একজ

১. একজ১ (এ—)] এক—জ্—জন (জন্মান) + ড (কর্তৃবাচ্য)—ন্ লোপ] বিশেষণ, এক হতে জাত; একজাত। ২ সহোদর। স্ত্রীং একজা—সহোদরা। ২. একজ২ বিশেষ্য, ৪ ধান পরিমাণ।...

একজটা

একজটা বিশেষণ, যার মস্তকে একটী মাত্র জটা আছে। ২ উগ্রতারামূর্তি। “দেবগণ অসুর-ভয়ে ভীত হইয়া মাতঙ্গী মহাবিদ্যার স্তব করিলে তাঁর দেহ হতে কৃষ্ণবর্ণা একজটা...

একজন্মা

একজন্মা বিশেষ্য, লোকপাল; রাজা। রাজা দিক্‌পালের অংশে সম্ভুত এই জন্যই একজন্মা। ২ শূদ্রজাতি।

একজাই

একজাই ক্রিয়া-বিশেষণ, বারংবার; ক্রমাগত; অবিরাম। ‘কেন খাটি একজাই শরীরে আরাম পাই।’—পদ্যপাঠ ১ম ভাগ। ২ বিশেষ্য, জনতা। ৩ বিশেষণ, এক মেলবন্ধ; সামাজিক সমীকরণ। ‘পুরন্দর...

একজাই চালান

একজাই চালান বিশেষ্য, বৎসরের শেষে একুন চালান।

একজাত

একজাত বিশেষণ, এক পিতা-মাতা হতে যাদের জন্ম। ২ এক হতে উৎপন্ন; পুরুষ-সংসর্গ ব্যতীত নারী গর্ভ সম্ভুত (যেমন যীশু)। ‘ঈশ্বর জগৎকে এমন প্রেম...

একজাতি

একজাতি —বিশেষ্য, একশ্রেণী। ২ বিশেষ্য, শূদ্রজাতি ।

একজাতীয়

একজাতীয় বিশেষণ, সমশ্রেণীস্থ; একপর্যায়ভুক্ত। ২ তুল্য প্রকার; সদৃশ। ৩ এক বা অভিন্ন লক্ষণাক্রান্ত। > স্ত্রীলিঙ্গ, একজাতীয়া।

একজায়

একজায় ক্রিয়া-বিশেষণ, একত্র; একসঙ্গে। ‘বেণে বৈসে একজায়।’ —কবিকঙ্কন। ‘শত শত একজায় গুজরাটে তন্তুবায়।’—ঐ। ২ বারংবার; ক্রমাগত। প্রয়োগ— আমাকে একজায় একপত্নীক।

একজিদ্দি

একজিদ্দি বিশেষণ, একগুঁয়ে।

একজিবিসন

একজিবিসন বিশেষ্য, প্রদর্শনী।

একজোট

একজোট বিশেষণ, একত্র মিলিত; দলবদ্ধ। ২ একমতাবলম্বী। ৩ সমবয়স্ক; সমযোগ্য। ক্রিয়া-বিশেষণ, একজোটে।

একজোটে

একজোটে — ক্রিয়া-বিশেষণ, একযোগে; দলবদ্ধ হইয়া।

একজ্বরি

একজ্বরি —বিশেষ্য, অবিরাম জ্বর; যে জ্বর ছাড়ে না; এক জ্বর থাকতে আবার জ্বর আসে।

একটা

একটা বিশেষণ, একই সংখ্যক; একমাত্র। ২ অবশ্য; অল্প (এতদর্থে ‘দুটো’ এই শব্দের সহযোগে ব্যবহৃত হয়)। ‘দুটো একটা বা একটা দুটো কথাতেই কাজ হবে।’...

একটা কিছু

একটা কিছু বিশেষ কিন্তু অজ্ঞাত কোন। ‘বৌদির একটা কিছু গোলমাল আছে।’—উত্তরা, ১৩৩৩।

একটানা

একটানা বিশেষণ, একদিকে প্রবাহিত। ২ অবিরত; অবিশ্রান্ত। ‘অতিজোর একটানা কি করিবে গুণ টানা।’ —ঈশ্বরচন্দ্র গুপ্ত। ৩ একঘেয়ে। প্রয়োগ— সারাদিন একটানা সুরে আর ভাল...

