ইন্দূর

ইন্দূর/ বিশেষ্য, মুষিক; ইঁদুর। উন্দুর দ্রষ্টব্য। ইন্দূর ইঁদুর-এর বর্ত. অপ্র. রূপ।

ইন্দ্র

ইন্দ্র/ বি. ১ দেবতাদের রাজা, পুরন্দর; বাসব; ২ প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি (যোগীন্দ্র, বীরেন্দ্র); ৩ রাজা, অধিপতি (নরেন্দ্র, দনুজেন্দ্র)। । ইন্দ্র১ বিশেষ্য, দেবরাজ;...

ইন্দ্রক

ইন্দ্রক/ বিশেষ্য, গৃহ। ২ সভা গৃহ।

ইন্দ্রকল্প

ইন্দ্রকল্প/ বিশেষণ, ইন্দ্রসদৃশ। ‘ইন্দ্রকল্প মহাত্মা ধৃতরাষ্ট্র।’—মহাভারত।

ইন্দ্রকীল

ইন্দ্রকীল/ বিশেষ্য, হিমালয়স্থ মন্দর পর্বত। মতান্তরে মহেন্দ্র পর্বত, যেখানে অর্জুন তপস্যা করেন এবং কিরাতরূপী মহাদেবের সহিত যুদ্ধ করে তাঁর সন্তোষ সাধন করেন। ‘হিমাদ্রির...

ইন্দ্রকুঞ্জর

ইন্দ্রকুঞ্জর/ বিশেষ্য, ঐরাবত হস্তী।

ইন্দ্রকৃষ্ট

ইন্দ্রকৃষ্ট/ বিশেষণ, বৃষ্টিজল বর্ধিত।

ইন্দ্রকোষ

ইন্দ্রকোষ/ বিশেষ্য, মঞ্চ। ২ খট্বা; পর্যঙ্ক। ৩ জানালার বাহিরের বারাণ্ডা balcony. ৪ তাক; দেয়ালগিরি; ব্রাকেট bracket.

ইন্দ্রগোপ

ইন্দ্রগোপ/ বিশেষ্য, রক্তবর্ণ ক্ষুদ্র কীটবিশেষ; মখমলী coccinella. ইন্দ্রগোপ বি. বর্ষাকালে প্রাদুর্ভাব হয় এমন রক্তবর্ণ কীটবিশেষ, মখমলি পোকা।

ইন্দ্রচক্র

ইন্দ্রচক্র/ বিশেষ্য, যুদ্ধস্ত্রবিশেষ ।

ইন্দ্রচন্দন

ইন্দ্রচন্দন/ বিশেষ্য, হরিচন্দন; রক্তচন্দন।

ইন্দ্রচাপ

ইন্দ্রচাপ/ বিশেষ্য, ইন্দ্রধনুঃ; ইন্দ্রায়ুধ। ২ রামধনু। ‘কিরীটছটা কবরী উপরি, হায় রে, শোভিল যণা কাদম্বিনীশিরে ইন্দ্রচাপ।’ —মেঘনাদবধ কাব্য। ইন্দ্রচাপ বি. ১ ইন্দ্রের ধনুক; ২...

ইন্দ্রজাল

ইন্দ্রজাল/ বিশেষ্য, চতুঃষষ্টি কলা বিদ্যার অন্তর্গত বিদ্যাবিশেষ; যদ্বারা অপ্রকৃত বস্তুতে প্রকৃতভাব দর্শন করায়; কুহক; ভেল্কী; ভোজবাজী। ২ মায়া। ৩ ছল; প্রতারণা। ইন্দ্রজাল বি....

ইন্দ্রজালক

ইন্দ্রজালক/ বিশেষণ, ইন্দ্রজাল সম্বন্ধীয়; ইন্দ্রজাল সম্ভূত; ঐন্দ্রজালিক। ২ বিশেষ্য, বাজীকর; কুহকী; ভোজবিদ্যানিপুণ- ব্যক্তি। ব্রজবুলি ইন্দ্রজালক (বিদ্যাপতি)।

ইন্দ্রজালিক

ইন্দ্রজালিক/ বিশেষণ, ইন্দ্রজাল সম্বন্ধীয়; ইন্দ্রজাল সম্ভূত; ঐন্দ্রজালিক। ২ বিশেষ্য, বাজীকর; কুহকী; ভোজবিদ্যানিপুণ- ব্যক্তি। ব্রজবুলি ইন্দ্রজালক (বিদ্যাপতি)। ইন্দ্রজালিক, ঐন্দ্রজালিক বি. জাদুকর, মায়াবী। ☐ বিণ....

