অগ্রগতি

অগ্রগতি  বিশেষ্য, অগ্রসরণ; পুরোবর্ত্তিত্ব। ২ বৃদ্ধি। ৩ উন্নতি। অগ্রগতি বিশেষ্য, ১ সম্মুখগমন; ২ বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; ৩ (জ্যোতিষ) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression....

অগ্রগমন

অগ্রগমন  বিশেষ্য, অগ্রসরণ; পুরোবর্ত্তিত্ব। ২ বৃদ্ধি। ৩ উন্নতি। অগ্রগমন বিশেষ্য, ১ সম্মুখগমন; ২ বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; ৩ (জ্যোতিষ) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression....

অগ্রগামী

অগ্রগামী বিশেষণ, অগ্রে গমনকারী; পুরোগামী; অগ্রসর। স্ত্রীলিঙ্গ, অগ্রগামিনী। অগ্রগামী (-মিন্) বিশেষণ, সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী, অগ্রগামিনী।

অগ্রগোড়া

অগ্রগোড়া — অগ্রমাংস দ্রষ্টব্য।

অগ্রজ

অগ্রজ বিশেষণ, প্রথমোৎপন্ন; জ্যেষ্ঠভ্রাতা; অগ্রজন্মা। "কামরূপী তবাগ্রজ।"— মেঘনাদবধ কাব্য ২ বিশেষ্য, ব্রাহ্মণ। স্ত্রীলিঙ্গ, অগ্রজা। অগ্রজ বিশেষণ, আগে জন্মেছে এমন। ☐ বিশেষ্য, জ্যেষ্ঠ...

অগ্রজন্মা

অগ্রজন্মা লোকপিতামহ ব্রহ্মা। ২ বিশেষ্য, ব্রাহ্মণ। ৩ বিশেষণ, প্রথমোৎপন্ন; জ্যেষ্ঠ। অগ্রজন্মা (-জন্মন্) বিশেষ্য, ১ ব্রাহ্মণ; ২ জ্যেষ্ঠ ভ্রাতা।

অগ্রজাত

অগ্রজাত বিশেষ্য, ব্রাহ্মণ।

অগ্রজাতক

অগ্রজাতক বিশেষ্য, ব্রাহ্মণ।

অগ্রজাতি

অগ্রজাতি বিশেষ্য, ব্রাহ্মণ।

অগ্রজিহ্বা

অগ্রজিহ্বা— বিশেষ্য, আল্জিভ্; অলিজিহ্বা (দ্রষ্টব্য)। অগ্রজিহ্বা বিশেষ্য, ১ আলজিভ; ২ জিহ্বার অগ্রভাগ।

অগ্রজ্ঞান

অগ্রজ্ঞান বিশেষ্য, ভবিষ্যৎ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation.

অগ্রণী

অগ্রণী বিশেষণ, শ্রেষ্ঠ; অধ্যক্ষ; দক্ষ। ২ বিশেষ্য, নায়ক; নেতা; দলপতি। ৩ সেনাপতি। অগ্রণী বিশেষণ, শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। ☐ বিশেষ্য, ১ নেতা;...

অগ্রতঃ

অগ্রতঃ ক্রিয়া-বিশেষণ, অ, অগ্রে; প্রথমে। ২ সম্মুখে

অগ্রতঃদানী

অগ্রতঃদানী বিশেষ্য, (শ্রাদ্ধে তিল দান গ্রহণ হেতু) পতিত ব্রাহ্মণ; যে ব্রাহ্মণ— জাতি প্রেত— সম্প্রদানের ষড়ঙ্গ তিলদিদান গ্রহণ করে।

অগ্রদত্ত

অগ্রদত্ত বিশেষ্য, সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (সরকারি পরিভাষা)।

অগ্রদানী

অগ্রদানী (-নিন্) বিশেষ্য, প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ।

অগ্রদূত

অগ্রদূত বিশেষ্য, সৈন্যদলের পথ পরিষ্কারক; বেলদার pioneer. ২ পথপ্রদর্শক; অগ্রনায়ক। অগ্রদূত বিশেষ্য, ১ সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; ২ প্রথম সংবাদবাহক; ৩ পথপ্রদর্শক।

অগ্রদ্বীপ

অগ্রদ্বীপ বিশেষ্য, গঙ্গার গর্ভে প্রথম চর পড়িয়া উৎপন্ন স্বনাম প্রসিদ্ধ দ্বীপ। অগ্রদ্বীপ বিশেষ্য, গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উৎপন্ন দ্বীপবিশেষ।

অগ্রনায়ক

অগ্রনায়ক বিশেষ্য, বিশেষণ, ১ নায়ক, অধিনায়ক, দলনেতা; ২ অগ্রদূত; ৩ অগ্রণী।

অগ্রনিরূপণ

অগ্রনিরূপণ— বিশেষ্য, পূর্ব্বনির্দ্ধারণ। ২ ভবিষ্য— দ্বানী।

অগ্রনেতা

অগ্রনেতা বিশেষ্য, যে অগ্রে লইয়া যায়; সেনাপতি; অগ্রনায়ক। অগ্রনেতা বিশেষ্য, বিশেষণ, ১ নায়ক, অধিনায়ক, দলনেতা; ২ অগ্রদূত; ৩ অগ্রণী।

অগ্রপর্ণী

অগ্রপর্ণী বিশেষ্য, আলকুশী গাছ।

অগ্রপশ্চাৎ

অগ্রপশ্চাৎ ক্রিয়া-বিশেষণ, পূর্ব্বাপর; আগ—  পাছ; ভূতভবিষ্যৎ। প্রয়োগ— অগ্রপশ্চাৎ ভাবিয়া দেখা; অগ্রপশ্চাৎ না ভাবিয়া কার্য্য করা। অগ্রপশ্চাৎ ক্রিয়া-বিশেষণ, বিশেষণ, অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাৎ চিন্তা করে কাজ...