একটি

একটি একটী বিশেষণ, একমাত্র; একের অনধিক। ‘খুড়ো আমার ভাইপো ব’লে একটি বার না দিলেন বেটে।’ —ঈশ্বরচন্দ্র গুপ্ত। ২ অনির্দিষ্ট; কোন। প্রয়োগ— একটি ভদ্রলোক...

একটিন্

একটিন্ বিশেষণ, পরিবর্ত; একজনের স্থলে অন্যের অস্থায়ী নিয়োগ; এউজি। ‘ঢাকের পিঠে বাঁয়া যেমন বাজে নাকো একটি দিন। তেমনি হরুর দলে রামপ্রসাদ একটিন্।’

একটী

একটী একটি বিশেষণ, একমাত্র; একের অনধিক। ‘খুড়ো আমার ভাইপো ব’লে একটি বার না দিলেন বেটে।’ —ঈশ্বরচন্দ্র গুপ্ত। ২ অনির্দিষ্ট; কোন। প্রয়োগ— একটি ভদ্রলোক...

একটীং

একটীং বিশেষণ, পরিবর্ত; একজনের স্থলে অন্যের অস্থায়ী নিয়োগ; এউজি। ‘ঢাকের পিঠে বাঁয়া যেমন বাজে নাকো একটি দিন। তেমনি হরুর দলে রামপ্রসাদ একটিন্।’

একটীন

একটীন বিশেষণ, পরিবর্ত; একজনের স্থলে অন্যের অস্থায়ী নিয়োগ; এউজি। ‘ঢাকের পিঠে বাঁয়া যেমন বাজে নাকো একটি দিন। তেমনি হরুর দলে রামপ্রসাদ একটীন।’

একটীনি

একটীনি বিশেষণ, পরিবর্ত; একজনের স্থলে অন্যের অস্থায়ী নিয়োগ; এউজি। ‘ঢাকের পিঠে বাঁয়া যেমন বাজে নাকো একটি দিন। তেমনি হরুর দলে রামপ্রসাদ একটিন্।’

একটু

একটু বিশেষণ, অল্পমাত্র; কিঞ্চিন্মাত্র। প্রয়োগ— একটু জল দাও। ২ কিছু; অতি অল্প; সামান্য; খানিক; খানিকক্ষণ। প্রয়োগ— একটু অপেক্ষা কর। একটু খাও। ৩ একবার...

একটুক

একটুক্ একটুক বিশেষণ, অল্পমাত্র।

একটুকু

একটুকু বিশেষণ, অত্যল্প; অতি সামান্য। ২ যৎকিঞ্চিৎ।

একঠামা

একঠামা বিশেষ্য, একটু মাত্রও; অত্যল্প মাত্রও। ‘নাহি উপকার একঠামা।’—বিদ্যাপতি]।

একঠোকা

একঠোকা বিশেষণ, একরোকা; একগুঁয়ে।

একড়ো

একড়ো এঁকড়ো বিশেষ্য, শালে খোঁচা দিয়া আগুনের তেজ বাড়াইবার জন্য ব্যবহৃত লৌহ নল।

এঁকড়ো

এঁকড়ো একড়ো বিশেষ্য, শালে খোঁচা দিয়া আগুনের তেজ বাড়াইবার জন্য ব্যবহৃত লৌহ নল।

একডৌল

একডৌল বিশেষ্য, এক সমান; এক আড়া।

একঢল

একঢল বিশেষণ, অভিন্ন; একাকার।

একঢাল

একঢাল বিশেষণ, একত্র মিলিত; মিলান। ২ গড়ানে। একরাশ। ৪ এক প্রকার ঢালাই করা।

একঢিলে দুই পাখী মারা

একঢিলে দুই পাখী মারা—এক উপায়ে বা এক কৌশলে উভয়দিক্ রক্ষা করা বা দু’টি উদ্দেশ্য সিদ্ধ করা।

একতঃ

একতঃ অব্যয়, একদিক্ হতে; এক পার্শ্ব হতে; এক পক্ষ হতে। ২ এক দিকে; একপার্শ্বে; এক পক্ষে।

