একনাগাড়ে

একনাগাড়ে ক্রিয়া-বিশেষণ, ক্রমাগত সমভাবে; একাদিক্রমে।

একনাথ

একনাথ বিশেষণ, একস্বামিক। ২ বিশেষ্য, শিবলিঙ্গ বিশেষ।

একনামা

একনামা বিশেষণ, সমনামধেয় namesake.

একনায়ক

একনায়ক বিশেষণ, একমাত্র পরিচালক বা শাসক রাজার অধীন; স্বৈরশাসক; autocrat.

একনায়ক রাজ্যতন্ত্র

একনায়ক রাজ্যতন্ত্র বিশেষ্য, যে রাজ্যের শাসনকার্য কেবল রাজার মতানুসারেই সম্পন্ন হয়; একনায়কতন্ত্র; autocracy.

একনিষ্ঠ

একনিষ্ঠ বিশেষণ, একেই নিষ্ঠা যার; একাগ্র। স্ত্রীলিঙ্গ, একনিষ্ঠা—একের প্রতি আস্থা বা অনুরক্তি যে স্ত্রীর। ২ একাগ্রতা।

একনিষ্ঠা

একনিষ্ঠা বিশেষণ, স্ত্রীলিঙ্গ, একের প্রতি আস্থা বা অনুরক্তি যে স্ত্রীর। ২ একাগ্রতা।

একপক্ষ

একপক্ষ বিশেষণ, একটি ডানাবিশিষ্ট। ২ বিশেষ্য, সপক্ষ; সহায়। ৩ বাদী প্রতিবাদীর মধ্যে হয় বাদী না হয় প্রতিবাদী। ৪ পনর দিন; মাসের অর্ধ।

একপঞ্চাশ

একপঞ্চাশ বিশেষ্য, বিশেষণ, ৫১ সংখ্যা বা সংখ্যক। ২ এক বার বা এক থোক ৫০ (দু’পঞ্চাশ = ১০০)।

একপঞ্চাশৎ

একপঞ্চাশৎ বিশেষ্য, বিশেষণ, ৫১।

একপঞ্চাশত্তম

একপঞ্চাশত্তম বিশেষণ, ৫১ সংখ্যক বা তাহার পূরক।

একপত্নী

একপত্নী বিশেষ্য, পতিপরায়ণা; পতিব্রতা; সতী; সাধ্বী। ২ প্রধান স্ত্রী। ৩ সপত্নী; সতীন।

একপত্নীক

একপত্নীক বিশেষণ, যার একটিমাত্র পত্নী; অব্যভিচারী; সচ্চরিত্র।

একপত্রোৎপত্তিক

একপত্রোৎপত্তিক বিশেষণ, বীজ অঙ্কুরিত হবার সময় যে সকল গাছের কেবল একটি মাত্র পত্র উৎপন্ন হয়; একপত্রোৎপাদক। ২ একদা একটিমাত্র বীজ প্রসবকারী monocotyledonous.

একপদ

একপদ বিশেষণ, একপদবিশিষ্ট। ২ খঞ্জ; খোঁড়া। ৩ ক্রিয়া-বিশেষণ, যুগপৎ; তৎক্ষনাৎ; অকস্মাৎ। ৪ একউদ্যমে; একপদে। ৫ বিশেষ্য, একটী বাক্য। ৬ চলার সময় প্রথম পা...

একপদী

একপদী বিশেষ্য, একপদবিশিষ্টা; এক পেয়ে। ২ বিশেষ্য, সঙ্কীর্ণ পথ।

একপদীকরণ

একপদীকরণ বিশেষ্য, একাধিক পদকে সমাসবদ্ধ করা বা একপদে পরিণত করা।

একপদে

একপদে অব্যয়, এক উদ্যমে; একবারে। ২ অকস্মাৎ।

একপরামর্শী

একপরামর্শী বিশেষণ, যারা একসঙ্গে পরামর্শ করিয়া কাজ করে। ২ একমতাবলম্বী; অভিন্ন মত; একমত।

