অকরোটি

অকরোটি, (বর্জিত) অকরোটী akaroṭi, akaroṭī বিশেষ্য, আংশিক বা সম্পূর্ণ করোটিহীন, মেরুদণ্ডী প্রাণীর নিম্নস্তরভুক্ত জন্তু, acrania (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।

অকরোটী

অকরোটী বিশেষ্য, যে সকল জন্তুর মাথার খুলির সম্পূর্ণ বা আংশিক অভাব আছে (এই সকল জন্তু পঞ্জরী প্রাণীর নিম্নস্তরে অবস্থিত) Acrania.

অকর্কশ

অকর্কশ বিশেষণ, কার্কশ্য রহিত। কোমল; নরম। ২ মসৃণ। স্ত্রীলিঙ্গ, অকর্কশা।

অকর্ণ

অকর্ণ বিশেষণ, শ্রবণেন্দ্রিয়হীন। "অচক্ষু সর্ব্বত্র চান, অকর্ণ শুনিতে পান, অপদ সর্ব্বত্র গতাগতি।"—  ভারতচন্দ্র রায়গুণাকর। ২ বধির; বদ্ধকালা। ৩ কর্ণশূন্য (তুলনামূলক— "অরাম বা...

অকর্ণধার

অকর্ণধার বিশেষণ, নাবিকহীন; চালকহীন।

অকর্তন

অকর্তন বিশেষ্য, অচ্ছেদন। বিশেষণ, ঈষৎ খর্ব।

অকর্তব্য

অকর্তব্য বিশেষণ, করিবার অনুপযুক্ত; অকরণীয়; অননুষ্ঠেয়। ২ অনুচিত। বিশেষ্য, অকর্তব্যতা।

অকর্তা

অকর্তা বিশেষ্য, যে কর্তা নহে; অপ্রভু। "সকলেই যখন কর্তৃত্ব দেখাইতেছে তখন কে কর্তা আর কে অকর্তা কি বলিব?" ২ অনির্মাতা। ৩ অপ্রধান।

অকর্তৃত্ব

অকর্তৃত্ব বিশেষ্য, কর্তৃত্বের অভাব; অপ্রভুত্ব। ২ কর্তৃত্বাভিমানরাহিত্য।

অকর্ম

অকর্ম (-র্মন্) akarma, akarman বিশেষ্য, ১ অকাজ, কুকাজ অপকর্ম; ২ কর্মের অভাব, নিষ্ক্রিয়তা, ক্রিয়াহীনতা। ।

অকর্মক

অকর্মক বিশেষণ, (ব্যাকরণ) কর্মপদহীন অর্থাৎ যে ক্রিয়ার কর্ম নেই (অকর্মক ক্রিয়া), intransitive.

অকর্মণ্য

অকর্মণ্য বিশেষণ, যে লোক কোনো কাজের নয় এমন, অপদার্থ, অক্ষম।

অকর্মণ্যতা

অকর্মণ্যাতা বিশেষণ, অক্ষমতা, অযোগ্যতা।

অকর্মা

অকর্মা (-র্মন্) বিশেষণ, ১ কর্মহীন; ২ অলস; ৩ অকর্মণ্য। ☐ বিশেষ্য, অকর্মণ্য ব্যক্তি। অকর্মা (-র্মন্) বিশেষণ, কর্মে যার ক্লেশবোধ নেই, কর্মে যে ক্লান্তিহীন; অক্লেশে বা...

অকর্মার ধাড়ি

অকর্মার ধাড়ি, অত্যন্ত অলস ব্যক্তি; একেবারে অকর্মণ্য ও অলস ব্যক্তি।

অকর্ম্ম

অকর্ম্ম বিশেষ্য, অপকর্ম্ম; অকার্য্য; গর্হিত কাজ; কুকার্য্য। "সম ধর্ম্মাধর্ম্ম, সম কর্ম্মাকর্ম্ম, শত্রুমিত্র সমতুল।"— ভারতচন্দ্র রায়গুণাকর। ২ কর্ম্মের অকরণ; কর্ম্মরাহিত্য; কর্ম্ম সন্ন্যাস; কর্ম্মত্যাগ...

