এমনিতর

এমনিতর বিশেষণ, ঠিক এই রকম। ‘সেদিন এমনিতর অন্ধকার ছিল।’—রবীন্দ্রনাথ ঠাকুর।

এমবি

এম্‌বি বিশেষ্য, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞান বিষয়ের উপাধি; ‘এম্ ডি’র নিম্নস্থ উপাধি।

এমান্

এমান্ বিশেষ্য, বিশ্বাস; ধর্ম।

এমাম

এমাম বিশেষ্য, মুসলমান ধর্মাধ্যক্ষ; প্রধান যাজক; নেতা বা নায়ক।

এমামত্ব

এমামত্ব বিশেষ্য, ধর্মনেতৃত্ব। ‘আর যদি তাঁহারা হারিয়া যান তাহা হইলে তাঁহারা আসাদ উদ্দলা সাহেবের এমামত্ব স্বীকার করিবেন।’—আর্য্য শক্তি, ১৩৩৩।

এমারৎ

এমারৎ বিশেষ্য, অট্টালিকা; পাকাবাটী; কঠাবাড়ী।

এমুখ

এমুখ ক্রিয়া-বিশেষণ, এদিগ্বর্তী, বক্তার সম্মুখীন।

এমুখ হওয়া

এমুখ হওয়া — বক্তার সম্মুখে বা স্থানে আসা। ‘তখন আর এমুখ হবে?’

এমুড়া-ওমুড়া

এমুড়া-ওমুড়া অব্যয়, একবার এমাথা বা একদিকের শেষ আবার অপর দিকের শেষ; এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত (পথের); এ মোড় থেকে মোড়...

এম্নি

এম্নি বিশেষণ, এমনই; এইরূপই। ‘দেশের এম্নি বিচার বটে, চর হয়ে চর ধরতে ছটে, এ৽ দেশের উল্টা দাঁড়া।’—বাংলা গান। ২ ক্রিয়া-বিশেষণ, এতদূর; এত...

এয়

এয় বিশেষণ, সধবা; যে নারীর পতি বর্তমান। এয়েস্ত্রী (দ্রষ্টব্য)। ‘এয়গণ সঙ্গে করি প্রদীপ ধরিয়া।’ —চণ্ডীকাব্য, কবিকঙ্কন মুকুন্দরাম। ‘এয় তুমি তমার কি সাজে এবেশ।’—মেঘনাদ...

এয়জ

এওজ, এয়জ, এয়োজ বিশেষ্য, বিনিময়; পরিবর্ত।

এয়জাত

এয়জাত বিশেষ্য, এয়োদিগের একত্র ভোজন।

এয়ত

এয়ত বিশেষ্য, সধবার অবস্থা। ‘এয়োতের ব্রত উদ্ যাপন।’ —অশোকগুচ্ছ।

এয়তি

এয়তি বিশেষ্য, আয়তি। ২ বিশেষণ, এয়োত; আয়তিবিশিষ্ট; এয়েস্ত্রী; সধবা। ‘জনম এয়োতি হোক, চির মন সুখে রোক।’—কাব্যকুসুমাঞ্জলি।

এয়তী

এয়তী বিশেষ্য, আয়তি। ২ বিশেষণ, এয়োত; আয়তিবিশিষ্ট; এয়েস্ত্রী; সধবা। ‘জনম এয়োতি হোক, চির মন সুখে রোক।’—কাব্যকুসুমাঞ্জলি।

এয়সূতা

এয়সূতা বিশেষ্য, সধবার হাতে কাটা সূতা। (বিবাহাদি শুভ কার্য্যে ব্যবহৃত)। ‘আনিল আইওর সূতা নাটাই সহিত।’—চণ্ডীকাব্য, কবিকঙ্কন মুকুন্দরাম।

এয়স্ত্রী

এয়স্ত্রী বিশেষ্য সধবা নারী। এই অর্থে এয়স্ত্রী, এয়েস্ত্রী, আয়স্ত্রী, আয়োস্ত্রী, ওইস্ত্রী, এয়িস্ত্রী গ্রাম্য ব্যবহারে চলিত।