একপর্ণা

একপর্ণা বিশেষ্য, মেনকার গর্ভজা হিমালয় কন্যা; অসিতদেবলের পত্নী; অপর্ণা ও একপাটলার সহোদরা।

একপর্ণিকা

একপর্ণিকা বিশেষ্য, মেনকার গর্ভজা হিমালয় কন্যা; অসিতদেবলের পত্নী; অপর্ণা ও একপাটলার সহোদরা।

একপাটলা

একপাটলা বিশেষ্য, মেনকা গর্ভজাত হিমালয় কন্যা অপর্ণার সহোদরা এবং জৈগীষব্যের পত্নী (একটি পাটল মাত্র ভক্ষণ করে তপস্যা করায় এই নাম)।

একপাটা

একপাটা বিশেষ্য, উড়ানি; উত্তরীয়। ২ একবস্ত্র ।

একপাট্টা

একপাট্টা বিশেষ্য, উড়ানি; উত্তরীয়। ২ একবস্ত্র ।

একপাঠী

একপাঠী বিশেষণ, সহপাঠী। স্ত্রীলিঙ্গ, একপাঠিনী।

একপাদ

একপাদ  বিশেষ্য, দানব বিশেষ। ২ একাদশ রুদ্রের অন্যতম। ৩ মহিষাসুরের মন্ত্রী। —স্কন্দ পুরাণ।

একপার্শ্ব

একপার্শ্ব বিশেষ্য, দেহের একার্ধ। ক্রিয়া-বিশেষণ, কাত; একপেশে।

একপার্শ্বে

একপার্শ্বে  ক্রিয়া-বিশেষণ, একধারে; একান্তে; একদিকে।

একপাশ

একপাশ বিশেষ্য, দেহের একার্ধ। ক্রিয়া-বিশেষণ, কাত; একপেশে।

একপাশে

একপাশে  ক্রিয়া-বিশেষণ, একধারে; একান্তে; একদিকে।

একপিঙ্গ

একপিঙ্গ বিশেষ্য, কুবের ২ মহাদেবের সখা। ইনি যক্ষগণকর্তৃক পূজিত ও কুবেরের রাজধানীবাসী।

একপিঙ্গল

একপিঙ্গল বিশেষ্য, কুবের ২ মহাদেবের সখা। ইনি যক্ষগণকর্তৃক পূজিত ও কুবেরের রাজধানীবাসী।

একপিণ্ড

একপিণ্ড বিশেষ্য, সপিণ্ড।

একপিতৃক

একপিতৃক বিশেষণ, অভিন্ন পিতৃক; একপিতার ঔরসজাত ।

একপুত্রতা

একপুত্রতা বিশেষ্য, একাপত্যতা।

একপুত্রত্ব

একপুত্রত্ব বিশেষ্য, একাপত্যতা।

একপুরুষ

একপুরুষ বিশেষ্য, পরম পুরুষ; পরমেশ্বর। ২ একবংশ; এক সময়ের তাবৎ লোক generation.

একপুরুষিয়া

একপুরুষিয়া বিশেষণ, এক পুরুষের জীবিতকালীন। ২ যে কুলীন বংশজ বা মৌলিক ঘরে বিবাহ করিয়া স্বয়ং কুল ভঙ্গ করিয়াছে। ৩ একপুরুষান্বিত।

একপুরুষে

একপুরুষে বিশেষণ, এক পুরুষের জীবিতকালীন। ২ যে কুলীন বংশজ বা মৌলিক ঘরে বিবাহ করিয়া স্বয়ং কুল ভঙ্গ করিয়াছে। ৩ একপুরুষান্বিত।

একপেট

একপেট বিশেষ্য, একোদর। ২ ক্রিয়া-বিশেষণ, উদর পূর্ণ করিয়া; পেট ভরিয়া।

একপেশে

একপেশে বিশেষণ, একদিকে ঝোঁকা; একবর্গা। ২ পক্ষপাতী।

একফল

একফল বিশেষ্য, একই পরিণাম। ২ একটিমাত্র ফল। ৩ বিশেষণ, একফলা বা ধার যুক্ত (যেমন ছুরি)। ৪ একটি ফল যাতে আছে বা ধরে। ৫ এক...

