ইন্দ্র/ বি. ১ দেবতাদের রাজা, পুরন্দর; বাসব; ২ প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি (যোগীন্দ্র, বীরেন্দ্র); ৩ রাজা, অধিপতি (নরেন্দ্র, দনুজেন্দ্র)। । ইন্দ্র১ বিশেষ্য, দেবরাজ;...
ইন্দ্রকীল/ বিশেষ্য, হিমালয়স্থ মন্দর পর্বত। মতান্তরে মহেন্দ্র পর্বত, যেখানে অর্জুন তপস্যা করেন এবং কিরাতরূপী মহাদেবের সহিত যুদ্ধ করে তাঁর সন্তোষ সাধন করেন। ‘হিমাদ্রির...
ইন্দ্রদ্যুম্ন/ বিশেষ্য, অবন্তীর জনৈক সূর্যবংশীয় রাজা। ইনি পরম বিষ্ণুভক্ত ছিলেন। ইনিই পুরীধামে জগন্নাথদেবের মন্দির ও দারুময় মূর্তি প্রতিষ্ঠা করেন। মতান্তরে ইনি অযোধ্যার অধিপতি...
ইন্দ্রধ্বজ/ বিশেষ্য, ভাদ্র শুক্লা দ্বাদশীতে রাজ্যের বিঘ্নশান্তিও প্রজাবৃদ্ধির কামনার রাজারা পূর্বে ইন্দ্রের প্রীত্যর্থে, যে ধ্বজা বিধিমত পূজা করে প্রোথিত করতেন, এই ধ্বজা উত্থাপন...
ইন্দ্রপ্রসাদী/ বিশেষণ, ইন্দ্রের প্রসন্নতা সাপেক্ষে; ইন্দ্রের কৃপাধীন; দৈবাধীন। ২ যে জমিতে বর্ষণের উপর কৃষি নির্ভর করে। ‘কৃষিকার্য্য এখানে (বীরভূম) ইন্দ্রপ্রসাদী। নিকৃষ্ট জমি সম্বন্ধে কৃষকেরা...
ইন্দ্রপ্রস্থ/ বিশেষ্য, পর্থনগর; যুধিষ্ঠিরের স্থাপিত নগর; প্রাচীন দিল্লী (ইহা দিল্লী ও কুতবের মধ্যে ছিল। ইন্দ্রপ্রস্থ যমুনার বাম উপকূলবর্তী ছিল, দিল্লী যমুনার দক্ষিণ কূলবর্তী।...
ইন্দ্রসাবর্ণি/ বিশেষ্য, চতুর্দশ অর্থাৎ শেষ মনু। এই মন্বন্তরে অবতার বৃহদ্ভানু, ইন্দ্রের নাম শুচি, পবিত্র চাক্ষুষাদি দেবতা, অগ্নি, বাহু, শুদ্ধ, মাগধাদি সপ্তর্ষি এবং ঊরু...