ইন্দ্রজিজ্জয়ী

ইন্দ্রজিজ্জয়ী/ বিশেষ্য, বিশেষণ, লক্ষ্মণ; মেঘনাদবধকারী।

ইন্দ্রজিৎ

ইন্দ্রজিৎ/ বিশেষ্য, রাবণপুত্র; মেঘনাদ। ‘আমারে জিনিয়া বেটার নাম ইন্দ্রজিৎ’—কৃত্তিবাস ওঝা। ২ বিশেষণ, ইন্দ্রজয়কারী; বাসবজয়ী। ‘কি কৌশলে, রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘনাদে-অজেয় জগতে-উর্ম্মিলাবিলাসী নাশি, ইন্দ্রে...

ইন্দ্রজিদ্বিজয়ী

ইন্দ্রজিদ্বিজয়ী/ বিশেষ্য, বিশেষণ, লক্ষ্মণ; মেঘনাদবধকারী।

ইন্দ্রণী

ইন্দ্রণী/ বিশেষ্য, ইন্দ্রপত্নী; শচী। (ঐতরের ব্রাহ্মণে ইন্দ্রপত্নীর নাম ‘প্রসহা’)। ২ অষ্টমাতৃকার একজন। ৩ যোগিনী বিশেষ। ৪ দুর্গা। ‘ইচ্ছারূপা ইন্দুমুখী ইন্দ্রাণী ইন্দিরা। ইন্দীবরনয়নী ইঙ্গিতে...

ইন্দ্রতাপন

ইন্দ্রতাপন/ বিশেষ্য, ইন্দ্রজিৎ। ২ বাতাপি।

ইন্দ্রতুলক

ইন্দ্রতুলক/ বিশেষ্য, আকাশ হতে পতিত সূত্র, আকাশ বুড়ীর সূতা।

ইন্দ্রতূল

ইন্দ্রতূল/ বিশেষ্য, আকাশ হতে পতিত সূত্র, আকাশ বুড়ীর সূতা।

ইন্দ্রতূলা

ইন্দ্রতূলা/ বিশেষ্য, আকাশ হতে পতিত সূত্র, আকাশ বুড়ীর সূতা।

ইন্দ্রত্ব

ইন্দ্রত্ব/ বিশেষ্য, ইন্দ্রের পদ এবং ঐশ্বর্য্য। ২ স্বর্গের আধিপত্য। ৩ রাজত্ব। ৪ প্রাধান্য। ইন্দ্রত্ব বি. ইন্দ্রের পদ বা মহিমা; রাজমহিমা; প্রাধান্য।

ইন্দ্রদারু

ইন্দ্রদারু/ বিশেষ্য, দেবদারু বৃক্ষ।

ইন্দ্রদ্বীপ

ইন্দ্রদ্বীপ/ বিশেষ্য, ভারতবর্ষের নয় ভাগের এক ভাগ। অন্য ৮ ভাগ যথা—(২) কশেরুমান্, (৩) তাম্রবর্ণ, (৪) গভস্তিমান্, (৫) নাগদ্বীপ, (৬) সৌম্য, (৭) গান্ধর্ব, (৮) বারুণ।...

ইন্দ্রদ্যুম্ন

ইন্দ্রদ্যুম্ন/ বিশেষ্য, অবন্তীর জনৈক সূর্যবংশীয় রাজা। ইনি পরম বিষ্ণুভক্ত ছিলেন। ইনিই পুরীধামে জগন্নাথদেবের মন্দির ও দারুময় মূর্তি প্রতিষ্ঠা করেন। মতান্তরে ইনি অযোধ্যার অধিপতি...