একফালা

একফালা বিশেষ্য, লম্বাভাবে কাটা একখণ্ড; একটুকরা। ‘মেনকার দাসী আনে ঔষধের ডালি। আছিল ইসর মূল তাহে একফালি।’—কবিকঙ্কন।

একফালি

একফালি বিশেষ্য, লম্বাভাবে কাটা একখণ্ড; একটুকরা। ‘মেনকার দাসী আনে ঔষধের ডালি। আছিল ইসর মূল তাহে একফালি।’—কবিকঙ্কন।

একবচন

একবচন বিশেষ্য, একত্ব সংখ্যার বাচক singular number. ।

একবর

একবর বিশেষণ, যার একবার বিবাহে বরণ করা হয়েছে; এক বিবাহ; এক পক্ষের।

একবরিয়া

একবরিয়া বিশেষণ, যার একবার বিবাহে বরণ করা হয়েছে; এক বিবাহ; এক পক্ষের।

একবরে

একবরে বিশেষণ, যার একবার বিবাহে বরণ করা হয়েছে; এক বিবাহ; এক পক্ষের।

একবর্গা

একবর্গা বিশেষণ, এক পথে, একমার্গী, এক গুঁয়ে। ‘এই মাশুদ জাতি বড়ই দুরন্ত—অত্যন্ত একবর্গা।’—নায়ক, ১৩২৬।

একবর্ণ

একবর্ণ অমিশ্র অজ্ঞাত রাশি simple unknown quantity. ২ এক জাতি। ৩ অযুক্তাক্ষর। ৪ একবারে উচ্চার্য্যধ্বনি বা শব্দাংশ syllable; একমাত্রা।

একবর্ণা

একবর্ণা বিশেষণ, এক জাতীয়। ২ এক রঙা।

একবর্ণী

একবর্ণী বিশেষ্য, কাংশতাল; মন্দিরা cymbals.

একবর্ষিকা

একবর্ষিকা বিশেষ্য, একবৎসরের গাই; একবৎসরের বক্‌না।

একবংশ

একবংশ বিশেষ্য, বিশেষণ, সগোত্র।

একবংশীয়

একবংশীয় বিশেষণ, এককুলজাত; এক ঝাড়ের।

একবস্ত্র

একবস্ত্র বিশেষ্য, একমাত্র বস্ত্র; একছুট। ২ বিশেষণ, একবস্ত্র পরিহিত; উত্তরীয় বস্ত্ররহিত। ৩ বিশেষণ, এক জাতীয় বসনবিশিষ্ট। ৪ ক্রিয়া-বিশেষণ, একছুটে; কেবল মাত্র...

একবাক্য

একবাক্য বিশেষ্য, অভিন্নবাক্য; এককথা। ২ বিশেষণ, একমত; একমতাবলম্বী।

একবাক্যতা

একবাক্যতা বিশেষ্য, বাক্যের অভিন্নতা; অন্যথা না করার ভাব; ঐকমত্য।

একবাড়িয়া

একবাড়িয়া বিশেষণ, এক ফের দেওয়া (বস্ত্রাদি)। ২ এক ঘেরা বা বেড়া দেওয়া (গৃহাদি)। ৩ এক পাক দেওয়া (সূত্রাদি)। ৪ একপেশে।

একবাদ

একবাদ বিশেষ্য, বেদান্তে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত তাবৎ পদার্থের অভিন্নত্ব প্রতিপাদক রূপ মতবাদ। ২ বিশেষ্য, ডিণ্ডিম নামক বাদ্যযন্ত্র।

একবান

একবান বিশেষণ, এক পোড় দেওয়া; একবার আগুনে পোড়ান।

একবার

একবার বিশেষ্য, এক সময়। ২ একের অনধিক বার। ৩ একদফা।

একবারে

একবারে ক্রিয়া-বিশেষণ, এককালে; একদা once. ২ এক চেষ্টায়। ৩ সম্পূর্ণরূপে। ৪ হঠাৎ। ৫ একদম। ৬ এখনি; at once.

