অগ্নিকোণ

অগ্নিকোণ বিশেষ্য, পূর্ব্ব-দক্ষিণদিকের মধ্যবর্ত্তী কোণ south-east. অগ্নিকোণ বিশেষ্য, পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)।

অগ্নিক্রিয়া

অগ্নিক্রিয়া বিশেষ্য, অগ্নিকার্য্য (দ্রষ্টব্য)। অগ্নিক্রিয়া বিশেষ্য, অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া।

অগ্নিক্রীড়া

অগ্নিক্রীড়া বিশেষ্য, আগুন লইয়া খেলা; বাজি পোড়ান। ২ নানাবর্ণের আগুন প্রজ্বলিত করণ। ৩ আতস বাজি fire works. অগ্নিক্রীড়া বিশেষ্য, আগুনের খেলা; আতশবাজি পোড়ানো।

অগ্নিগর্ভ

অগ্নিগর্ভ বিশেষ্য, অগ্নিজার নামক পশ্চিম সমুদ্রজাত উত্তেজক গুণবিশিষ্ট বৃক্ষ। ২ ভেলা ৩ সূর্য্যকান্তমণি; আতসী কাচ lens. স্ত্রীলিঙ্গ, অগ্নিগর্ভা।— বিশেষ্য, শমীবৃক্ষ (এই...

অগ্নিগর্ভা

অগ্নিগর্ভা বিশেষ্য, শমীবৃক্ষ (এই বৃক্ষের মধ্যে অগ্নি লুক্কায়িত ছিলেন); সাঁই গাছ Acacia suma. বাবলা গাছ Acacia tree. বিশেষণ, যার ভিতর অগ্নি আছে।

অগ্নিগৃহ

অগ্নিগৃহ বিশেষ্য, হোমগৃহ।

অগ্নিচিৎ

অগ্নিচিৎ বিশেষ্য, সাগ্নিক অগ্নিহোত্রী ব্রাহ্মণ; যে মন্ত্রপূর্ব্বক অগ্নি স্থাপন করিয়া নিত্য হোম করে। অগ্ন্যাধান (দ্রষ্টব্য)।

অগ্নিচিত্যা

অগ্নিচিত্যা বিশেষ্য, অব্যয়, সঞ্চয়।

অগ্নিচূড়

অগ্নিচূড় বিশেষ্য, কুক্কুট; মোরগ।

অগ্নিচূর্ণ

অগ্নিচূর্ণ, অগ্নিচূর্ণক বিশেষ্য, বারুদ gunpowder. "যোদ্ধৃগণ প্রথমে নালাস্ত্র পরিষ্কার করিবে, পরে তন্মধ্যে অগ্নিচূর্ণ দান করিয়া শলাকা দ্বারা দৃঢ়রূপে আঘাত করিয়া চূর্ণকে বসাইবে, পরে...

অগ্নিচূর্ণক

অগ্নিচূর্ণ, অগ্নিচূর্ণক বিশেষ্য, বারুদ gunpowder. "যোদ্ধৃগণ প্রথমে নালাস্ত্র পরিষ্কার করিবে, পরে তন্মধ্যে অগ্নিচূর্ণ দান করিয়া শলাকা দ্বারা দৃঢ়রূপে আঘাত করিয়া চূর্ণকে বসাইবে, পরে...

অগ্নিজ

অগ্নিজ বিশেষ্য, কার্ত্তিকেয়। ২ স্বর্ণ। ৩ অগ্নিজার বৃক্ষ; পশ্চিম সমুদ্রজাত ঔষধ বিশেষ a medicinal plant with stimulating properties. স্ত্রীলিঙ্গ, অগ্নিজা। অগ্নিজ বিশেষ্য,...

অগ্নিজনক

অগ্নিজনক বিশেষণ, অগ্নি উৎপাদক বা কারক। ২ অগ্নি বর্দ্ধক; ক্ষুধা বর্দ্ধক; পাচক। স্ত্রীলিঙ্গ, অগ্নিজনিকা।

অগ্নিজার

অগ্নিজার— বিশেষ্য, অগ্নিজ (দ্রষ্টব্য), অগ্নিগর্ভ (দ্রষ্টব্য) বৃক্ষ।

অগ্নিজাল

অগ্নিজাল— বিশেষ্য, অগ্নিজ (দ্রষ্টব্য), অগ্নিগর্ভ (দ্রষ্টব্য) বৃক্ষ।

অগ্নিজিহ্ব

অগ্নিজিহ্ব বিশেষ্য, দেবতা। ২ বিষ্ণু। অগ্নিজিহ্ব বিশেষণ, অগ্নির মতো জিহ্বা যার। ☐ বিশেষ্য, বরাহরূপী বিষ্ণু।

অগ্নিজিহ্বা

অগ্নিজিহ্বা বিশেষ্য অগ্নির শিখা ২ লাঙ্গলী বা বিষলাঙ্গলিয়া বৃক্ষ gloriosa superba.