ইন্দ্রদ্রু

ইন্দ্রদ্রু/ বিশেষ্য, অর্জুন বৃক্ষ। ২ কুড়চী গাছ।

ইন্দ্রদ্রুম

ইন্দ্রদ্রুম / বিশেষ্য, অর্জুন বৃক্ষ। ২ কুড়চী গাছ।

ইন্দ্রধনু

ইন্দ্রধনু/ বিশেষ্য, ইন্দ্রচাপ; শক্রধনু। ২ রামধনু rainbow. ইন্দ্রধনু -ইন্দ্রচাপ এর অনুরূপ।

ইন্দ্রধ্বজ

ইন্দ্রধ্বজ/ বিশেষ্য, ভাদ্র শুক্লা দ্বাদশীতে রাজ্যের বিঘ্নশান্তিও প্রজাবৃদ্ধির কামনার রাজারা পূর্বে ইন্দ্রের প্রীত্যর্থে, যে ধ্বজা বিধিমত পূজা করে প্রোথিত করতেন, এই ধ্বজা উত্থাপন...

ইন্দ্রনীল

ইন্দ্রনীল/ বিশেষ্য, মকরত মণি; নীলকান্ত মণি; পান্না a sapphire. । ইন্দ্রনীল বি. মরকত, নীলকান্তমণি, পান্না (‘ইন্দ্রমণির হার’)।

ইন্দ্রনীলক

ইন্দ্রনীলক/ বিশেষ্য, মকরত মণি; নীলকান্ত মণি; পান্না a sapphire. । ইন্দ্রনীলক বি. মরকত, নীলকান্তমণি, পান্না (‘ইন্দ্রমণির হার’)।

ইন্দ্রপতন

ইন্দ্রপতন/ বি. কোনো বিখ্যাত ব্যক্তির বা অসাধারণ মানুষের মৃত্যু।

ইন্দ্রপাত

ইন্দ্রপাত/ -ইন্দ্রপতন এর অনুরূপ। কোনো বিখ্যাত ব্যক্তির বা অসাধারণ মানুষের মৃত্যু।

ইন্দ্রপুর

ইন্দ্রপুর/ বিশেষ্য, সুমাত্রাদ্বীপের দক্ষিণ-পশ্চিমে বেঙ্কুলেনের ১০০ ক্রোশ উত্তর পশ্চিমস্থ নগরী বিশেষ।—সন্দেশাবলী।

ইন্দ্রপুরী

ইন্দ্রপুরী/ বি. অমরাবতী, স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুরী বা প্রাসাদ; (গৌণ অর্থে) ঐশ্বর্যমণ্ডিত বিরাট ও সুন্দর প্রাসাদ। ইন্দ্রপুরী বিশেষ্য, মানসোত্তর পর্বতের পূর্বদিকে স্থাপিত

ইন্দ্রপুষ্প

ইন্দ্রপুষ্প/ বিশেষ্য, লবঙ্গ। ২ ইন্দ্রযব।

ইন্দ্রপুষ্পিকা

ইন্দ্রপুষ্পিকা/ বিশেষ্য, বিষলাঙ্গলা। > স্ত্রীং ইন্দ্রপুষ্পা।

ইন্দ্রপ্রমিত

ইন্দ্রপ্রমিত/ বিশেষ্য, মাণ্ডুক্য মুনির পিতা, মার্কণ্ডেয়ের গুরু, পৈলের শিষ্য এবং ঋগ্বেচার্য্য ঋষি।

ইন্দ্রপ্রসাদী

ইন্দ্রপ্রসাদী/ বিশেষণ, ইন্দ্রের প্রসন্নতা সাপেক্ষে; ইন্দ্রের কৃপাধীন; দৈবাধীন। ২ যে জমিতে বর্ষণের উপর কৃষি নির্ভর করে। ‘কৃষিকার্য্য এখানে (বীরভূম) ইন্দ্রপ্রসাদী। নিকৃষ্ট জমি সম্বন্ধে কৃষকেরা...

ইন্দ্রপ্রস্থ

ইন্দ্রপ্রস্থ/ বিশেষ্য, পর্থনগর; যুধিষ্ঠিরের স্থাপিত নগর; প্রাচীন দিল্লী (ইহা দিল্লী ও কুতবের মধ্যে ছিল। ইন্দ্রপ্রস্থ যমুনার বাম উপকূলবর্তী ছিল, দিল্লী যমুনার দক্ষিণ কূলবর্তী।...