একতৎপর

একতৎপর বিশেষণ, একাগ্রচিত্ত; অনন্য বিষয়ে অবধানপর বা নিরত।

একতন-যেকতন

একতন-যেকতন (এত-যেত) ক্রিয়া-বিশেষণ, যেমন তেমন করে; যে কোন প্রকারে; কষ্টে সৃষ্টে। ‘একতন-যেকতন করি যে খাইছে তার দুয়ারত ঘোড়া।’—মানিকচন্দ্র রাজার গান।

একতন্ত্রী

একতন্ত্রী বিশেষ্য, বীণাজাতীয় একতারযুক্ত বাদ্যযন্ত্র বিশেষ। অলাবু (লাউ) খর্পরে (খোলায়) একটি বংশদণ্ড যোজিত এবং সেই দণ্ডের উপরিভাগে একটি মাত্র কীলক সম্বন্ধ থাকে ও...

একতম

একতম বিশেষণ, দুয়ের অধিক বা অনেকের মধ্যে এক।

একতর

১. একতর১ বিশেষণ, দু’য়ের মধ্যে এক। ২ স্বতন্ত্র; ভিন্ন। ‘ওরূপ থুইল ময়না একতর করিয়া।’—মাণিকচন্দ্র রাজার গান। ২. একতর২ ক্রিয়া-বিশেষণ, এক রকম; এক...

একতরফ

একতরফ বিশেষ্য, একদিক্; একপার্শ্ব। ২ এক পক্ষ। বিশেষণ, একতরফা, একতর্ফা।

একতরফা

একতরফা বিশেষণ, একদিক্ বা একপক্ষ সম্বন্ধীয়; একপক্ষীয়। ২ বিশেষ্য, একদফা।

একতর্ফা

একতর্ফা বিশেষণ, একদিক্ বা একপক্ষ সম্বন্ধীয়; একপক্ষীয়। ২ বিশেষ্য, একদফা।

একতলা

একতলা বিশেষণ, এক তল বা স্তর বিশিষ্ট; ভূপৃষ্ট হতে এক ছাদবিশিষ্ট।

একতা

একতা বিশেষ্য, একভাব; ঐক্য; একত্ব; মিলন। ২ অভেদ; অভিন্নতা। ৩ সাম্য ।

একতাড়া

একতাড়া —বিশেষ্য, কতকগুলি বা বহু একত্র; একআটি, একগোছা, একতাড়া, একথোলো।

একতান

একতান বিশেষণ, যার নন কেবল একই বিষয়ে লগ্ন; এক বিষয়ে নিবিষ্ট মন; একাগ্রচিত্ত; তদগতমানস। ২ বিশেষ্য, একযোগে বাঁধা স্বর; লয়। ক্রিয়া-বিশেষণ, একতানে।

একতানতা

একতানতা বিশেষ্য, একনিষ্ঠতা; একাগ্রতা; তদগতচিত্ততা। ২ ঐক্য; সুসঙ্গতি। ৩ সুরের মিল harmony.

একতানমন

একতানমন বিশেষণ, এক বিষয়ে নিবিষ্টচিত্ত; একাগ্রচিত্ত; অনন্যমনা।

একতানমনা

একতানমনা বিশেষণ, এক বিষয়ে নিবিষ্টচিত্ত; একাগ্রচিত্ত; অনন্যমনা।

একতানমনাঃ

একতানমনাঃ বিশেষণ, এক বিষয়ে নিবিষ্টচিত্ত; একাগ্রচিত্ত; অনন্যমনা।

একতানে

একতানে ক্রিয়া-বিশেষণ, একাগ্রচিত্তে। ২ কণ্ঠের সহিত কণ্ঠ মিলাইয়া; সমস্বরে। ‘একতানে, সমীরণ সনে, গাহিছে তটিনী গুণ গুণ স্বরে।’—গান।

একতাপন্ন

একতাপন্ন বিশেষণ, অভিন্ন; ভেদরহিত। ২ একে পরিনত; একত্বপ্রাপ্ত; একীভূত।

একতার

১. একতার১ বিশেষণ, একতন্ত্রযুক্ত। ২ এক আস্বাদন; সমানস্বাদযুক্ত। ২. একতার২ বিশেষ্য, ক্ষমতা। ২ দখল; অধিকার।

একতারা

একতারা বিশেষ্য, একটিমাত্র তারযুক্ত বীণাজাতীয় বাদ্য বিশেষ। (একতন্ত্রী দ্রষ্টব্য)।

