আলয়অগ্নিত্রয়

অগ্নিত্রয়

অগ্নিত্রয় [অগ্নি— ত্রয় (তিন) ষষ্ঠী তৎপুরুষ সমাস] বিশেষ্য, ৩ প্রকার অগ্নি— ‘গার্হপত্য’ (গৃহপতি সম্বন্ধীয় অগ্নি যা সাগ্নিক গৃহস্থ যজ্ঞাদি হেতু চিরদিন গৃহে রক্ষা করে এবং কখনও যা নির্ব্বাপিত হতে দেয় না); ‘আহ্বনীয়’ (যজ্ঞাগ্নি যা গার্হপত্য হতে উদ্ধৃত করিয়া হবন বা হোমার্থ সংরক্ষণ করা হয়); ‘দাক্ষিণ্য’ (দক্ষিণাগ্নি বা দক্ষিণদিকের অগ্নি; এই অগ্নি দক্ষিণা প্রদত্ত হইলে তৃপ্ত হইয়া অমরদিগেকে দক্ষিণা ভাগ দান করে)।

অগ্নিত্রয় বিশেষ্য, বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র