অগ্নিজ্বালা

অগ্নিজ্বালা বিশেষ্য, অগ্নিশিখা। ২ জলপিপ্পলী; ধাতকী বৃক্ষ; ধাইফুল; লাঙ্গলী; কাঁচড়া।

অগ্নিতপ্ত

অগ্নিতপ্ত বিশেষণ, অগ্নিতে বা অগ্নি সংযোগে তপ্ত করা। স্ত্রীলিঙ্গ, অগ্নিতপ্তা। অগ্নিতপ্ত বিশেষণ, অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ।

অগ্নিতরঙ্গ

অগ্নিতরঙ্গ বিশেষ্য, বায়ু সঞ্চালিত অগ্নির তরঙ্গ সদৃশ কম্পন; ঢেউ খেলান অগ্নির বিস্তার।

অগ্নিতুল্য

অগ্নিতুল্য বিশেষণ, অগ্নি সদৃশ; অনলের ন্যায়। ২ অগ্নির মত উষ্ণ; আগুনের মত গরম; গরম; আগুন। স্ত্রীলিঙ্গ, অগ্নিতুল্যা। অগ্নিতূল্য বিশেষণ, আগুনের মতো।

অগ্নিত্রয়

অগ্নিত্রয় বিশেষ্য, ৩ প্রকার অগ্নি— 'গার্হপত্য' (গৃহপতি সম্বন্ধীয় অগ্নি যা সাগ্নিক গৃহস্থ যজ্ঞাদি হেতু চিরদিন গৃহে রক্ষা করে এবং কখনও যা নির্ব্বাপিত হতে...

অগ্নিদ

অগ্নিদ বিশেষণ, যে আততায়ী গৃহ দগ্ধ করিবার জন্য অগ্নিদান করে; যে আগুন লাগায় an incendiary. ২ অগ্নি উৎপাদক। স্ত্রীলিঙ্গ, অগ্নিদা।

অগ্নিদগ্ধ

অগ্নিদগ্ধ বিশেষণ, যা বা যে অগ্নিতে দগ্ধ হইয়াছে; আগুনে-পোড়া। প্রয়োগ— অগ্নিদগ্ধ কলেবর। ২ বিধিপূর্ব্বক যার মৃতদেহ অগ্নিদ্বারা দগ্ধ করা হইয়াছে। ৩ বিশেষ্য পিতৃলোক। অগ্নিদগ্ধ...

অগ্নিদগ্ধপ্রস্তর

অগ্নিদগ্ধপ্রস্তর বিশেষ্য, অগ্নি সংযোগে উৎপন্ন প্রস্তর volcanic rocks,

অগ্নিদমন

অগ্নিদমন বিশেষ্য, গণিকারিকা নামক অষুধের গাছ; অগ্নিদমন; অগ্নিনা; অগ্নিনী; species of cantacarica.

অগ্নিদাতা

অগ্নিদাতা বিশেষ্য, যে অন্ত্যেষ্টি ক্রিয়া বিধানে মৃতকে দাহন করে, মুখাগ্নি করে বা করিবার অধিকারী। স্ত্রীলিঙ্গ, অগ্নিদাত্রী। অগ্নিদাতা (-তৃ) বিশেষ্য, ১ আগুন লাগায় যে; ২...

অগ্নিদান

অগ্নিদান বিশেষ্য, আগুন দেওয়া বা ধরান। অগ্নিদান বিশেষ্য, ১ আগুন ধরানো, আগুন লাগানো; ২ মৃতের মুখাগ্নি।

অগ্নিদাহ

অগ্নিদাহ বিশেষ্য, আগুনে পোড়া; আগুনের জ্বালা; আগুন লাগা (গৃহ পোতাদি) arson. অগ্নিদাহ বিশেষ্য, ১ অগ্নিকাণ্ড; ২ আগুনের তাপ।

অগ্নিদাহ্য

অগ্নিদাহ্য বিশেষণ, আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible.

অগ্নিদীপক

অগ্নিদীপক বিশেষণ, ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন।

অগ্নিদীপন

অগ্নিদীপন বিশেষ্য, অগ্নি প্রজ্জ্বলন; ক্ষুধাবর্দ্ধন। বিশেষণ, পাচক; পরিপাক ক্রিয়া বর্দ্ধক; অগ্নি উদ্দীপক। অগ্নিদীপন বিশেষণ, পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। ☐ বিশেষ্য, ১ অগ্নিদীপক পদার্থ; ২...