অগ্রপাণি

অগ্রপাণি বিশেষ্য, করাগ্র। ২ দক্ষিণ হস্ত; ডান হাত।

অগ্রবন

অগ্রবন বিশেষ্য, আগ্রা Agra.

অগ্রবর্তী

অগ্রবর্তী (-র্তিন্) বিশেষণ, ১ সম্মুখস্থ, সামনের; ২ আগের। স্ত্রী, অগ্রবর্তিনী।

অগ্রবর্ত্তী

অগ্রবর্ত্তী বিশেষণ, অগ্রগামী; অগ্রযায়ী; সম্মুখস্থ। স্ত্রীলিঙ্গ, অগ্রবর্ত্তিনী।

অগ্রবাহু

অগ্রবাহু— বিশেষ্য, বাহুর অগ্রভাগ।

অগ্রভাগ

অগ্রভাগ বিশেষ্য, প্রথমোদ্ধৃত ভাগ। "* * * অগ্রভাগ লয়ে ভবানীর; নামে দিলা একভাব হয়ে।"— অন্নদামঙ্গল। ২ ডগা; প্রথমাংশ; চূড়া। ৩ প্রান্ত; শেষভাগ। অগ্রভাগ বিশেষ্য,...

অগ্রভাগী

অগ্রভাগী বিশেষণ, অগ্রভাগের অধিকারী। স্ত্রীলিঙ্গ, অগ্রভাগিনী।

অগ্রভূ

অগ্রভূ— অগ্রজ।

অগ্রভূমি

অগ্রভূমি— বিশেষ্য, প্রধান আশ্রয়। ২ প্রাপ্যস্থান বা বস্তু।

অগ্রমন্দিরা

অগ্রমন্দিরা বিশেষ্য, প্রাচীন ভারতীয় জলযান বিঃ। "যে যান গুলির কুটরী গলুইর দিকে থাকিত, সেইগুলির এই নাম ছিল। এই যানগুলি দূর প্রবাস—  যাত্রায় এবং...

অগ্রমহিষী

অগ্রমহিষী বিশেষ্য, পাটরাণী। অগ্রমহিষী বিশেষ্য, পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। ।

অগ্রমাস

অগ্রমাস বিশেষ্য, বক্ষঃস্থলে পদ্মাকৃতি মাংসভাগ; বুকের কলিজার অগ্রভাগের মাংস; দূষিত ভাবে যকৃতের মাংসবৃদ্ধিরূপ রোগবিশেষ। "পিলে অগ্রমাসে মলো,"— বিষবৃক্ষ। অগ্রমাস বিশেষ্য, (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ...

অগ্রমাংস

অগ্রমাংস বিশেষ্য, বক্ষঃস্থলে পদ্মাকৃতি মাংসভাগ; বুকের কলিজার অগ্রভাগের মাংস; দূষিত ভাবে যকৃতের মাংসবৃদ্ধিরূপ রোগবিশেষ। "পিলে অগ্রমাসে মলো,"— বিষবৃক্ষ। অগ্রমাংস বিশেষ্য, কলিজার অগ্রভাগের মাংস।

অগ্রযান

অগ্রযান বিশেষ্য, সেনাপতির অগ্রগামী সৈন্য।

অগ্রযায়ী

অগ্রযায়ী বিশেষণ, অগ্রগামী। স্ত্রীলিঙ্গ, অগ্রযায়িনী।

অগ্রসন্ধান

অগ্রসন্ধান বিশেষ্য, পূর্ব্বান্বেষণ।

অগ্রসন্ধানী

অগ্রসন্ধানী বিশেষণ, পূর্ব্বানুসন্ধানকারী। ২ ঐরূপ দূত।

অগ্রসন্ধ্যা

অগ্রসন্ধ্যা বিশেষ্য, পূর্ব্বসন্ধ্যা; ঊষা।

অগ্রসর

অগ্রসর বিশেষণ, যে অগ্রে যায়; অগ্রগ; অগ্রগামী; অগ্রসার। "ইত্যবসরে তিনি অগ্রসর হইলেন।" ২ সকলের অগ্রে প্রবৃত্ত বা উদ্যোগী। অগ্রসর বিশেষণ, আগে বা সম্মুখে গমনকারী...

অগ্রসামান্য

অগ্রসামান্য বন্ধনী— বিশেষ্য মেরুদণ্ডের সম্মুখভাগস্থ কশেরুকা ও অস্থিসংযোজিকা বা বন্ধনী; Anterior Common Ligament. ।

অগ্রসার

অগ্রসার বিশেষণ, যে অগ্রে যায়; অগ্রগ; অগ্রগামী; অগ্রসর। "ইত্যবসরে তিনি অগ্রসর হইলেন।" ২ সকলের অগ্রে প্রবৃত্ত বা উদ্যোগী। অগ্রসার বিশেষণ, আগে বা সম্মুখে গমনকারী...

অগ্রসূচনা

অগ্রসূচনা বিশেষ্য, পূর্ব্বাভাষ। ২ পূর্ব্বারম্ভ। অগ্রসূচনা বিশেষ্য, পূর্বাভাস।

অগ্রস্ত্রী

অগ্রস্ত্রী বিশেষ্য, প্রথমবিবাহিতা পত্নী।