ইয়ার/ বি. ১ বন্ধু, বয়স্য, সঙ্গী; ২ ফাজিল লোক। [ফা. য়ার্]। ~ কি, ইয়ার্কি বি. রসিকতা; ফাজলামি। ইয়ার১ [প্রাদেশিক] সর্বনাম, ইহার (মৈয়মনসিংহ গীতিকা)। ইয়ার২ [ফারসি য়ার = দোস্ত (২) মদদ্গার্, সহায় help-mate. এই অর্থে বাংলায় অপ্রচলিত। গ্রাম্য এয়ার] বিশেষ্য, বন্ধু। বাংলায় ‘বয়স্য’ অর্থে অধিক চলিত। এমন বন্ধু যার নিকট হৃদয়ের গোপনীয় কথাও বলা চলে। ‘য়্যার কহা বহু প্যার কিয়া, গজ বাজি দিয়া শির তাজ ধরায়া’—অন্নদামঙ্গল, ভারতচন্দ্র রায়গুণাকর। ‘লাল লাল ঝাল ঝাল নানাবিধ পানি খে’ত সে মিলে দু’ চারিটি এয়ার।’—দ্বিজেন্দ্রলাল রায়। ২ রসিক; যৌবনসুলভ রসিকতাপ্রিয়। প্রয়োগ— ছোঁড়া ভারি ইয়ার হয়ে উঠেছে।