এযাবৎ

এযাবৎ অব্যয়, এ পর্যন্ত।

এয়ার

এয়ার বিশেষ্য, বন্ধু। ‘মিলে দু-চারিটি এয়ার।’—দ্বিজেন্দ্রলাল রায়।

এয়ারিং

এয়ারিং বিশেষ্য, কর্ণভূষণ; কুণ্ডল; ঝুম্‌কা।

এয়িস্ত্রী

এয়িস্ত্রী বিশেষ্য সধবা নারী। এই অর্থে এয়স্ত্রী, এয়েস্ত্রী, আয়স্ত্রী, আয়োস্ত্রী, ওইস্ত্রী, এয়িস্ত্রী গ্রাম্য ব্যবহারে চলিত।

এয়েস্ত্রী

এয়েস্ত্রী বিশেষ্য সধবা নারী। এই অর্থে এয়স্ত্রী, এয়িস্ত্রী, আয়স্ত্রী, আয়োস্ত্রী, ওইস্ত্রী, এয়িস্ত্রী গ্রাম্য ব্যবহারে চলিত।

এয়োজ

এয়োজ, এয়জ বিশেষ্য, বিনিময়; পরিবর্ত।

এর

এর বিশেষ্য, বাংলা ষষ্ঠী বিভক্তি-চিহ্ন। ২ ইহার; এই ব্যক্তির (অসম্ভ্রমার্থে)। সম্ভ্রমার্থে—এঁর। প্রয়োগ— এর কাছে কি আছে; এর চেয়ে ওটা ভাল।

এরই

এরই অব্যয়, এখানে। এরই আসি কাছে বসি কথা শুন চাই।’—পূর্ব বঙ্গ গীতিকা।

এরক

এরক বিশেষ্য, গ্রন্থিহীন তৃণবিশেষ; নল খাগড়া। ২ শরগাছ। ৩ শরকাঠি। ‘সেখানে উহা হইতে এক গুচ্ছ এরক তৃণ জন্মিল।’—জাতক, ৪র্থ খণ্ড। ‘তদ্দর্শনে কাল-প্রেরিত অন্ধক...

এরকা

এরকা বিশেষ্য, গ্রন্থিহীন তৃণবিশেষ; নল খাগড়া। ২ শরগাছ। ৩ শরকাঠি। ‘সেখানে উহা হইতে এক গুচ্ছ এরক তৃণ জন্মিল।’—জাতক, ৪র্থ খণ্ড। ‘তদ্দর্শনে কাল-প্রেরিত অন্ধক...

এরঘের

এরঘের বিশেষ্য, সম্পূর্ণরূপ আবরণ; আবরু; আপাদ মস্তক যুড়িয়া বা সর্ব্বাঙ্গ বস্ত্রাতি দ্বারা বেষ্টন।

এরঙ্গ

এরঙ্গ বিশেষ্য, মৎস্য বিশেষ; অরঙ্গামাছ; রাঙ্গামাছ। ২ মঞ্জিষ্ঠা।

এরণ্ড

এরণ্ড বিশেষ্য, ভেরাণ্ডাগাছ; রেড়ী গাছ ricinus communis.

এরণ্ডক

এরণ্ডক বিশেষ্য, ভেরাণ্ডা গাছ; রেড়ী গাছ castor oil plant এরণ্ড (দ্রষ্টব্য)।

এরণ্ডতৈল

এরণ্ডতৈল বিশেষ্য, রেড়ীর তেল castor oil.

এরণ্ডপত্রিকা

এরণ্ডপত্রিকা বিশেষ্য, দন্তীবৃক্ষ।

এরণ্ডপত্রী

এরণ্ডপত্রী বিশেষ্য, দন্তীবৃক্ষ।

এরণ্ডফলা

এরণ্ডফলা বিশেষ্য, হ্রস্বদন্তীবৃক্ষ।

এরণ্ডা

এরণ্ডা বিশেষ্য, পিপ্পলী। ২ বৃহদ্দন্তী (জামাল গোটা) Balios—permum montanum.