অকর্ম্মক

অকর্ম্মক বিশেষণ, যার কর্ম্ম নাই; যে কর্ম্ম করিতেছে না; কর্ম্মরহিত। ২ কর্ম্মে অনুপযুক্ত। ৩ যার কর্ম্ম থাকে না এমন ক্রিয়াপদ (যাওয়া, মরা...

অকর্ম্মঠ

অকর্ম্মঠ বিশেষণ, অকর্ম্মক্ষম; অকর্ম্মণ্য। ২ অলস; কুঁড়ে।

অকর্ম্মণ্য

অকর্ম্মণ্য (অ—কর্ম্ম ন্ন) বিশেষণ, কর্ম্মের অযোগ্য; যার কর্ম্ম করিবার ক্ষমতা নাই। "সে ক্রমাগত রোগে ভুগিয়া এক প্রকার অকর্ম্মণ্য হইয়া পড়িয়াছে।" ২ অকেজো; অব্যবহার্য্য;...

অকর্ম্মন্বিত

অকর্ম্মান্বিত বিশেষণ, কার্য্যরত নহে; কর্ম্মহীন; নিষ্কর্ম্মা; বেকার unemployed. ২ অকার্য্যে রত; দুষ্কর্ম্মান্বিত। স্ত্রীলিঙ্গ, অকর্ম্মান্বিতা।

অকর্ম্মভোগ

অকর্ম্মভোগ বিশেষ্য, কর্ম্মফল ভোগ হইতে অব্যাহতি বা মুক্তি। ২ বৃথা কষ্ট না পাওয়া; বৃথা শ্রম হইতে নিষ্কৃতি লাভ। ৩ কুকর্ম্ম বা দুষ্ক্রিয়ার...

অকর্ম্মা

অকর্ম্মা বিশেষণ, যে কোন কর্ম্ম সম্পন্ন করিতে পারে না; কোন কর্ম্মের নয়; যে কোন কাজেই লাগে না। ২ অলস; জড়প্রকৃতি। ৩ কর্ম্মবিমুখ। "তোমারি...

অকর্ম্মিষ্ঠ

অকর্ম্মিষ্ঠ বিশেষণ, অকর্ম্মে রত; অকর্ম্মণ্য। স্ত্রীলিঙ্গ, অকর্ম্মিষ্ঠা।

অকলঙ্ক

অকলঙ্ক বিশেষণ, বেদাগ; শুভ্র; কলঙ্কহীন; নির্ম্মল; নির্দ্দোষ। "খঞ্জন গঞ্জন আঁখি অকলঙ্ক শশিমুখী, শিরোরুহ অসিত চামর।"—  কবিকঙ্কন মুকুন্দরামকৃত চণ্ডীমঙ্গল কাব্য। স্ত্রীলিঙ্গ, অকলঙ্কা। বিশেষণ, অকলঙ্কিত।...

অকলঙ্কিত

অকলঙ্কিত বিশেষণ, কলঙ্কিত বা দূষিত নয় এমন, নির্মল।

অকলঙ্কী

অকলঙ্কী বিশেষণ, কলঙ্কহীন; নির্দ্দোষ; নির্ম্মল। স্ত্রীলিঙ্গ, অকলঙ্কিনী। অকলঙ্কী (-ঙ্কিন্) বিশেষণ, নিষ্কলঙ্ক, নির্দোষ, নির্মল (‘অকলঙ্কী চাঁদ’)।

অকলুষ

অকলুষ বিশেষ্য, নিষ্পাপ; নির্দ্দোষ। বিশেষণ, অকলুষিত, স্ত্রীলিঙ্গ, অকলুষিতা। অকলুষ akaluṣa বিশেষ্য, কলুষ দোষ মল বা পাপের অভাব। ☐ বিশেষণ, ১ নিষ্পাপ; নির্দোষ; ২ মালিন্যহীন। ।

অকলুষিত

অকলুষিত বিশেষণ, দোষযুক্ত বা মালিন্যযুক্ত নয় এমন, নির্দোষ; অমলিন (অকলুষিত মন)।

অকল্পন

অকল্পন বিশেষ্য, অনুচিত চিন্তা; অকল্পনা; মন্দ মতলব। ২ চিন্তার অভাব। বিশেষণ, অকাল্পনিক (দ্রষ্টব্য)।

অকল্পনা

অকল্পনা বিশেষ্য, অকল্পন, অনুচিত চিন্তা; মন্দ মতলব। ২ চিন্তার অভাব। বিশেষণ, অকাল্পনিক (দ্রষ্টব্য)।

অকল্পিত

অকল্পিত বিশেষণ, যা কল্পনাসিদ্ধ নহে; অকৃত্রিম; প্রকৃত; যথার্থ। বিশেষ্য, অকল্পিতা। অকল্পিত akalpita বিশেষণ, ১ কল্পিত বা মনগড়া নয় এমন, কল্পনাসৃষ্ট নয় এমন, প্রকৃত, সত্য;...