অগ্নিদীপ্ত

অগ্নিদীপ্ত বিশেষণ, আগুনের দ্বারা আলোকিত; প্রজ্জ্বলিত। স্ত্রীলিঙ্গ, অগ্নিদীপ্তা বিশেষ্য, মহাজ্যোতিষ্মতী লতা; লতা ফট্কী। অগ্নিদীপ্ত বিশেষণ, আগুনের দ্বারা আলোকিত।

অগ্নিদীপ্তা

অগ্নিদীপ্তা বিশেষ্য, স্ত্রীলিঙ্গ, মহাজ্যোতিষ্মতী লতা; লতা ফট্‌কী।

অগ্নিদূত

অগ্নিদূত বিশেষ্য, যজ্ঞ। ২ বরুণ গাছ।

অগ্নিদেব

অগ্নিদেব বিশেষ্য, অগ্নির অধিপতি; অগ্নি; অগ্নিদেবতা। অগ্নিদেব বিশেষ্য, আগুনের অধিদেবতা, বৈশ্বানর।

অগ্নিদেবতা

অগ্নিদেবতা বিশেষ্য, অগ্নির অধিপতি; অগ্নি; অগ্নিদেব। অগ্নিদেবতা বিশেষ্য, আগুনের অধিদেবতা, বৈশ্বানর।

অগ্নিদেবা

অগ্নিদেবা বিশেষ্য, কৃত্তিকা নক্ষত্র।

অগ্নিদৈবত্য

অগ্নিদৈবত্য বিশেষ্য, অগ্নির দেবত্ব, ঈশ্বরত্ব বা অগ্নিকে সর্ব্বপ্রধান দেবতা বলিয়া স্বীকার; অগ্নি দেবের আধিপত্য।

অগ্নিদ্রবার্হ

অগ্নিদ্রবার্হ বিশেষণ, অগ্নিতে দ্রব হইবার উপযোগী; যা অগ্নিতে গলে; গালা ইত্যাদি বস্তু (বস্তুবিচার)।

অগ্নিধমন

অগ্নিধমন বিশেষ্য, ঘোঁড়ানিম।

অগ্নিনা

অগ্নিনা বিশেষ্য, গণিকারিকা নামক অষুধের গাছ; অগ্নিদমন; অগ্নিনা; অগ্নিনী; species of cantacarica.

অগ্নিনী

অগ্নিনী বিশেষ্য, গণিকারিকা নামক অষুধের গাছ; অগ্নিদমন; অগ্নিনা; অগ্নিনী; species of cantacarica.

অগ্নিপক্ব

অগ্নিপক্ব বিশেষণ, আগুনে পাক করা। অগ্নিপক্ব বিশেষণ, ১ আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; ২ আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)।

অগ্নিপরীক্ষা

অগ্নিপরীক্ষা বিশেষ্য, অগ্নি দ্বারা শুদ্ধাশুদ্ধ নির্ণয় (স্বর্ণের বিশুদ্ধি পরীক্ষা); অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিয়া সতীত্ব পরীক্ষা; (সীতার অগ্নিপরীক্ষা)। ২ কঠোর পরীক্ষা। অগ্নিপরীক্ষা বিশেষ্য, ১ আগুনে পুড়িয়ে...

অগ্নিপুরাণ

অগ্নিপুরাণ বিশেষ্য, অষ্টাদশ পুরাণের অন্যতম (প্রধানতঃ প্রলয়, সৃষ্টি প্রকরণ ও অগ্নি কার্য্য, দেবপ্রতিষ্ঠা, নরকবর্ণন, প্রায়শ্চিত্তবিধি, তীর্থাদিমাহাত্ম্য, জ্যোতিষ, আশ্রমবিধি, দীক্ষা, ধর্ম্ম, নীতি, পূজাপদ্ধতি, সন্ধ্যাবিধি, ধনুর্ব্বেদ,...

অগ্নিপ্রদ

অগ্নিপ্রদ— অগ্নিদ (দ্রষ্টব্য)।

অগ্নিপ্রবেশ

অগ্নিপ্রবেশ বিশেষ্য, জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন।

অগ্নিপ্রভ

অগ্নিপ্রভ বিশেষণ, অগ্নির ন্যায় দীপ্তিশালী; অগ্নির মত উজ্জ্বল; অগ্নিবর্ণ। স্ত্রীলিঙ্গ, অগ্নিপ্রভা— বিশেষ্য, আগুনের আভা; ঔজ্জ্বল্য; হলকা। অগ্নিপ্রভ বিশেষণ, আগুনের মতো দীপ্তিসম্পন্ন।

অগ্নিপ্রভা

অগ্নিপ্রভা বিশেষ্য, স্ত্রীলিঙ্গ, আগুনের আভা; ঔজ্জ্বল্য; হলকা। অগ্নিপ্রভা বিশেষ্য, আগুনের আভা।