একতাল

একতাল বিশেষ্য, সমতাল; সমান লয়; একমিল। ২ নিরবচ্ছিন্ন স্বর; অবিচ্ছিন্ন বা ধারাবাহিক নৃত্যগীতাদি। ৩ সমন্বিত লয়। স্ত্রীলিঙ্গ, একতালা।

একতালা

১. একতালা১ বিশেষ্য, দ্বাদশ মাত্রার তাল। তাল দ্রষ্টব্য। ২. একতালা২ বিশেষণ, একতলবিশিষ্ট; একতালা। প্রয়োগ— একতালা বাড়ী।

একতীর্থ

একতীর্থ বিশেষ্য, যার একই তীর্থ বা গুরু; সহপাঠী।

একতীর্থী

একতীর্থী বিশেষ্য, সতীর্থ; একগুরু।

একত্ব

একত্ব বিশেষ্য, একতা; অভেদ; ঐক্য।

একত্র

একত্র অব্যয়, এক বিষয়ে। ২ একদিকে। ৩ একস্থানে। ৪ মিলিত; মিশ্রিত। ৫ সমবেত; জড়; সম্বন্ধ।

একত্র করা

একত্র করা ক্রিয়া, জড় করা; জমা করা। ২ দলবদ্ধ করা।

একত্র হওয়া

একত্র হওয়া ক্রিয়া, দলবদ্ধ হওয়া; একসঙ্গে মিলিত হওয়া।

একত্রিংশ

একত্রিংশ বিশেষণ, ত্রিশের পরবর্তী; একত্রিশ; ৩১ সংখ্যক।

একত্রিশ

একত্রিশ বিশেষ্য, ত্রিশ সংখ্যার পরবর্তী সংখ্যা; ৩১। ২ বিশেষণ, ৩১ সংখ্যক।

একত্রিংশৎ

একত্রিংশৎ বিশেষণ, ত্রিশের পরবর্তী; একত্রিশ; ৩১ সংখ্যক।

একত্রিংশত্তম

একত্রিংশত্তম বিশেষণ, ৩১ সংখ্যক বা তাহার পূরক।

একথোলো

একথোলো —বিশেষ্য, কতকগুলি বা বহু একত্র; একআটি, একগোছা, একতাড়া, একথোলো।

একদন্ত

একদন্ত বিশেষ্য, গণেশ ।

একদম

একদম ক্রিয়া-বিশেষণ, এককালে; মূলেও; একেবারেই। প্রয়োগ— সে দৌড়িতে একদম পারে না। ‘বদান্য, যে একদম লাখ্ দেয় উপাধি কিনিতে!’—রজনীকান্ত সেন।

একদমা

একদমা বিশেষ্য, একবার আওয়াজকারী পটকা। এইরূপ দোদমা—দুইবার আওয়াজকারী পটকা। ২ বিশেষণ, একদমযুক্ত।

একদংষ্ট্র

একদংষ্ট্র বিশেষ্য, গণেশ ।

একদংষ্ট্রা

একদংষ্ট্রা বিশেষণ, এক— দাড়াবিশিষ্ট।

একদা

একদা অব্যয়, যুগপৎ; এককালে। ২ কদাচিৎ; কোন এক সময়ে। ৩ একদিন; একদিবস। ‘একদা, বিধুবদনে, রাঘবের সাথে ভ্রমিতেছিনু কাননে।’—মেঘনাদবধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত।

একদাপটে

একদাপটে ক্রিয়া-বিশেষণ, একদৌড়ে; একদমে।

একদিঠি

একদিঠি বিশেষ্য, বিশেষণ, অনন্য লক্ষ্য। ক্রিয়া-বিশেষণ, একদিঠে।

একদিঠে

একদিঠে ক্রিয়া-বিশেষণ, এক দৃষ্টিতে।

একদিন

একদিন—কোন এক দিবস; একদা। ২ একবার; এক সময়। ৩ যুগ; কাল। ‘সে একদিন ছিল এখন আর তা দেখতে পাবে নায়।’ সে একদিন গেছে। ৪...

একদৃক্

একদৃক্ বিশেষ্য, একচক্ষু দ্রষ্টব্য।

একদৃষ্টি

একদৃষ্টি বিশেষণ, অনন্যদৃষ্টি; একভিন্ন অন্য দিকে যার দৃষ্টি নেই। ২ বিশেষণ, কাক (কাকের একটিমাত্রই অক্ষিগোলক থাকে)। ৩ কাণ। ৪ বিশেষ্য,...