অকল্মষ

অকল্মষ (??? ) বিশেষণ, অপাপ। অকল্মষ akalmaṣa বিশেষণ, যার কল্মষ অর্থাৎ পাপ নেই, নিষ্পাপ (অকল্মষ চরিত্র)। ।

অকল্য

অকল্য বিশেষণ, অসুস্থ; পীড়িত। স্ত্রীলিঙ্গ, অকল্যা ।

অকল্যাণ

অকল্যাণ বিশেষ্য, অশুভ; অমঙ্গল। ২ অনিষ্ট; অহিত। স্ত্রীলিঙ্গ, অকল্যাণী। অকল্যাণ akalyāṇa বিশেষ্য, অমঙ্গল, অনিষ্ঠ (গৃহস্থের অকল্যাণ হবে)। ।

অকল্যাণকর

অকল্যাণকর বিশেষণ, অমঙ্গলজনক, অশুভ।

অকল্যাণকরী

অকল্যাণকরী বিশেষ্য, পশ্চিম। অকল্যাণকরী দিক্— পশ্চিম দিক্। "কে তুমি গো যশঃস্বিনি! আলোকিত করি রূপে অকল্যাণকরী দিকে লয়েছ আশ্রয়?"— জাতক (৫ম খণ্ড)।

অকষ্ট

অকষ্ট akaṣṭa বিণ. কষ্টহীন, ক্লেশহীন। । অকষ্ট বিশেষণ, ক্লেশহীন।

অকষ্টকল্পনা

অকষ্ট-কল্পনা akaṣṭa-kalpanā বি. স্বতঃস্ফূর্ত কল্পনা বা রচনা, অনায়াসসাধ্য কল্পনা বা রচনা। । অকষ্টকল্পনা বিশেষ্য, যে কল্পনা বা রচনা কবির মানস হইতে স্বতঃ উত্থিত...

অকষ্টকল্পিত

অকষ্ট-কল্পিত বিণ. কষ্টকল্পিত নয় এমন; অনায়াসসাধ্য, স্বতঃস্ফূর্তভাবে রচিত। অকষ্টকল্পিত বিশেষণ, যা কষ্টকল্পিত নহে; not laboured or farfetched.

অকষ্টবদ্ধ

অকষ্ট-বদ্ধ akaṣṭa-baddha বিণ. অত্যন্ত বিপন্ন, অত্যন্ত বিপদগ্রস্ত। । অকষ্টবদ্ধ বিশেষ্য, বিষমসঙ্কট; অধিক দুঃখ; যে অবস্থায় নড়িবার পর্য্যন্ত শক্তি থাকে না; অপ্রতিহার্য্য আপদ; উভয় সঙ্কট;...

অকসার

অকসার— আকসার (দ্রষ্টব্য)।

অকস্মাৎ

অকস্মাৎ akasmāt অব্য. ক্রি-বিণ. ১ হঠাৎ, সহসা, অতর্কিতভাবে, আচমকা ('অকস্মাৎ স্বপ্ন গেল টুটে'; সু. দ.); ২ অকারণে, কোনো কারণ ছাড়াই। । অকস্মাৎ (— শ্ শাঁ—...

অকা

অকা বিশেষণ, অজ্ঞ; নির্ব্বোধ; বোকা; মূর্খ (সাধারণতঃ অগা)। ২ আকা (দ্রষ্টব্য)।

অকাজ

অকাজ akāja বি. ১ যা কাজ নয়; বাজে কাজ, অনুচিত কাজ (অকাজের গোঁসাই); ২ কাজের অভাব। । অকাজ বিশেষ্য, অসৎকার্য্য; কুকর্ম্ম। "অকারণে অকাজ লয়ে...