অগ্নিপ্রয়োগ

অগ্নিপ্রয়োগ বিশেষ্য, অগ্নি সংযোগ করণ; অগ্নিদান; আগুন লাগান।

অগ্নিপ্রস্তর

অগ্নিপ্রস্তর বিশেষ্য, যে পাথর হইতে অগ্নিউৎপন্ন হয়; চকমকি পাথর flint. অগ্নিপ্রস্তর বিশেষ্য, চকমকি পাথর।

অগ্নিফলা

অগ্নিফলা বিশেষ্য, লতাফট্‌কী (লতা দ্রষ্টব্য)।

অগ্নিবদ্ধন

অগ্নিবদ্ধন বিশেষ্য, বায়ু। ২ বিশেষণ, পরিপাক শক্তির বৃদ্ধিকারক।

অগ্নিবর্ণ

অগ্নিবর্ণ বিশেষণ, রক্তবর্ণ। ২ বিশেষ্য, কুশরাজার পুত্র; শ্রীরামচন্দ্রের পৌত্র। ৩ সূর্য্যবংশীয় মহারাজ সুদর্শনের পুত্র; কুৎসিত স্বভাব; রাজযক্ষ্মা রোগে মৃত্যু হয়। অগ্নিবর্ণ বিশেষণ, আগুনের মতো...

অগ্নিবর্ধক

অগ্নিবর্দ্ধক বিশেষ্য, বায়ু। ২ বিশেষণ, পরিপাক শক্তির বৃদ্ধিকারক। অগ্নিবর্ধক বিশেষণ, পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন।

অগ্নিবর্ষণ

অগ্নিবর্ষণ বিশেষ্য, ১ (আগ্নেয়গিরির) অগ্ন্যুৎপাত; ২ আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন।

অগ্নিবল্লভ

অগ্নিবল্লভ বিশেষ্য, সাল গাছ। ২ ধূনা। স্ত্রীলিঙ্গ, অগ্নিবল্লভা।

অগ্নিবাণ

অগ্নিবাণ বিশেষ্য, আগ্নেয় অস্ত্র। ২ যে বাণ নিক্ষিপ্ত হইলে অগ্নি উদ্গীরণ করে। "পার্থ ছাড়ে অগ্নিবাণ, যেন অগ্নি দীপ্তিমান, কর্ণপানে চান একদৃষ্টি।"— মহাভারত (কাশীরাম দাস)। অগ্নিবাণ...

অগ্নিবাহ

অগ্নিবাহ বিশেষ্য, (অগ্নির বাহন বলিয়া) ছাগ। ২ বিশেষণ, যে অগ্নিকে বহন করে।

অগ্নিবাহন

অগ্নিবাহন বিশেষ্য, (অগ্নির বাহন বলিয়া) ছাগ। ২ বিশেষণ, যে অগ্নিকে বহন করে।

অগ্নিবাহু

অগ্নিবাহু বিশেষ্য, ধূম। ২ প্রিয়ব্রতের ঔরসে কাম্যার গর্ভে জাত রাজপুত্র বিশেষ।

অগ্নিবিৎ

অগ্নিবিৎ অগ্নিচিৎ (দ্রষ্টব্য)।

অগ্নিবিসর্প

অগ্নিবিসর্প বিশেষ্য, চর্ম্মপ্রদাহ; প্রদাহ যুক্ত জ্বর।

অগ্নিবীজ

অগ্নিবীজ বিশেষ্য, স্বর্ণ। ২ অগ্নিমন্থ।

অগ্নিবীর্য

অগ্নিবীর্য্য বিশেষ্য, স্বর্ণ। ২ অগ্নির তেজঃ বা প্রভাব।

অগ্নিবৃদ্ধি

অগ্নিবৃদ্ধি বিশেষ্য, জঠরাগ্নির বৃদ্ধি; ক্ষুধাবৃদ্ধি। অগ্নিবৃদ্ধি বিশেষ্য, ক্ষুধাবৃদ্ধি।

অগ্নিবৃষ্টি

অগ্নিবৃষ্টি বিশেষ্য, অগ্নিবর্ষণ, বারিবিন্দুর বদলে অগ্নিকণা পতন (শাস্ত্রকারের মতে অগ্নিবৃষ্টি খণ্ডপ্রলয় বা মহাপ্রলয়ের সূচনা)। ২ ভয়ানক গ্রীষ্ম। ৩ প্রখর সূর্য্যের তাপে উত্তপ্ত বায়ুর...

অগ্নিবেশ্ম

অগ্নিবেশ্ম (— শ্শঁ) বিশেষ্য, যে গৃহে অগ্নি রক্ষা করা হয়; অগ্নিগৃহ।

অগ্নিবেশ্য

অগ্নিবেশ্য বিশেষ্য, ধনুর্ব্বিদ্যা বিশারদ জনৈক ঋষি; দ্রোণাচার্য্যের গুরু।