একদৃষ্টে

একদৃষ্টে ক্রিয়া-বিশেষণ, অনন্যদৃষ্টিতে; এক বস্তু বা বিষয়ের প্রতি বদ্ধদৃষ্টি হইয়া। ‘এক দৃষ্টে চাহে বামা দূর লঙ্কাপানে।’—মেঘনাদবধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত।

একদেব

একদেব বিশেষ্য, অদ্বিতীয় পূজ্য; প্রধান দেব; পরমেশ্বর।’একদেব ত্রিভুবন পরিপালক,’—ব্রহ্মসঙ্গীত।

একদেলা

একদেলা বিশেষ্য, ঢাকা জামালপুরের নিকটবর্তী (অধুনা জলপ্লাবনে ধ্বংসপ্রাপ্ত) ঐতিহাসিক নগরবিশেষ ।

একদেশ

একদেশ বিশেষ্য, অংশ বিশেষ; কোন অংশ; একাংশ। ২ অবয়ব। ৩ কোন একটি দেশ; দেশবিশেষ।

একদেশদর্শিতা

একদেশদর্শিতা বিশেষ্য, পক্ষপাত। ২ সংকীর্ণতা।

একদেশদর্শী

একদেশদর্শী বিশেষণ, যে এক পক্ষ বা অংশ বা দিক্ দর্শন করে। ২ অনুদার; সংকীর্ণ। ৩ অদূরদর্শী। ৪ পক্ষপাতী।

একদেশবিবর্ত্তিন্যুপমা

একদেশবিবর্ত্তিন্যুপমা বিশেষ্য, কাব্যের অর্থালঙ্কার বিশেষ। সাদৃশ্যের বাচ্যত্ব ও গম্যত্ব উভয়ই দৃষ্ট হলে একদেশবিবর্ত্তিন্যুপমা হয়। যথা— ‘নয়ন সদৃশ নীল নলিনী বদন তুল্য হায় কমলিনী,...

একদেশীয়

একদেশীয় বিশেষণ, স্বদেশবাসী। ২ একদেশ সম্বন্ধীয়।

একদেহ

একদেহ বিশেষ্য, অভিন্নশরীর। ২ দম্পতি। ৩ সগোত্র। ৪ বুধগ্রহ।

একধর্ম্মা

একধর্ম্মা বিশেষণ, একধর্মবিশিষ্ট; তুল্যধর্মাবলম্বী; সমানধর্মা; সমধর্মী।

একধর্ম্মী

একধর্ম্মী বিশেষণ, একধর্মসম্প্রদায়ভূক্ত। > স্ত্রীলিঙ্গ, একধর্ম্মিনী।

একধা

একধা অব্যয়, একদিকে; একবিষয়ে। ২ একপ্রকারে।

একধুর

একধুর বিশেষণ, যে পিঠের একদিকে ভার বহে; এক পিঠা গরু।

একধুরা

একধুরা বিশেষণ, যে পিঠের একদিকে ভার বহে; এক পিঠা গরু।

একধুরীণ

একধুরীণ বিশেষণ, যে পিঠের একদিকে ভার বহে; এক পিঠা গরু।

একনবতি

একনবতি বিশেষ্য, বিশেষণ, ৯১ সংখ্যা ও তাহার পূরক। গ্রাম্য একনব্বই, একনব্বুই, ‘একানব্বুই’। ।

একনবতিতম

একনবতিতম বিশেষণ, ৯১ সংখ্যক বা তাহার পূরক; একানব্বুয়েরটি।

একনব্বুই

একনব্বুই বিশেষ্য, বিশেষণ, ৯১ সংখ্যা বা সংখ্যক।

একনলা

একনলা বিশেষণ, একনলযুক্ত। ২ বিশেষ্য, এক নলিযুক্ত বা একনলের বন্দুক। এইরূপ ‘দোনলা’।

একনাগাড়

একনাগাড় বিশেষণ, অবিশ্রান্ত; ক্রমিক; একাদিক্রম; ক্রমাগত। ক্রিয়া-বিশেষণ, একনাগাড়ে।