অকাট

অকাট akāṭa দ্র আকাট। অকাট বিশেষণ, মূর্খ; গণ্ডমূর্খ; কাটমূর্খ।

অকাটা

অকাটা বিশেষণ, অকর্ত্তিত; অখণ্ডিত; আস্ত; গোটা। প্রয়োগ— অকাটা শুপারী।

অকাট্য

অকাট্য akāṭya বিণ. যা কাটা বা খণ্ডন করা যায় না, অখণ্ডনীয় (অকাট্য যুক্তি) । অকাট্য বিশেষণ, অখণ্ড্য; অখণ্ডনীয়; যা খণ্ডন করা উচিত নয় বা...

অকাঠিন্য

অকাঠিন্য বিশেষ্য, কোমলতা।

অকাণ্ড

অকাণ্ড akāṇḍa বি. গুঁড়ি বা কাণ্ডহীন বৃক্ষ। ☐ বিণ. ১ অঘটনীয়; ২ আকস্মিক, অতর্কিত; ৩ কাণ্ডহীন। । অকাণ্ড বিশেষণ, কুকাণ্ড; অঘটনীয় ব্যাপার। ২...

অকাণ্ডজাত

অকাণ্ডজাত বিশেষণ, অসময়ে উৎপন্ন। স্ত্রীলিঙ্গ, অকাণ্ডজাতা।

অকাণ্ডে

অকাণ্ডে ক্রি-বিণ. ১ হঠাৎ, অকস্মাৎ; ২ বিনা কারণে।

অকাতর

অকাতর akātara বিণ. ১ কাতর নয় এমন; ২ ব্যাকুলতাশূন্য; ৩ নিঃশঙ্ক; ৪ সহিষ্ণু (পরিশ্রমে অকাতর)। অকাতর বিশেষণ, অক্লিষ্ট; অব্যাকুল; অনভিভূত। ২ নিঃশঙ্ক; নির্ভীক।...

অকাতরে

অকাতরে ক্রি-বিণ. ১ অক্লেশে, অনায়াসে (অকাতরে দান করা); ২ অকুণ্ঠচিত্তে; ৩ অবাধে (অকাতরে ঘুমাছে)।

অকাপট্য

অকাপট্য বিশেষ্য, অকপটতা; সারল্য। ২ ঔদার্য্য।

অকাম

অকাম akāma বিণ. ১ নিষ্কাম, বাসনাশূন্য, কাম বা ভোগবাসনা নেই এমন; ২ জিতেন্দ্রিয়। । ☐বি (আঞ্চ.) অকাজ; কুকাজ। । অকাম বিশেষণ, নিষ্কাম; বাসনাশূন্য। ২...

অকামিক

অকামিক অ, অকস্মাৎ; হঠাৎ। "বিধিক ঘটনে ভেল অকামিক লোচনে লোচনে মেলা।"— নগেন্দ্রনাথ গুপ্ত সম্পাদিত বিদ্যাপতি। ২ অকারণ। "অতি পুলকিত তনু বিহসী অকামিক জাগি...

অকাম্য

অকাম্য বিণ. অবাঞ্ছনীয়, অনভিপ্রেত। অকাম্য বিশেষণ, অনভিপ্রেত; অনভিলষণীয়। স্ত্রীলিঙ্গ, অকাম্যতা।

অকায়

অকায় akāẏa বিণ. দেহবিহীন, অশরীরী। ☐ বি. ১ পরমাত্মা; ২ রাহুগ্রহ। । অকায় বিশেষণ, শরীরবিহীন। ২ বিশেষ্য, পরমাত্মা। ৩ রাহুগ্রহ

অকার

অ-কার a-kāra বি. 'অ' বর্ণ বা ধ্বনি। । অকার বিশেষ্য, স্বরবর্ণের আদ্যক্ষর— 'অ'। ২ 'অ' এই শব্দ বা ধ্বনি। ৩ ব্রহ্মা।...

অকারণ

অকারণ akāraṇa বিণ. কারণবিহীন (অকারণ বিদ্বেষ, অকারণ হাসি। ☐ ক্রি-বিণ. অনর্থক, মিছিমিছি, শুধুশুধু (অকারণ হেসে চলেছে)। । অকারণ ক্রিয়া-বিশেষণ, বিনা কারণে; নিষ্প্রয়োজনে। "নতুবা...