আলয়অগস্ত্যোদয়

অগস্ত্যোদয়

অগস্ত্যোদয় [অগস্ত্য— উদয়ে— ষষ্ঠী তৎপুরুষ সমাস] ভাদ্রের ১৭/১৮শ দিনে অগস্তের নক্ষত্ররূপে উদয় যা শরৎ ঋতুর আগমন সূচিত করে (এখন হতে আকাশ ও জল পরিষ্কার হয়ে আসে।) “তেজস্বী কুম্ভসম্ভূত অগস্ত্যতারকার উদয় হেতু সলিল নির্ম্মল ও প্রশান্ত হইল,”—  রঘুবংশ ৪/২১ (হর গুপ্তের অনুবাদ)। “জয়লাভে দেবের প্রসন্ন হউন মন। অগস্ত্য-উদয়ে জল বিমল যেমন”— নিবাতকবচ বধ কাব্য।

অগস্ত্যোদয় বিশেষ্য, ভাদ্রের ১৭/১৮ তারিখে অগস্ত্য নক্ষত্রের উদয়।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র