয়ে বা আটকে রাখার জন্য বাঁকানো লোহার আংটা, hook; কড়া। ।

আঁকড়া-আঁকড়ি

আঁকড়া-আঁকড়ি — বিশেষ্য, জড়াজড়ি; টানাটানি।

আঁকড়ানো

আঁকড়ানো — ক্রিয়া, জাপটে বা জড়িয়ে ধরা (ভয়ে সে বাবাকে আঁকড়ে ধরল)। ☐ বিশেষ্য, বিশেষণ, উক্ত অর্থে। ।

আঁকড়ি

আঁকড়ি — আঁকুড়ি ām̐kaṛi, ām̐kuṛi বিশেষ্য, ১ অঙ্কুশ; অঙ্কুশের মতো বাঁকানো জিনিস বা চিহ্ন; ২ অক্ষরের পাশে নাকের মতো বাঁকা অংশ। ।

আঁকড়ে ধরা

আঁকড়ে ধরা — ক্রিয়া, বিশেষ্য, জড়িয়ে ধরা।

আঁকন

আঁকন — বিশেষ্য, অঙ্কন, আঁকা; ছবি (‘আঁকন আঁকা হবে’: রবীন্দ্রনাথ ঠাকুর)। ।

আঁকশি

আঁকশি — আঁকুশি ām̐kaśi, ām̐kuśi বিশেষ্য, গাছের উঁচু ডাল ইত্যাদি থেকে ফলফুল পাড়ার জন্য অঙ্কুশের মতো আগাবিশিষ্ট লাঠি বা লগা। ।

আকসার

অকসার— আকসার (দ্রষ্টব্য)।

আঁকা

আঁকা — ক্রিয়া, ১ রেখা টেনে চিত্র করা; দাগ কাটা; ২ লেখা (বিধাতা মানুষের ললাটে যা আঁকেন তা মোছা যায় না)। ☐ বিশেষ্য, অঙ্কন,...

আঁকা-জোঁকা

আঁকা-জোঁকা — বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, দাগ কাটা, চিত্রবিচিত্র করা, নকশা করা।

আঁকা-বাঁকা

আঁকা-বাঁকা — বিশেষণ, সাপের (কুটিল) গতির মতো আকৃতিবিশিষ্ট, টেরাবাঁকা। ।

আঁকানো

আঁকানো — ক্রিয়া, অঙ্কিত বা চিত্রিত করানো। ☐ বিশেষণ, অঙ্কিত করানো হয়েছে এমন।