এরপর

এরপর — ইহার পরবর্তী। ২ এই অপ্রীতিকর ঘটনা; অপমান প্রতিকূল অবস্থা ইত্যাদির পর। ‘মা এরপর আর আমাদের এখানে থাকা চলে না।’—পিতাপুত্র।

এরসে

এরসে বিশেষ্য, এই রঙ্গ-রহস্যে; উপস্থিত আমোদ প্রমোদে। ২ ইহার স্বাদ-গ্রহণে; ইহার উপভোগজাত আনন্দে। প্রয়োগ— তিনি এ রসে বঞ্চিত।

এরা

এরা সর্বনাম, ইহারা।

এরারুট

এরারুট বিশেষ্য, আমেরিকার এক প্রকার গাছড়ার মূল ও তার পালো। এই গাছ ভারতবর্ষেও জন্মে। রোগীর পক্ষে অতি লঘু পথ্য।

এরূপ

এরূপ বিশেষণ, এ প্রকার; এরকম; এমন।

এরে

এরে সর্বনাম, ইহাকে। ২ কর্মকারকের বিভক্তি। ‘মনেরে বুঝায়ে বল, নয়নেরে দোষ কেন।’—নিধুবাবু। ৩ (এ এরে) অব্যয়, শিশুদিগকে ভয়প্রদর্শন; শাসন বা ধম্‌কানোর শব্দ।

এর্বারুতৈল

এর্বারুতৈল বিশেষ্য, কাঁকুড় বীজের তৈল।

এর্ব্বারু

এর্ব্বারু বিশেষ্য, কর্কটীবিশেষ। ২ কাঁকুড়; ফুটী। ৩ এক প্রকার শশা (জাতক)।

এল

১. এল১ বিশেষ্য, রাজা পুরূরবার পিতা (মহাভারত)। ২. এল২, এলো ক্রিয়া, আসিল। ৩. এল৩ বিশেষণ, আলুলায়িত; মুক্ত।

এল-এ

এল-এ বিশেষ্য, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাবিশেষ। এণ্ট্রান্স ও বি-এ’র মধ্যবর্তী পরীক্ষা; বর্তমানে বাংলাদেশি শিক্ষাপদ্ধতিতে আইএ (Intermediate of Arts)। ‘শরৎ তুমি এবার ‘এল-এ’র জন্য পড়িতেছ।’—সংসার

এল-এম-এস

এল-এম-এস বিশেষ্য, চিকিৎসা-বিজ্ঞানে বিশ্ব বিদ্যালয়ের দত্ত উপাধিবিশেষ।

এলকন

এলকন, এলকোনো ক্রিয়া, বিদ্রূপ করা; বিকৃত অঙ্গভঙ্গি দ্বারা রহস্য করা।

এলকানি

এলকানি, এলকুনি বিশেষ্য, বিরূপ করণ; অঙ্গভঙ্গি; বাঁদরামি (ভেঁংচানি অর্থে)। এলকানি-বেলকানি।

এলকুনি

এলকুনি, এলকানি বিশেষ্য, বিরূপ করণ; অঙ্গভঙ্গি; বাঁদরামি (ভেঁংচানি অর্থে)। এলকানি-বেলকানি।

এলকুমি-বেলকুমি

এলকুমি-বেলকুমি বিশেষ্য, অঙ্গভঙ্গি; অঙ্গপ্রত্যঙ্গ ও মুখ-বিকার; রঙ্গ সহ অঙ্গভঙ্গ।

এলকোনো

এলকোনো, এলকন ক্রিয়া, বিদ্রূপ করা; বিকৃত অঙ্গভঙ্গি দ্বারা রহস্য করা।

এলঙ্কা

এলঙ্কা বিশেষ্য, এরকা; এড়কা। ‘মুসলের কত্থে যত এলঙ্কা জন্মিল। সেই এলঙ্কার যুদ্ধে যদুবংশ মৈল’—চৈতন্য মঙ্গল।

এলচি

এলচি, ইলচি বিশেষ্য, দূত।

এলতলা

এলতলা বিশেষ্য, ছাঁচতলা।

এলতলা-বেলতলা

এলতলা-বেলতলা —নানাস্থান; এর দ্বারা তার দ্বারা; এদিক্ ওদিক্; নানা আশ্রয়।

এলবার্ট

এলবার্ট বিশেষ্য, টেড়ি বা টেরি। ‘এলবার্ট কেটে।’ ‘এলবার্ট টেরি বাগইয়ে যাবো।’ এলবার্ট ফ্যাসানে টেরিকাটা।