ইন্দ্রপ্রহরণ

ইন্দ্রপ্রহরণ/ বিশেষ্য, বজ্র।

ইন্দ্রবজ্রা

ইন্দ্রবজ্রা/ বিশেষ্য, একাদশাক্ষর সং ছন্দোবিশেষ, যার ৩য়, ৬ষ্ঠ, ৭ম, ৯ম বর্ণ লঘু, অবশিষ্ট বর্ণ গুরু।

ইন্দ্রবল

ইন্দ্রবল/ বিশেষ্য, পাণ্ডুবংশোদ্ভব উদয়ন পুত্র, কিন্তু শবরাজ বলিয়া পরিচিত।

ইন্দ্রবংশা

ইন্দ্রবংশা/ বিশেষ্য, দ্বাদশাক্ষর সংস্কৃত ছন্দোবিশেষ, যার ৩য়, ৬ষ্ঠ, ৭ম, ৯ম ও ১১শ বর্ণ লঘু, অবশিষ্ট বর্ণ গুরু।

ইন্দ্রবারুণিকা

ইন্দ্রবারুণিকা/ বিশেষ্য, রাখাল-সশা colocynth কুন্দরুকী।

ইন্দ্রবারুণী

ইন্দ্রবারুণী/ বিশেষ্য, রাখাল-সশা colocynth কুন্দরুকী।

ইন্দ্রবৃক্ষ

ইন্দ্রবৃক্ষ/ বিশেষ্য, দেবদারু।

ইন্দ্রবৃদ্ধা

ইন্দ্রবৃদ্ধা/ বিশেষ্য, ব্রণরোগবিশেষ।

ইন্দ্রব্রত

ইন্দ্রব্রত/ বিশেষ্য, রাজধর্ম।

ইন্দ্রভেষজ

ইন্দ্রভেষজ/ বিশেষ্য, শুঁঠ।

ইন্দ্রমণি

ইন্দ্রমণি/ বি. মরকত, নীলকান্তমণি, পান্না (‘ইন্দ্রমণির হার’)। ইন্দ্রমণি বিশেষ্য, ইন্দ্রনীল (দ্রষ্টব্য)।

ইন্দ্রযব

ইন্দ্রযব/ বিশেষ্য, যবাকৃতি তিক্ত বীজবিশেষ; কূটজবৃক্ষ বীজ; কুড়চিবীজ seed of holarrhena.

ইন্দ্রলুপ্ত

ইন্দ্রলুপ্ত/ বিশেষ্য, কেশনাশক রোগ; টাক। ইন্দ্রলুপ্ত বি. মাথার টাক (‘তার মাথায় ইন্দ্রলুপ্ত’: অন্নদাশঙ্কর রায়)।

ইন্দ্রলোক

ইন্দ্রলোক/ বিশেষ্য, ইন্দ্রাধিষ্ঠিত ভুবন; ইন্দ্রনগরী; অমরাবতী। ২ ইন্দ্রসভা; সূধর্মা। ইন্দ্রলোক দ্র ইন্দ্রপুরী। ইন্দ্রলোক বি. অমরাবতী, স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুরী বা প্রাসাদ; (গৌণ অর্থে)...

ইন্দ্রশত্রু

ইন্দ্রশত্রু/ -বৃত্রাসুর।

ইন্দ্রশূরণ

ইন্দ্রশূরণ/ নিষিন্দাগাছ।

ইন্দ্রসভা

ইন্দ্রসভা/ বিশেষ্য, অমরাবতীস্থ দেবসভা; সুধর্মা ।

ইন্দ্রসাবর্ণি

ইন্দ্রসাবর্ণি/ বিশেষ্য, চতুর্দশ অর্থাৎ শেষ মনু। এই মন্বন্তরে অবতার বৃহদ্ভানু, ইন্দ্রের নাম শুচি, পবিত্র চাক্ষুষাদি দেবতা, অগ্নি, বাহু, শুদ্ধ, মাগধাদি সপ্তর্ষি এবং ঊরু...