একবাস

একবাস বিশেষণ, একবস্ত্র। ২ ক্রিয়া-বিশেষণ, বস্ত্র পরিবর্তন না করিয়া। স্ত্রীলিঙ্গ, একবাসা—একবসনা।

একবিংশ

একবিংশ বিশেষণ, একাধিক বিশ সংখ্যক; ২১ একুশ সংখ্যক।

একবিংশতি

একবিংশতি বিশেষ্য, বিশেষণ, বিংশতি এবং এক; একুশ; ২১ সংখ্যা বা সংখ্যক।

একবিংশতিতম

একবিংশতিতম বিশেষণ, ২১ সংখ্যক।

একবেড়ে

একবেড়ে বিশেষণ, এক ফের দেওয়া (বস্ত্রাদি)। ২ এক ঘেরা বা বেড়া দেওয়া (গৃহাদি)। ৩ এক পাক দেওয়া (সূত্রাদি)। ৪ একপেশে।

একভক্ত

একভক্ত বিশেষ্য, একাশন ব্রতবিশেষ (এতে একবার মাত্র দিবাভাগে ভোজন বিধি আছে)। ২ প্রধান ভক্ত; অদ্বিতীয় ভক্ত। ৩ ঈশ্বরে ভক্তিযুক্ত; পরমেশ্বরের উপাসক।

একভক্তি

একভক্তি বিশেষ্য, অচলা ভক্তি; অনন্যবিষয় ভক্তি। ২ ভগবদ্ভক্তি। ৩ বিশেষণ, ঈশ্বরে ভক্তিমান্; ঈশ্বরের ভক্ত।

একভাব

একভাব বিশেষ্য, এক বিষয়ে অনুরাগ; অনন্য বিষয়ে আসক্তি। ২ এক স্বভাব; একরূপ প্রকৃতি। ৩ একাশয়; এক অন্তঃকরণ। ৪ সমভাব; এক ধরণ। ৫ একজনের...

একভার্য্য

একভার্য্য বিশেষণ, একপত্নীক।

একভার্য্যা

একভার্য্যা বিশেষ্য, প্রধানা স্ত্রী। ২ একের ভার্যা; (একজনের পত্নী।

একভিত

একভিত বিশেষ্য, একদিক্; একান্ত। ক্রিয়া-বিশেষণ, একভিতে।

একভিতে

একভিতে ক্রিয়া-বিশেষণ, একদিকে; একান্তে ।

একমত

একমত বিশেষণ, অনন্যমত; একযুক্তি; যার সহিত মতের ঐক্য আছে; একবাক্য। ২ বিশেষ্য, একজ্ঞান।

একমতত্ব

একমতত্ব বিশেষ্য, বিশেষণ, ঐকমত (দ্রষ্টব্য)।

একমতা

একমতা বিশেষ্য, বিশেষণ, ঐকমত (দ্রষ্টব্য)।

একমতাবলম্বী

একমতাবলম্বী বিশেষণ, একমতাশ্রয়ী; একপরামর্শী; অনন্য-বিশ্বাস; অভিন্ন মত।

একমতি

একমতি বিশেষ্য, সুমতি; উত্তমা ধী; সুবুদ্ধি। ২ বিশেষ্য, একজনের বুদ্ধি। ৩ বিশেষণ, একনিষ্ঠ। ‘অহোনিশি একমতী তোহ্মা ছাড়ী নাহিঁ গতী।’—শ্রীকৃষ্ণ কীর্তন।