এলবালু

এলবালু, এলবালুক বিশেষ্য, গন্ধ-দ্রব্যবিশেষ; খনিজদ্রব্যচূর্ণবিশেষ। ২ বীজবিশেষ।

এলবালুক

এলবালুক, এলবালু বিশেষ্য, গন্ধ-দ্রব্যবিশেষ; খনিজদ্রব্যচূর্ণবিশেষ। ২ বীজবিশেষ।

এলবাস

এলবাস বিশেষ্য, পরিচ্ছদ; পোষাক; কাপড়।

এলা

১. এলা১ বিশেষণ, আল্গা; ঢিলা। ২ অলস; অকর্মণ্য। ৩ ক্রিয়া, ত্যাগ করা; পরিত্যাগ করা; ফেলা। ৪ ধান এলে দেওয়া; সেঁকে দেওয়া। ৫...

এলা-কাঁড়ি

এলাকাঁড়ি বিশেষ্য, শিথিলতা; ঢিলামি; অমনোযোগ।

এলাইচ

এলাইচ এলা২ বিশেষ্য, এলাচ। ২ এলাইচ লতা। ৩ পঞ্চদশাক্ষর ছন্দোবিশেষ; ইহার তৃতীয়, পঞ্চম, চতুর্দশ ও পঞ্চদশবর্ণ গুরু (যথা— ‘বলনা সখে রব করি কত...

এলাক

এলাক বিশেষ্য, মুনিবিশেষ।

এলাকা

এলাকা বিশেষ্য, সম্পর্ক; সংস্রব; সম্বন্ধ। প্রয়োগ— সে কাহারও এলাকা রাখে না। ‘আমার সহিত এবং আমার ওয়ারীসের সহিত ওই ছোকরার কোন এলাকা নাই।’—দলিল, ১৭৩৫।...

এলাকাড়ি

এলাকাড়ি বিশেষ্য, শিথিলতা; ঢিলামি; অমনোযোগ।

এলাকাড়ি দেওয়া

এলাকাড়ি দেওয়া—অমনোযোগ করা; শৈথিল্য দেখান।

এলাচ

এলাচ, এলা২ বিশেষ্য, এলাচ। ২ এলাইচ লতা। ৩ পঞ্চদশাক্ষর ছন্দোবিশেষ; ইহার তৃতীয়, পঞ্চম, চতুর্দশ ও পঞ্চদশবর্ণ গুরু (যথা— ‘বলনা সখে রব করি কত...

এলাচদানা

এলাচদানা বিশেষ্য, এলাচবীজ, এলাচদানা, এলাবীজ।

এলাচি

এলাচি, এলা২ বিশেষ্য, এলাচ। ২ এলাইচ লতা। ৩ পঞ্চদশাক্ষর ছন্দোবিশেষ; ইহার তৃতীয়, পঞ্চম, চতুর্দশ ও পঞ্চদশবর্ণ গুরু (যথা— ‘বলনা সখে রব করি কত...

এলো

১. এলো১, এল২ ক্রিয়া, আসিল। ২. এলো২, এল৩ বিশেষণ, আলুলায়িত; মুক্ত।

এঁষানি

এঁষানি, এঁসানি — বিশেষ্য, আমিষগন্ধ; আঁষ্টে গন্ধ।

এঁষে-ঘা

এঁষে-ঘা —বিশেষ্য, গোরু, মেষ, ছাগল ইত্যাদি জন্তুর মুখে বা খুরে যে ঘা হয়।

এঁসান

এঁসানি, এঁষানি — বিশেষ্য, আমিষগন্ধ; আঁষ্টে গন্ধ।

এঁসানি মারা

এঁসানি মারা —ক্রিয়া, আমিষগন্ধ দূর করা; ঘৃতে ভাজিয়া আঁষগন্ধ দূর করা; সন্তলন করা। ‘মাংসের এঁসানি মারে ঘৃতে কল কল।’—ঘনরাম চক্রবর্ত্তী। ২ আঁষ্টে গন্ধ ছাড়া।