বাংলা বর্ণমালার আদ্যবর্ণ; আলিকালির আদ্য অক্ষর; আদ্য স্বর। ব্যঞ্জনবর্ণে যুক্ত হলে অন্যান্য স্বর রূপান্তরিত হয়, কিন্তু অকারের চিহ্ন থাকে না (ক্ + অ = ক)। উচ্চারণ স্থান কণ্ঠ, তাই কণ্ঠ্যবর্ণ।
অগস্ত্যযাত্রা বিশেষ্য, ভাদ্রের প্রথম দিন। অগস্ত্য আর ফিরেন নাই বলিয়া যাত্রাপক্ষে নিষিদ্ধ মাসের প্রথম দিন মাত্রই অগস্ত্যযাত্রা। কেহ অগস্ত্য যাত্রা করিয়াছে বলিলে বুঝিতে হইবে,...
অগ্নিকর্স্ম বিশেষ্য, অগ্নিহোত্রাদি কর্ম্ম। ২ অন্ত্যেষ্টি ক্রিয়া। ৩ কাষ্টকি ইত্যাদি দাহক পদার্থ বা তপ্ত লৌহদ্বারা পোড়ান cauterization.
অগ্নিকর্ম বিশেষ্য, অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া।