ইন্দ্রসুত

ইন্দ্রসুত/ বিশেষ্য, বালী রাজা। ২ জয়ন্ত। ৩ মধ্যম পাণ্ডব অর্জুন। ৪ অর্জুনবৃক্ষ। ইন্দ্রসুত বি. ১ ইন্দ্রের পুত্র জয়ন্ত; ২ বানররাজ বালী; ৩ তৃতীয়...

ইন্দ্রসুরী

ইন্দ্রসুরী/  নিষিন্দাগাছ।

ইন্দ্রসেন

ইন্দ্রসেন/ বিশেষ্য, নল রাজার দময়ন্তীগর্ভসম্ভুত পুত্র—মহাভারত। ২ যুধিষ্ঠিরের সারথি। ৩ সূর্যবংশীয় পূর্ণের পুত্র। ইঁহার পুত্রের নাম বীতিহোত্র।—ভাগবত। ইন্দ্রসেন বি. যুধিষ্ঠিরের রথের সারথি।

ইন্দ্রসেনা

ইন্দ্রসেনা/ বিশেষ্য, নল-দময়ন্তীর কন্যা।

ইন্দ্রা

ইন্দ্রা/ বিশেষ্য, কাঁটা জামীর। ২ শচী।

ইন্দ্রাণিকা

ইন্দ্রাণিকা/ বিশেষ্য, নিষিন্দা গাছ।

ইন্দ্রাণী

ইন্দ্রাণী/ বি. ইন্দ্রপত্নী, শচীদেবী।

ইন্দ্রানুজ

ইন্দ্রানুজ/ বিশেষ্য, বামনদেব; বিষ্ণু ।

ইন্দ্রাবরজ

ইন্দ্রাবরজ/ বিশেষ্য, ইন্দ্রানুজ দ্রষ্টব্য।

ইন্দ্রায়ুধ

ইন্দ্রায়ুধ/ বিশেষ্য, ইন্দ্রধনু; ইন্দ্রাস্ত্র। ২ ইন্দ্রধনু; রাম ধনু rainbow. ইন্দ্রায়ুধ বি রামধনু।

ইন্দ্রারি

ইন্দ্রারি/ বিশেষ্য, অসুর; দৈত্য। ইন্দ্রারি বি ইন্দ্রের শত্রু, অসুর।

ইন্দ্রালয়

ইন্দ্রালয়/ বিশেষ্য, অমরাবতী; স্বর্গ।

ইন্দ্রাশন

ইন্দ্রাশন/ বিশেষ্য, সম্বিদাবৃক্ষ; সিদ্ধি abrus precatorius.

ইন্দ্রাসন

ইন্দ্রাসন/ বি. ইন্দ্রের সিংহাসন। ইন্দ্রাসন বিশেষ্য, সিংহাসন throne.

ইন্দ্রিয়

ইন্দ্রিয়/ বিশেষ্য, যদ্ধারা পদার্থের জ্ঞান জন্মে। ইন্দ্রিয় তিন প্রকার— (১) কর্মেন্দ্রিয়বাক্, পাণি, পাদ, পায়ূ, উপস্থ। (২) জ্ঞানেন্দ্রিয়-চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক্ (৩) অন্তরিন্দ্রিয়-মন,...

ইন্দ্রিয়ক্ষোভ

ইন্দ্রিয়ক্ষোভ/ বিশেষ্য, ইন্দ্রিয়বিক্ষেপ; চিত্তবিভ্রম। ২ ইন্দ্রিয়চাঞ্চল্য।

ইন্দ্রিয়গম্য

ইন্দ্রিয়গম্য/ বিশেষ্য, ইন্দ্রিয়গোচর; জ্ঞানগোচর; বোধগম্য; জ্ঞানপথবর্ত্তী। ২ ইন্দ্রিয়গ্রাহ্য। ইন্দ্রিয়গম্য বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ।

ইন্দ্রিয়গোচর

ইন্দ্রিয়গোচর/ , ইন্দ্রিয়ের প্রত্যক্ষ বিষয়; জ্ঞানের বিষয়ীভূত; জ্ঞানগম্য। ইন্দ্রিয়গোচর বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ।

ইন্দ্রিয়গ্রাম

ইন্দ্রিয়গ্রাম/ বি. ইন্দ্রিয়সমূহ। ইন্দ্রিয়গ্রাম বিশেষ্য, ইন্দ্রিয় সমুহ।