একমনাঃ

একমনাঃ বিশেষণ, একচিত্ত; অনন্যচিত্ত; একাগ্রহৃদয়ে।

একমনা

একমনা বিশেষণ, একচিত্ত; অনন্যচিত্ত; একাগ্রহৃদয়ে।

একমনে

একমনে ক্রিয়া-বিশেষণ, নিবিষ্টচিত্তে। ২ একনিষ্ঠার সহিত।

একমাতৃক

একমাতৃক বিশেষণ, একমাতৃগর্ভোৎপন্ন; এক জননীগর্ভসম্ভূত; সহোদর ।

একমাত্র

একমাত্র বিশেষণ, একের অনধিক; কেবল একটি।

একমাত্রা

একমাত্রা বিশেষ্য, একেবারে উচ্চার্য্য শব্দাংশ one syllable. ২ একস্বর। ৩ হস্তের একবার দ্রুত বা বিলম্বিত পতন বা ক্ষেপণ ও উত্থানকাল। ৪ একদাগ...

একমাত্রিক

একমাত্রিক এক শব্দাংশযুক্ত monosyllabic.

একমুখ

একমুখ বিশেষ্য, একদ্বার মণ্ডপবিশেষ। ২ দ্যুত ক্রীড়াদি।

একমুখে

একমুখে ক্রিয়া-বিশেষণ, বরাবর একদিকে। ‘তারা আপনী পরে দৃষ্টি না করে একমুখে ধাইতেছে।’—রামায়ণ (রঘুনন্দন)।

একমূল

একমূল বিশেষ্য, এক শিকড়। ২ বিশেষণ, একই উৎপত্তি হেতু বা স্থান। স্ত্রীলিঙ্গ, একমূলা।

একমূলা

একমূলা বিশেষণ, স্ত্রীলিঙ্গ, এক শিকড়ের। ২ বিশেষ্য, অতসী; পুণ্ডরীক white lotus. ৩ শালপর্ণী; desmodium (hedysarum) gangeticum.

একমেটে

একমেটে বিশেষণ, খড়ের প্রতিমাদির অঙ্গে প্রথমবার যে মাটির প্রলেপ দেওয়া হয় বা মাটি লাগান হয়। ২ আংশিকভাবে বা প্রথম হস্তক্ষেপ; এক দফা সম্পাদিত;...

একযষ্টিকা

একযষ্টিকা বিশেষ্য, একহালী মালা; একনরী হার।

একযোট

একযোট বিশেষণ, একত্র মিলিত; দলবদ্ধ। ২ একদল। ‘একযোট মেয়ে কেহ আর যোট খুঁজে।’—শিবায়ণ, রামেশ্বর ভট্টাচার্য্য।

একরজ

একরজ বিশেষ্য, কেশরঞ্জকবিশেষ। ২ ভৃঙ্গরাজ বৃক্ষ।

একরত্তি

একরত্তি বিশেষণ, একরতি প্রমাণ; অত্যল্প; একটুখানি। ‘একরত্তি বিষ নাই তার কুলোপানা চক্র।’ —দশরথি। ‘একরত্তি ছাই।’—কণিকা। ২ খুব ছোট। ‘একরত্তি মেয়ে।’—কাব্যকুসুমাঞ্জলি।

একরস

একরস বিশেষণ, সমান রস; তুল্য রস; এক প্রকার রস। ২ একরাগ। ৩ তুল্যপ্রকৃতি অভিন্নস্বভাব। ৪ শান্ত, বীর, করুণাদি রসপ্রধান কাব্যনাটকাদি।

একরা

১. একরা১ বিশেষ্য, এক রব; এক কথা; এক যুক্তি। ‘সব শেয়ালের এক রা।’ ২ এক মত। ‘সকলে একরা হয়ে নিষ্পত্তি করেছে, এখন আর বদলায়...

একরার

একরার বিশেষ্য, স্বীকার; কবুল। ‘ভবানীঠাকুর ইংরেজকে ধরা দিলেন, সকল ডাকাইতি একরার করিলেন।’ —দেবীচৌধুরাণী।

একরারনামা

একরারনামা বিশেষ্য, স্বীকারপত্র; দলিলপত্র; প্রতিজ্ঞাপত্র।