আলয়অগ্রসার

অগ্রসার

অগ্রসার [সংস্কৃত— অগ্রেসর এরূপ চলিত আছে। তুলনামূলক— aggressor. অগ্রসর,অগ্রসার (সৃ = গমন করা)— যে গমন করে — উপপদ সমাস] বিশেষণ, যে অগ্রে যায়; অগ্রগ; অগ্রগামী; অগ্রসর। “ইত্যবসরে তিনি অগ্রসর হইলেন।” ২ সকলের অগ্রে প্রবৃত্ত বা উদ্যোগী।

অগ্রসার বিশেষণ, আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র